Table of Contents
রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
কবি সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
১। সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার কালীঘাটে।
২। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
৩। সুকান্ত ভট্টাচার্যের জন্মতারিখ কী?
উত্তর: ৩০শে শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দ।
৪। ‘রানার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে।
৫। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর: একুশ বছর বয়সে।
৬। কবির মৃত্যুতারিখ কী?
উত্তর: ২৯শে বৈশাখ ১৩৫৪ বঙ্গাব্দ।
৭। কোন দুটি বিষয় সুকান্তকে দারুণভাবে আলোড়িত করে?
উত্তর: দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংস-লীলা এবং সামাজিক অনাচার ও বৈষম্য।
কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
৮। ‘রানার’ কবিতার কবি কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য।
৯। ‘রানার’ শব্দের অর্থ কী?
উত্তর: ডাক হরকরা।
১০। রানার কী বোঝা নিয়ে চলেছে?
উত্তর: চিঠি ও নতুন খবরে ভরা বোঝা।
১১। রানার কী কাজ নিয়েছে?
উত্তর: রানার নতুন খবর আনার কাজ নিয়েছে।
১২। রানারের কাজ কী?
উত্তর: রানারের কাজ হচ্ছে ডাক বহন করা এবং নতুন খবর বয়ে আনা।
১৩। ‘রানার’ কবিতায় কোনটিকে ছোঁয়া যাবে না?
উত্তর: ‘রানার’ কবিতায় টাকাকে ছোঁয়া যাবে না।
১৪। রানার কোন সময় চলেছে?
উত্তর: গভীর রাতে।
১৫। রানার কী নিয়ে ছোটে?
উত্তর: জানা-অজানার সংবাদ বা খবর।
১৬। ‘রানার’ কবিতাটি কাদেরকে নিয়ে লেখা?
উত্তর: ‘রানার’ কবিতাটি শ্রমজীবী মানুষদের নিয়ে লেখা।
১৭। অবাক রাতের তারারা কীভাবে চায়?
উত্তর: অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়।
১৮। রানারকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: হরিণের সঙ্গে।
১৯। রানারের কবিতায় কোন শব্দটি বারবার এসেছে?
উত্তর: ‘রানার! রানার!’
২০। রানারের পথচলায় কী শব্দ হয়?
উত্তর: ঝুমঝুম্ ঘণ্টা বাজে।
২১। ‘রানার’ কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?
উত্তর: ‘রানার’ কবিতায় রানারের প্রিয়া শয্যায় একা বিনিদ্র রাত জাগে।
২২। রানার কেমন গতিতে ছোটে?
উত্তর: দুর্বার ও দুর্জয় গতিতে।
২৩। রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে কে?
উত্তর: রানারের কাছে সহানুভূতির চিঠি পাঠাবে ভোরের আকাশ।
২৪। রানার কোথা থেকে কোথায় ছোটে?
উত্তর: দিগন্ত থেকে দিগন্তে।
২৫। রানারের কাঁধে কিসের বোঝা?
উত্তর: রানারের কাঁধে জানা-অজানার বোঝা।
২৬। রানারকে আলো কে দেয়?
উত্তর: লণ্ঠন ও জোনাকি।
২৭। রাতের আকাশে কী দেখা যায়?
উত্তর: তারারা মিটিমিটি করে চায়।
২৮। ‘বোঝাই জাহাজ’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: চিঠি ও সংবাদে পূর্ণ রানারকে বোঝানো হয়েছে।
২৯। ‘পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার’ বলতে কী বোঝায়?
উত্তর: রানার সমাজের দুঃখ-কষ্টের প্রতীক।
৩০। রানার কত বছর ধরে কাজ করছে?
উত্তর: বহু বছর।
৩১। কে একা শয্যায় বিনিদ্র রাত কাটায়?
উত্তর : রানারের প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কাটায়।
৩২। রানারের ঘরে কে অপেক্ষা করে?
উত্তর: তার প্রিয়া (স্ত্রী)।
৩৩। রানারের প্রিয়া কিভাবে রাত কাটায়?
উত্তর: বিনিদ্র অবস্থায় শয্যায় রাত জাগে।
৩৪। রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উত্তর: রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় সূর্য ওঠাকে।
৩৫। রানারের ভয় কিসে?
উত্তর: দস্যু ও সূর্যোদয়ে।
৩৬। রানার পথের সঙ্গী কারা?
উত্তর: বন, পাখি, জোনাকি, আকাশ।
৩৭। রানারের দুঃখ কে জানে?
উত্তর: পথের তৃণ ও রাতের খাম।
৩৮। ‘ঘরেতে অভাব’ – এই কথার অর্থ কী?
উত্তর: রানারের সংসারে দারিদ্র্য বিরাজমান।
৩৯। রানারের হাতে কী থাকে?
উত্তর: লণ্ঠন।
৪০। হাতের লন্ঠন কী রকম শব্দ করে?
