শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু নয়। কাজ করার জন্যই প্রয়োজন হয় শক্তির। যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। এই কাজ এর পরিমাণ দিয়েই শক্তিকে পরিমাপ করা হয়। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো।
৭ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনী
১. শক্তি কী?
ক) একটি পদার্থের নাম
খ) কাজ করার সামর্থ্য
গ) একটি রাসায়নিক বিক্রিয়া
ঘ) শুধুমাত্র তাপ
উত্তরঃ খ) কাজ করার সামর্থ্য
২. শক্তির একক কী?
ক) কিলোগ্রাম
খ) জুল
গ) মিটার
ঘ) সেকেন্ড
উত্তরঃ খ) জুল
৩. সূর্য কী ধরনের শক্তির উৎস?
ক) পারমাণবিক
খ) রাসায়নিক
গ) নবায়নযোগ্য
ঘ) অনবায়নযোগ্য
উত্তরঃ গ) নবায়নযোগ্য
৪. যান্ত্রিক শক্তির অংশ নয় কোনটি?
ক) স্থিতিশক্তি
খ) গতিশক্তি
গ) রাসায়নিক শক্তি
ঘ) কোনোটিই না
উত্তরঃ গ) রাসায়নিক শক্তি
৫. রাসায়নিক শক্তির উৎস কোনটি?
ক) খাদ্য
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো
৬. তাপশক্তি উৎপাদনে সাহায্য করে কোনটি?
ক) কয়লা
খ) সৌরশক্তি
গ) চুম্বক শক্তি
ঘ) শব্দ শক্তি
উত্তরঃ ক) কয়লা
৭. চুম্বক শক্তি কোন কাজে উপযোগী?
ক) বাতি জ্বালানো
খ) লোহার আকর্ষণ
গ) পাখা চালানো
ঘ) খাদ্য গরম করা
উত্তরঃ খ) লোহার আকর্ষণ
৮. আলো শক্তি প্রয়োজন হয় কেন?
ক) বসা
খ) কথা বলা
গ) দৃষ্টি করার জন্য
ঘ) ঘষতে
উত্তরঃ গ) দৃষ্টি করার জন্য
৯. শব্দ শক্তি কীভাবে সৃষ্টি হয়?
ক) বিজ্ঞানী বানায়
খ) পদার্থের কম্পন থেকে
গ) সূর্য থেকে
ঘ) মাটির তলে
উত্তরঃ খ) পদার্থের কম্পন থেকে
১০. বিদ্যুৎ শক্তি কী কাজে লাগে?
ক) বাতি জ্বালাতে
খ) পাখা চালাতে
গ) কল-কারখানা চালাতে
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো
১১. পারমাণবিক শক্তি পাওয়া যায় কিভাবে?
ক) পরমাণু ভেঙে
খ) ইউরেনিয়াম পোড়িয়ে
গ) সৌরশক্তি থেকে
ঘ) পানি থেকে
উত্তরঃ ক) পরমাণু ভেঙে
১২. ভার উত্তোলনের সময় শক্তির রূপান্তর কী হয়?
ক) তাপ
খ) গতিশক্তিতে
গ) আলোকশক্তিতে
ঘ) শব্দশক্তিতে
উত্তরঃ খ) গতিশক্তিতে
১৩. ভার নিচে ফেলে দিলে কী শক্তির রূপান্তর ঘটে?
ক) স্থিতি → তাপ
খ) স্থিতি → গতিশক্তি
গ) রাসায়নিক → গতিশক্তি
ঘ) আলোক → রশ্মি
উত্তরঃ খ) স্থিতি → গতিশক্তি
১৪. হাত ঘষলে কী ধরনের শক্তির রূপান্তর হয়?
ক) যান্ত্রিক → তাপ
খ) তাপ → যান্ত্রিক
গ) রাসায়নিক → আলোক
ঘ) চুম্বক → তাপ
উত্তরঃ ক) যান্ত্রিক → তাপ
১৫. বাঁশি বাজালে কী ধরনের শক্তির রূপান্তর হয়?
ক) যান্ত্রিক → শব্দ
খ) তাপ → যান্ত্রিক
গ) বিদ্যুৎ → যান্ত্রিক
ঘ) রাসায়নিক → তাপ
উত্তরঃ ক) যান্ত্রিক → শব্দ
১৬. ধাতুতে ঘষলে কী কী শক্তি সৃষ্টি হয়?
ক) তাপ, শব্দ, আলোক
খ) কেবল আলোক
গ) কেবল তাপ
ঘ) কোনোটিই না
উত্তরঃ ক) তাপ, শব্দ, আলোক
১৭. বাষ্পীয় ইঞ্জিনে তাপশক্তি কীতে রূপান্তর হয়?
ক) রাসায়নিক শক্তি
খ) যান্ত্রিক শক্তি
গ) চুম্বক শক্তি
ঘ) নেই
উত্তরঃ খ) যান্ত্রিক শক্তি
১৮. সৌরকোষ কোথায় ব্যবহার হয়?
ক) বাতি চালাতে
খ) পকেট ক্যালকুলেটর চালাতে
গ) মোবাইল গরম করতে
ঘ) শব্দ তৈরি করতে
উত্তরঃ খ) পকেট ক্যালকুলেটর চালাতে
১৯. শব্দ তরঙ্গ কী কাজে ব্যবহৃত হয়?
ক) জামা ময়লা পরিষ্কার
খ) গান শোনা
গ) পানি উত্তোলন
ঘ) আলো তৈরি
উত্তরঃ ক) জামা ময়লা পরিষ্কার
২০. চুম্বক শক্তি দিয়ে কী হয়?
ক) যান্ত্রিক → চুম্বক
খ) চুম্বক → তাপ
গ) তাপ → যান্ত্রিক
ঘ) না
উত্তরঃ খ) চুম্বক → তাপ
২১. তড়িৎ চুম্বক দিয়ে কী করা যায়?
ক) বস্তুকে টেনে তোলা
খ) আলো জ্বালানো
গ) গ্যাস উৎপন্ন
ঘ) শব্দ সৃষ্টি
উত্তরঃ ক) বস্তুকে টেনে তোলা
২২. বিদ্যুৎ চালিয়ে ইস্ত্রিতে কী শক্তি পাওয়া যায়?
ক) যান্ত্রিক
খ) তাপ
গ) শব্দ
ঘ) আলোক
উত্তরঃ খ) তাপ
২৩. বিদ্যুৎ চালিয়ে পাখা ঘোরে, এটি কোন শক্তির রূপান্তর?
ক) বিদ্যুৎ → শব্দ
খ) বিদ্যুৎ → যান্ত্রিক
গ) যান্ত্রিক → বিদ্যুৎ
ঘ) রাসায়নিক → তাপ
উত্তরঃ খ) বিদ্যুৎ → যান্ত্রিক
২৪. বৈদ্যুতিক বাল্বে কী শক্তি পাওয়া যায়?
ক) শব্দ
খ) তাপ
গ) আলো
ঘ) গতি
উত্তরঃ গ) আলো
২৫. কয়লা পোড়ালে কী শক্তি পাওয়া যায়?
ক) আলোক
খ) রাসায়নিক
গ) তাপ
ঘ) যান্ত্রিক
উত্তরঃ গ) তাপ
২৬. ব্যাটারিতে শক্তির রূপান্তর কী হয়?
ক) যান্ত্রিক → তাপ
খ) রাসায়নিক → বিদ্যুৎ
গ) আলো → রাসায়নিক
ঘ) শব্দ → বিদ্যুৎ
উত্তরঃ খ) রাসায়নিক → বিদ্যুৎ
২৭. পারমাণবিক শক্তি প্রথমে কীতে রূপান্তর হয়?
ক) বিদ্যুৎ
খ) আলো
গ) তাপ
ঘ) রাসায়নিক
উত্তরঃ গ) তাপ
২৮. শক্তির নিত্যতা বলতে কী বোঝায়?
ক) শক্তির বৃদ্ধি
খ) শক্তি সঞ্চয়
গ) শক্তির মোট পরিমাণ অপরিবর্তনীয়
ঘ) শক্তির ধ্বংস
উত্তরঃ গ) শক্তির মোট পরিমাণ অপরিবর্তনীয়
২৯. নবায়নযোগ্য শক্তির উৎস নয় কোনটি?
ক) সৌরশক্তি
খ) বায়ুপ্রবাহ
গ) গ্যাস
ঘ) জোয়ার-ভাটা
উত্তরঃ গ) গ্যাস
৩০. নবায়নযোগ্য শক্তির অন্যতম বৈশিষ্ট্য কী?
ক) একবার ব্যবহারে শেষ
খ) বারবার ব্যবহারযোগ্য
গ) পরিবেশ দূষণকারী
ঘ) ব্যয়বহুল
উত্তরঃ খ) বারবার ব্যবহারযোগ্য
৩১. বায়োগ্যাস তৈরি হয় কী থেকে?
ক) ধাতু
খ) বালু
গ) প্রাণিজ ও উদ্ভিজ্জ উপকরণ
ঘ) পানি
উত্তরঃ গ) প্রাণিজ ও উদ্ভিজ্জ উপকরণ
৩২. শূকর ও মুরগির খড় কী কাজে লাগে?
ক) বিদ্যুৎ তৈরি
খ) বায়োগ্যাসের কাঁচামাল
গ) রাস্তা বানানো
ঘ) জ্বালানির পরিবর্তে
উত্তরঃ খ) বায়োগ্যাসের কাঁচামাল
৩৩. উইন্ডমিল দিয়ে কী উৎপন্ন হয়?
ক) তাপ
খ) আলো
গ) বিদ্যুৎ
ঘ) শব্দ
উত্তরঃ গ) বিদ্যুৎ
৩৪. জোয়ার-ভাটার শক্তি কিসে রূপান্তর করা হয়?
ক) রাসায়নিক শক্তি
খ) তাপ শক্তি
গ) যান্ত্রিক শক্তি
ঘ) বিদ্যুৎ শক্তি
উত্তরঃ ঘ) বিদ্যুৎ শক্তি
৩৫. সৌরশক্তির প্রধান উৎস কী?
ক) চাঁদ
খ) সূর্য
গ) আগুন
ঘ) বিদ্যুৎ
উত্তরঃ খ) সূর্য
৩৬. সৌরকোষ কী উৎপন্ন করে?
ক) তাপ
খ) রাসায়নিক
গ) বিদ্যুৎ
ঘ) শব্দ
উত্তরঃ গ) বিদ্যুৎ
৩৭. নবায়নযোগ্য শক্তির সুবিধা নয় কোনটি?
ক) পরিচ্ছন্ন
খ) নবায়নযোগ্য
গ) সহজলভ্য
ঘ) দূষণকারী
উত্তরঃ ঘ) দূষণকারী
৩৮. নবায়নযোগ্য শক্তির প্রধান সুবিধা কী?
ক) কম তাপ উৎপাদন
খ) একবারেই শেষ
গ) নবায়নযোগ্য
ঘ) দুষ্প্রাপ্য
উত্তরঃ গ) নবায়নযোগ্য
৩৯. বাংলাদেশের অনেক স্থানে বিদ্যুৎ নেই, সমাধান কী?
ক) গ্যাস
খ) কয়লা
গ) সৌরশক্তি
ঘ) ডিজেল
উত্তরঃ গ) সৌরশক্তি
৪০. বায়োগ্যাস প্ল্যান্ট থেকে কী পাওয়া যায় না?
ক) জৈব সার
খ) বিদ্যুৎ
গ) দূষণ
ঘ) গ্যাস
উত্তরঃ গ) দূষণ
৪১. অনবায়নযোগ্য শক্তি কোনটি?
ক) সূর্য
খ) পানি
গ) কয়লা
ঘ) বায়ু
উত্তরঃ গ) কয়লা
৪২. অনবায়নযোগ্য শক্তির একটি সুবিধা কী?
ক) পুনর্ব্যবহারযোগ্য
খ) বেশি ব্যয়বহুল
গ) সস্তা ও শক্তিশালী
ঘ) দূষণহীন
উত্তরঃ গ) সস্তা ও শক্তিশালী
৪৩. অনবায়নযোগ্য শক্তি পরিবেশের কী ক্ষতি করে?
ক) ঠান্ডা তৈরি করে
খ) শব্দ সৃষ্টি করে
গ) কার্বন ডাইঅক্সাইড বাড়ায়
ঘ) আলো বাড়ায়
উত্তরঃ গ) কার্বন ডাইঅক্সাইড বাড়ায়
৪৪. শক্তির সংকটের একটি কারণ কী?
ক) বৃষ্টির অভাব
খ) অধিক রোদ
গ) জনসংখ্যা বৃদ্ধি
ঘ) পানি কমে যাওয়া
উত্তরঃ গ) জনসংখ্যা বৃদ্ধি
৪৫. বিলাসবহুল যন্ত্রপাতি ব্যবহারে কী বাড়ে?
ক) ঠান্ডা
খ) আলো
গ) শক্তির চাহিদা
ঘ) পানি
উত্তরঃ গ) শক্তির চাহিদা
৪৬. শক্তির বিকল্প উৎস কোনটি?
ক) ডিজেল
খ) গ্যাস
গ) বায়োগ্যাস
ঘ) তেল
উত্তরঃ গ) বায়োগ্যাস
৪৭. কাঠ পুড়িয়ে কী ক্ষতি হয়?
ক) পানি গরম হয়
খ) আলো তৈরি হয়
গ) বন ধ্বংস হয়
ঘ) আলো বেশি হয়
উত্তরঃ গ) বন ধ্বংস হয়
৪৮. বায়োগ্যাস প্রযুক্তির মূল সুবিধা কী?
ক) বিদ্যুৎ উৎপাদন
খ) টিভি দেখা
গ) সার তৈরি
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো
৪৯. শক্তি কীভাবে ব্যবহার করা উচিত?
ক) খুশিমতো
খ) যত বেশি তত ভালো
গ) সাশ্রয়ীভাবে
ঘ) অপচয় করে
উত্তরঃ গ) সাশ্রয়ীভাবে
৫০. শক্তি কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে?
ক) কাজে বাধা দেয়
খ) জীবনযাত্রার মান বাড়ায়
গ) খরচ বাড়ায়
ঘ) গতি কমায়
উত্তরঃ খ) জীবনযাত্রার মান বাড়ায়
৫১. শক্তির অপব্যবহার রোধে কী করা দরকার?
ক) বাড়তি ব্যবহার
খ) যন্ত্র চালু রাখা
গ) প্রয়োজন ছাড়া বন্ধ রাখা
ঘ) সবসময় চালু রাখা
উত্তরঃ গ) প্রয়োজন ছাড়া বন্ধ রাখা
৫২. ত্রুটিপূর্ণ যন্ত্রের প্রভাব কী?
ক) কম শক্তি ব্যবহার
খ) বেশি শক্তি ব্যয়
গ) দ্রুত কাজ
ঘ) কোনো প্রভাব নেই
উত্তরঃ খ) বেশি শক্তি ব্যয়
৫৩. যানবাহনের ইঞ্জিন চালু রাখলে কী হয়?
ক) শক্তি সাশ্রয়
খ) শক্তির অপচয়
গ) আলোর সৃষ্টি
ঘ) চাকা গরম হয়
উত্তরঃ খ) শক্তির অপচয়
৫৪. শক্তিকে কীভাবে ভাবা উচিত?
ক) ব্যক্তিগত সম্পদ
খ) দেশের সম্পদ
গ) সমষ্টিগত সম্পদ
ঘ) ব্যবসার জিনিস
উত্তরঃ গ) সমষ্টিগত সম্পদ
৫৫. জীবাশ্ম জ্বালানি ভবিষ্যতে কেমন হবে?
ক) বাড়বে
খ) থাকবে
গ) শেষ হয়ে যাবে
ঘ) রূপান্তরিত হবে
উত্তরঃ গ) শেষ হয়ে যাবে
৫৬. নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা কী?
ক) সবসময় পাওয়া যায় না
খ) দূষণ করে
গ) সস্তা
ঘ) সহজলভ্য
উত্তরঃ ক) সবসময় পাওয়া যায় না
৫৭. জোয়ারভাটার কারণে কী সমস্যা হয়?
ক) আলো বেড়ে যায়
খ) নদীর গতিপথ পরিবর্তন
গ) গরম লাগে
ঘ) বাতাস থেমে যায়
উত্তরঃ খ) নদীর গতিপথ পরিবর্তন
৫৮. অনবায়নযোগ্য শক্তির প্রধান সমস্যা কী?
ক) অতিরিক্ত উৎপাদন
খ) অফুরন্ত
গ) নিঃশেষ হয়ে যায়
ঘ) আলো কম হয়
উত্তরঃ গ) নিঃশেষ হয়ে যায়
৫৯. জ্বালানি সংকট মোকাবিলায় কী করতে হবে?
ক) কাঠ পোড়ানো
খ) তেল ব্যবহার
গ) বিকল্প শক্তির সন্ধান
ঘ) আলো জ্বালানো
উত্তরঃ গ) বিকল্প শক্তির সন্ধান
৬০. শক্তির সংরক্ষণ আমাদের কী দেয়?
ক) খরচ বাড়ায়
খ) অপচয় করে
গ) খরচ কমায়
ঘ) কিছুই না
উত্তরঃ গ) খরচ কমায়