প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার ও উচ্চশ্রেণির উদ্ভিদ ও প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালিতে প্রচুর মিল-অমিল রয়েছে । আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী | উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন প্রশ্ন দেওয়া হল।
৭ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় MCQ
১. উদ্ভিদকোষের বাইরের দিকে কোনটি থাকে?
ক) প্লাজমা পর্দা
খ) কোষপ্রাচীর
গ) নিউক্লিয়াস
ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: খ) কোষপ্রাচীর
২. কোষপ্রাচীর প্রধানত কোন পদার্থ দিয়ে গঠিত?
ক) প্রোটিন
খ) সেলুলোজ
গ) লিপিড
ঘ) শর্করা
উত্তর: খ) সেলুলোজ
৩. প্রাণিকোষে সাধারণত কোনটি অনুপস্থিত?
ক) নিউক্লিয়াস
খ) কোষপ্রাচীর
গ) সাইটোপ্লাজম
ঘ) রাইবোজোম
উত্তর: খ) কোষপ্রাচীর
৪. প্রোটোপ্লাজমের প্রধান উপাদান কী?
ক) লোহা
খ) পানি (৬৭–৯০%)
গ) চিনি
ঘ) সোডিয়াম
উত্তর: খ) পানি (৬৭–৯০%)
৫. প্লাজমা মেমব্রেনের প্রধান কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ
গ) খাদ্য সংরক্ষণ
ঘ) বংশগতি নিয়ন্ত্রণ
উত্তর: খ) পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ
৬. সাইটোপ্লাজমের অঙ্গাণু নয় কোনটি?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) গলজি বডি
গ) হৃৎপিণ্ড
ঘ) রাইবোজোম
উত্তর: গ) হৃৎপিণ্ড
৭. নিউক্লিয়াস কোথায় অবস্থিত?
ক) কোষপ্রাচীরের বাইরে
খ) সাইটোপ্লাজমের ভেতরে
গ) গলজি বডিতে
ঘ) রাইবোজোমে
উত্তর: খ) সাইটোপ্লাজমের ভেতরে
৮. কোন অঙ্গাণু শক্তি উৎপাদনে সাহায্য করে?
ক) লাইসোজোম
খ) মাইটোকন্ড্রিয়া
গ) রাইবোজোম
ঘ) কোষগহ্বর
উত্তর: খ) মাইটোকন্ড্রিয়া
৯. গলজি বডির প্রধান কাজ কী?
ক) প্রোটিন সংশ্লেষণ
খ) বর্জ্য পদার্থ নিষ্কাশন
গ) শক্তি উৎপাদন
ঘ) খাদ্য সংরক্ষণ
উত্তর: খ) বর্জ্য পদার্থ নিষ্কাশন
১০. কোনটি উদ্ভিদকোষে থাকে কিন্তু প্রাণিকোষে সাধারণত অনুপস্থিত?
ক) প্লাস্টিড
খ) রাইবোজোম
গ) লাইসোজোম
ঘ) সেন্ট্রিওল
উত্তর: ক) প্লাস্টিড
১১. প্লাস্টিড প্রধানত কোথায় পাওয়া যায়?
ক) প্রাণিকোষে
খ) উদ্ভিদকোষে
গ) ব্যাকটেরিয়ায়
ঘ) ভাইরাসে
উত্তর: খ) উদ্ভিদকোষে
১২. ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থ থাকে?
ক) ক্যারোটিন
খ) ক্লোরোফিল
গ) লাইকোপেন
ঘ) হিমোগ্লোবিন
উত্তর: খ) ক্লোরোফিল
১৩. টমেটোর লাল রং কোন প্লাস্টিডের কারণে হয়?
ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ) মাইটোকন্ড্রিয়া
উত্তর: খ) ক্রোমোপ্লাস্ট
১৪. লিউকোপ্লাস্ট সাধারণত কোথায় পাওয়া যায়?
ক) পাতায়
খ) ফুলে
গ) আলোবিহীন মূলের কোষে
ঘ) ফলমূলে
উত্তর: গ) আলোবিহীন মূলের কোষে
১৫. মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়?
ক) কোষের মস্তিষ্ক
খ) কোষের পাওয়ার হাউস
গ) কোষের প্রাচীর
ঘ) কোষের গুদাম
উত্তর: খ) কোষের পাওয়ার হাউস
১৬. মাইটোকন্ড্রিয়ার ভিতরের ভাঁজকে কী বলে?
ক) গ্রানা
খ) ক্রিস্টি
গ) স্ট্রোমা
ঘ) ল্যামেলা
উত্তর: খ) ক্রিস্টি
১৭. গলজি বডির প্রধান কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) প্রোটিন সংশ্লেষণ
গ) উৎসেচক ও হরমোন ক্ষরণ
ঘ) খাদ্য সঞ্চয়
উত্তর: গ) উৎসেচক ও হরমোন ক্ষরণ
১৮. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার?
ক) ১ প্রকার
খ) ২ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ৪ প্রকার
উত্তর: খ) ২ প্রকার
১৯. রাইবোজোমের প্রধান কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) প্রোটিন সংশ্লেষণ
গ) লিপিড সংশ্লেষণ
ঘ) বর্জ্য নিষ্কাশন
উত্তর: খ) প্রোটিন সংশ্লেষণ
২০. লাইসোজোম কী ধারণ করে?
ক) ক্লোরোফিল
খ) হাইড্রোলাইটিক এনজাইম
গ) ডিএনএ
ঘ) গ্লুকোজ
উত্তর: খ) হাইড্রোলাইটিক এনজাইম
২১. সেন্ট্রিওল সাধারণত কোথায় পাওয়া যায়?
ক) উদ্ভিদকোষে
খ) প্রাণিকোষে
গ) ব্যাকটেরিয়ায়
ঘ) ছত্রাকে
উত্তর: খ) প্রাণিকোষে
২২. সেন্ট্রিওলের প্রধান কাজ কী?
ক) সালোকসংশ্লেষণ
খ) অ্যাস্টার গঠন
গ) প্রোটিন সংশ্লেষণ
ঘ) শক্তি উৎপাদন
উত্তর: খ) অ্যাস্টার গঠন
২৩. কোষগহ্বর কোথায় বেশি দেখা যায়?
ক) প্রাণিকোষে
খ) উদ্ভিদকোষে
গ) ব্যাকটেরিয়ায়
ঘ) ভাইরাসে
উত্তর: খ) উদ্ভিদকোষে
২৪. নিউক্লিয়াসের বাইরের আবরণকে কী বলে?
ক) সাইটোপ্লাজম
খ) নিউক্লিয়ার মেমব্রেন
গ) প্লাজমা পর্দা
ঘ) কোষপ্রাচীর
উত্তর: খ) নিউক্লিয়ার মেমব্রেন
২৫. নিউক্লিওলাসের প্রধান কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) রাইবোজোম সংশ্লেষণ
গ) প্রোটিন সংশ্লেষণ
ঘ) খাদ্য সঞ্চয়
উত্তর: খ) রাইবোজোম সংশ্লেষণ
২৬. ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের সময় কীতে পরিণত হয়?
ক) নিউক্লিওলাস
খ) ক্রোমোজোম
গ) রাইবোজোম
ঘ) লাইসোজোম
উত্তর: খ) ক্রোমোজোম
২৭. নিউক্লিয়ার রন্ধ্রের কাজ কী?
ক) শক্তি উৎপাদন
খ) সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে যোগাযোগ
গ) প্রোটিন সংশ্লেষণ
ঘ) খাদ্য সঞ্চয়
উত্তর: খ) সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে যোগাযোগ
২৮. নিউক্লিওপ্লাজম কী ধরনের পদার্থ?
ক) কঠিন
খ) অর্ধতরল
গ) গ্যাসীয়
ঘ) স্ফটিক
উত্তর: খ) অর্ধতরল
২৯. কোনটি উদ্ভিদকোষে সাধারণত অনুপস্থিত?
ক) প্লাস্টিড
খ) কোষপ্রাচীর
গ) সেন্ট্রিওল
ঘ) কোষগহ্বর
উত্তর: গ) সেন্ট্রিওল
৩০. ক্রোমোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থ থাকে?
ক) ক্লোরোফিল
খ) ক্যারোটিনয়েড
গ) হিমোগ্লোবিন
ঘ) মেলানিন
উত্তর: খ) ক্যারোটিনয়েড
৩১. ভাজক টিস্যু প্রধানত কোথায় অবস্থিত?
ক) পাতায়
খ) মূল ও কান্ডের অগ্রভাগে
গ) ফুলে
ঘ) ফলে
উত্তর: খ) মূল ও কান্ডের অগ্রভাগে
৩২. স্থায়ী টিস্যুর উদাহরণ কোনটি?
ক) প্যারেনকাইমা
খ) ভাজক টিস্যু
গ) নিউরন
ঘ) রক্ত
উত্তর: ক) প্যারেনকাইমা
৩৩. স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ কী?
ক) খাদ্য প্রস্তুত
খ) দৃঢ়তা প্রদান
গ) পানি পরিবহন
ঘ) উদ্দীপনা সঞ্চারণ
উত্তর: খ) দৃঢ়তা প্রদান
৩৪. জাইলেম ও ফ্লোয়েম কী ধরনের টিস্যু?
ক) সরল টিস্যু
খ) জটিল টিস্যু
গ) ভাজক টিস্যু
ঘ) ক্ষরণকারী টিস্যু
উত্তর: খ) জটিল টিস্যু
৩৫. সালোকসংশ্লেষণ করে কোন টিস্যু?
ক) কোলেনকাইমা
খ) প্যারেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা
ঘ) জাইলেম
উত্তর: খ) প্যারেনকাইমা
৩৬. প্রাণীদেহে কত প্রকার টিস্যু থাকে?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: গ) ৪ প্রকার
৩৭. ত্বকের বাইরের আবরণ কোন টিস্যু দিয়ে গঠিত?
ক) পেশি টিস্যু
খ) আবরণী টিস্যু
গ) যোজক টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
উত্তর: খ) আবরণী টিস্যু
৩৮. ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য কী?
ক) ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যায়
খ) নিজে নিজে সংকুচিত হয়
গ) শুধু হৃদপিণ্ডে থাকে
ঘ) রক্ত পরিবহন করে
উত্তর: ক) ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যায়
৩৯. হৃদপেশি কোথায় থাকে?
ক) পাকস্থলিতে
খ) হৃদপিণ্ডে
গ) হাতে
ঘ) পায়ে
উত্তর: খ) হৃদপিণ্ডে
৪০. রক্ত কী ধরনের টিস্যু?
ক) আবরণী টিস্যু
খ) তরল যোজক টিস্যু
গ) পেশি টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
উত্তর: খ) তরল যোজক টিস্যু
৪১. হাড়ের গঠনে প্রধান উপাদান কী?
ক) আয়রন
খ) ক্যালসিয়াম
গ) সোডিয়াম
ঘ) পটাসিয়াম
উত্তর: খ) ক্যালসিয়াম
৪২. স্নায়ুকোষের একক কী?
ক) নিউরন
খ) অ্যাক্সন
গ) ডেনড্রাইট
ঘ) সাইনাপস
উত্তর: ক) নিউরন
৪৩. মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত বহন করে কোনটি?
ক) ডেনড্রাইট
খ) অ্যাক্সন
গ) কোষদেহ
ঘ) নিউক্লিয়াস
উত্তর: খ) অ্যাক্সন
৪৪. তরুণাস্থির উদাহরণ কোনটি?
ক) হৃদপিণ্ড
খ) নাক ও কান
গ) মস্তিষ্ক
ঘ) ফুসফুস
উত্তর: খ) নাক ও কান
৪৫. মেদ টিস্যুর প্রধান কাজ কী?
ক) রক্ত সঞ্চালন
খ) স্নেহ পদার্থ সঞ্চয়
গ) উদ্দীপনা সঞ্চারণ
ঘ) অঙ্গ সঞ্চালন
উত্তর: খ) স্নেহ পদার্থ সঞ্চয়
৪৬. প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কী?
ক) দৃঢ়তা প্রদান
খ) খাদ্য প্রস্তুত ও সঞ্চয়
গ) পানি পরিবহন
ঘ) উদ্দীপনা সঞ্চারণ
উত্তর: খ) খাদ্য প্রস্তুত ও সঞ্চয়
৪৭. কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কী?
ক) মৃত কোষ
খ) পুরু কোষপ্রাচীর
গ) ক্লোরোফিল নেই
ঘ) শাখান্বিত
উত্তর: খ) পুরু কোষপ্রাচীর
৪৮. জাইলেমের প্রধান কাজ কী?
ক) খাদ্য পরিবহন
খ) পানি ও খনিজ পরিবহন
গ) হরমোন নিঃসরণ
ঘ) শ্বসন
উত্তর: খ) পানি ও খনিজ পরিবহন
৪৯. ফ্লোয়েমের প্রধান কাজ কী?
ক) পানি পরিবহন
খ) খাদ্য পরিবহন
গ) শক্তি উৎপাদন
ঘ) দৃঢ়তা প্রদান
উত্তর: খ) খাদ্য পরিবহন
৫০. গ্রন্থি টিস্যু কোন ধরনের টিস্যুর অন্তর্গত?
ক) আবরণী টিস্যু
খ) পেশি টিস্যু
গ) যোজক টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু
উত্তর: ক) আবরণী টিস্যু
৫১. অনৈচ্ছিক পেশির উদাহরণ কোনটি?
ক) বাহুর পেশি
খ) পাকস্থলির পেশি
গ) হৃদপেশি
ঘ) পায়ের পেশি
উত্তর: খ) পাকস্থলির পেশি
৫২. টেন্ডন কী?
ক) পেশিকে হাড়ের সাথে যুক্ত করে
খ) রক্ত সঞ্চালন করে
গ) স্নেহ পদার্থ সঞ্চয় করে
ঘ) উদ্দীপনা সঞ্চারণ করে
উত্তর: ক) পেশিকে হাড়ের সাথে যুক্ত করে
৫৩. নিউরনের কোন অংশ সংকেত গ্রহণ করে?
ক) অ্যাক্সন
খ) ডেনড্রাইট
গ) কোষদেহ
ঘ) সাইনাপস
উত্তর: খ) ডেনড্রাইট
৫৪. স্নায়ু টিস্যুর প্রধান কাজ কী?
ক) দেহ গঠন
খ) সংকেত সঞ্চারণ
গ) রক্ষণাবেক্ষণ
ঘ) পুষ্টি সরবরাহ
উত্তর: খ) সংকেত সঞ্চারণ
৫৫. রক্তের প্রধান কাজ কী?
ক) দেহ গঠন
খ) পুষ্টি ও অক্সিজেন পরিবহন
গ) দৃঢ়তা প্রদান
ঘ) স্নেহ পদার্থ সঞ্চয়
উত্তর: খ) পুষ্টি ও অক্সিজেন পরিবহন
৫৬. হৃদপেশির বৈশিষ্ট্য কী?
ক) ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা যায়
খ) নিজ ছন্দে সংকুচিত হয়
গ) শুধু হাত-পায়ে থাকে
ঘ) রক্ত সঞ্চালন করে না
উত্তর: খ) নিজ ছন্দে সংকুচিত হয়
৫৭. কোনটি যোজক টিস্যুর উদাহরণ নয়?
ক) হাড়
খ) রক্ত
গ) তরুণাস্থি
ঘ) পেশি
উত্তর: ঘ) পেশি
৫৮. মস্তিষ্কের প্রধান টিস্যু কী?
ক) পেশি টিস্যু
খ) আবরণী টিস্যু
গ) স্নায়ু টিস্যু
ঘ) যোজক টিস্যু
উত্তর: গ) স্নায়ু টিস্যু
৫৯. পেশি টিস্যুর প্রধান কাজ কী?
ক) দেহ গঠন
খ) অঙ্গ সঞ্চালন
গ) সংকেত সঞ্চারণ
ঘ) পুষ্টি সরবরাহ
উত্তর: খ) অঙ্গ সঞ্চালন
৬০. কোন টিস্যু রোগজীবাণু প্রতিরোধ করে?
ক) রক্ত
খ) হাড়
গ) তরুণাস্থি
ঘ) মেদ
উত্তর: ক) রক্ত