উত্তর: হাতের লন্ঠন ঠনঠন শব্দ করে।
৪১। জীবনের স্বপ্নের মতো পিছে কী সরে যায়?
উত্তর: জীবনের স্বপ্নের মতো পিছে বন সরে যায়।
৪২। রানার কী ছুঁয়ে ফেলে?
উত্তর: আকাশ ও মাটি (তার ক্লান্তশ্বাস ও ঘামে)।
৪৩। “কালো রাত্রির খামে” বলতে কী বোঝায়?
উত্তর: রানারের জীবনের অজানা দুঃখ।
৪৪। ‘জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে’ — কী দিয়ে?
উত্তর: অল্প দামে।
৪৫। পৃথিবীটাকে রানারের কালো ধোঁয়া মনে হয় কেন?
উত্তর : পৃথিবীটাকে রানারের কালো ধোঁয়া মনে হয় অভাবের কারণে।
৪৬। কবিতায় ‘ভোরের আলো’ এখানে কী বোঝায়?
উত্তর: আশার প্রতীক।
৪৭। রানারের জীবন কেমন?
উত্তর: সংগ্রামী, কষ্টে ভরা।
৪৮। রানারের চলার পথে কারা আলো দেয়?
উত্তর: রানারের চলার পথে জোনাকিরা আলো দেয়।
৪৯। ‘দেখা দেবে বুঝি প্রভাত’ – এখানে ‘প্রভাত’ কী বোঝায়?
উত্তর: নতুন দিনের সূচনা, দুঃখের অবসান।
৫০। ভোরের আগমনে কোথায় লাল রং দেখা যায়?
উত্তর: ভোরের আগমনে পূর্ব কোণে লাল রং দেখা যায়।
৫১। রানার কীভাবে ছুটে চলে?
উত্তর: দুর্দমনীয় বেগে।
৫২। রানারের শারীরিক অবস্থা কেমন?
উত্তর: ক্লান্ত ও ক্ষুধায় ক্ষয়িষ্ণু।
৫৩। কবিতায় ‘ভয়’ শব্দটি কি কি বোঝাতে এসেছে?
উত্তর: অন্ধকার, দস্যু ও অনিশ্চয়তা।
৫৪। রানার কী ধরনের চরিত্রের প্রতীক?
উত্তর: সংগ্রামী, সাহসী ও দায়িত্ববান।
৫৫। ‘নতুন খবর আনার’ – এই বাক্যে ‘খবর’ কী বোঝায়?
উত্তর: পরিবর্তনের বার্তা, আশার চিঠি।
৫৬। ‘ঘামে ভিজে গেছে মাটি’ – এর অর্থ কী?
উত্তর: রানারের কঠোর শ্রমের প্রতিফলন।
৫৭। রানারের কষ্ট কে দেখে?
উত্তর: তারারা ও রাত।
৫৮। ‘মাভৈঃ রানার’ – এর অর্থ কী?
উত্তর: ভয় নেই, রানার।
৫৯। ‘ভোর তো হয়েছে’ বাক্যে কিসের ইঙ্গিত?
উত্তর: পরিবর্তনের সূচনা।
৬০। ‘পৃথিবীর বোঝা’ – এখানে কোন বোঝা বোঝানো হয়েছে?
উত্তর: দুঃখ-কষ্ট, অভাব-অনটনের বোঝা।
৬১। ঘরে অভাব থাকার কারণে পৃথিবীকে কী মনে হয়?
উত্তর : ঘরে অভাব থাকার কারণে পৃথিবীকে কালো ধোঁয়া মনে হয়।
৬২। রানারের জীবনের দুঃখ কে জানে?
উত্তর: রানারের জীবনের দুঃখ পথের তৃণ জানে।
৬৩। ‘রানার’ কবিতায় কোনটিকে ছোঁয়া যাবে না?
উত্তর: ‘রানার’ কবিতায় টাকাকে ছোঁয়া যাবে না।
শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
৬৪। ‘রানার’ শব্দের অর্থ কী?
উত্তর: রানার অর্থ ডাক হরকরা।
৬৫। রানার কিসের বাহক?
উত্তর: নতুন খবরের বাহক।
৬৬। রানারের ব্যাগে কী থাকে?
উত্তর: মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদ।
৬৭। ‘দুর্বার’ শব্দের অর্থ কী?
উত্তর: যাকে নিবারণ করা যায় না।
৬৮। ‘হরিণের মতো যায়’—এই উপমার অর্থ কী?
উত্তর: রানার হরিণের মতো নিঃশব্দে ও দ্রুত দৌড়ে চলে।
৬৯। ‘লণ্ঠন’ বলতে কী বোঝায়?
উত্তর: হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার।
৭০। রানারের গতি কেমন?
উত্তর: হরিণের মতো দ্রুত।
আরও দেখুনঃ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর