পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক এই দুই শ্রেণিতে ভাগ করেছেন। এ পর্যন্ত মোট ১১৮ টি মৌলিক পদার্থের কথা জানা গেছে। আজকের পোস্টে ৮ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) লিখে দিলাম।
৮ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. মৌলের নামের সংক্ষিপ্তরূপকে কী বলা হয়?
ক) সংকেত
খ) প্রতীক
গ) নাম
ঘ) সূত্র
উত্তর: খ) প্রতীক।
২. মৌলের অণুর সংক্ষিপ্তরূপকে কী বলা হয়?
ক) প্রতীক
খ) সংকেত
গ) সূত্র
ঘ) নাম
উত্তর: খ) সংকেত।
৩. H₂ কী নির্দেশ করে?
ক) একহাত বিশিষ্ট হাইড্রোজেন মৌল
খ) দুইটি হাইড্রোজেন পরমাণুর যৌগ
গ) অক্সিজেনের সংকেত
ঘ) ক্লোরিনের সংকেত
উত্তর: খ) দুইটি হাইড্রোজেন পরমাণুর যৌগ।
৪. কোন মৌলের যোজনী ২?
ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন
উত্তর: খ) অক্সিজেন।
৫. পানির সংকেত কী?
ক) HO
খ) H₂O
গ) OH₂
ঘ) O₂H
উত্তর: খ) H₂O।
৬. নাইট্রোজেনের যোজনী কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: গ) ৩।
৭. মিথেনের সংকেত কী?
ক) CH₄
খ) CH₃
গ) NH₃
ঘ) H₂O
উত্তর: ক) CH₄।
৮. হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজনী কত?
ক) ২
খ) ১
গ) ৩
ঘ) ৪
উত্তর: খ) ১।
৯. হাইড্রোজেনের যোজনী কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: ক) ১।
১০. অক্সিজেন মৌলের যোজনী কী?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: খ) ২।
১১. কার্বনের যোজনী কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: ঘ) ৪।
১২. সালফারের যোজনী কত?
ক) ১ ও ২
খ) ২ ও ৪
গ) ৩ ও ৪
ঘ) ১ ও ৩
উত্তর: খ) ২ ও ৪।
১৩. নিচের ধাতু মৌলগুলোর মধ্যে যোজনী ১ এর ধাতু কোনটি?
ক) সোডিয়াম (Na)
খ) আয়োডিন (I)
গ) ম্যাগনেসিয়াম (Mg)
ঘ) আয়রন (Fe) (ইক)
উত্তর: খ) আয়োডিন (I)।
১৪. যোজনী ২ এর ধাতু মৌল কোনটি?
ক) পটাশিয়াম (K)
খ) ক্যালসিয়াম (Ca)
গ) আয়রন (Fe) (ইক)
ঘ) লেড (Pb) (ইক)
উত্তর: খ) ক্যালসিয়াম (Ca)।
১৫. আয়রনের (Fe) কোন যোজনী দুটি রয়েছে?
ক) ১ ও ২
খ) ২ ও ৩
গ) ৩ ও ৪
ঘ) ১ ও ৩
উত্তর: খ) ২ ও ৩।
১৬. নিচের যৌগগুলোর মধ্যে হাইড্রোক্সিল সংকেত কী?
ক) OH⁻
খ) CO₃²⁻
গ) NO₃⁻
ঘ) PO₄³⁻
উত্তর: ক) OH⁻।
১৭. কার্বনেটের সংকেত কী?
ক) CO₃²⁻
খ) NO₂⁻
গ) SO₄²⁻
ঘ) PO₄³⁻
উত্তর: ক) CO₃²⁻।
১৮. ফসফেটের সংকেত কী?
ক) SO₄²⁻
খ) PO₄³⁻
গ) NO₃⁻
ঘ) NH₄⁺
উত্তর: খ) PO₄³⁻।
১৯. সালফেটের সংকেত কী?
ক) SO₄²⁻
খ) NO₂⁻
গ) NO₃⁻
ঘ) HCO₃⁻
উত্তর: ক) SO₄²⁻।
২০. নাইট্রাইটের সংকেত কী?
ক) NO₃⁻
খ) NO₂⁻
গ) SO₃²⁻
ঘ) NH₄⁺
উত্তর: খ) NO₂⁻।
২১. অ্যামোনিয়ামের সংকেত কী?
ক) NH₄⁺
খ) NO₃⁻
গ) HCO₃⁻
ঘ) SO₄²⁻
উত্তর: ক) NH₄⁺।
২২. হাইড্রোজেন কার্বনেটের সংকেত কী?
ক) HCO₃⁻
খ) CO₃²⁻
গ) SO₃²⁻
ঘ) NO₃⁻
উত্তর: ক) HCO₃⁻।
২৩. ফসফরাস মৌলের যোজনী কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: গ) ৩।
২৪. ব্রোমিন (Br) মৌলের যোজনী কী?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: খ) ২।
২৫. ক্লোরিন (Cl) মৌলের যোজনী কত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: ক) ১।
২৬. সালফাইটের সংকেত কী?
ক) SO₃²⁻
খ) SO₄²⁻
গ) NO₃⁻
ঘ) NO₂⁻
উত্তর: ক) SO₃²⁻।
২৭. SO₂, CO₂, NO₃, NH₄⁺ এই ধরনের পরমাণুগুচ্ছকে কী বলে?
ক) মৌলিক পদার্থ
খ) যৌগমূলক বা র্যাডিকেল
গ) অণু
ঘ) সমবায়িক পদার্থ
উত্তর: খ) যৌগমূলক বা র্যাডিকেল।
২৮. যৌগের সংকেত লেখার নিয়ম অনুসারে, যদি উভয় মৌলের যোজনী একই হয়, তাহলে সংকেতে কী লেখা হয়?
ক) যোজনী লেখার প্রয়োজন হয় না
খ) যোজনী উভয়ের ডান পাশে লেখা হয়
গ) শুধু যোজনী লেখার প্রয়োজন
ঘ) উভয় মৌল আলাদা লেখা হয়
উত্তর: ক) যোজনী লেখার প্রয়োজন হয় না।
২৯. কার্বন ডাইঅক্সাইড (C₂O₄) এর সংকেত সঠিক রূপ কী?
ক) CO
খ) C₂O₄
গ) CO₂
ঘ) C₂O₂
উত্তর: গ) CO₂।
৩০. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী?
ক) AlO
খ) Al₂O₃
গ) Al₃O₂
ঘ) AlO₂
উত্তর: খ) Al₂O₃।
৩১. রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ কোথায় লেখা হয়?
ক) তীর চিহ্নের ডান পাশে
খ) তীর চিহ্নের বাম পাশে
গ) তীর চিহ্নের উপরে
ঘ) তীর চিহ্নের নিচে
উত্তর: খ) তীর চিহ্নের বাম পাশে।
৩২. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি সত্য?
ক) পরমাণু ধ্বংস হয়
খ) নতুন পরমাণু সৃষ্টি হয়
গ) পরমাণুর পুনর্বিন্যাস হয়
ঘ) পরমাণুর পরিমাণ কমে যায়
উত্তর: গ) পরমাণুর পুনর্বিন্যাস হয়।
৩৩. নিচের কোনটি রাসায়নিক সমীকরণের সঠিক রূপ?
ক) Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂
খ) Zn + H₂SO₄ → H₂ + ZnSO₄
গ) ZnSO₄ → Zn + H₂SO₄
ঘ) H₂ + ZnSO₄ → Zn + H₂SO₄
উত্তর: ক) Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂।
৩৪. রাসায়নিক সমীকরণে অণুর সংখ্যা যখন একাধিক হয়, তখন সেটা কোথায় লেখা হয়?
ক) মৌলের আগে
খ) মৌলের ডান পাশে নিচে ছোট করে
গ) মৌলের উপরে বড় করে
ঘ) মৌলের ডান পাশে বড় করে
উত্তর: খ) মৌলের ডান পাশে নিচে ছোট করে।
৩৫. H₂ + O₂ → H₂O সমীকরণটি সমতা করতে সঠিক রূপ কী?
ক) H₂ + O₂ = H₂O
খ) 2H₂ + O₂ = 2H₂O
গ) H₂ + 2O₂ = 2H₂O
ঘ) 2H₂ + 2O₂ = H₂O
উত্তর: খ) 2H₂ + O₂ = 2H₂O।
৩৬. সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটি?
ক) Fe + S → FeS
খ) H₂ + O₂ → H₂O
গ) ZnSO₄ → Zn + SO₄
ঘ) CO₂ + H₂O → C₆H₁₂O₆ + O₂
উত্তর: ক) Fe + S → FeS।
৩৭. FeS নামক পদার্থের নাম কী?
ক) ফেরাস সালফাইড
খ) আয়রন সালফেট
গ) আয়রন সালফাইড
ঘ) ফেরাস সালফেট
উত্তর: ক) ফেরাস সালফাইড।
৩৮. অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের সংযোগে কী তৈরি হয়?
ক) NH₄OH
খ) NH₄Cl
গ) NH₃Cl₂
ঘ) HCl₃
উত্তর: খ) NH₄Cl।
৩৯. সালফারের দহন বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়?
ক) SO₂
খ) SO₃
গ) H₂S
ঘ) S₂O₃
উত্তর: ক) SO₂।
৪০. ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের দহন বিক্রিয়ায় তৈরি পদার্থের নাম কী?
ক) ম্যাগনেসিয়াম অক্সাইড
খ) ম্যাগনেসিয়াম সালফেট
গ) ম্যাগনেসিয়াম সালফাইড
ঘ) ম্যাগনেসিয়াম নাইট্রাইট
উত্তর: ক) ম্যাগনেসিয়াম অক্সাইড।
৪১. ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের রাসায়নিক সমীকরণ কী?
ক) Mg + O → MgO
খ) 2Mg + O₂ → 2MgO
গ) Mg + O₂ → MgO₂
ঘ) 2Mg + 2O → 2MgO
উত্তর: খ) 2Mg + O₂ → 2MgO।
৪২. রাসায়নিক সমীকরণে বিক্রিয়াজাত পদার্থ কোথায় লেখা হয়?
ক) তীর চিহ্নের বাম পাশে
খ) তীর চিহ্নের ডান পাশে
গ) তীর চিহ্নের উপরে
ঘ) তীর চিহ্নের নিচে
উত্তর: খ) তীর চিহ্নের ডান পাশে।
৪৩. বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে কী দেওয়া হয়?
ক) সমান চিহ্ন (=)
খ) যোগ চিহ্ন (+)
গ) বিয়োগ চিহ্ন (-)
ঘ) গুণ চিহ্ন (×)
উত্তর: খ) যোগ চিহ্ন (+)।
৪৪. রাসায়নিক বিক্রিয়ায় কোন বিষয়টি অপরিবর্তিত থাকে?
ক) পদার্থের ভর
খ) পদার্থের রং
গ) পদার্থের গন্ধ
ঘ) পদার্থের আকার
উত্তর: ক) পদার্থের ভর।
৪৫. রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু সংখ্যা সামঞ্জস্য রাখার জন্য কী করতে হয়?
ক) সংখ্যা গুণ করা
খ) সংকেত বাদ দেওয়া
গ) সংকেত ছোট করা
ঘ) সংখ্যা ভাগ করা
উত্তর: ক) সংখ্যা গুণ করা।
৪৬. সালফার ও অক্সিজেনের সংযোগে কোন পদার্থ তৈরি হয়?
ক) SO
খ) SO₂
গ) SO₃
ঘ) S₂O₃
উত্তর: খ) SO₂।
৪৭. নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ?
ক) Fe + CuSO₄ → FeSO₄ + Cu
খ) CaCO₃ → CaO + CO₂
গ) Zn + S → ZnS
ঘ) 2Mg + O₂ → 2MgO
উত্তর: ক) Fe + CuSO₄ → FeSO₄ + Cu।
৪৮. প্রতিস্থাপন বিক্রিয়ায় কী ঘটে?
ক) একটি যৌগ ভেঙ্গে একাধিক পদার্থ তৈরি হয়
খ) একটি মৌল অন্য মৌলকে যৌগ থেকে সরিয়ে দেয়
গ) দুইটি মৌল মিলেই নতুন যৌগ গঠিত হয়
ঘ) পদার্থ গরম হয়ে যায়
উত্তর: খ) একটি মৌল অন্য মৌলকে যৌগ থেকে সরিয়ে দেয়।
৪৯. নিচের কোন বিক্রিয়া বিযোজন বিক্রিয়ার উদাহরণ?
ক) CaCO₃ → CaO + CO₂
খ) Zn + S → ZnS
গ) Fe + CuSO₄ → FeSO₄ + Cu
ঘ) NH₃ + HCl → NH₄Cl
উত্তর: ক) CaCO₃ → CaO + CO₂।
৫০. চুনাপাথর (CaCO₃) তাপ দিলে কী তৈরি হয়?
ক) CaO ও CO₂
খ) CaSO₄ ও SO₂
গ) CaCl₂ ও H₂O
ঘ) Ca(OH)₂ ও H₂
উত্তর: ক) CaO ও CO₂।
৫১. কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতি পরীক্ষায় কোন পদার্থ ব্যবহার করা হয়?
ক) চুনের পানি (Ca(OH)₂)
খ) সোডিয়াম ক্লোরাইড
গ) ম্যাগনেসিয়াম অক্সাইড
ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
উত্তর: ক) চুনের পানি (Ca(OH)₂)।
৫২. কপার কার্বনেট (CuCO₃) তাপ দিলে কী তৈরি হয়?
ক) CuO ও CO₂
খ) Cu ও CO₂
গ) CuSO₄ ও SO₂
ঘ) CuCl₂ ও Cl₂
উত্তর: ক) CuO ও CO₂।
৫৩. পটাশিয়াম ক্লোরেট (KCIO₃) তাপ দিলে কী উৎপন্ন হয়?
ক) KC1 ও O₂
খ) K₂O ও Cl₂
গ) KClO ও O₂
ঘ) KCl ও Cl₂
উত্তর: ক) KC1 ও O₂।
৫৪. বিযোজন বিক্রিয়া কী?
ক) এক বা একাধিক মৌল থেকে যৌগ তৈরি হওয়া
খ) একটি যৌগ ভেঙ্গে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হওয়া
গ) দুই মৌল সংযোগ করা
ঘ) বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়া
উত্তর: খ) একটি যৌগ ভেঙ্গে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হওয়া।
৫৫. মোম জ্বালালে কী ধরনের শক্তি উৎপন্ন হয়?
ক) শুধুমাত্র তাপশক্তি
খ) তাপশক্তি ও আলোক শক্তি
গ) কেবল আলোক শক্তি
ঘ) কোনো শক্তি উৎপন্ন হয় না
উত্তর: খ) তাপশক্তি ও আলোক শক্তি।
৫৬. লেবুর রস ও বেকিং সোডার বিক্রিয়ায় কী গ্যাস উৎপন্ন হয়?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইড।
৫৭. লেবুর রস ও বেকিং সোডার বিক্রিয়ায় তাপশক্তির কী পরিবর্তন ঘটে?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) পরিবর্তন হয় না
উত্তর: খ) হ্রাস পায়।
৫৮. এসিটিক এসিড (CH₃COOH) ও ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়ার উৎপাদিত পদার্থ কী?
