Skip to content

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। কোষ জীবদেহের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সংঘটিত হয়। নিচে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন লিখে দিলাম।

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ

১. জীবদেহের গঠন ও কাজের একক কী?
ক) কলা
খ) অঙ্গ
গ) কোষ
ঘ) তন্ত্র
উত্তর: গ) কোষ

২. সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন?
ক) লিউয়েন হুক
খ) রবার্ট হুক
গ) ডারউইন
ঘ) মেন্ডেল
উত্তর: খ) রবার্ট হুক

৩. কোন যন্ত্রের সাহায্যে কোষ দেখা যায়?
ক) টেলিস্কোপ
খ) অণুবীক্ষণ যন্ত্র
গ) থার্মোমিটার
ঘ) স্টেথোস্কোপ
উত্তর: খ) অণুবীক্ষণ যন্ত্র

৪. নিউক্লিয়াসবিহীন কোষকে কী বলে?
ক) প্রকৃত কোষ
খ) আদি কোষ
গ) দেহকোষ
ঘ) জননকোষ
উত্তর: খ) আদি কোষ

৫. নিউক্লিয়াসযুক্ত কোষকে কী বলে?
ক) আদি কোষ
খ) প্রকৃত কোষ
গ) ব্যাকটেরিয়া
ঘ) ভাইরাস
উত্তর: খ) প্রকৃত কোষ

৬. উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে নেই কোনটি?
ক) কোষপ্রাচীর
খ) কোষঝিল্লি
গ) নিউক্লিয়াস
ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: ক) কোষপ্রাচীর

৭. কোষপ্রাচীর প্রধানত কী দিয়ে গঠিত?
ক) প্রোটিন
খ) সেলুলোজ
গ) লিপিড
ঘ) শর্করা
উত্তর: খ) সেলুলোজ

৮. কোষের “জীবনের ভিত্তি” বলা হয় কাকে?
ক) কোষপ্রাচীর
খ) প্রোটোপ্লাজম
গ) নিউক্লিয়াস
ঘ) কোষগহ্বর
উত্তর: খ) প্রোটোপ্লাজম

৯. কোষঝিল্লির প্রধান কাজ কী?
ক) দৃঢ়তা প্রদান
খ) পদার্থের চলাচল নিয়ন্ত্রণ
গ) খাদ্য উৎপাদন
ঘ) রঙ প্রদান
উত্তর: খ) পদার্থের চলাচল নিয়ন্ত্রণ

১০. সাইটোপ্লাজমে কী থাকে?
ক) শুধু পানি
খ) শুধু লবণ
গ) বিভিন্ন কোষীয় অঙ্গাণু
ঘ) শুধু গ্লুকোজ
উত্তর: গ) বিভিন্ন কোষীয় অঙ্গাণু

১১. কোন অঙ্গাণুকে “কোষের পাওয়ার হাউস” বলা হয়?
ক) প্লাস্টিড
খ) গলজি বডি
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) রাইবোজোম
উত্তর: গ) মাইটোকন্ড্রিয়া

১২. উদ্ভিদ কোষের বড় ফাঁপা স্থানকে কী বলে?
ক) নিউক্লিয়াস
খ) কোষগহ্বর
গ) প্লাস্টিড
ঘ) লাইসোজোম
উত্তর: খ) কোষগহ্বর

১৩. ক্লোরোপ্লাস্ট কোন ধরনের প্লাস্টিড?
ক) বর্ণহীন
খ) সবুজ
গ) লাল
ঘ) নীল
উত্তর: খ) সবুজ

১৪. মাইটোকন্ড্রিয়ার ভিতরের ঝিল্লি কেমন?
ক) মসৃণ
খ) ভাঁজযুক্ত
গ) ছিদ্রযুক্ত
ঘ) অনুপস্থিত
উত্তর: খ) ভাঁজযুক্ত

১৫. কোনটি প্রাণী কোষে সাধারণত অনুপস্থিত?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) প্লাস্টিড
গ) রাইবোজোম
ঘ) নিউক্লিয়াস
উত্তর: খ) প্লাস্টিড

১৬. নিউক্লিয়াসকে কী বলা হয়?
ক) কোষের হৃদয়
খ) কোষের মস্তিষ্ক
গ) কোষের শক্তি ঘর
ঘ) কোষের প্রাচীর
উত্তর: খ) কোষের মস্তিষ্ক

১৭. নিউক্লিয়াসের তরল অংশকে কী বলে?
ক) নিউক্লিওপ্লাজম
খ) সাইটোপ্লাজম
গ) ক্রোমাটিন
ঘ) নিউক্লিওলাস
উত্তর: ক) নিউক্লিওপ্লাজম

১৮. নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর মতো যে অংশ দেখা যায় তাকে কী বলে?
ক) নিউক্লিওলাস
খ) ক্রোমাটিন
গ) নিউক্লিওপ্লাজম
ঘ) কোষঝিল্লি
উত্তর: ক) নিউক্লিওলাস

১৯. ক্রোমাটিন তন্ত্রের কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) বংশগতি বহন
গ) খাদ্য সঞ্চয়
ঘ) রঙ প্রদান
উত্তর: খ) বংশগতি বহন

২০. নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করা
গ) খাদ্য সঞ্চয়
ঘ) রঙ প্রদান
উত্তর: খ) নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করা

২১. একই ধরনের কোষের সমষ্টিকে কী বলে?
ক) অঙ্গ
খ) তন্ত্র
গ) কলা
ঘ) কোষগুচ্ছ
উত্তর: গ) কলা

২২. বিভিন্ন কলা মিলে কী গঠন করে?
ক) কোষ
খ) অঙ্গ
গ) অণু
ঘ) পরমাণু
উত্তর: খ) অঙ্গ

২৩. সবুজ উদ্ভিদে খাদ্য উৎপাদন করে কোন অঙ্গাণু?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) ক্লোরোপ্লাস্ট
গ) গলজি বডি
ঘ) লাইসোজোম
উত্তর: খ) ক্লোরোপ্লাস্ট

২৪. কোষ বিভাজনের মাধ্যমে কী ঘটে?
ক) জীবের মৃত্যু
খ) জীবের বৃদ্ধি
গ) খাদ্য উৎপাদন বন্ধ
ঘ) শক্তি উৎপাদন বন্ধ
উত্তর: খ) জীবের বৃদ্ধি

২৫. কোনটি কোষের শক্তি উৎপাদন করে?
ক) প্লাস্টিড
খ) মাইটোকন্ড্রিয়া
গ) গলজি বডি
ঘ) রাইবোজোম
উত্তর: খ) মাইটোকন্ড্রিয়া

২৬. নিচের কোনটি এককোষী জীব?
ক) মানুষ
খ) গাছ
গ) ব্যাকটেরিয়া
ঘ) পাখি
উত্তর: গ) ব্যাকটেরিয়া

২৭. প্রাণী কোষের আকৃতি কেমন?
ক) নির্দিষ্ট
খ) অনিয়মিত
গ) শুধু গোলাকার
ঘ) শুধু দন্ডাকার
উত্তর: খ) অনিয়মিত

২৮. নিউক্লিয়াস ছাড়া কোনটি বাঁচতে পারে?
ক) লোহিত রক্তকণিকা
খ) শ্বেত রক্তকণিকা
গ) স্নায়ুকোষ
ঘ) পেশিকোষ
উত্তর: ক) লোহিত রক্তকণিকা

২৯. কোষের প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু?
ক) রাইবোজোম
খ) লাইসোজোম
গ) গলজি বডি
ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর: ক) রাইবোজোম

৩০. কোন অঙ্গাণুকে “কোষের প্যাকেজিং কেন্দ্র” বলে?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) গলজি বডি
গ) রাইবোজোম
ঘ) লাইসোজোম
উত্তর: খ) গলজি বডি

৩১. লাইসোজোমের কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) বর্জ্য পদার্থ পরিপাক
গ) প্রোটিন সংশ্লেষ
ঘ) খাদ্য সঞ্চয়
উত্তর: খ) বর্জ্য পদার্থ পরিপাক

৩২. উদ্ভিদ কোষে পানি সঞ্চয় করে কোনটি?
ক) প্লাস্টিড
খ) কোষগহ্বর
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) নিউক্লিয়াস
উত্তর: খ) কোষগহ্বর

৩৩. কোনটি কোষের রক্ষণাবেক্ষণ করে?
ক) কোষপ্রাচীর
খ) কোষঝিল্লি
গ) নিউক্লিয়াস
ঘ) সাইটোপ্লাজম
উত্তর: ক) কোষপ্রাচীর

৩৪. কোষের আকার সাধারণত কত?
ক) ১-১০ সেমি
খ) ১-১০ মাইক্রোমিটার
গ) ১-১০ মিটার
ঘ) ১-১০ মিলিমিটার
উত্তর: খ) ১-১০ মাইক্রোমিটার

৩৫. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) নিউক্লিয়াস
খ) কোষগহ্বর
গ) প্লাস্টিড
ঘ) কোষপ্রাচীর
উত্তর: ক) নিউক্লিয়াস

৩৬. কোনটি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে?
ক) কোষপ্রাচীর
খ) প্লাস্টিড
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) বড় কোষগহ্বর
উত্তর: গ) মাইটোকন্ড্রিয়া

৩৭. নিউক্লিয়াসের সংখ্যা সাধারণত প্রতি কোষে কতটি?
ক) ১
খ) ২
গ) ৫
ঘ) অসংখ্য
উত্তর: ক) ১

৩৮. কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) নিউক্লিয়াস
গ) গলজি বডি
ঘ) লাইসোজোম
উত্তর: খ) নিউক্লিয়াস

আরও দেখুনঃ ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *