Table of Contents
ঝর্ণার গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
কবি সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
১। সত্যেন্দ্রনাথ দত্ত কোন কাব্যগ্রন্থ থেকে ‘ঝরনার গান’ কবিতাটি সংকলন করেছেন?
উত্তর: বিদায় আরতি কাব্য থেকে।
২। সত্যেন্দ্রনাথ দত্ত কোন সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮২ খ্রিষ্টাব্দে।
৩। সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে।
৪। সত্যেন্দ্রনাথ দত্ত কত পর্যন্ত পড়াশোনা করেন?
উত্তর: বি.এ. শ্রেণি পর্যন্ত।
৫। সত্যেন্দ্রনাথ দত্ত ছাত্রজীবন থেকেই কী করতেন?
উত্তর: কাব্যচর্চা করতেন।
৬। ছন্দ নির্মাণে দক্ষতার কারণে সত্যেন্দ্রনাথ দত্তকে কী বলা হয়?
উত্তর: ছন্দের যাদুকর।
৭। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান?
উত্তর: চল্লিশ বছর বয়সে।
৮। সত্যেন্দ্রনাথ দত্ত কোন সালে মারা যান?
উত্তর: ১৯২২ খ্রিষ্টাব্দে।
কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
৯। ‘ঝরনার গান’ কবিতাটির কবি কে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত।
১০। ঝরনার পা কেমন বলা হয়েছে কবিতায়?
উত্তর: চপল পা।
১১। ঝরনা কী গায়?
উত্তর: পরীর গান।
১২। কার গায়ে পুলক জাগে?
উত্তর: কবির সমস্ত গায়ে।
১৩। কোন সময় ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়?
উত্তর: দুপুর-ভোর।
১৪। ঝরনার মন কেমন?
উত্তর: দোদুল মন।
১৫। ঝরনার পথ কেমন?
উত্তর: বিজন।
১৬। ঝরনা কী বাজায় নিজের পায়ে?
উত্তর: তাল।
১৭। কবিতা অনুসারে ঝরনা একলা কী করে?
উত্তর: একলা গায় ও একলা ধায়।
১৮। ঝরনার পথে কী দেখা যায়?
উত্তর: ঝুম-পাহাড়।
১৯। পাহাড় ঝুঁকে কী করে?
উত্তর: ভয় দেখায়, চোখ পাকায়।
২০। ঝরনার পায়ে কী পরা আছে?
উত্তর: টগর ফুলের নূপুর।
২১। কোন গিরির হিম ললাট ঘামে?
উত্তর: ঝরনার উদ্ভবে।
২২। পরীর টুটুল হার কোথায় পড়ে?
উত্তর: নাচের উৎসবে।
২৩। ঝরনা কী খেয়াল রাখে না?
উত্তর: কার সংবাদ পেয়েছে কি না।
২৪। ঝরনার গলায় কী বোল সাধে?
উত্তর: বুলবুলির বোল।
২৫। বন-ঝাউয়ের ঝোপে কে চরে?
উত্তর: কালসারের দল।
২৬। শিলার গায়ে শিং কী করে?
উত্তর: আঘাত করে।
২৭। ডালচিনির রং কোথায় ধরা পড়ে?
উত্তর: শিলায়।
২৮। ঝরনা কেমন করে এগোয়?
উত্তর: ঝাঁপিয়ে, লাফিয়ে ও দুলিয়ে।
২৯। ঝরনা টিলায় কী করে?
উত্তর: ডালিম ফাটায়।
৩০। শালিক-শুক কোথায় মুখ বুলায়?
উত্তর: থল-ঝাঁঝির মখমলে।
৩১। ঝরনার পরনে কী থাকে?
উত্তর: জরির জালের আংরাখা।
৩২। ঝরনা নিচে ধেয়ে শুনে কী?
উত্তর: ‘ফটিক জল’ ডাক।
৩৩। ফটিক জল হাঁকছে কে?
উত্তর: যার কণ্ঠে তৃষ্ণা আছে সেই।
৩৪। যে তৃষ্ণার্ত, তার কণ্ঠে কী থাকে?
উত্তর: ফটিক জলের গরজ।
৩৫। পাতকুয়ায় কার জল যাক?
উত্তর: সাধারণ জল-চাহিদার মানুষের।
৩৬। সুন্দরের তৃষ্ণা কাদের?
উত্তর: কবি ও শিল্পীর মতো হৃদয়ের।
৩৭। ঝরনারা কার খোঁজে ধায়?
উত্তর: সুন্দরের তৃষ্ণা যাদের আছে তাদের।
৩৮। ঝরনা কী বিলায়?
উত্তর: তান ও তরল শ্লোক।
৩৯। চকোর কী চায়?
উত্তর: চন্দ্রমার আলো।
৪০। কবি কী চান?
উত্তর: মুগ্ধ চোখ।
৪১। ঝরনার পা কেমন বলা হয়েছে বারবার?
উত্তর: চপল।
৪২। ঝরনার মন কী করে?
উত্তর: ভোলায়।
৪৩। ঝরনার চলাচলে কী হয় চারদিকে?
উত্তর: ঝিলমিল করে দিগ্বিদিক।
৪৪। ‘উপল ঘায়’ অর্থ কী?
উত্তর: পাথরের আঘাত।
শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
৪৫। ‘বিভোল’ শব্দের অর্থ কী?
উত্তর: অচেতন, বিভোর, বিহ্বল।
৪৬। ‘বিজন’ শব্দের অর্থ কী?
উত্তর: নির্জন, জনশূন্য, নিভৃত।
৪৭। ‘কৃজন’ বলতে কী বোঝায়?
উত্তর: পাখির ডাক।
৪৮। ‘ঝুম পাহাড়’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: নীরব পাহাড়, নির্জন পাহাড়।
৪৯। ‘হিম’ শব্দের অর্থ কী?
উত্তর: তুষার বা বরফ।
৫০। ‘শুক’ বলতে কোন পাখিকে বোঝানো হয়?
উত্তর: টিয়ে পাখি।
৫১। ‘থল’ শব্দের অর্থ কী?
উত্তর: স্থল বা ভূমি।
৫২। ‘ঝাঁঝি’ বলতে কী বোঝায়?
উত্তর: একপ্রকার জলজ গুল্ম বা বহুদিন ধরে জমা শেওলা।
৫৩। ‘মখমল’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: কোমল ও মিহি কাপড়।
৫৪। ‘আংরাখা’ কী ধরনের পোশাক?
উত্তর: লম্বা ও ঢিলা পোশাকবিশেষ।
৫৫। ‘ফটিক জল’ বলতে কী বোঝায়?
উত্তর: চাতক পাখির ডাক যা ‘ফটিক জল’ শব্দের মতো বলে শোনা যায়।
৫৬। ‘বিলাই’ শব্দের অর্থ কী?
উত্তর: বিতরণ করি, পরিবেশন করি।
৫৭। ‘তান’ বলতে কী বোঝায়?
উত্তর: সুর।
৫৮। ‘তরল শ্লোক’ কী ধরনের কবিতা?
উত্তর: লঘু বা হালকা চালের কবিতা।
৫৯। ‘চকোর’ কী ধরনের পাখি?
উত্তর: একটি কাল্পনিক পাখি, যা চাঁদের আলো পান করে বলে বিশ্বাস।
৬০। ‘চন্দ্রমা’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: চাঁদের আলো।
৬১। ‘উপল’ শব্দের অর্থ কী?
উত্তর: পাথর।
৬২। ‘উপল ঘায়’ বলতে কী বোঝায়?
উত্তর: পাথরের আঘাত।
৬৩। ‘চাতক পাখি’র ডাক কেমন শোনায় বলে মনে করা হয়?
উত্তর: ‘ফটিক জল’ শব্দের মতো।