Skip to content

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন

একটি উদ্ভিদে বীজ সৃষ্টি হয় এবং এই বীজগুলো থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এসবই উদ্ভিদের প্রজনন বা বংশবৃদ্ধির উদাহরণ। নিচে ৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর দিলাম।

৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ

১। কোন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয়?

ক) যৌন জনন
খ) অঙ্গজ জনন
গ) অযৌন জনন
ঘ) কলম
উত্তরঃ গ) অযৌন জনন

২। স্পোর উৎপাদন প্রক্রিয়ায় mucor কীভাবে বংশবৃদ্ধি করে?

ক) বহিঃঅণুবীজ দ্বারা
খ) একটি অণুবীজ দ্বারা
গ) থলির মধ্যে অসংখ্য অণুবীজ দ্বারা
ঘ) শাখা কলম দ্বারা
উত্তরঃ গ) থলির মধ্যে অসংখ্য অণুবীজ দ্বারা

৩। penicillium কী ধরনের গঠন দ্বারা বংশবৃদ্ধি করে?

ক) কন্দ
খ) রাইজোম
গ) কনিডিয়া
ঘ) বুলবিল
উত্তরঃ গ) কনিডিয়া

৪। spirogyra কোন ধরনের জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে?

ক) বীজ
খ) খণ্ডায়ন
গ) শাখা কলম
ঘ) রাইজোম
উত্তরঃ খ) খণ্ডায়ন

৫। মিষ্টি আলুতে কোন অঙ্গের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে?

ক) কন্দ
খ) পাতার কিনারা
গ) মূল
ঘ) ফুল
উত্তরঃ গ) মূল

৬। নিচের কোন উদ্ভিদে টিউবার গঠন করে অঙ্গজ জনন হয়?

ক) আদা
খ) কচু
গ) আলু
ঘ) কচুরিপানা
উত্তরঃ গ) আলু

৭। রাইজোমের একটি বৈশিষ্ট্য কী?

ক) পাতার মাধ্যমে জন্মায়
খ) মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে
গ) কাণ্ডের অগ্রভাগ স্ফীত হয়
ঘ) ফুল থেকে জন্ম নেয়
উত্তরঃ খ) মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে

৮। নিচের কোনটি কন্দ (বাল্ব)-এর মাধ্যমে বংশবৃদ্ধি করে?

ক) রসুন
খ) কচুরিপানা
গ) কচু
ঘ) চুপড়ি আলু
উত্তরঃ ক) রসুন

৯। স্টোলন কোন উদ্ভিদে দেখা যায়?

ক) পাথরকুচি
খ) কচু
গ) পেঁয়াজ
ঘ) টোপাপানা
উত্তরঃ খ) কচু

১০। অফসেট জনন কোন উদ্ভিদে দেখা যায়?

ক) আম
খ) কচুরিপানা
গ) আদা
ঘ) গোলাপ
উত্তরঃ খ) কচুরিপানা

১১। বুলবিল কাকে বলা হয়?

ক) পাতার নিচে ক্ষুদ্র অণু
খ) শীর্ষ মুকুল
গ) পিণ্ডাকার কাক্ষিক মুকুল
ঘ) শাখা কাণ্ড
উত্তরঃ গ) পিণ্ডাকার কাক্ষিক মুকুল

১২। পাথরকুচি কীভাবে নতুন গাছ তৈরি করে?

ক) মূলের মাধ্যমে
খ) রাইজোম
গ) পাতার কিনারায় মুকুল সৃষ্টি করে
ঘ) কলম
উত্তরঃ গ) পাতার কিনারায় মুকুল সৃষ্টি করে

১৩। কৃত্রিম অঙ্গজ জননের একটি উদ্দেশ্য কী?

ক) নতুন জাত সৃষ্টি
খ) পোকামাকড় দূর করা
গ) মাতৃউদ্ভিদের গুণাবলি সংরক্ষণ
ঘ) শস্য রক্ষা
উত্তরঃ গ) মাতৃউদ্ভিদের গুণাবলি সংরক্ষণ

১৪। কোন কৌশলে শাখার ক্ষত অংশে মাটি ও গোবর মিশিয়ে মোড়া হয়?

ক) শাখা কলম
খ) কলম
গ) স্টোলন
ঘ) অফসেট
উত্তরঃ খ) কলম

১৫। গোলাপ কীভাবে কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করে?

ক) বীজ
খ) কলম
গ) শাখা কলম
ঘ) রাইজোম
উত্তরঃ গ) শাখা কলম

১৬। কোন অঙ্গটি উদ্ভিদের যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ?

ক) ফল
খ) বীজ
গ) মূল
ঘ) ফুল
উত্তরঃ ঘ) ফুল

১৭। পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ ফুলে কয়টি প্রধান অংশ থাকে?

ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তরঃ গ) পাঁচটি

১৮। ফুলের কোন অংশটিকে উপবৃত্তি বলা হয়?

ক) বৃতি ও দলমণ্ডলের মাঝের অংশ
খ) পুংকেশরের নিচের অংশ
গ) বৃতির নিচে অতিরিক্ত স্তর
ঘ) গর্ভমুণ্ডের নিচে
উত্তরঃ গ) বৃতির নিচে অতিরিক্ত স্তর

১৯। যে ফুলে বৃন্ত থাকে না তাকে কী বলা হয়?

ক) সবৃন্তক ফুল
খ) বৃন্তযুক্ত ফুল
গ) অবৃন্তক ফুল
ঘ) সম্পূর্ণ ফুল
উত্তরঃ গ) অবৃন্তক ফুল

২০। ফুলের কোন স্তরটি সাধারণত সবুজ রঙের হয় এবং কুঁড়ি রক্ষা করে?

ক) পাপড়ি
খ) পুংকেশর
গ) গর্ভকেশর
ঘ) বৃতি
উত্তরঃ ঘ) বৃতি

২১। কোন স্তবকটি রঙিন ও পোকামাকড় আকর্ষণ করে?

ক) বৃতি
খ) দলমণ্ডল
গ) পুংকেশর
ঘ) গর্ভকেশর
উত্তরঃ খ) দলমণ্ডল

২২। পুংকেশরের শীর্ষে থলির মতো অংশের নাম কী?

ক) পুংদণ্ড
খ) গর্ভদণ্ড
গ) পরাগধানী
ঘ) পরাগরেণু
উত্তরঃ গ) পরাগধানী

২৩। ডিম্বকে কোন কোষ তৈরি হয়?

ক) পুং জননকোষ
খ) বীজ
গ) পরাগরেণু
ঘ) ডিম্বাণু
উত্তরঃ ঘ) ডিম্বাণু

২৪। ফুলের কোন অংশগুলো সরাসরি জননে অংশগ্রহণ করে?

ক) বৃতি ও পাপড়ি
খ) থ্যালামাস ও পুষ্পাক্ষ
গ) পুংকেশর ও গর্ভকেশর
ঘ) দলমণ্ডল ও বৃতি
উত্তরঃ গ) পুংকেশর ও গর্ভকেশর

২৫। পুষ্পমঞ্জরি কোথা থেকে উৎপন্ন হয়?

ক) মূল থেকে
খ) পাতার কিনারা থেকে
গ) শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে
ঘ) গর্ভাশয় থেকে
উত্তরঃ গ) শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে

২৬। পরাগায়ন কাকে বলে?

ক) গর্ভাশয় থেকে ডিম্বাণু উৎপাদন
খ) পুংদণ্ডে পরাগরেণুর সৃষ্টি
গ) পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর
ঘ) পরাগরেণুর গন্ধ ছড়ানো
উত্তরঃ গ) পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর

২৭। পরাগায়ন কয় প্রকার?

ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তরঃ খ) দুই প্রকার

২৮। কোনটি পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য?

ক) রঙিন, মধুগ্রন্থিযুক্ত
খ) গন্ধহীন ও রঙহীন
গ) পানিতে ভাসে
ঘ) পালকের মতো গর্ভমুণ্ড
উত্তরঃ ক) রঙিন, মধুগ্রন্থিযুক্ত

২৯। ধান উদ্ভিদের ফুল কোন মাধ্যম দ্বারা পরাগায়িত হয়?

ক) পতঙ্গ
খ) পাখি
গ) পানি
ঘ) বায়ু
উত্তরঃ ঘ) বায়ু

৩০। কোন উদ্ভিদে পানিপরাগায়ন দেখা যায়?

ক) জবা
খ) পাতাশ্যাওলা
গ) সরিষা
ঘ) কচু
উত্তরঃ খ) পাতাশ্যাওলা

৩১। নিষিক্তকরণ বলতে কী বোঝায়?

ক) গর্ভাশয়ের বৃদ্ধি
খ) ডিম্বাণুর সৃষ্টি
গ) পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন
ঘ) পরাগরেণুর স্থানান্তর
উত্তরঃ গ) পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন

৩২। নিষিক্তকরণের ফলে গঠিত হয়—

ক) ডিম্বক
খ) গর্ভমুণ্ড
গ) ফল
ঘ) পরাগনালি
উত্তরঃ গ) ফল

৩৩। পরাগনালি কোথায় গিয়ে শেষ হয়?

ক) গর্ভমুণ্ডে
খ) গর্ভদণ্ডে
গ) পরাগধানীতে
ঘ) গর্ভাশয়ে
উত্তরঃ ঘ) গর্ভাশয়ে

৩৪। ফল গঠনের সূচনা ঘটে—

ক) পরাগায়নের পরে
খ) গর্ভাশয়ের ধ্বংসের পরে
গ) নিষিক্তকরণের পরে
ঘ) বীজের অঙ্কুরোদগমের পরে
উত্তরঃ গ) নিষিক্তকরণের পরে

৩৫। ফল গঠনে গর্ভাশয় ছাড়া অন্য অংশ পুষ্ট হলে সেটিকে কী বলা হয়?

ক) প্রকৃত ফল
খ) অপ্রকৃত ফল
গ) গুচ্ছ ফল
ঘ) সরল ফল
উত্তরঃ খ) অপ্রকৃত ফল

৩৬। নিচের কোনটি অপ্রকৃত ফল?

ক) আম
খ) কাঁঠাল
গ) আপেল
ঘ) কলা
উত্তরঃ গ) আপেল

৩৭। একটি মাত্র গর্ভাশয় থেকে তৈরি ফলকে কী বলে?

ক) যৌগিক ফল
খ) গুচ্ছ ফল
গ) সরল ফল
ঘ) প্রকৃত ফল
উত্তরঃ গ) সরল ফল

৩৮। কোন ফল শুষ্ক ও নীরস ধরনের?

ক) আম
খ) জাম
গ) ঢেঁড়স
ঘ) কলা
উত্তরঃ গ) ঢেঁড়স

৩৯। যৌগিক ফল গঠিত হয়—

ক) একটি গর্ভাশয় থেকে
খ) একটি ফুল থেকে
গ) একটি পুষ্পমঞ্জরির সমস্ত অংশ থেকে
ঘ) অনেক ফুলের সংমিশ্রণে
উত্তরঃ গ) একটি পুষ্পমঞ্জরির সমস্ত অংশ থেকে

৪০। আনারস কোন ধরনের ফল?

ক) গুচ্ছ ফল
খ) যৌগিক ফল
গ) সরল ফল
ঘ) অপ্রকৃত ফল
উত্তরঃ খ) যৌগিক ফল

৪১। বীজের বাইরের আবরণকে কী বলে?

ক) ভ্রূণ
খ) বীজপত্র
গ) বীজত্বক
ঘ) ভ্রূণমূল
উত্তরঃ গ) বীজত্বক

৪২। মাইক্রোপাইল কোথায় অবস্থিত?

ক) গর্ভাশয়ে
খ) বীজের সুঁচালো অংশে
গ) পরাগরেণুতে
ঘ) গর্ভদণ্ডে
উত্তরঃ খ) বীজের সুঁচালো অংশে

৪৩। বীজে যে অংশ থেকে মূল ও কাণ্ড গঠিত হয় সেটি হলো—

ক) বীজত্বক
খ) বীজপত্র
গ) ভ্রূণ
ঘ) টেস্টা
উত্তরঃ গ) ভ্রূণ

৪৪। মৃদগত অঙ্কুরোদগমের বৈশিষ্ট্য কী?

ক) বীজপত্র উপরে উঠে আসে
খ) বীজপত্র নিচে থেকে যায়
গ) কেবল মূল গঠিত হয়
ঘ) কোনো গঠন হয় না
উত্তরঃ খ) বীজপত্র নিচে থেকে যায়

৪৫। ছোলা বীজে কেমন অঙ্কুরোদগম দেখা যায়?

ক) মৃদভেদী
খ) মৃদগত
গ) সমভেদী
ঘ) অসম্পূর্ণ
উত্তরঃ খ) মৃদগত

আরও দেখুনঃ ৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *