Table of Contents
অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (SSC পরীক্ষা)
লেখক সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘অভাগীর স্বর্গ’ গল্পটি কোন সংকলনে অন্তর্ভুক্ত?
উত্তর: সুকুমার সেন সম্পাদিত ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের প্রথম খণ্ডে।
২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে।
৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ কী?
উত্তর: ১৫ই সেপ্টেম্বর ১৮৭৬।
৪। শরৎচন্দ্রের ছাত্রজীবনের অবসান কেন ঘটে?
উত্তর: আর্থিক সংকটের কারণে।
৫। শরৎচন্দ্র কোন শ্রেণিতে পড়াকালীন পড়া বন্ধ করেন?
উত্তর: এফ. এ. শ্রেণিতে।
৬। পড়াশোনা বন্ধ হওয়ার পর শরৎচন্দ্র কী করেন?
উত্তর: ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন।
৭। শরৎচন্দ্র ১৯০৩ সালে কোথায় যান?
উত্তর: বার্মা (বর্তমানে মায়ানমার)।
৮। শরৎচন্দ্র বার্মায় কোথায় চাকরি করেন?
উত্তর: রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে।
৯। শরৎচন্দ্র কোন পদে চাকরি করেন?
উত্তর: কেরানি পদে।
১০। শরৎচন্দ্রের সাহিত্যচর্চা কোথায় শুরু হয়?
উত্তর: বার্মার প্রবাস জীবনেই।
১১। শরৎচন্দ্র কবে কলকাতায় ফিরে আসেন?
উত্তর: ১৯১৬ সালে।
১২। কলকাতায় ফিরে শরৎচন্দ্র কী করেন?
উত্তর: নিয়মিত সাহিত্য-সাধনা করেন।
১৩। ‘শ্রীকান্ত’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৪। ‘পথের দাবী’ গ্রন্থটি কী ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।
১৫। শরৎচন্দ্রের মৃত্যু কবে হয়?
উত্তর: ১৬ই জানুয়ারি ১৯৩৮।
১৬। ‘চরিত্রহীন’ রচনাটি কার লেখা?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
গল্প সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
১৭। প্রশ্ন: ‘অভাগীর স্বর্গ’ গল্পের লেখক কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৮। প্রশ্ন: গল্পের প্রধান চরিত্র কে?
উত্তর: কাঙালীর মা (অভাগী)।
১৯। প্রশ্ন: কাঙালীর মায়ের প্রকৃত নাম কী?
উত্তর: অভাগী।
২০। প্রশ্ন: কাঙালীর মা জন্মের পর কী ঘটেছিল?
উত্তর: জন্মের পরই তার মা মারা যান।
২১। প্রশ্ন: অভাগীর স্বামীর নাম কী ছিল?
উত্তর: রসিক বাঘ।
২২। প্রশ্ন: রসিক বাঘ অভাগীকে কোথায় রেখে গিয়েছিল?
উত্তর: নিজের গ্রামেই রেখে গ্রামান্তরে চলে গিয়েছিল।
২৩। প্রশ্ন: কাঙালীর মা দ্বিতীয়বার বিয়ে করেননি কেন?
উত্তর: কারণ তিনি ছেলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
২৪। প্রশ্ন: কাঙালী কী কাজ শিখছিল?
উত্তর: বেতের কাজ।
২৫। প্রশ্ন: গল্পে ‘সগ্যে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: স্বর্গে যাওয়া।
২৬। প্রশ্ন: গল্পের শুরুতে কে মারা যান?
উত্তর: ঠাকুরদাস মুখুজ্যের বর্ষীয়সী স্ত্রী।
২৭। প্রশ্ন: ঠাকুরদাস মুখুজ্যে কী ব্যবসা করতেন?
উত্তর: ধানের কারবার করতেন।
২৮। প্রশ্ন: কাঙালীর মা মুখুজ্যের স্ত্রীর শ্মশানযাত্রা দেখতে কোথায় দাঁড়িয়ে ছিলেন?
উত্তর: উঁচু ঢিপির ওপর।
২৯। প্রশ্ন: কাঙালীর মা কী দেখেন রথের মধ্যে?
উত্তর: সিঁদুরের রেখা ও রাঙা পদতল।
৩০। প্রশ্ন: কাঙালীর মা মৃত্যুকালে কী স্বপ্ন দেখেন?
উত্তর: ছেলের হাতের আগুনে সগ্যে যাওয়া।
৩১। প্রশ্ন: কাঙালী কত বছর বয়সে উপনীত?
উত্তর: প্রায় পনেরো বছর।
৩২। প্রশ্ন: কাঙালীর মা কোন জাতভুক্ত ছিলেন?
উত্তর: দুলে (নিচু জাত)।
৩৩। প্রশ্ন: কাঙালীর মা কোন উপকথা বলে ছেলেকে ঘুম পাড়াতেন?
উত্তর: রাজপুত্তুর, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার উপকথা।
৩৪। প্রশ্ন: কাঙালীর মা ওষুধ খেতেন না কেন?
উত্তর: কারণ তিনি বিশ্বাস করতেন দুলেদের ঘরে কেউ ওষুধে সারে না।
৩৫। প্রশ্ন: কাঙালীর মা কবিরাজের ওষুধ কী করেছিলেন?
উত্তর: উনুনে ফেলে দিয়েছিলেন।
৩৬। প্রশ্ন: কাঙালী কাকে ডাকতে পাঠানো হয়?
উত্তর: রসিক বাঘকে (তার বাবাকে)।
৩৭। প্রশ্ন: রসিক বাঘ যখন এলেন, তখন অভাগী কী অবস্থায় ছিলেন?
উত্তর: মৃত্যুপথযাত্রী।
৩৮। প্রশ্ন: কাঙালীর মা মৃত্যুর আগে কী চেয়েছিলেন?
উত্তর: স্বামীর পায়ের ধুলো।
৩৯। প্রশ্ন: কাঙালী শেষকৃত্যের জন্য কাঠ আনতে কোথায় গিয়েছিল?
উত্তর: নিজের উঠানের বেলগাছ কাটতে।
৪০। প্রশ্ন: দারোয়ান কাঙালীর বাবাকে কেন মারল?
উত্তর: জমিদারের অনুমতি না নিয়ে গাছ কাটায়।
৪১। প্রশ্ন: জমিদারের গোমস্তার নাম কী?
উত্তর: অধর রায়।
৪২। প্রশ্ন: গোমস্তা কাঙালীকে কী শাস্তি দিল?
উত্তর: বাড়ি থেকে গলাধাক্কা দিয়ে বের করে দিল।
৪৩। প্রশ্ন: গোমস্তা কাঙালীর কাছে কী দাবি করল?
উত্তর: গাছের দাম পাঁচ টাকা দিতে হবে।
৪৪। প্রশ্ন: কাঙালী মুখুজ্যে বাড়ি গিয়েছিল কেন?
উত্তর: মায়ের জন্য কাঠের সাহায্য চাইতে।
৪৫। প্রশ্ন: ভট্টাচার্য মহাশয় কাঙালীকে কী করতে বলেন?
উত্তর: মুখে নুড়ো জ্বেলে নদীর চড়ে মাটি দিতে।
৪৬। প্রশ্ন: মুখুজ্যে পরিবারের বড় ছেলে কী মন্তব্য করেন?
উত্তর: সব দুলেরা এখন বামুন-কায়েত হতে চায়।
৪৭। প্রশ্ন: শেষ পর্যন্ত কাঙালীর মায়ের কীভাবে দাহ হয়?
উত্তর: নদীর চরে মাটি চাপা দেওয়া হয়।
৪৮। প্রশ্ন: কে কাঙালীর হাতে খড়ের আঁটি জ্বালিয়ে দেয়?
উত্তর: রাখালের মা।
৪৯। প্রশ্ন: কাঙালী তার মায়ের মরদেহ কোথায় রাখে?
উত্তর: নদীর চরের গর্তে।
৫০। প্রশ্ন: গল্পে ‘ছেলের হাতের আগুন’ কী বোঝায়?
উত্তর: সন্তানের দ্বারা মা বা বাবার সৎকার।
৫১। প্রশ্ন: কাঙালীর মা কীভাবে রথ দেখতে পান?
উত্তর: ধোঁয়ার মধ্যে কল্পনায়।
৫২। প্রশ্ন: কাঙালী মায়ের জন্য কী রান্না করে?
উত্তর: ভাত।
৫৩। প্রশ্ন: কাঙালীর রান্না করা ভাত কেমন হয়?
উত্তর: খারাপ, ছড়িয়ে পড়ে।
৫৪। প্রশ্ন: কাঙালী মায়ের মৃত্যুর পর কার কাছে গিয়েছিল?
উত্তর: কাছারির গোমস্তা অধর রায়ের কাছে।
৫৫। প্রশ্ন: কাঙালীর মা জীবনভর কী করেছেন?
উত্তর: সন্তানকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছেন।
৫৬। প্রশ্ন: অভাগীর কণ্ঠ কীভাবে হয়ে গিয়েছিল?
উত্তর: ভগ্নকণ্ঠে রূপান্তরিত হয়েছিল।
৫৭। প্রশ্ন: কাঙালীর মা মৃত্যুর সময় কী দেখতে চেয়েছিলেন?
উত্তর: স্বামীর মুখ ও ছেলের হাতের আগুন।
৫৮। প্রশ্ন: কাঙালী কী কারণে মার মুখে আগুন দিতে পারল না?
উত্তর: কাঠের অভাবে।
৫৯। প্রশ্ন: রসিক বাঘ স্ত্রীর পায়ের ধুলো নিলেন কেন?
উত্তর: অনুতপ্ত হয়ে।
৬০। প্রশ্ন: কাঙালীর মায়ের মৃত্যুর পর গ্রামের মানুষ কেমন ছিল?
উত্তর: ব্যস্ত, উদাসীন।
৬১। প্রশ্ন: কাঙালী সমাজ থেকে কী শিক্ষা পেয়েছে?
উত্তর: দারিদ্র ও জাতের কারণে অবহেলা ও বঞ্চনার শিক্ষা।
৬২। প্রশ্ন: কাঙালী কাকে মা, মেয়ে ও সব কিছু মনে করে?
উত্তর: নিজের মাকে।
৬৩। প্রশ্ন: অভাগী মৃত্যুর সময় কী বলেন?
উত্তর: “ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে।”
শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
৬৪। ‘মুখুয্যে’ কী শব্দের কথ্যরূপ?
উত্তর: মুখোপাধ্যায়।
৬৫। ‘বর্ষীয়সী’ শব্দের অর্থ কী?
উত্তর: অতি বৃদ্ধ, সকলের মধ্যে বয়সে বড় (স্ত্রীবাচক)।
৬৬। ‘সঙ্গতিপন্ন’ বলতে কী বোঝায়?
উত্তর: অর্থ-সম্পদের অধিকারী।
৬৭। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ কী?
উত্তর: মৃত ব্যক্তির সৎকার বা শেষকৃত্যানুষ্ঠান।
৬৮। ‘সগ্য’ কোন শব্দের কথ্যরূপ?
উত্তর: স্বর্গ।
৬৯। ‘অন্তরীক্ষ’ শব্দের অর্থ কী?
উত্তর: আকাশ বা গগন।
৭০। ‘ভুক্তাবশেষ’ বলতে কী বোঝায়?
উত্তর: খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে।
৭১। ‘প্রসন্ন’ শব্দের অর্থ কী?
উত্তর: সন্তুষ্ট বা খুশি।
৭২। ‘প্রসন্নমুখ’ বলতে কী বোঝায়?
উত্তর: খুশি ভরা মুখ।
৭৩। ‘ক্রোড়’ শব্দের অর্থ কী?
উত্তর: কোল।
৭৪। ‘শশব্যস্ত’ বলতে কী বোঝায়?
উত্তর: খরগোশের মতো অত্যন্ত ব্যস্ত।
৭৫। ‘তেনার’ কোন শব্দের কথ্যরূপ?
উত্তর: তাঁর।
৭৬। ‘দুলে’ বলতে কী বোঝায়?
উত্তর: পালকি বহনকারী এক শ্রেণির হিন্দু সম্প্রদায়, যাদের নিচু জাত হিসেবে অভিহিত করা হয়।
৭৭। ‘ইন্দ্রজাল’ শব্দের অর্থ কী?
উত্তর: জাদুবিদ্যা বা গল্পের মাধ্যমে মোহিত করে রাখার ক্ষমতা।
৭৮। ‘রোমাঞ্চ’ কী বোঝায়?
উত্তর: শিহরণ বা অনুভূতির আধিক্যে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া।
৭৯। ‘ভগ্নকন্ঠ’ বলতে কী বোঝায়?
উত্তর: আবেগভরা বিকৃত বা ভাঙা স্বর।
৮০। ‘প্রণামী’ শব্দের অর্থ কী?
উত্তর: পুরোহিত বা দেবতার জন্য দেওয়া সালামি; এখানে চিকিৎসা ফি বোঝায়।
৮১। ‘মুষ্টিযোগ’ কী ধরনের চিকিৎসা?
উত্তর: টোটকা বা প্রাথমিক ঘরোয়া চিকিৎসা।
৮২। ‘গেঁটে কড়ি’ কী?
উত্তর: কাঁটাযুক্ত শামুকজাতীয় প্রাণি।
৮৩। ‘নিস্তব্ধ’ শব্দের অর্থ কী?
উত্তর: নিশ্চল, নির্বাক, নিঃসাড়।
৮৪। ‘হরিধ্বনি’ বলতে কী বোঝায়?
উত্তর: হরি নামের ধ্বনি; মৃতদেহ বহনের সময় উচ্চারিত হয়।
৮৫। ‘সংস্কার’ শব্দের অর্থ কী?
উত্তর: বিশ্বাস বা আজন্ম লালিত ধারণা।
৮৬। ‘অশন’ কী বোঝায়?
উত্তর: খাদ্য বা আহারের বস্তু।
৮৭। ‘সন্ধ্যাহ্নিক’ বলতে কী বোঝায়?
উত্তর: সন্ধ্যাবেলার নিত্য পূজা।
৮৮। ‘রোমাঞ্চ’ কখন অনুভূত হয়?
উত্তর: অনুভূতির আধিক্যে, গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার সময়।