ঔপনিবেশিক যুগে বাংলায় যে স্থাপত্য ও অবকাঠামোগত পরিবর্তন ঘটেছিল, তা আজও প্রত্নসম্পদ হিসেবে টিকে আছে। নিচে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি) দিলাম।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ
১। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্য রীতিতে তৈরি?
ক) মোগল ও ইউরোপীয় রীতি
খ) গ্রিক রীতি
গ) রোমান রীতি
ঘ) পারস্য রীতি
উত্তর: ক) মোগল ও ইউরোপীয় রীতি
২। ঢাকার উনিশ শতকের উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে কোনটি নেই?
ক) লালবাগ মসজিদ
খ) লক্ষ্মীবাজার শাহী মসজিদ
গ) সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ
ঘ) আহসান মঞ্জিল
উত্তর: ঘ) আহসান মঞ্জিল
৩। নারিন্দার চিনি টিকরি মসজিদ কীসের জন্য বিখ্যাত?
ক) স্থাপত্যশিল্প
খ) ধর্মীয় অনুষ্ঠান
গ) ঐতিহাসিক ঘটনা
ঘ) রাজনৈতিক সভা
উত্তর: ক) স্থাপত্যশিল্প
৪। হোসেনি দালান কোন সম্প্রদায়ের ধর্মীয় স্থান?
ক) হিন্দু
খ) শিয়া মুসলিম
গ) খ্রিস্টান
ঘ) বৌদ্ধ
উত্তর: খ) শিয়া মুসলিম
৫। ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির কোন যুগে তৈরি?
ক) মোগল যুগ
খ) ঔপনিবেশিক যুগ
গ) প্রাক-ঔপনিবেশিক যুগ
ঘ) ব্রিটিশ যুগ
উত্তর: গ) প্রাক-ঔপনিবেশিক যুগ
৬। ঢাকার সবচেয়ে পুরানো গির্জা কোনটি?
ক) সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা
খ) হলিক্রস গির্জা
গ) আর্মেনিয়ান গির্জা
ঘ) গ্রিক গির্জা
উত্তর: গ) আর্মেনিয়ান গির্জা
৭। আর্মেনিয়ান গির্জা কত সালে তৈরি হয়?
ক) ১৭৮১
খ) ১৮০১
গ) ১৮৫৭
ঘ) ১৯০৫
উত্তর: ক) ১৭৮১
৮। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী ছিল?
ক) আন্টাঘর ময়দান
খ) ভিক্টোরিয়া পার্ক
গ) রমনা পার্ক
ঘ) সদরঘাট পার্ক
উত্তর: ক) আন্টাঘর ময়দান
৯। আন্টাঘর ময়দানের সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত?
ক) সিপাহি বিদ্রোহ
খ) স্বদেশী আন্দোলন
গ) বঙ্গভঙ্গ
ঘ) ভারত ছাড় আন্দোলন
উত্তর: ক) সিপাহি বিদ্রোহ
১০। বাহাদুর শাহ পার্কের নামকরণ করা হয় কিসের স্মরণে?
ক) ভারতের শেষ মোগল সম্রাট
খ) ব্রিটিশ রানি ভিক্টোরিয়া
গ) সিপাহি বিদ্রোহের শহিদ
ঘ) ঢাকার নওয়াব
উত্তর: ক) ভারতের শেষ মোগল সম্রাট
১১। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?
ক) বুড়িগঙ্গা নদীর তীরে
খ) রমনা পার্কে
গ) সদরঘাটে
ঘ) নারিন্দায়
উত্তর: ক) বুড়িগঙ্গা নদীর তীরে
১২। কার্জন হল বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ের অংশ?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ঘ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উত্তর: ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩। পুরানো হাইকোর্ট ভবন কোন যুগে তৈরি?
ক) মোগল যুগ
খ) ব্রিটিশ যুগ
গ) পাকিস্তান যুগ
ঘ) বাংলাদেশ যুগ
উত্তর: খ) ব্রিটিশ যুগ
১৪। গ্রিক সমাধিসৌধ কোন স্থাপত্য রীতি অনুসরণ করে তৈরি?
ক) ডরিক রীতি
খ) আইনিক রীতি
গ) করিন্থিয়ান রীতি
ঘ) রোমান রীতি
উত্তর: ক) ডরিক রীতি
১৫। গ্রিক সমাধিসৌধ কত সালে নির্মিত হয়?
ক) ১৯১৫
খ) ১৯২৫
গ) ১৯৩৫
ঘ) ১৯৪৫
উত্তর: ক) ১৯১৫
১৬। ঢাকার নওয়াব আবদুল গণি কোন পার্ক তৈরি করেন?
ক) বাহাদুর শাহ পার্ক
খ) রমনা পার্ক
গ) সদরঘাট পার্ক
ঘ) ভিক্টোরিয়া পার্ক
উত্তর: ঘ) ভিক্টোরিয়া পার্ক
১৭। ঢাকার রূপলাল হাউস কারা তৈরি করেন?
ক) জমিদার ও বণিক
খ) ব্রিটিশ শাসক
গ) মোগল সম্রাট
ঘ) ঢাকার নওয়াব
উত্তর: ক) জমিদার ও বণিক
১৮। ঢাকার রোজ গার্ডেন কী ধরনের স্থাপত্যকর্ম?
ক) প্রাসাদ
খ) গির্জা
গ) মন্দির
ঘ) পার্ক
উত্তর: ক) প্রাসাদ
১৯। ঢাকার সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা কোন শতকে নির্মিত হয়?
ক) আঠারো শতক
খ) উনিশ শতক
গ) বিশ শতক
ঘ) সতেরো শতক
উত্তর: খ) উনিশ শতক
২০। ঢাকার স্থাপত্যকর্মে কোন স্থাপত্য রীতি প্রভাবশালী?
ক) মোগল ও ইউরোপীয় রীতি
খ) গ্রিক ও রোমান রীতি
গ) পারস্য ও ভারতীয় রীতি
ঘ) চীনা ও জাপানি রীতি
উত্তর: ক) মোগল ও ইউরোপীয় রীতি
২১। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক) ঢাকা
খ) সোনারগাঁও
গ) মুর্শিদাবাদ
ঘ) কলকাতা
উত্তর: খ) সোনারগাঁও
২২। পানাম নগরে কতটি ইমারত টিকে আছে?
ক) ৫২টি
খ) ৩১টি
গ) ২১টি
ঘ) ৭০টি
উত্তর: ক) ৫২টি
২৩। পানাম নগরের ইমারতগুলোর নির্মাণে কোন স্থাপত্যরীতি অনুসরণ করা হয়?
ক) ইউরোপীয় ও মোগল রীতি
খ) গ্রিক রীতি
গ) পারস্য রীতি
ঘ) রোমান রীতি
উত্তর: ক) ইউরোপীয় ও মোগল রীতি
২৪। সরদারবাড়ি বা বড়ো সরদারবাড়ি কত সালে নির্মিত হয়?
ক) ১৯০১
খ) ১৮০১
গ) ১৯৫১
ঘ) ২০০১
উত্তর: ক) ১৯০১
২৫। সরদারবাড়িতে এখন কী স্থাপিত হয়েছে?
ক) লোকশিল্প জাদুঘর
খ) জাতীয় জাদুঘর
গ) শিল্পকলা একাডেমি
ঘ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
উত্তর: ক) লোকশিল্প জাদুঘর
২৬। সরদারবাড়িতে কতটি কক্ষ রয়েছে?
ক) ৫২টি
খ) ৩১টি
গ) ৭০টি
ঘ) ২১টি
উত্তর: গ) ৭০টি
২৭। পানাম নগরের ইমারতগুলোর চারপাশে কী খনন করা হয়েছিল?
ক) পরিখা
খ) বাগান
গ) পুকুর
ঘ) সেতু
উত্তর: ক) পরিখা
২৮। ময়মনসিংহের শশীলজ কারা তৈরি করেছিলেন?
ক) মুক্তাগাছার জমিদার
খ) বালিয়াটির জমিদার
গ) তাজহাটের জমিদার
ঘ) দিঘাপতিয়ার জমিদার
উত্তর: ক) মুক্তাগাছার জমিদার
২৯। বালিয়াটির জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক) মানিকগঞ্জ
খ) ময়মনসিংহ
গ) রংপুর
ঘ) নাটোর
উত্তর: ক) মানিকগঞ্জ
৩০। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক) রংপুর
খ) নাটোর
গ) ময়মনসিংহ
ঘ) ফেনী
উত্তর: ক) রংপুর
৩১। উত্তরা গণভবন কোন জমিদারবাড়ি?
ক) দিঘাপতিয়ার জমিদারবাড়ি
খ) তাজহাট জমিদারবাড়ি
গ) বালিয়াটির জমিদারবাড়ি
ঘ) শশীলজ
উত্তর: ক) দিঘাপতিয়ার জমিদারবাড়ি
৩২। ফেনী জেলার ছাগলনাইয়ায় কী অবস্থিত?
ক) শমসের গাজী সুড়ঙ্গ
খ) তাজহাট জমিদারবাড়ি
গ) বালিয়াটির জমিদারবাড়ি
ঘ) শশীলজ
উত্তর: ক) শমসের গাজী সুড়ঙ্গ
৩৩। পানাম নগরের ইমারতগুলোর নির্মাণকলায় কোন স্থাপত্যরীতির প্রভাব রয়েছে?
ক) মোগল স্থাপত্য
খ) গ্রিক স্থাপত্য
গ) পারস্য স্থাপত্য
ঘ) রোমান স্থাপত্য
উত্তর: ক) মোগল স্থাপত্য
৩৪। পানাম নগরের ইমারতগুলোর সাজসজ্জায় কী ব্যবহার করা হয়েছিল?
ক) রঙিন মোজাইক
খ) মার্বেল পাথর
গ) কাঠের কারুকাজ
ঘ) ধাতব অলংকরণ
উত্তর: ক) রঙিন মোজাইক
৩৫। সরদারবাড়িতে কতটি প্রাসাদ রয়েছে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: খ) ২টি
৩৬। পানাম নগরের ইমারতগুলোর মধ্যে উত্তর পাশে কতটি ইমারত রয়েছে?
ক) ৩১টি
খ) ২১টি
গ) ৫২টি
ঘ) ৭০টি
উত্তর: ক) ৩১টি
৩৭। পানাম নগরের ইমারতগুলোর মধ্যে দক্ষিণ পাশে কতটি ইমারত রয়েছে?
ক) ৩১টি
খ) ২১টি
গ) ৫২টি
ঘ) ৭০টি
উত্তর: খ) ২১টি
৩৮। সরদারবাড়িতে প্রাসাদ দুটি কী দিয়ে যুক্ত হয়েছে?
ক) করিডর বা বারান্দা
খ) সেতু
গ) সুড়ঙ্গ
ঘ) বাগান
উত্তর: ক) করিডর বা বারান্দা
৩৯। পানাম নগরের ইমারতগুলোর নির্মাণকাল কোন শতক?
ক) আঠারো শতক
খ) উনিশ শতক
গ) বিশ শতক
ঘ) সতেরো শতক
উত্তর: খ) উনিশ শতক
৪০। শশীলজ কোন জেলায় অবস্থিত?
ক) ময়মনসিংহ
খ) মানিকগঞ্জ
গ) রংপুর
ঘ) নাটোর
উত্তর: ক) ময়মনসিংহ
৪১। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রাজশাহী
ঘ) খুলনা
উত্তর: ক) ঢাকা
৪২। দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্যগুলো কী ধরনের শিল্পদ্রব্য?
ক) হাতির দাঁতের কারুকাজ
খ) পাথরের মূর্তি
গ) কাঠের কারুকাজ
ঘ) ধাতব অলংকরণ
উত্তর: ক) হাতির দাঁতের কারুকাজ
৪৩। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহে কী ছিল?
ক) পোশাক ও হাতির দাঁতের কারুকাজ
খ) পাথরের মূর্তি
গ) কাঠের আসবাবপত্র
ঘ) ধাতব মুদ্রা
উত্তর: ক) পোশাক ও হাতির দাঁতের কারুকাজ
৪৪। নাটোরের দিঘাপতিয়ার জমিদারদের ব্যবহার করা দ্রব্যের মধ্যে কী অন্তর্ভুক্ত?
ক) সিংহাসন ও ঢাল-তলোয়ার
খ) পাথরের মূর্তি
গ) কাঠের আসবাবপত্র
ঘ) ধাতব মুদ্রা
উত্তর: ক) সিংহাসন ও ঢাল-তলোয়ার
৪৫। আহসান মঞ্জিল জাদুঘরে কী প্রদর্শিত হয়?
ক) ঢাকার নওয়াবদের পোশাক ও জিনিসপত্র
খ) পাথরের মূর্তি
গ) কাঠের আসবাবপত্র
ঘ) ধাতব মুদ্রা
উত্তর: ক) ঢাকার নওয়াবদের পোশাক ও জিনিসপত্র
৪৬। ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৬৯
খ) ১৯৭১
গ) ১৯৮০
ঘ) ১৯৯০
উত্তর: ক) ১৯৬৯
৪৭। মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদ কোথায় সংরক্ষিত আছে?
ক) ময়মনসিংহ জাদুঘর
খ) ঢাকা জাদুঘর
গ) রংপুর জাদুঘর
ঘ) কুষ্টিয়া জাদুঘর
উত্তর: ক) ময়মনসিংহ জাদুঘর
৪৮। তাজহাট জমিদারদের প্রাসাদ বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হয়?
ক) জাদুঘর
খ) হোটেল
গ) স্কুল
ঘ) অফিস
উত্তর: ক) জাদুঘর
৪৯। ময়মনসিংহ জাদুঘরে কী প্রদর্শিত হয়?
ক) জমিদারদের ব্যবহার করা জিনিসপত্র
খ) পাথরের মূর্তি
গ) কাঠের আসবাবপত্র
ঘ) ধাতব মুদ্রা
উত্তর: ক) জমিদারদের ব্যবহার করা জিনিসপত্র
৫০। মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদের মধ্যে কী অন্তর্ভুক্ত?
ক) পাথরের ফুলদানি ও কম্পাস
খ) পাথরের মূর্তি
গ) কাঠের আসবাবপত্র
ঘ) ধাতব মুদ্রা
উত্তর: ক) পাথরের ফুলদানি ও কম্পাস
৫১। তাজহাট জাদুঘরে কী ভাষায় লেখা পাণ্ডুলিপি রয়েছে?
ক) সংস্কৃত ও আরবি
খ) বাংলা ও ইংরেজি
গ) হিন্দি ও উর্দু
ঘ) ফারসি ও পালি
উত্তর: ক) সংস্কৃত ও আরবি
আরও দেখুনঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর (বহুনির্বাচনি)