ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুন সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। আজকের পোস্টে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী দেওয়া হল।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ
১. জীবের সংজ্ঞা কী?
ক) যে বস্তু চলাচল করতে পারে
খ) যার জীবন আছে
গ) যে বস্তু শ্বাস নেয়
ঘ) যে বস্তু খাদ্য তৈরি করে
উত্তরঃ খ) যার জীবন আছে
২. নিচের কোনটি জীব নয়?
ক) গাছ
খ) ব্যাকটেরিয়া
গ) টেবিল
ঘ) মানুষ
উত্তরঃ গ) টেবিল
৩. জীবের বৈশিষ্ট্য নির্ণয় করা হয় কীভাবে?
ক) শুধু চলাফেরার মাধ্যমে
খ) শুধু খাদ্য গ্রহণের মাধ্যমে
গ) একাধিক বৈশিষ্ট্যের সমন্বয়ে
ঘ) শুধু বংশবৃদ্ধির মাধ্যমে
উত্তরঃ গ) একাধিক বৈশিষ্ট্যের সমন্বয়ে
৪. কোনটি জীবের বৈশিষ্ট্য নয়?
ক) পুষ্টি লাভ
খ) প্রজনন
গ) শক্তির রূপান্তর
ঘ) পাথরের মতো শক্ত হওয়া
উত্তরঃ ঘ) পাথরের মতো শক্ত হওয়া
৫. স্বভোজী জীব কী করে?
ক) অন্য জীব খেয়ে বাঁচে
খ) নিজে নিজের খাদ্য তৈরি করে
গ) শুধু পানি পান করে
ঘ) মাটি খেয়ে বাঁচে
উত্তরঃ খ) নিজে নিজের খাদ্য তৈরি করে
৬. জীবের বৃদ্ধি ঘটে কীভাবে?
ক) কোষ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে
খ) শুধু ওজন বৃদ্ধির মাধ্যমে
গ) শুধু দৈর্ঘ্য বৃদ্ধির মাধ্যমে
ঘ) শুধু রঙ পরিবর্তনের মাধ্যমে
উত্তরঃ ক) কোষ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে
৭. প্রাণিদেহে শক্তি কীভাবে ব্যবহৃত হয়?
ক) শুধু দৌড়ানোর জন্য
খ) শুধু খাদ্য হজমের জন্য
গ) দেহের বিভিন্ন কাজে
ঘ) শুধু শ্বাসপ্রশ্বাসের জন্য
উত্তরঃ গ) দেহের বিভিন্ন কাজে
৮. প্রজননের মাধ্যমে কী ঘটে?
ক) জীবের মৃত্যু হয়
খ) জীবের বংশবিস্তার হয়
গ) জীবের খাদ্য তৈরি হয়
ঘ) জীবের শক্তি কমে
উত্তরঃ খ) জীবের বংশবিস্তার হয়
৯. আলোর দিকে গাছের বৃদ্ধি কী নির্দেশ করে?
ক) পুষ্টি লাভ
খ) পরিবেশের প্রতি প্রতিক্রিয়া
গ) শক্তির রূপান্তর
ঘ) প্রজনন
উত্তরঃ খ) পরিবেশের প্রতি প্রতিক্রিয়া
১০. মরুভূমির গাছের পাতা কাঁটাযুক্ত হওয়ার কারণ কী?
ক) বেশি সূর্যালোক পেতে
খ) পানি সাশ্রয় করতে
গ) প্রাণীদের থেকে রক্ষা পেতে
ঘ) বেশি খাদ্য তৈরি করতে
উত্তরঃ খ) পানি সাশ্রয় করতে
১১. হুইটেকার কত সালে পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাস প্রবর্তন করেন?
ক) ১৯৫৯
খ) ১৯৬৯
গ) ১৯৭৯
ঘ) ১৯৮৯
উত্তরঃ খ) ১৯৬৯
১২. মনেরা রাজ্যের জীবের বৈশিষ্ট্য কী?
ক) বহুকোষী ও সুগঠিত নিউক্লিয়াসযুক্ত
খ) এককোষী ও সুগঠিত নিউক্লিয়াসবিহীন
গ) শুধু উদ্ভিদ
ঘ) শুধু প্রাণী
উত্তরঃ খ) এককোষী ও সুগঠিত নিউক্লিয়াসবিহীন
১৩. নিচের কোনটি মনেরা রাজ্যের উদাহরণ?
ক) অ্যামিবা
খ) ব্যাকটেরিয়া
গ) মাশরুম
ঘ) গরু
উত্তরঃ খ) ব্যাকটেরিয়া
১৪. প্রোটিস্টা রাজ্যের জীবের বৈশিষ্ট্য কী?
ক) সুগঠিত নিউক্লিয়াসযুক্ত
খ) শুধু বহুকোষী
গ) শুধু এককোষী
ঘ) কোষপ্রাচীরবিহীন
উত্তরঃ ক) সুগঠিত নিউক্লিয়াসযুক্ত
১৫. ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লান্টি
উত্তরঃ খ) প্রোটিস্টা
১৬. ছত্রাকের বৈশিষ্ট্য কী?
ক) ক্লোরোফিলযুক্ত
খ) পরভোজী
গ) স্বভোজী
ঘ) শুধু এককোষী
উত্তরঃ খ) পরভোজী
১৭. নিচের কোনটি ছত্রাকের উদাহরণ?
ক) স্পাইরোগাইরা
খ) মাশরুম
গ) ইউগ্লেনা
ঘ) ব্যাকটেরিয়া
উত্তরঃ খ) মাশরুম
১৮. উদ্ভিদজগতের বৈশিষ্ট্য কী?
ক) কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত
খ) কোষপ্রাচীর নেই
গ) শুধু এককোষী
ঘ) পরভোজী
উত্তরঃ ক) কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত
১৯. অপুষ্পক উদ্ভিদের উদাহরণ কী?
ক) আম
খ) মস
গ) ধান
ঘ) গম
উত্তরঃ খ) মস
২০. সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য কী?
ক) ফুল হয় না
খ) ফুল হয়
গ) শুধু স্পোর উৎপন্ন করে
ঘ) শুধু পানিতে জন্মে
উত্তরঃ খ) ফুল হয়
২১. নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কী?
ক) বীজ ফল দ্বারা আবৃত
খ) বীজ নগ্ন
গ) শুধু পানিতে জন্মে
ঘ) শুধু মরুভূমিতে জন্মে
উত্তরঃ খ) বীজ নগ্ন
২২. প্রাণিজগতের বৈশিষ্ট্য কী?
ক) কোষপ্রাচীর থাকে
খ) প্লাস্টিড থাকে
গ) কোষপ্রাচীর থাকে না
ঘ) সবুজ কণিকা থাকে
উত্তরঃ গ) কোষপ্রাচীর থাকে না
২৩. অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ কী?
ক) মাছ
খ) ব্যাঙ
গ) মশা
ঘ) পাখি
উত্তরঃ গ) মশা
২৪. মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কী?
ক) মেরুদণ্ড আছে
খ) মেরুদণ্ড নেই
গ) শুধু পানিতে বাস করে
ঘ) শুধু ডিম পাড়ে
উত্তরঃ ক) মেরুদণ্ড আছে
২৫. পতঙ্গের দেহ কতটি অংশে বিভক্ত?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ খ) ৩
২৬. নিচের কোনটি উপকারী পতঙ্গ?
ক) মশা
খ) মাছি
গ) মৌমাছি
ঘ) উইপোকা
উত্তরঃ গ) মৌমাছি
২৭. জেলি মাছের দেহে কী থাকে?
ক) শক্ত খোলস
খ) ফাঁপা গহ্বর
গ) বহু পা
ঘ) পালক
উত্তরঃ খ) ফাঁপা গহ্বর
২৮. মৎস্য শ্রেণির প্রাণীরা কীসের সাহায্যে শ্বাস নেয়?
ক) ফুসফুস
খ) ফুলকা
গ) ত্বক
ঘ) ট্রাকিয়া
উত্তরঃ খ) ফুলকা
২৯. ব্যাঙ কোন শ্রেণির প্রাণী?
ক) মৎস্য
খ) উভচর
গ) সরীসৃপ
ঘ) পক্ষী
উত্তরঃ খ) উভচর
৩০. ব্যাঙাচি কীসের সাহায্যে শ্বাস নেয়?
ক) ফুলকা
খ) ফুসফুস
গ) ত্বক
ঘ) ট্রাকিয়া
উত্তরঃ ক) ফুলকা
৩১. নিচের কোনটি সরীসৃপের উদাহরণ?
ক) ইলিশ
খ) ব্যাঙ
গ) টিকটিকি
ঘ) কবুতর
উত্তরঃ গ) টিকটিকি
৩২. সরীসৃপের দেহ কী দিয়ে আবৃত?
ক) পালক
খ) আঁশ
গ) লোম
ঘ) শ্লেষ্মা
উত্তরঃ খ) আঁশ
৩৩. পাখির দেহ কী দিয়ে আবৃত?
ক) আঁশ
খ) লোম
গ) পালক
ঘ) শ্লেষ্মা
উত্তরঃ গ) পালক
৩৪. নিচের কোন পাখি উড়তে পারে না?
ক) কাক
খ) কবুতর
গ) পেঙ্গুইন
ঘ) ঈগল
উত্তরঃ গ) পেঙ্গুইন
৩৫. স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য কী?
ক) ডিম পাড়ে
খ) বাচ্চাকে দুধ খাওয়ায়
গ) পালক থাকে
ঘ) ফুলকা থাকে
উত্তরঃ খ) বাচ্চাকে দুধ খাওয়ায়
৩৬. নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
ক) বানর
খ) ডলফিন
গ) পেঙ্গুইন
ঘ) সাপ
উত্তরঃ ঘ) সাপ
৩৭. মানুষের শ্রেণি কী?
ক) মৎস্য
খ) উভচর
গ) স্তন্যপায়ী
ঘ) পক্ষী
উত্তরঃ গ) স্তন্যপায়ী
৩৮. কোনটি এককোষী জীব?
ক) আম
খ) ব্যাকটেরিয়া
গ) গরু
ঘ) মাশরুম
উত্তরঃ খ) ব্যাকটেরিয়া
৩৯. অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লান্টি
উত্তরঃ খ) প্রোটিস্টা
৪০. ফার্নবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী?
ক) মূল নেই
খ) পরিবহন টিস্যু আছে
গ) ফুল আছে
ঘ) শাখা-প্রশাখা নেই
উত্তরঃ খ) পরিবহন টিস্যু আছে
৪১. মসবর্গীয় উদ্ভিদে কী থাকে?
ক) ফুল
খ) রাইজয়েড
গ) শক্ত কাণ্ড
ঘ) বীজ
উত্তরঃ খ) রাইজয়েড
৪২. সমাঙ্গবর্গীয় উদ্ভিদের উদাহরণ কী?
ক) আম
খ) মস
গ) স্পাইরোগাইরা
ঘ) ফার্ন
উত্তরঃ গ) স্পাইরোগাইরা
৪৩. আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কী?
ক) বীজ নগ্ন
খ) বীজ ফলে আবৃত
গ) ফুল হয় না
ঘ) কাঁটা থাকে
উত্তরঃ খ) বীজ ফলে আবৃত
৪৪. পাইনাস কোন ধরনের উদ্ভিদ?
ক) আবৃতবীজী
খ) নগ্নবীজী
গ) অপুষ্পক
ঘ) শৈবাল
উত্তরঃ খ) নগ্নবীজী
৪৫. কেঁচো কোন ধরনের প্রাণী?
ক) মেরুদণ্ডী
খ) অমেরুদণ্ডী
গ) উভচর
ঘ) পক্ষী
উত্তরঃ খ) অমেরুদণ্ডী
৪৬. প্রবাল কী ধরনের প্রাণী?
ক) মৎস্য
খ) অমেরুদণ্ডী
গ) সরীসৃপ
ঘ) স্তন্যপায়ী
উত্তরঃ খ) অমেরুদণ্ডী
৪৭. তেলাপোকা কী ধরনের প্রাণী?
ক) পতঙ্গ
খ) কৃমি
গ) শামুক
ঘ) জেলিফিশ
উত্তরঃ ক) পতঙ্গ
৪৮. শামুকের দেহ কী দিয়ে আবৃত?
ক) আঁশ
খ) খোলস
গ) পালক
ঘ) লোম
উত্তরঃ খ) খোলস
৪৯. তারামাছের দেহে কী থাকে?
ক) পালক
খ) কাঁটা
গ) লোম
ঘ) শিং
উত্তরঃ খ) কাঁটা
৫০. নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ নয়?
ক) বাঘ
খ) তিমি
গ) পাখি
ঘ) মানুষ
উত্তরঃ গ) পাখি