ক) ক্যালসিয়াম ক্লোরাইড
খ) ক্যালসিয়াম এসিটেট
গ) ক্যালসিয়াম কার্বোনেট
ঘ) ক্যালসিয়াম সালফেট
উত্তর: খ) ক্যালসিয়াম এসিটেট।
৫৯. অম্ল ও ক্ষার একত্রে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
ক) তাপশক্তি
খ) নিরপেক্ষ পদার্থ
গ) অক্সিজেন গ্যাস
ঘ) কার্বন ডাইঅক্সাইড
উত্তর: খ) নিরপেক্ষ পদার্থ।
৬০. চুন (CaO) ও পানি (H₂O) মিশালে কী তৈরি হয়?
ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
গ) ক্যালসিয়াম সালফেট
ঘ) ক্যালসিয়াম অক্সাইড
উত্তর: খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
৬১. চুনের পানির আরেকটি নাম কী?
ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ
গ) ক্যালসিয়াম সালফেট
ঘ) ক্যালসিয়াম অক্সাইড
উত্তর: খ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ।
৬২. শুষ্ক কোষ তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়?
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লা গুঁড়া, ম্যাংগানিজ ডাইঅক্সাইড
গ) ক্যালসিয়াম অক্সাইড
ঘ) হাইড্রোজেন গ্যাস
উত্তর: খ) অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লা গুঁড়া, ম্যাংগানিজ ডাইঅক্সাইড।
৬৩. শুষ্ক কোষে দস্তার চোঙের কাজ কী?
ক) ক্যাথোড
খ) অ্যানোড
গ) ইলেকট্রন উৎস
ঘ) তড়িৎ পরিবহনকারী
উত্তর: খ) অ্যানোড
৬৪. শুষ্ক কোষে কার্বন দণ্ডের কাজ কী?
ক) অ্যানোড
খ) ক্যাথোড
গ) ইলেকট্রনের উৎস
ঘ) তড়িৎ পরিবহনকারী নয়
উত্তর: খ) ক্যাথোড
৬৫. শুষ্ক কোষে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক) যান্ত্রিক শক্তি
খ) আলোক শক্তি
গ) তাপশক্তি
ঘ) শব্দ শক্তি
উত্তর: খ) আলোক শক্তি
৬৬. সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিদ্যুৎ প্রয়োগ করলে কোন গ্যাস অ্যানোডে উৎপন্ন হয়?
ক) হাইড্রোজেন
খ) ক্লোরিন
গ) অক্সিজেন
ঘ) নাইট্রোজেন
উত্তর: খ) ক্লোরিন
৬৭. ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিদ্যুৎ প্রয়োগে?
ক) হাইড্রোজেন
খ) ক্লোরিন
গ) অক্সিজেন
ঘ) নাইট্রোজেন
উত্তর: ক) হাইড্রোজেন
৬৮. বিদ্যুৎ বিশ্লেষণে দ্রবীভূত পদার্থকে কী বলা হয়?
ক) তড়িৎ অবিশ্লেষ্য
খ) তড়িৎ বিশ্লেষ্য
গ) তড়িৎ পরিবহনকারী নয়
ঘ) তড়িৎ পরিবহনকারী পদার্থ নয়
উত্তর: খ) তড়িৎ বিশ্লেষ্য
৬৯. নিচের কোন পদার্থ তড়িৎ পরিবহন করে না?
ক) লবণ
খ) চিনি
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
উত্তর: খ) চিনি
৭০. কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ?
ক) লবণ
খ) চিনি
গ) সোডিয়াম ক্লোরাইড দ্রবণ
ঘ) অ্যামোনিয়াম ক্লোরাইড
উত্তর: খ) চিনি।