Skip to content

শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা জ্ঞানমূলক প্রশ্ন

কবি সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১। শামসুর রাহমান কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২৯ সালের ২৩শে অক্টোবর।

২। কোথায় শামসুর রাহমান জন্মগ্রহণ করেন?
উত্তর: ঢাকা শহরে।

৩। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে।

৪। শামসুর রাহমান কোথা থেকে ম্যাট্রিক পাশ করেন?
উত্তর: ঢাকার পোগোজ স্কুল থেকে।

৫। শামসুর রাহমান কোথা থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন?
উত্তর: ঢাকা কলেজ থেকে।

৬। কোন সালে শামসুর রাহমান ইন্টারমিডিয়েট পাশ করেন?
উত্তর: ১৯৪৭ সালে।

৭। কোন বিশ্ববিদ্যালয় থেকে শামসুর রাহমান স্নাতক ডিগ্রি লাভ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

৮। শামসুর রাহমানের প্রধান পেশা কী ছিল?
উত্তর: সাংবাদিকতা।

৯। কোন শ্রেণির জীবনের চিত্র শামসুর রাহমানের কবিতায় উঠে এসেছে?
উত্তর: মধ্যবিত্ত নাগরিক জীবনের।

১০। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: বন্দী শিবির থেকে।

১১। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি কোন সংকলন থেকে নেওয়া হয়েছে?
উত্তর: শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে।

১২। ‘রৌদ্র করোটিতে’ কার লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: শামসুর রাহমানের।

১৩। শামসুর রাহমান কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০০৬ সালের ১৭ই আগস্ট।

১৪। শামসুর রাহমানের কবিতায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে?
উত্তর: শামসুর রাহমানের কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে।

কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১৫। তোমাকে পাওয়ার জন্যে কে আহ্বান জানাচ্ছেন?
উত্তর: কবি স্বাধীনতাকে আহ্বান জানাচ্ছেন।

১৬। কোন নদীর নাম এসেছে রক্তগঙ্গা হিসেবে?
উত্তর: গঙ্গা নদীর নাম এসেছে রক্তগঙ্গা রূপে।

১৭। ‘খাণ্ডবদাহন’ দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: যুদ্ধকালীন ধ্বংসযজ্ঞ বোঝানো হয়েছে।

১৮। কোন নারীর কপাল ভাঙল?
উত্তর: সাকিনা বিবির।

১৯। হরিদাসীর সিঁথির সিঁদুর কেন মুছে গেল?
উত্তর: তার স্বামী শহিদ হওয়ায় সে বিধবা হয়েছে।

২০। ‘জলপাই রঙের ট্যাঙ্ক’ কার প্রতীক?
উত্তর: পাকিস্তানি সেনাবাহিনীর।

২১। ট্যাঙ্ক কিভাবে শহরে এসেছিল?
উত্তর: দানবের মতো চিৎকার করতে করতে শহরে প্রবেশ করছিল।

২২। রিকয়েললেস রাইফেল ও মেশিনগান কী?
উত্তর: যুদ্ধের ভয়ংকর অস্ত্র।

২৩। ‘খই ফোটাল’ উপমাটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
উত্তর: অস্ত্রের গুলির শব্দ বোঝাতে।

২৪। গ্রামের পর গ্রাম কী হয়ে গিয়েছিল?
উত্তর: ছাই বা ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।

২৫। একটা কুকুর কী করছিল ভগ্নস্তূপে?
উত্তর: আর্তনাদ করছিল।

২৬। একটি শিশু কী করছিল পিতা-মাতার লাশের উপর?
উত্তর: হামাগুড়ি দিচ্ছিল।

২৭। কতবার প্রশ্ন করা হয়েছে রক্তগঙ্গায় ভাসার কথা?
উত্তর: দু’বার।

২৮। ‘থুথুড়ে এক বুড়ো’ কোথায় বসেছিলেন?
উদাস দাওয়ায়।

২৯। বুড়োর চোখের নিচে কী ছিল?
উত্তর: অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক।

৩০। মোল্লাবাড়ির বিধবা কোথায় দাঁড়িয়ে ছিল?
উত্তর: নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের পাশে।

৩১। কোন কিশোরী পথের ধারে বসে ছিল?
উত্তর: একজন হাড্ডিসার অনাথ কিশোরী।

৩২। জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলো?
উত্তর: জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে এলো।

৩৩। অধীর আগ্রহে সবাই বসে আছে কীসের প্রতীক্ষায়?
উত্তর: অধীর আগ্রহে সবাই বসে আছে স্বাধীনতার প্রতীক্ষায়।

৩৪। হরিদাসীর কী মুছে গিয়েছিল?
উত্তর: হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গিয়েছিল।

৩৫। নতুন নিশান উড়িয়ে কে আসবে?
উত্তর: নতুন নিশান উড়িয়ে স্বাধীনতা আসবে।

৩৬। শূন্য থালা হাতে পথের ধারে কে বসে ছিল?
উত্তর: শূন্য থালা হাতে পথের ধারে হাড্ডিসার এক অনাথ কিশোরী বসে ছিল।

৩৭। হাড্ডিসার অনাথ কিশোরীর হাতে কি ছিল?
উত্তর: একটি শূন্য থালা।

৩৮। সগীর আলী কে ছিলেন?
উত্তর: শাহবাজপুরের এক জোয়ান কৃষক।

৩৯। কার ফুসফুস এখন পোকার দখলে?
উত্তর: ঢাকার রিকশাওয়ালা রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে।

৪০। জলপাই রঙের ট্যাঙ্ক কীসের মতো চিৎকার করল?
উত্তর: জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করল।

৪১। ছাত্রাবাস আর বস্তি কেন উজাড় হলো?
উত্তর: স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস আর বস্তি উজাড় হলো।

৪২। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দেয়?
উত্তর: অবুঝ শিশু হামাগুড়ি দেয় পিতা-মাতার লাশের ওপর।

৪৩। কেষ্ট দাস কে?
উত্তর: জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক।

৪৪। মতলব মিয়া কে?
উত্তর: মেঘনা নদীর দক্ষ মাঝি।

৪৫। মতলব মিয়া কখন গাজী গাজী বলে নৌকা চালায়?
উত্তর: মতলব মিয়া উদ্দাম ঝড়ের সময় গাজী গাজী বলে নৌকা চালায়।।

৪৬। রুস্তম শেখের পেশা কী ছিল?
উত্তর: রিকশাওয়ালা।

৪৭। রুস্তম শেখের ফুসফুসের অবস্থা কী?
উত্তর: এখন পোকার দখলে, অর্থাৎ তিনি মৃত।

৪৮। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
উত্তর: জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস।

৪৯। একজন তেজি তরুণ কী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন?
উত্তর: রাইফেল কাঁধে।

৫০। সবাই কিসের জন্য প্রতীক্ষা করছে?
উত্তর: স্বাধীনতার জন্য।

৫১। কোন ঘোষণার ধ্বনি কবিতায় এসেছে?
উত্তর: জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি।

৫২। দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিল?
উত্তর: দানবের মতো চিৎকার করতে করতে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল।

৫৩। হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল কেন?
উত্তর: স্বাধীনতার যুদ্ধে হরিদাসীর স্বামী মারা যাওয়ায় হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল।

৫৪। বাংলার কোথায় নতুন নিশান উড়ছে?
উত্তর: দিগ্বিদিক বাংলায়।

৫৫। স্বাধীনতাকে কিসের মধ্যে দিয়ে ডাক দেওয়া হয়েছে?
উত্তর: ঘোষণা, দামামা ও নিশান উড়িয়ে।

৫৬। কবিতায় কোন প্রাণী আর্তনাদ করেছে?
উত্তর: একটি কুকুর।

৫৭। কবিতাটিতে কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট রয়েছে?
উত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।

৫৮। ঢাকার রিকশাওয়ালার নাম কী?
উত্তর: ঢাকার রিকশাওয়ালার নাম রুস্তম শেখ।

৫৯। শহরের বুকে কী এলো?
উত্তর: শহরের বুকে ট্যাঙ্ক এলো।

৬০। স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা কোথায় ভেসেছি?
উত্তর: স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা রক্তগঙ্গায় ভেসেছি।

৬১। মোল্লাবাড়ির বিধবা কী ধরে দাঁড়িয়ে আছে?
উত্তর: মোল্লাবাড়ির বিধবা দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে।

শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

৬২। ‘দামামা’ কী?
উত্তর: ‘দামামা’ হলো জোরালো শব্দ সৃষ্টিকারী এক ধরনের বাদ্যযন্ত্র।

৬৩। ‘বাস্তুভিটা’ অর্থ কী?
উত্তর: যে ভূমির উপর পুরুষানুক্রমে বাসগৃহ নির্মিত বা প্রতিষ্ঠিত।

৬৪। ‘খান্ডবদাহন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘খান্ডবদাহন’ শব্দের অর্থ হলো ভীষণ অগ্নিকাণ্ড।

৬৫। খাণ্ডবদাহন কী বোঝায়?
উত্তর: মহাভারতের এক অরণ্য, যা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল; এখানে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ বোঝাতে ব্যবহৃত হয়েছে।

৬৬। ‘সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর’ কথাটির মানে কী?
উত্তর: হরিদাসীর স্বামী শহিদ হয়েছেন, তাই তাকে সিঁদুর মুছে ফেলতে হয়েছে।

৬৭। ‘যত্রতত্র’ শব্দের অর্থ কী?
উত্তর: যেখানে-সেখানে বা সব জায়গায়।

৬৮। কেন ছাত্রাবাস ও বস্তি উজাড় হয়েছিল?
উত্তর: কারণ সেগুলো ছিল মুক্তিযুদ্ধকালীন প্রতিরোধ আন্দোলনের কেন্দ্র।

৬৯। কাদের দ্বারা গণহত্যা চালানো হয়?
উত্তর: পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা।

৭০। হানাদার বাহিনী কী ধ্বংস করতে চেয়েছিল?
উত্তর: বাঙালি জাতি ও তাদের স্বাধীনতার সংগ্রাম।

৭১। ‘তুমি আসবে বলে’ বাক্যে কাকে ইঙ্গিত করা হয়েছে?
উত্তর: স্বাধীনতাকে।

৭২। মুক্তিযুদ্ধে কত মাসব্যাপী সংঘর্ষ হয়েছিল?
উত্তর: নয় মাস।

৭৩। ‘থুথুড়ে এক বুড়ো’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধকে।

৭৪। ‘রুস্তম শেখ’ কে ছিলেন?
উত্তর: একজন রিকশাওয়ালা যিনি যুদ্ধে শহিদ হয়েছেন।

৭৫। ‘তার ফুসফুস এখন পোকার দখলে’ কথাটির মানে কী?
উত্তর: তিনি মৃত, তাঁর দেহ পোকায় আক্রান্ত।

৭৬। সনাতন ধর্মে সিঁদুর পরার রীতি কোন অবস্থায় পালিত হয়?
উত্তর: স্বামীর জীবিত অবস্থায়, অর্থাৎ সধবারা সিঁদুর পরেন।

৭৭। স্বামীর মৃত্যুর পর নারীর সিঁথির সিঁদুরের কী হয়?
উত্তর: তা মুছে ফেলা হয়।

৭৮। হানাদার বাহিনী শহর ও গ্রামে কী করেছিল?
উত্তর: তারা পুড়িয়ে ধ্বংস করেছিল।

৭৯। স্বাধীনতা কীভাবে অর্জিত হয়েছে?
উত্তর: অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *