৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন

প্রতিটি উদ্ভিদকোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয়। এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। আজকের পোস্টে ৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) দেওয়া হল।

৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১: উদ্ভিদে সমন্বয় সাধনের মূল কারণ কী?

ক) ফুল ফোটানোর জন্য
খ) শিকড় বৃদ্ধির জন্য
গ) শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম বজায় রাখতে
ঘ) ফল উৎপাদনের জন্য
উত্তর: গ) শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম বজায় রাখতে

২: উদ্ভিদের সমন্বয় ঘটাতে সাহায্য করে কোন পদার্থটি?

ক) এনজাইম
খ) খনিজ
গ) ফাইটোহরমোন
ঘ) ভিটামিন
উত্তর: গ) ফাইটোহরমোন

৩: অক্সিন আবিষ্কার করেন কে?

ক) মেন্ডেল
খ) নিউটন
গ) চার্লস ডারউইন
ঘ) লুই পাস্তুর
উত্তর: গ) চার্লস ডারউইন

৪: উদ্ভিদের ফল পাকায় কোন হরমোন?

ক) জিব্বেরেলিন
খ) অক্সিন
গ) সাইটোকাইনিন
ঘ) ইথিলিন
উত্তর: ঘ) ইথিলিন

৫: গাছের পাতা, ফুল ও ফল ঝরাতে কোন হরমোন সাহায্য করে?

ক) অক্সিন
খ) ইথিলিন
গ) ফ্লোরিজেন
ঘ) সাইটোকাইনিন
উত্তর: খ) ইথিলিন

৬: পুষ্পায়নে সাহায্য করে কোন হরমোন?

ক) ফ্লোরিজেন
খ) অক্সিন
গ) অ্যাবসাইসিক এসিড
ঘ) ইথিলিন
উত্তর: ক) ফ্লোরিজেন

৭: উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্যে বাড়ায় কোনটি?

ক) ইথিলিন
খ) জিব্বেরেলিন
গ) অক্সিন
ঘ) সাইটোকাইনিন
উত্তর: খ) জিব্বেরেলিন

৮: কোন হরমোনটি বীজের সুপ্তাবস্থা কাটায়?

ক) অ্যাবসাইসিক এসিড
খ) ফ্লোরিজেন
গ) জিব্বেরেলিন
ঘ) অক্সিন
উত্তর: গ) জিব্বেরেলিন

৯: উদ্ভিদের চলনকে কী বলা হয়?

ক) অনুভূতি
খ) স্পন্দন
গ) ট্রপিক চলন
ঘ) বৈদ্যুতিক প্রবাহ
উত্তর: গ) ট্রপিক চলন

১০: উদ্ভিদে শাখা কলমে মূল উৎপাদনে কোন হরমোন সহায়ক?

ক) অক্সিন
খ) জিব্বেরেলিন
গ) ইথিলিন
ঘ) ফ্লোরিজেন
উত্তর: ক) অক্সিন

১১: স্নায়ু তন্ত্রের গাঠনিক একক কী?

ক) কোষদেহ
খ) নিউরন
গ) অ্যাক্সন
ঘ) স্নায়ু
উত্তর: খ) নিউরন

১২: স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী?

ক) রক্ত পরিসঞ্চালন
খ) পরিপাক
গ) উদ্দীপনা পরিবহন ও সমন্বয়
ঘ) নিঃসরণ
উত্তর: গ) উদ্দীপনা পরিবহন ও সমন্বয়

১৩: নিউরনের দীর্ঘ শাখাকে কী বলে?

ক) ডেনড্রন
খ) নিউক্লিয়াস
গ) অ্যাক্সন
ঘ) সেন্ট্রিওল
উত্তর: গ) অ্যাক্সন

১৪: ডেনড্রনের কাজ কী?

ক) উদ্দীপনা পরিবাহন করে বাইরে
খ) উদ্দীপনা আনে কোষদেহে
গ) বিভাজন
ঘ) স্মৃতি সংরক্ষণ
উত্তর: খ) উদ্দীপনা আনে কোষদেহে

১৫: স্ন্যাপস কী?

ক) নিউক্লিয়াস
খ) স্নায়ুকোষ
গ) সংযোগ স্থান
ঘ) মস্তিষ্ক
উত্তর: গ) সংযোগ স্থান

১৬: নিউরনে বিভাজন হয় না কেন?

ক) নিউক্লিয়াস নেই
খ) সেন্ট্রিওল নেই
গ) প্লাজমা নেই
ঘ) অ্যাক্সন নেই
উত্তর: খ) সেন্ট্রিওল নেই

১৭: অনুভূতিবাহী স্নায়ু কী করে?

ক) নির্দেশ বহন করে
খ) মস্তিষ্ককে সাড়া দেয়
গ) উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়
ঘ) মূত্র তৈরি করে
উত্তর: গ) উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়

১৮: স্নায়ুতন্ত্র কয় ভাগে বিভক্ত?

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: খ) ৩

১৯: নিচের কোনটি স্নায়ুতন্ত্রের অংশ নয়?

ক) কেন্দ্রীয়
খ) স্বয়ংক্রিয়
গ) গ্রন্থিত
ঘ) প্রান্তীয়
উত্তর: গ) গ্রন্থিত

২০: উদ্দীপনা বহনের মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি করে কে?

ক) হরমোন
খ) মস্তিষ্ক
গ) নিউরন
ঘ) শিরা
উত্তর: গ) নিউরন

২১: মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?

ক) বুকের খাঁচায়
খ) করোটির মধ্যে
গ) ত্বকের নিচে
ঘ) কিডনির পাশে
উত্তর: খ) করোটির মধ্যে

২২: মস্তিষ্ক আবৃত থাকে কোন পর্দা দ্বারা?

ক) প্লুরা
খ) মেনিনজেস
গ) পেরিকার্ডিয়াম
ঘ) মায়োকার্ডিয়াম
উত্তর: খ) মেনিনজেস

২৩: গুরুমস্তিষ্ককে ইংরেজিতে কী বলা হয়?

ক) সেরিবেলাম
খ) পনস
গ) সেরিব্রাম
ঘ) থ্যালামাস
উত্তর: গ) সেরিব্রাম

২৪: ধূসর পদার্থ কোথায় অবস্থিত?

ক) কেবলমাত্র হৃদপিণ্ডে
খ) সেরিব্রামের বাইরের স্তরে
গ) বৃক্কের মধ্যে
ঘ) ত্বকে
উত্তর: খ) সেরিব্রামের বাইরের স্তরে

২৫: চিন্তা, স্মৃতি ও পেশি চালনা কোন অংশের কাজ?

ক) মধ্যমস্তিষ্ক
খ) পনস
গ) গুরুমস্তিষ্ক
ঘ) সুষুম্নাশীর্ষক
উত্তর: গ) গুরুমস্তিষ্ক

২৬: তাপ সংরক্ষণ ও ঘুমের কাজ কোন অংশ করে?

ক) হাইপোথ্যালামাস
খ) সেরিবেলাম
গ) সেরিব্রাম
ঘ) পনস
উত্তর: ক) হাইপোথ্যালামাস

২৭: মধ্যমস্তিষ্ক কোথায় অবস্থিত?

ক) সেরিব্রামের নিচে
খ) পনস ও গুরুমস্তিষ্কের মাঝে
গ) সুষুম্নাশীর্ষকের নিচে
ঘ) মেরুরজ্জুর পাশে
উত্তর: খ) পনস ও গুরুমস্তিষ্কের মাঝে

২৮: দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সাথে সম্পর্কিত অংশ কোনটি?

ক) সেরিবেলাম
খ) মধ্যমস্তিষ্ক
গ) থ্যালামাস
ঘ) হাইপোথ্যালামাস
উত্তর: খ) মধ্যমস্তিষ্ক

২৯: শরীরের ভারসাম্য রক্ষা করে কে?

ক) সেরিব্রাম
খ) সেরিবেলাম
গ) পনস
ঘ) থ্যালামাস
উত্তর: খ) সেরিবেলাম

৩০: মস্তিষ্কের যোজক বলা হয় কাকে?

ক) সেরিবেলাম
খ) থ্যালামাস
গ) পনস
ঘ) সুষুম্নাশীর্ষক
উত্তর: গ) পনস

৩১: মস্তিষ্কের বোঁটা বলা হয় কাকে?

ক) সেরিবেলাম
খ) পনস
গ) হাইপোথ্যালামাস
ঘ) সুষুম্নাশীর্ষক
উত্তর: ঘ) সুষুম্নাশীর্ষক

৩২: শ্বাসক্রিয়া ও হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) সেরিবেলাম
খ) সুষুম্নাশীর্ষক
গ) সেরিব্রাম
ঘ) পনস
উত্তর: খ) সুষুম্নাশীর্ষক

৩৩: মেরুরজ্জুর ভিতরে কোন পদার্থ থাকে?

ক) ধূসর পদার্থ
খ) সাদা রক্তকণিকা
গ) গ্রন্থি
ঘ) নিউক্লিয়াস
উত্তর: ক) ধূসর পদার্থ

৩৪: প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র কোনটি?

ক) মস্তিষ্ক
খ) সেরিব্রাম
গ) মেরুরজ্জু
ঘ) হরমোন
উত্তর: গ) মেরুরজ্জু

৩৫: প্রতিবর্ত ক্রিয়া কেমন হয়?

ক) ধীরে ঘটে
খ) মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত
গ) অজ্ঞানভাবে ঘটে
ঘ) ইচ্ছাকৃত
উত্তর: গ) অজ্ঞানভাবে ঘটে

৩৬: নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ?

ক) হাঁটা
খ) কথা বলা
গ) আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া
ঘ) খেলাধুলা
উত্তর: গ) আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া

৩৭: স্নায়ুতাড়না কী?

ক) রক্ত চলাচল
খ) স্নায়ুর ভেতর দিয়ে চলমান সংকেত
গ) হরমোন নিঃসরণ
ঘ) রেচন প্রক্রিয়া
উত্তর: খ) স্নায়ুর ভেতর দিয়ে চলমান সংকেত

৩৮: রেচন বলতে কী বোঝায়?

ক) খাদ্য হজম
খ) রক্ত প্রবাহ
গ) বর্জ্য অপসারণ
ঘ) নিউরনের বৃদ্ধি
উত্তর: গ) বর্জ্য অপসারণ

৩৯: নিচের কোনটি প্রধান রেচন অঙ্গ নয়?

ক) চর্ম
খ) ফুসফুস
গ) পাকস্থলী
ঘ) বৃক্ক
উত্তর: গ) পাকস্থলী

৪০: ঘামের মাধ্যমে কী অপসারিত হয়?

ক) নাইট্রোজেন
খ) ইউরিয়া
গ) কার্বন ডাইঅক্সাইড ও লবণ
ঘ) অ্যামাইনো অ্যাসিড
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড ও লবণ

৪১: বৃক্কে তৈরি বর্জ্য কী নামে দেহ থেকে বের হয়?

ক) রক্ত
খ) ঘাম
গ) মল
ঘ) মূত্র
উত্তর: ঘ) মূত্র

৪২: মূত্র তৈরি করে কে?

ক) যকৃৎ
খ) হৃদপিণ্ড
গ) বৃক্ক
ঘ) অগ্ন্যাশয়
উত্তর: গ) বৃক্ক

৪৩: ইউরিয়া ও ইউরিক এসিড তৈরি হয় কোথায়?

ক) পাকস্থলী
খ) যকৃৎ
গ) কিডনি
ঘ) ফুসফুস
উত্তর: খ) যকৃৎ

৪৪: বৃক্ক থেকে মূত্র কোথায় জমা হয়?

ক) কিডনি
খ) ইউরেথ্রা
গ) ইউরেটার
ঘ) মূত্রথলি
উত্তর: ঘ) মূত্রথলি

৪৫: ইউরেটারের কাজ কী?

ক) রক্ত প্রবাহ ঘটানো
খ) লাল কণিকা বহন
গ) মূত্র পরিবহন
ঘ) অক্সিজেন পরিবহন
উত্তর: গ) মূত্র পরিবহন

৪৬: মূত্রথলির দ্বারে থাকা পেশিকে কী বলা হয়?

ক) স্নায়ু
খ) অ্যাক্সন
গ) ইউরেথ্রা
ঘ) মূত্রপথ
উত্তর: ঘ) মূত্রপথ

৪৭: শতকরা কত ভাগ নাইট্রোজেন বর্জ্য মূত্রের মাধ্যমে বের হয়?

ক) ৬০%
খ) ৮০%
গ) ৪০%
ঘ) ৯০%
উত্তর: খ) ৮০%

৪৮: অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য কেমন?

ক) উপকারী
খ) কোনো ক্ষতি নেই
গ) বিষাক্ত
ঘ) ঠান্ডাজনিত
উত্তর: গ) বিষাক্ত

৪৯: নিঃশ্বাসের বায়ুতে কত ভাগ CO₂ থাকে?

ক) ২%
খ) ৩%
গ) ৪%
ঘ) ৫%
উত্তর: গ) ৪%

৫০: ঘর্মগ্রন্থি কোথায় পাওয়া যায়?

ক) ফুসফুসে
খ) বৃক্কে
গ) ত্বকে
ঘ) যকৃতে
উত্তর: গ) ত্বকে

Leave a Comment