Skip to content

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর (বহুনির্বাচনি)

ইউরোপীয় বণিকদের আগমন মূলত ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যেই হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা রাজনৈতিক ক্ষমতায়ও হস্তক্ষেপ করতে শুরু করে। নিচে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর (বহুনির্বাচনি) লিখে দিলাম।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ

১। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের প্রধান উদ্দেশ্য কী ছিল?

ক) ধর্মপ্রচার
খ) ব্যবসা-বাণিজ্য
গ) রাজনৈতিক ক্ষমতা দখল
ঘ) সাংস্কৃতিক বিনিময়
উত্তর: খ) ব্যবসা-বাণিজ্য

২। বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ক্ষমতা দখল করে?

ক) ১৭০৭
খ) ১৭৫৭
গ) ১৮৫৭
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৭৫৭

৩। পলাশির যুদ্ধে কে পরাজিত হন?

ক) মীর জাফর
খ) সিরাজউদ্দৌলা
গ) শের শাহ
ঘ) ঈশা খাঁ
উত্তর: খ) সিরাজউদ্দৌলা

৪। বাংলায় ইংরেজ শাসন কত সাল পর্যন্ত স্থায়ী ছিল?

ক) ১৭৫৭-১৮৫৭
খ) ১৭৫৭-১৯৪৭
গ) ১৮৫৭-১৯৪৭
ঘ) ১৭৫৭-১৯০৫
উত্তর: খ) ১৭৫৭-১৯৪৭

৫। উপনিবেশিকরণের প্রধান উদ্দেশ্য কী ছিল?

ক) সাংস্কৃতিক উন্নয়ন
খ) অর্থনৈতিক শোষণ
গ) ধর্মপ্রচার
ঘ) রাজনৈতিক সংস্কার
উত্তর: খ) অর্থনৈতিক শোষণ

৬। বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে?

ক) বক্সারের যুদ্ধ
খ) পলাশির যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) প্লাসির যুদ্ধ
উত্তর: খ) পলাশির যুদ্ধ

৭। বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে কত সালে?

ক) ১৯৪৭
খ) ১৯৫২
গ) ১৯৭১
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৯৪৭

৮। বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?

ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ) ফখরুদ্দিন মুবারক শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
উত্তর: খ) ফখরুদ্দিন মুবারক শাহ

৯। বারোভূঁইয়াদের নেতা কে ছিলেন?

ক) ঈশা খাঁ
খ) শের শাহ
গ) সিরাজউদ্দৌলা
ঘ) মীর জাফর
উত্তর: ক) ঈশা খাঁ

১০। বাংলায় মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে কত সালে?

ক) ১৭৫৭
খ) ১৬১০
গ) ১৫৩৮
ঘ) ১৭৬৫
উত্তর: ক) ১৭৫৭

১১। বাংলায় ইংরেজ শাসনের সময়কালকে কী বলা হয়?

ক) মোগল যুগ
খ) সুলতানি যুগ
গ) ঔপনিবেশিক যুগ
ঘ) প্রাচীন যুগ
উত্তর: গ) ঔপনিবেশিক যুগ

১২। বাংলায় প্রথম স্বাধীন বাঙালি শাসক কে ছিলেন?

ক) শশাঙ্ক
খ) পাল রাজা
গ) সেন রাজা
ঘ) ইলিয়াস শাহ
উত্তর: ক) শশাঙ্ক

১৩। বাংলায় মাৎস্যন্যায় যুগ কত বছর স্থায়ী ছিল?

ক) ৫০ বছর
খ) ১০০ বছর
গ) ২০০ বছর
ঘ) ৩০০ বছর
উত্তর: খ) ১০০ বছর

১৪। বাংলায় পাল রাজাদের শাসনকাল কত বছর স্থায়ী ছিল?

ক) ১০০ বছর
খ) ২০০ বছর
গ) ৪০০ বছর
ঘ) ৫০০ বছর
উত্তর: গ) ৪০০ বছর

১৫। বাংলায় সেন রাজাদের আগমন ঘটে কোথা থেকে?

ক) দক্ষিণ ভারত
খ) মধ্য এশিয়া
গ) উত্তর ভারত
ঘ) পূর্ব ভারত
উত্তর: ক) দক্ষিণ ভারত

১৬। বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন কে?

ক) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
খ) শের শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
উত্তর: ক) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি

১৭। বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ) ফখরুদ্দিন মুবারক শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
উত্তর: ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ

১৮। বাংলায় মোগল শাসনের চূড়ান্ত প্রতিষ্ঠা ঘটে কত সালে?

ক) ১৫৭৬
খ) ১৬১০
গ) ১৭৫৭
ঘ) ১৫৩৮
উত্তর: খ) ১৬১০

১৯। বাংলায় বারোভূঁইয়াদের নেতা ঈশা খাঁ কে পরাজিত করেন?

ক) আকবর
খ) মানসিংহ
গ) ইসলাম খান চিশতি
ঘ) শের শাহ
উত্তর: গ) ইসলাম খান চিশতি

২০। বাংলায় মোগল শাসনের অবসান ঘটে কত সালে?

ক) ১৭৫৭
খ) ১৬১০
গ) ১৫৩৮
ঘ) ১৭৬৫
উত্তর: ক) ১৭৫৭

২১। বাংলায় ইংরেজ শাসনের সময়কাল কত বছর স্থায়ী ছিল?

ক) ১০০ বছর
খ) ১৫০ বছর
গ) ২০০ বছর
ঘ) ১৯০ বছর
উত্তর: ঘ) ১৯০ বছর

২২। বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে?

ক) পলাশির যুদ্ধ
খ) বক্সারের যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) প্লাসির যুদ্ধ
উত্তর: ক) পলাশির যুদ্ধ

২৩। বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে কত সালে?

ক) ১৯৪৭
খ) ১৯৫২
গ) ১৯৭১
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৯৪৭

২৪। বাংলায় প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ
খ) ফখরুদ্দিন মুবারক শাহ
গ) আলাউদ্দিন হুসেন শাহ
ঘ) ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি
উত্তর: খ) ফখরুদ্দিন মুবারক শাহ

২৫। বাংলায় বারোভূঁইয়াদের নেতা ঈশা খাঁ কে পরাজিত করেন?

ক) আকবর
খ) মানসিংহ
গ) ইসলাম খান চিশতি
ঘ) শের শাহ
উত্তর: গ) ইসলাম খান চিশতি

২৬। বাংলায় মোগল শাসনের অবসান ঘটে কত সালে?

ক) ১৭৫৭
খ) ১৬১০
গ) ১৫৩৮
ঘ) ১৭৬৫
উত্তর: ক) ১৭৫৭

২৭। ভাস্কো-দা-গামা কত সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান?

ক) ১৪৯২
খ) ১৪৯৮
গ) ১৫০২
ঘ) ১৫১০
উত্তর: খ) ১৪৯৮

২৮। ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?

ক) স্পেন
খ) পর্তুগাল
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স
উত্তর: খ) পর্তুগাল

২৯। ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের প্রধান আকর্ষণ কী ছিল?

ক) সোনা ও রূপা
খ) সিল্ক ও মিহি কাপড়
গ) লোহা ও ইস্পাত
ঘ) কাঠ ও পাথর
উত্তর: খ) সিল্ক ও মিহি কাপড়

৩০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয়?

ক) ১৫০০ সালে
খ) ১৬০০ সালে
গ) ১৭০০ সালে
ঘ) ১৮০০ সালে
উত্তর: খ) ১৬০০ সালে

৩১। বাংলায় কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কত লোক নিয়োগ করা হতো?

ক) ১০০-২০০
খ) ৩০০-৪০০
গ) ৫০০-৬০০
ঘ) ৭০০-৮০০
উত্তর: ঘ) ৭০০-৮০০

৩২। জব চার্নক কত সালে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর গ্রাম ক্রয় করেন?

ক) ১৬৮০ সালে
খ) ১৬৯০ সালে
গ) ১৭০০ সালে
ঘ) ১৭১০ সালে
উত্তর: খ) ১৬৯০ সালে

৩৩। জব চার্নক কত টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর ক্রয় করেন?

ক) ১০০০ টাকা
খ) ১২০০ টাকা
গ) ১৫০০ টাকা
ঘ) ২০০০ টাকা
উত্তর: খ) ১২০০ টাকা

৩৪। বাংলা থেকে পাচার হওয়া সম্পদ প্রধানত কোন দেশে যেত?

ক) ফ্রান্স
খ) পর্তুগাল
গ) ইংল্যান্ড
ঘ) হল্যান্ড
উত্তর: গ) ইংল্যান্ড

৩৫। পলাশি যুদ্ধের আগে বাংলার সম্পদ পাচারের জন্য কারা দায়ী ছিল?

ক) মীর জাফর ও মীর কাশিম
খ) সিরাজউদ্দৌলা
গ) ঈশা খাঁ
ঘ) শের শাহ
উত্তর: ক) মীর জাফর ও মীর কাশিম

৩৫। বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে কারা?

ক) ইংরেজ ও ফরাসি
খ) ওলন্দাজ ও দিনেমার
গ) পর্তুগিজ
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো

৩৬। কাশিমবাজারে বছরে কত বেল সিল্ক উৎপাদিত হতো?

ক) ১০ হাজার
খ) ১৫ হাজার
গ) ২০ হাজার
ঘ) ২২ হাজার
উত্তর: ঘ) ২২ হাজার

৩৬। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রাধান্য পায়?

ক) পর্তুগিজ
খ) ইংরেজ
গ) ফরাসি
ঘ) ওলন্দাজ
উত্তর: খ) ইংরেজ

৩৭। বাংলায় ইউরোপীয় বণিকদের কারখানাগুলো কোথায় অবস্থিত ছিল?

ক) কলকাতা
খ) চন্দননগর
গ) কাশিমবাজার
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো

৩৮। সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক) ২০ বছর
খ) ২২ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩০ বছর
উত্তর: খ) ২২ বছর

৩৯। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

ক) ১৭৫৭
খ) ১৭৬৪
গ) ১৭৬৫
ঘ) ১৭৭০
উত্তর: ক) ১৭৫৭

৪০। পলাশির যুদ্ধে কে পরাজিত হন?

ক) সিরাজউদ্দৌলা
খ) মীর জাফর
গ) মীর কাশিম
ঘ) রবার্ট ক্লাইভ
উত্তর: ক) সিরাজউদ্দৌলা

৪১। পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন?

ক) সিরাজউদ্দৌলা
খ) মীর জাফর
গ) মীর কাশিম
ঘ) আলিবর্দি খাঁ
উত্তর: খ) মীর জাফর

৪২। বাংলায় ইংরেজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় কোন যুদ্ধের মাধ্যমে?

ক) পলাশির যুদ্ধ
খ) বক্সারের যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) প্লাসির যুদ্ধ
উত্তর: খ) বক্সারের যুদ্ধ

৪২। বক্সারের যুদ্ধে কে পরাজিত হন?

ক) মীর জাফর
খ) মীর কাশিম
গ) সিরাজউদ্দৌলা
ঘ) রবার্ট ক্লাইভ
উত্তর: খ) মীর কাশিম

৪৩। বাংলায় ইংরেজদের বিজয়ের প্রধান কারণ কী ছিল?

ক) নবাবের দুর্বলতা
খ) ইংরেজদের উন্নত সামরিক শক্তি
গ) প্রজাদের নিষ্ক্রিয়তা
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো

৪৪। বাংলায় ইংরেজদের সর্বেসর্বা কে ছিলেন?

ক) মীর জাফর
খ) রবার্ট ক্লাইভ
গ) মীর কাশিম
ঘ) সিরাজউদ্দৌলা
উত্তর: খ) রবার্ট ক্লাইভ

৪৫। দ্বৈতশাসন ব্যবস্থা কত সালে চালু হয়?

ক) ১৭৫৭
খ) ১৭৬৫
গ) ১৭৭০
ঘ) ১৭৭৩
উত্তর: খ) ১৭৬৫

৪৬। দ্বৈতশাসন ব্যবস্থায় কে বাংলার নবাবের উপর শাসন ও বিচারবিভাগের দায়িত্ব অর্পণ করেন?

ক) মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম
খ) রবার্ট ক্লাইভ
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর: খ) রবার্ট ক্লাইভ

৪৭। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে ঘটে?

ক) ১৭৬৫
খ) ১৭৭০
গ) ১৭৭৩
ঘ) ১৮৫৭
উত্তর: খ) ১৭৭০

৪৮। ছিয়াত্তরের মন্বন্তরে বাংলার কত অংশ লোক মারা যায়?

ক) এক-চতুর্থাংশ
খ) এক-তৃতীয়াংশ
গ) অর্ধেক
ঘ) দুই-তৃতীয়াংশ
উত্তর: খ) এক-তৃতীয়াংশ

৪৯। কে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন?

ক) রবার্ট ক্লাইভ
খ) ওয়ারেন হেস্টিংস
গ) লর্ড কর্নওয়ালিস
ঘ) লর্ড ডালহৌসি
উত্তর: খ) ওয়ারেন হেস্টিংস

৫০। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়?

ক) ১৭৯৩
খ) ১৮৫৭
গ) ১৮৫৮
ঘ) ১৭৭০
উত্তর: ক) ১৭৯৩

৫১। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কারা তৈরি হয়?

ক) কৃষক
খ) জমিদার
গ) বণিক
ঘ) সিপাহি
উত্তর: খ) জমিদার

৫২। কে সতীদাহ প্রথা রোধে আইন পাস করেন?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ডালহৌসি
উত্তর: গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

৫৩। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন?

ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড ক্যানিং
গ) লর্ড কর্নওয়ালিস
ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর: খ) লর্ড ক্যানিং

৫৪। ভারত শাসন আইন কত সালে পাস হয়?

ক) ১৮৫৭
খ) ১৮৫৮
গ) ১৮৬১
ঘ) ১৮৭৬
উত্তর: খ) ১৮৫৮

৫৫। বাংলায় ব্রিটিশ শাসনের সময় সংখ্যাগরিষ্ঠ অংশ কী ছিল?

ক) জমিদার
খ) কৃষক
গ) বণিক
ঘ) শিল্পপতি
উত্তর: খ) কৃষক

৫৬। বাংলার তাঁতশিল্প ধ্বংসের প্রধান কারণ কী ছিল?

ক) ব্রিটিশ শাসন
খ) প্রাকৃতিক দুর্যোগ
গ) কৃষকের অভাব
ঘ) বণিকদের ষড়যন্ত্র
উত্তর: ক) ব্রিটিশ শাসন

৫৭। কে বিধবা বিবাহ প্রবর্তনে ভূমিকা রাখেন?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ডালহৌসি
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫৮। ব্রিটিশ শাসনের সময় বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল?

ক) শিল্প
খ) কৃষি
গ) বাণিজ্য
ঘ) খনিজ সম্পদ
উত্তর: খ) কৃষি

৫৯। কে রেল যোগাযোগ স্থাপনের জন্য পদক্ষেপ নেন?

ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড কর্নওয়ালিস
গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর: ক) লর্ড ডালহৌসি

৬০। ব্রিটিশ শাসনের সময় বাংলার সমাজে কারা সুবিধাপ্রাপ্ত শ্রেণি ছিল?

ক) কৃষক
খ) জমিদার
গ) বণিক
ঘ) শিল্পপতি
উত্তর: খ) জমিদার

৬১। ওয়ারেন হেস্টিংস কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

ক) ১৭৮১
খ) ১৭৯১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৭৮১

৬২। সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৭৮১
খ) ১৭৯১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: খ) ১৭৯১

৬৩। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৭৮১
খ) ১৭৯১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: গ) ১৮৫৭

৬৪। বাংলায় মুদ্রণযন্ত্র কত সালে স্থাপিত হয়?

ক) ১৭৮১
খ) ১৮২১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: খ) ১৮২১

৬৫। বাংলায় মুদ্রণযন্ত্র কোথায় স্থাপিত হয়?

ক) কলকাতা
খ) শ্রীরামপুর
গ) ঢাকা
ঘ) মুর্শিদাবাদ
উত্তর: খ) শ্রীরামপুর

৬৬। বাংলায় সতীদাহ প্রথা রোধে কে ভূমিকা রাখেন?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডিরোজিও
ঘ) সৈয়দ আমীর আলী
উত্তর: ক) রাজা রামমোহন রায়

৬৭। বিধবা বিবাহ প্রবর্তনে কে ভূমিকা রাখেন?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডিরোজিও
ঘ) সৈয়দ আমীর আলী
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৬৮। বাংলায় মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি?

ক) ভারতীয় জাতীয় কংগ্রেস
খ) মুসলিম লীগ
গ) হিন্দু মহাসভা
ঘ) স্বরাজ পার্টি
উত্তর: খ) মুসলিম লীগ

৬৯। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৫
খ) ১৯০৬
গ) ১৯১১
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৯০৬

৭০। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়?

ক) ১৯০৫
খ) ১৯০৬
গ) ১৯১১
ঘ) ১৯৪৭
উত্তর: ক) ১৯০৫

৭১। বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড কার্জন
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: ক) লর্ড কার্জন

৭২। বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য কী ছিল?

ক) বাংলার উন্নয়ন
খ) ব্রিটিশবিরোধী আন্দোলন দমন
গ) হিন্দু-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি
ঘ) শিক্ষার প্রসার
উত্তর: খ) ব্রিটিশবিরোধী আন্দোলন দমন

৭৩। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ তৈরি হয়?

ক) পূর্ববঙ্গ ও আসাম
খ) পশ্চিমবঙ্গ
গ) বিহার ও উড়িষ্যা
ঘ) উত্তরবঙ্গ
উত্তর: ক) পূর্ববঙ্গ ও আসাম

৭৪। বঙ্গভঙ্গের বিরোধিতা করে কারা?

ক) হিন্দু নেতারা
খ) মুসলিম নেতারা
গ) ইংরেজ শাসকরা
ঘ) কৃষকরা
উত্তর: ক) হিন্দু নেতারা

৭৫। বঙ্গভঙ্গের ফলে কোন সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়ে?

ক) হিন্দু-মুসলমান
খ) হিন্দু-শিখ
গ) মুসলমান-খ্রিস্টান
ঘ) কৃষক-জমিদার
উত্তর: ক) হিন্দু-মুসলমান

৭৬। বাংলায় মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়?

ক) কলকাতা
খ) ঢাকা
গ) মুর্শিদাবাদ
ঘ) শ্রীরামপুর
উত্তর: খ) ঢাকা

৭৭। বঙ্গভঙ্গের ফলে বাংলায় কোন নীতির প্রয়োগ দেখা যায়?

ক) ভাগ করো, শাসন কর
খ) সমানাধিকার
গ) স্বাধীনতা
ঘ) উন্নয়ন
উত্তর: ক) ভাগ কর, শাসন কর

৭৮। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

ক) ১৭৫৭ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯৪৭ সালে
উত্তর: ক) ১৭৫৭ সালে

৭৯। সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

ক) ১৭৫৭
খ) ১৮৫৭
গ) ১৯০৫
ঘ) ১৯৪৭
উত্তর: খ) ১৮৫৭

৮০। সিপাহি বিদ্রোহে বাংলায় কে নেতৃত্ব দেন?

ক) মঙ্গল পান্ডে ও রজব আলী
খ) লক্ষ্মীবাই ও তাঁতিয়া টোপি
গ) বাহাদুর শাহ জাফর
ঘ) ক্ষুদিরাম বসু
উত্তর: ক) মঙ্গল পান্ডে ও রজব আলী

৮১। সিপাহি বিদ্রোহে ঝাঁসির রানি কে ছিলেন?

ক) লক্ষ্মীবাই
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) মাস্টারদা সূর্যসেন
ঘ) ক্ষুদিরাম বসু
উত্তর: ক) লক্ষ্মীবাই

৮২। সিপাহি বিদ্রোহে দিল্লির বাদশাহ কে ছিলেন?

ক) বাহাদুর শাহ জাফর
খ) আকবর
গ) শাহ আলম
ঘ) ঔরঙ্গজেব
উত্তর: ক) বাহাদুর শাহ জাফর

৮৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হয়?

ক) স্বদেশী আন্দোলন
খ) অসহযোগ আন্দোলন
গ) খেলাফত আন্দোলন
ঘ) ভারত ছাড় আন্দোলন
উত্তর: ক) স্বদেশী আন্দোলন

৮৪। স্বদেশী আন্দোলনের সময় কোন পণ্য বর্জন করা হয়?

ক) বিদেশি পণ্য
খ) দেশীয় পণ্য
গ) কৃষি পণ্য
ঘ) শিল্প পণ্য
উত্তর: ক) বিদেশি পণ্য

৮৫। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দুটি সংগঠনের নাম কী?

ক) যুগান্তর ও অনুশীলন সমিতি
খ) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
গ) স্বরাজ পার্টি ও হিন্দু মহাসভা
ঘ) খেলাফত কমিটি ও স্বদেশী সমিতি
উত্তর: ক) যুগান্তর ও অনুশীলন সমিতি

৮৬। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ কে ছিলেন?

ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
খ) লক্ষ্মীবাই
গ) সরোজিনী নাইডু
ঘ) অরুণা আসফ আলী
উত্তর: ক) প্রীতিলতা ওয়াদ্দেদার

৮৭। ক্ষুদিরাম বসু কে ছিলেন?

ক) বিপ্লবী
খ) রাজনৈতিক নেতা
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) বিপ্লবী

৮৮। মাস্টারদা সূর্যসেন কে ছিলেন?

ক) বিপ্লবী নেতা
খ) রাজনৈতিক নেতা
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) বিপ্লবী নেতা

৮৯। নেতাজি সুভাষ বসু কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

ক) ভারত ছাড় আন্দোলন
খ) স্বদেশী আন্দোলন
গ) অসহযোগ আন্দোলন
ঘ) খেলাফত আন্দোলন
উত্তর: ক) ভারত ছাড় আন্দোলন

৯০। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে ছিলেন?

ক) রাজনৈতিক নেতা
খ) বিপ্লবী
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) রাজনৈতিক নেতা

৯১। শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক কে ছিলেন?

ক) রাজনৈতিক নেতা
খ) বিপ্লবী
গ) समाज সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) রাজনৈতিক নেতা

৯২। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?

ক) রাজনৈতিক নেতা
খ) বিপ্লবী
গ) সমাজ সংস্কারক
ঘ) শিক্ষাবিদ
উত্তর: ক) রাজনৈতিক নেতা

৯৩। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?

ক) ১৯৪০
খ) ১৯৪৭
গ) ১৯৫২
ঘ) ১৯৭১
উত্তর: ক) ১৯৪০

৯৪। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

ক) শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) শরৎ বসু
ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর: ক) শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক

৯৫। লাহোর প্রস্তাবের ভিত্তিতে কত সালে ভারতবর্ষ ভাগ হয়?

ক) ১৯৪০
খ) ১৯৪৭
গ) ১৯৫২
ঘ) ১৯৭১
উত্তর: খ) ১৯৪৭

৯৬। ভারত বিভক্তির সময় পূর্ববাংলা কোন দেশের সাথে যুক্ত হয়?

ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) নেপাল
উত্তর: খ) পাকিস্তান

আরও দেখুনঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *