Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ১১ অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

৭ম শ্রেণির বিজ্ঞান ১১ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

বরফ গলে পানি হওয়ার এই পরিবর্তন অর্থাৎ যেখানে শুধু অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় নাই, তাকে ভৌত পরিবর্তন বলা হয়। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ১১ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দেওয়া হল।

৭ম শ্রেণির বিজ্ঞান ১১ অধ্যায় MCQ

১. নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ?

ক) কাঠ পোড়া
খ) কাগজ কাটা
গ) লোহায় মরিচা পড়া
ঘ) দুধ টক হওয়া
উত্তর: খ) কাগজ কাটা

২. পানির বাষ্পীভবন কী ধরনের পরিবর্তন?

ক) রাসায়নিক পরিবর্তন
খ) ভৌত পরিবর্তন
গ) দহন
ঘ) বিকিরণ
উত্তর: খ) ভৌত পরিবর্তন

৩. স্ফুটন একটি—

ক) রাসায়নিক পরিবর্তন
খ) ভৌত পরিবর্তন
গ) বিকিরণ
ঘ) জারণ
উত্তর: খ) ভৌত পরিবর্তন

৪. কোন অবস্থায় পদার্থের ধর্ম পরিবর্তন হয় না?

ক) রাসায়নিক পরিবর্তন
খ) জারণ
গ) ভৌত পরিবর্তন
ঘ) দহন
উত্তর: গ) ভৌত পরিবর্তন

৫. লোহার মরিচা পড়া একটি—

ক) ভৌত পরিবর্তন
খ) তড়িৎ পরিবর্তন
গ) রাসায়নিক পরিবর্তন
ঘ) সংকোচন
উত্তর: গ) রাসায়নিক পরিবর্তন

৬. মরিচার রাসায়নিক নাম কী?

ক) ক্যালসিয়াম অক্সাইড
খ) পানিযুক্ত ফেরিক অক্সাইড
গ) সিলিকন ডাইঅক্সাইড
ঘ) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
উত্তর: খ) পানিযুক্ত ফেরিক অক্সাইড

৭. স্টেইনলেস স্টিলে মরিচা পড়ে না কারণ—

ক) এটি কঠিন পদার্থ
খ) এটি হালকা ধাতু
গ) এতে ক্রোমিয়াম থাকে
ঘ) এটি দহনযোগ্য নয়
উত্তর: গ) এতে ক্রোমিয়াম থাকে

৮. স্টেইনলেস স্টিল হলো—

ক) মৌল
খ) যৌগ
গ) মিশ্রণ
ঘ) পদার্থ
উত্তর: গ) মিশ্রণ

৯. কোনটি ধাতুর ক্ষয়রোধে ব্যবহৃত হয় না?

ক) গ্যালভানাইজিং
খ) পেইন্টিং
গ) উত্তপ্তকরণ
ঘ) ইলেকট্রোপ্লেটিং
উত্তর: গ) উত্তপ্তকরণ

১০. গ্যালভানাইজিং এ কোন ধাতু ব্যবহৃত হয়?

ক) সোনা
খ) রূপা
গ) দস্তা
ঘ) তামা
উত্তর: গ) দস্তা

১১. মোম গলে পড়া হলো—

ক) রাসায়নিক পরিবর্তন
খ) ভৌত পরিবর্তন
গ) দহন
ঘ) সালোকসংশ্লেষণ
উত্তর: খ) ভৌত পরিবর্তন

১২. মোমবাতি জ্বললে যে পরিবর্তন ঘটে, তা হলো—

ক) ভৌত পরিবর্তন
খ) তড়িৎ পরিবর্তন
গ) রাসায়নিক পরিবর্তন
ঘ) সংকোচন
উত্তর: গ) রাসায়নিক পরিবর্তন

১৩. সালোকসংশ্লেষণ হলো—

ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) বিকিরণ
ঘ) ঘনীভবন
উত্তর: খ) রাসায়নিক পরিবর্তন

১৪. সালোকসংশ্লেষণের প্রধান গ্যাস কী?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) হাইড্রোজেন
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড

১৫. গ্লুকোজ তৈরি হয়—

ক) অক্সিজেন থেকে
খ) কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে
গ) নাইট্রোজেন থেকে
ঘ) হাইড্রোজেন ও হিলিয়াম থেকে
উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে

১৬. ঘনীভবন একটি—

ক) রাসায়নিক পরিবর্তন
খ) ভৌত পরিবর্তন
গ) দহন
ঘ) গলন
উত্তর: খ) ভৌত পরিবর্তন

১৭. জলীয়বাষ্প থেকে মেঘ হওয়া—

ক) ঘনীভবন
খ) বাষ্পীভবন
গ) দহন
ঘ) সালোকসংশ্লেষণ
উত্তর: ক) ঘনীভবন

১৮. পানিচক্রে নিচের কোনটি ঘটে না?

ক) বাষ্পীভবন
খ) দহন
গ) ঘনীভবন
ঘ) কঠিনীভবন
উত্তর: খ) দহন

১৯. কঠিনীভবন কী ধরনের পরিবর্তন?

ক) রাসায়নিক
খ) ভৌত
গ) তড়িৎ
ঘ) বিকিরণ
উত্তর: খ) ভৌত

২০. কার্বনচক্রে সালোকসংশ্লেষণ কী ধরনের পরিবর্তন?

ক) তড়িৎ
খ) রাসায়নিক
গ) ভৌত
ঘ) বর্ণ
উত্তর: খ) রাসায়নিক

২১. জীবাশ্ম জ্বালানির উৎপত্তি হয়—

ক) শিলার ক্ষয় থেকে
খ) জীবজন্তুর মল থেকে
গ) মৃত উদ্ভিদ ও প্রাণী থেকে
ঘ) জলের বাষ্প থেকে
উত্তর: গ) মৃত উদ্ভিদ ও প্রাণী থেকে

২২. নিচের কোনটি সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান নয়?

ক) আলো
খ) পানি
গ) অক্সিজেন
ঘ) কার্বন ডাইঅক্সাইড
উত্তর: গ) অক্সিজেন

২৩. দেহকোষে খাবার ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি হলো—

ক) সালোকসংশ্লেষণ
খ) দহন
গ) গলন
ঘ) বাষ্পীভবন
উত্তর: খ) দহন

২৪. কোন পরিবর্তনের ফলে তাপ, আলো বা শক্তি উৎপন্ন হয়?

ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) গলন
ঘ) ঘনীভবন
উত্তর: খ) রাসায়নিক পরিবর্তন

২৫. নিচের কোনটিতে ক্যালসিয়াম কার্বোনেট থাকে?

ক) কাঠ
খ) পাথর
গ) ডিমের খোসা
ঘ) লোহা
উত্তর: গ) ডিমের খোসা

২৬. চক-হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়—

ক) হাইড্রোজেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) অক্সিজেন
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড

২৭. চক ও অ্যাসিডের বিক্রিয়া একটি—

ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) ঘনীভবন
ঘ) গলন
উত্তর: খ) রাসায়নিক পরিবর্তন

২৮. পানিচক্রে ঘনীভবনের বিপরীত প্রক্রিয়া কোনটি?

ক) কঠিনীভবন
খ) সালোকসংশ্লেষণ
গ) বাষ্পীভবন
ঘ) দহন
উত্তর: গ) বাষ্পীভবন

২৯. বৃষ্টির পানি কোথায় গিয়ে মিশে?

ক) বাতাসে
খ) মেঘে
গ) সমুদ্রে
ঘ) মাটির উপর
উত্তর: গ) সমুদ্রে

৩০. ভূগর্ভস্থ পানির উৎস—

ক) নদী
খ) বৃষ্টি
গ) বরফ
ঘ) হিমবাহ
উত্তর: খ) বৃষ্টি

৩১. পানির কঠিনীভবনে তৈরি হয়—

ক) গ্যাস
খ) জলীয়বাষ্প
গ) তুষার
ঘ) ধোঁয়া
উত্তর: গ) তুষার

৩২. অক্সিজেনচক্রে প্রাণীরা যে গ্যাস ছাড়ে—

ক) নাইট্রোজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) হাইড্রোজেন
ঘ) ক্লোরিন
উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইড

৩৩. কার্বনচক্রে গাছ যে গ্যাস নেয়—

ক) কার্বন ডাইঅক্সাইড
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
উত্তর: ক) কার্বন ডাইঅক্সাইড

৩৪. শিলার প্রধান ধরন কয়টি ?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি

৩৫. আগ্নেয় শিলা তৈরি হয়—

ক) পলির স্তর থেকে
খ) গলিত শিলা ঠান্ডা হয়ে
গ) জীবাশ্ম থেকে
ঘ) ক্যালসিয়াম কার্বোনেট থেকে
উত্তর: খ) গলিত শিলা ঠান্ডা হয়ে

৩৬. আগ্নেয় শিলা গঠনের পরিবর্তন—

ক) রাসায়নিক
খ) ভৌত
গ) তড়িৎ
ঘ) বিকিরণ
উত্তর: খ) ভৌত

৩৭. পাললিক শিলা গঠনে প্রয়োজন—

ক) শুধুমাত্র পানি
খ) কেবল তাপ
গ) রাসায়নিক বিক্রিয়া
ঘ) আলো
উত্তর: গ) রাসায়নিক বিক্রিয়া

৩৮. পাললিক শিলায় কোন পরিবর্তন ঘটে?

ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) তড়িৎ পরিবর্তন
ঘ) সংকোচন
উত্তর: খ) রাসায়নিক পরিবর্তন

৩৯. রূপান্তরিত শিলা গঠনের জন্য দরকার—

ক) তাপ ও চাপ
খ) আলো ও পানি
গ) শুধুমাত্র বায়ু
ঘ) শুধুমাত্র তুষার
উত্তর: ক) তাপ ও চাপ

৪০. নিচের কোনটি রূপান্তরিত শিলা?

ক) চুনাপাথর
খ) বেলে পাথর
গ) গ্রাফাইট
ঘ) কাদামাটি
উত্তর: গ) গ্রাফাইট

৪১. সালোকসংশ্লেষণে তৈরি হয়—

ক) জলীয়বাষ্প ও নাইট্রোজেন
খ) গ্লুকোজ ও অক্সিজেন
গ) কার্বন ডাইঅক্সাইড ও পানি
ঘ) ক্লোরোফিল ও আলো
উত্তর: খ) গ্লুকোজ ও অক্সিজেন

৪২. সালোকসংশ্লেষণ না হলে—

ক) গাছ বেড়ে উঠত
খ) আলো পাওয়া যেত না
গ) অক্সিজেন পাওয়া যেত না
ঘ) পানি শুকিয়ে যেত
উত্তর: গ) অক্সিজেন পাওয়া যেত না

৪৩. যে শিলা রাসায়নিক পরিবর্তনে গঠিত হয়—

ক) আগ্নেয়
খ) পাললিক
গ) মার্বেল
ঘ) বরফ
উত্তর: খ) পাললিক

৪৪. নিচের কোনটি দহন প্রক্রিয়ার উদাহরণ?

ক) জলীয়বাষ্প সৃষ্টি
খ) শ্বাসক্রিয়া
গ) কাগজ কাটা
ঘ) বরফ গলা
উত্তর: খ) শ্বাসক্রিয়া

৪৫. দেহকোষে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন—

ক) আলো
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন
উত্তর: খ) অক্সিজেন

৪৬. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক) প্রাকৃতিক গ্যাস
খ) কয়লা
গ) জলবাষ্প
ঘ) পেট্রোল
উত্তর: গ) জলবাষ্প

৪৭. অক্সিজেনচক্রে গাছপালা—

ক) অক্সিজেন গ্রহণ করে
খ) শুধুই কার্বন ডাইঅক্সাইড ছাড়ে
গ) খাদ্য তৈরি করে ও অক্সিজেন ছাড়ে
ঘ) কেবল আলো শোষণ করে
উত্তর: গ) খাদ্য তৈরি করে ও অক্সিজেন ছাড়ে

৪৮. গাছপালা কখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে?

ক) না
খ) সবসময়
গ) শুধু রাতের বেলা
ঘ) শুধুই দিনের বেলা
উত্তর: গ) শুধু রাতের বেলা

৪৯. নিচের কোনটি একটি ভৌত পরিবর্তন নয়?

ক) বরফ গলে পানি হওয়া
খ) পানি বাষ্পে পরিণত হওয়া
গ) কাগজ কাটা
ঘ) কাঠ পুড়ে যাওয়া
উত্তর: ঘ) কাঠ পুড়ে যাওয়া

৫০. নিচের কোনটি ভিন্নধর্মী পদার্থ উৎপাদন করে?

ক) গলন
খ) ঘনীভবন
গ) দহন
ঘ) সংকোচন
উত্তর: গ) দহন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *