পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যার নাম পরমাণু। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে পরমাণু গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ১০ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দেওয়া হল।
৭ম শ্রেণির বিজ্ঞান ১০ম অধ্যায় বহুনির্বাচনী
১. ইলেকট্রনের আধান কোন বৈশিষ্ট্যের হয়?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) উভয়
উত্তর: খ) ঋণাত্মক
২. একটি পরমাণু নিরপেক্ষ হয় কেন?
ক) পজিট্রনের সংখ্যা বেশি
খ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
গ) নিউট্রনের ভূমিকা
ঘ) প্রোটন ও নিউট্রন অনুপস্থিত
উত্তর: খ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
৩. নিচের কোনটিতে নিউট্রন আধান থাকে?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) দ্বিমেরু
উত্তর: গ) নিরপেক্ষ
৪. ঘর্ষণের ফলে আধান সৃষ্টি হয়-
ক) প্রোটন ভ্রমণের মাধ্যমে
খ) ইলেকট্রনের স্থানান্তরে
গ) নিউট্রন বিকিরণে
ঘ) নিউক্লিয়াস ভাঙ্গলে
উত্তর: খ) ইলেকট্রনের স্থানান্তরে
৫. কাচ ও সিল্ক ঘষলে কাচের বোতল কেন ধনাত্মক হয়?
ক) প্রোটন চলে যায়
খ) ইলেকট্রন সিল্কে স্থানান্তরিত হয়
গ) নিউট্রন সিল্কে যায়
ঘ) নিউক্লিয়াস অন্যত্র যায়
উত্তর: খ) ইলেকট্রন সিল্কে স্থানান্তরিত হয়
৬. নিচের কোনটি পরিবাহী পদার্থ নয়?
ক) প্লাস্টিক
খ) তামা
গ) রৌপ্য
ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর: ক) প্লাস্টিক
৭. গ্রাফাইট কেন পরিবাহী?
ক) এটি ধাতু
খ) এতে আলোক মুক্ত ইলেকট্রন থাকে
গ) এতে পরমাণু ভেঙে যায়
ঘ) এটি রাসায়নিক পদার্থ
উত্তর: খ) এতে আলোক মুক্ত ইলেকট্রন থাকে
৮. অপরিবাহী পদার্থের উদাহরণ?
ক) রৌপ্য
খ) সুপার পরিবাহী
গ) রাবার
ঘ) তামা
উত্তর: গ) রাবার
৯. অর্ধপরিবাহী পদার্থ কীভাবে ব্যবহারিক হয়?
ক) তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বেড়ে যায়
খ) সবসময় পরিবাহী
গ) ঘষে পরিবাহী হয়
ঘ) শূন্য তাপমাত্রায় ব্যবহার হয়
উত্তর: ক) তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বেড়ে যায়
১০. অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ কোনটি?
ক) প্লাস্টিক
খ) সিলিকন
গ) কাচ
ঘ) রাবার
উত্তর: খ) সিলিকন
১১. চিরুনি ও উলের কাপড় ঘষলে এটি কাগজ টানার কারণ কি?
ক) স্থিরবিদ্যুৎ সৃষ্টি হওয়ায়
খ) তাপ উৎপন্ন হয়
গ) রাসায়নিক বিক্রিয়া হয়
ঘ) আলো উৎপন্ন হয়
উত্তর: ক) স্থিরবিদ্যুৎ সৃষ্টি হওয়ায়
১২. স্থিরবিদ্যুৎ হারিয়ে যায় কিভাবে?
ক) আধান মাটিতে চলে গেলে
খ) আলোতে বিলীন হলে
গ) তাপে ভেঙে গেলে
ঘ) রাসায়নিক বিক্রিয়া হলে
উত্তর: ক) আধান মাটিতে চলে গেলে
১৩. চলবিদ্যুৎ বলতে কি বুঝায়?
ক) ঘর্ষণে উৎপন্ন বিদ্যুৎ
খ) একটি ধারাবাহিক পথ ধরে প্রবাহিত বিদ্যুৎ
গ) স্থির আধান
ঘ) দহন প্রক্রিয়া
উত্তর: খ) একটি ধারাবাহিক পথ ধরে প্রবাহিত বিদ্যুৎ
১৪. সরল বর্তনীতে বিদ্যুৎ কোথা থেকে কোথায় যায়?
ক) ঋণাত্মক থেকে ধনাত্মক
খ) ধনাত্মক থেকে ঋণাত্মক
গ) এক মেরু থেকে নিজ প্রতি
ঘ) নিউট্রন থেকে ইলেকট্রন
উত্তর: খ) ধনাত্মক থেকে ঋণাত্মক
১৫. বিদ্যুৎ বর্তনীতে কি বাধ্যতামূলক অংশ নয়?
ক) উৎস
খ) নির্জীব বস্তু
গ) যন্ত্র(যেমন বাল্ব)
ঘ) তার
উত্তর: খ) নির্জীব বস্তু
১৬. বৈদ্যুতিক বাল্বের আলো কেন জ্বলে?
ক) রাসায়নিক বিক্রিয়ায়
খ) ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে
গ) স্থিরবিদ্যুৎ মুক্ত হয়
ঘ) চুম্বক্রিয়া ঘটে
উত্তর: খ) ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে
১৭. টর্চলাইটে কি থাকে?
ক) সোলার সেল
খ) ব্যাটারি ও বাল্ব
গ) ইস্ত্রি
ঘ) না
উত্তর: খ) ব্যাটারি ও বাল্ব
১৮. বৈদ্যুতিক হিটার কীভাবে কাজ করে?
ক) ইলেকট্রন বিক্রিয়ায়
খ) নাইক্রোম তার উত্তপ্ত হয়ে তাপ উৎপন্ন করে
গ) ফিলামেন্ট উত্তপ্ত করে
ঘ) হাল্কা বিকিরণ করে
উত্তর: খ) নাইক্রোম তার উত্তপ্ত হয়ে তাপ উৎপন্ন করে
১৯. ইস্ত্রি ও হিটারের মধ্যে মিল কী?
ক) উভয়ই ব্যাটারি ব্যবহার করে
খ) উভয়ই নাইক্রোম তার ব্যবহার করে
গ) উভয়ই ব্যাল্ব ব্যবহার করে
ঘ) আলোর জন্য ব্যবহৃত
উত্তর: খ) উভয়ই নাইক্রোম তার ব্যবহার করে
২০. বিদ্যুৎপাখা কী রূপান্তর করে?
ক) ধনাত্মক থেকে তাপ
খ) বিদ্যুৎ → যান্ত্রিক শক্তি
গ) তাপ → বৈদ্যুত্য
ঘ) আলো → যান্ত্রিক শক্তি
উত্তর: খ) বিদ্যুৎ → যান্ত্রিক শক্তি
২১. চুম্বক প্রথম আবিষ্কার হয়েছিল কোথায়?
ক) ম্যাগনেশিয়া
খ) মিশর
গ) চীন
ঘ) ভারত
উত্তর: ক) ম্যাগনেশিয়া (গ্রিস)
২২. চুম্বক কেন লোহাকে আকর্ষণ করে?
ক) রাসায়নিক বিক্রিয়া করে
খ) চৌম্বক শক্তি দ্বারা
গ) স্থির বিদ্যুৎ দ্বারা
ঘ) তাপীয় উত্তাপে
উত্তর: খ) চৌম্বক শক্তি দ্বারা
২৩. মুক্তভাবে ঝুলানো চুম্বক কীভাবে স্থির হয়?
ক) পূর্ব-পশ্চিম
খ) উত্তর-দক্ষিণে
গ) উল্টোভাবে
ঘ) এলোমেলোভাবে
উত্তর: খ) উত্তর-দক্ষিণে
২৪. চুম্বকের একই মেরু কীভাবে প্রতিক্রিয়া করে?
ক) আকর্ষণ
খ) বিকর্ষণ
গ) নিরপেক্ষ
ঘ) বিক্রিয়া না করে
উত্তর: খ) বিকর্ষণ
২৫. চুম্বকের বিপরীত মেরু কী করে?
ক) আকর্ষণ
খ) নিরপেক্ষ
গ) বিক্রিয়া হয় না
ঘ) বিকর্ষণ
উত্তর: ক) আকর্ষণ
২৬. নিচের কোন পদার্থ চৌম্বকভাবে আকৃষ্ট হয়?
ক) লোহা
খ) তামা
গ) প্লাস্টিক
ঘ) গ্লাস
উত্তর: ক) লোহা
২৭. নিচের কোনটি অচৌম্বক পদার্থ?
ক) লোহা
খ) তামা
গ) নিকেল
ঘ) কোবাল্ট
উত্তর: খ) তামা
২৮. ঘর্ষণের মাধ্যমে চুম্বক তৈরি হয়?
ক) হ্যাঁ
খ) না
গ) কখনো
ঘ) কেবল বৈদ্যুত্যে
উত্তর: ক) হ্যাঁ
২৯. বৈদ্যুতিকভাবে লোহার পেরেককে কি চুম্বকে পরিণত করা যায়?
ক) হ্যাঁ
খ) না
গ) কখনো
ঘ) শূন্য তাপমাত্রায়
উত্তর: ক) হ্যাঁ
৩০. অস্থায়ী চুম্বক কীভাবে তৈরি হয়?
ক) বৈদ্যুতিকভাবে
খ) শুধু তাপে
গ) রাসায়নিক বিক্রিয়ায়
ঘ) সূর্যের আলোতে
উত্তর: ক) বৈদ্যুতিকভাবে
৩১. পৃথিবী চুম্বক কেন?
ক) ভূ-চৌম্বক ক্ষেত্রের কারণে
খ) রাসায়নিক বিক্রিয়ার কারণে
গ) স্থির২৪ বিদ্যুতের কারণে
ঘ) নিউক্লিয়াসের কারণে
উত্তর: ক) ভূ-চৌম্বক ক্ষেত্রের কারণে
৩২. ঝুলন্ত চুম্বকের উত্তর মেরু কোন দিকে নির্দেশ করে?
ক) পৃথিবীর ভূ-দক্ষিণ মেরু
খ) ভূ-উত্তর মেরু
গ) বিপরীতভাবে
ঘ) এলোমেলোভাবে
উত্তর: ক) পৃথিবীর ভূ-দক্ষিণ মেরু
৩৩. চুম্বকের সমমেরু কেমন প্রতিক্রিয়া করে?
ক) বিকর্ষণ
খ) আকর্ষণ
গ) নিরপেক্ষ
ঘ) সংযোজন
উত্তর: ক) বিকর্ষণ
৩৪. কোন পদার্থ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না?
ক) লোহা
খ) স্টিল
গ) প্লাস্টিক
ঘ) নিকেল
উত্তর: গ) প্লাস্টিক
৩৫. নিচের কোন পদার্থ অর্ধপরিবাহী নয়?
ক) জল
খ) সিলিকন
গ) জার্মেনিয়াম
ঘ) গ্যালিয়াম
উত্তর: ক) জল
৩৬. চলবিদ্যুৎ বন্ধ হয়ে যায় কেন?
ক) আদান শেষ হলে
খ) আলো বন্ধ হলে
গ) তাপ না থাকলে
ঘ) চুম্বকত্ব না থাকলে
উত্তর: ক) আদান শেষ হলে
৩৭. সরল বর্তনীতে সুইচের ভূমিকা কি?
ক) বিদ্যুৎ প্রবাহ বন্ধ/চালু করা
খ) তাপ উৎপন্ন করা
গ) আলো বিকিরণ করা
ঘ) চুম্বকত্ব সৃষ্টি করা
উত্তর: ক) বিদ্যুৎ প্রবাহ বন্ধ/চালু করা
৩৮. বৈদ্যুতিক বর্তনীতে ফিলামেন্ট কি করে?
ক) আলো ও তাপ উৎপন্ন করে
খ) বিদ্যুৎ সঞ্চয় করে
গ) স্থির বিদ্যুৎ দেয়
ঘ) চুম্বকীয় প্রক্রিয়ায় কাজ করে
উত্তর: ক) আলো ও তাপ উৎপন্ন করে
৩৯. ঘর্ষণ পদ্ধতিতে চুম্বক তৈরির ক্ষেত্রে কোন মেরুর ঘর্ষণ প্রয়োজন?
ক) উত্তর মেরু
খ) দক্ষিণ মেরু
গ) যেকোনো মেরু
ঘ) ব্যবহৃত নয়
উত্তর: ক) উত্তর মেরু