Skip to content

৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এই ঘটনাকে (Phenomenon) বলে মহাকর্ষ। আজকের পোস্টে ৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) দেওয়া হল।

৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

১. আমরা লাফ দিলে মাটি থেকে বেশি দূর উঠতে পারি না, কেন?

ক) কারণ মাটির ঘর্ষণ বেশি
খ) কারণ পৃথিবী আমাদের নিজের দিকে টানে
গ) কারণ আমরা দুর্বল
ঘ) কারণ বাতাস বাঁধা দেয়
উত্তর: খ) কারণ পৃথিবী আমাদের নিজের দিকে টানে

২. মহাকর্ষ কী?

ক) বাতাসের চাপ
খ) এক বস্তুর অন্য বস্তুকে আকর্ষণ করার বল
গ) জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিষয়
ঘ) কোনো বস্তুর ওজন
উত্তর: খ) এক বস্তুর অন্য বস্তুকে আকর্ষণ করার বল

৩. মহাকর্ষ বলের মান কোন কোন উপরে নির্ভর করে?

ক) কণাদ্বয়ের ভর এবং দূরত্ব
খ) কণাদ্বয়ের প্রকৃতি
গ) মাধ্যমের প্রকৃতি
ঘ) বাতাসের চাপ
উত্তর: ক) কণাদ্বয়ের ভর এবং দূরত্ব

৪. নিউটনের মহাকর্ষ সূত্র কী?

ক) F = m × a
খ) F = Gmm₂/d²
গ) F = mg
ঘ) F = W × d
উত্তর: খ) F = Gmm₂/d²

৫. মহাকর্ষ ধ্রুবক G এর অর্থ কী?

ক) দূরত্বের পরিমাপ
খ) ভরের একক
গ) সমানুপাতিক ধ্রুবক যা মহাকর্ষ বলের মান নির্ধারণ করে
ঘ) গতি
উত্তর: গ) সমানুপাতিক ধ্রুবক যা মহাকর্ষ বলের মান নির্ধারণ করে

৬. যদি দুই কণার ভরের গুণফল দ্বিগুণ হয়, মহাকর্ষ বল কী হবে?

ক) অর্ধেক হবে
খ) দ্বিগুণ হবে
গ) চারগুণ হবে
ঘ) অপরিবর্তিত থাকবে
উত্তর: খ) দ্বিগুণ হবে

৭. যদি দুই কণার মধ্যে দূরত্ব দ্বিগুণ হয়, মহাকর্ষ বল কী হয়?

ক) দ্বিগুণ হয়
খ) অর্ধেক হয়
গ) এক-চতুর্থাংশ হয়
ঘ) অপরিবর্তিত থাকে
উত্তর: গ) এক-চতুর্থাংশ হয়

৮. পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়ালে অভিকর্ষজ ত্বরণ কীভাবে পরিবর্তিত হয়?

ক) বৃদ্ধি পায়
খ) কমে যায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) পরিবর্তিত হয় না
উত্তর: খ) কমে যায়

৯. অভিকর্ষ বল কী বোঝায়?

ক) পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ
খ) পৃথিবীর আকর্ষণ বল যা কোনো বস্তুকে টানে
গ) বস্তুর ওজন
ঘ) বাতাসের চাপ
উত্তর: খ) পৃথিবীর আকর্ষণ বল যা কোনো বস্তুকে টানে

১০. অভিকর্ষজ ত্বরণের একক কী?

ক) মিটার
খ) সেকেন্ড
গ) মিটার/সেকেন্ড
ঘ) মিটার/সেকেন্ড²
উত্তর: ঘ) মিটার/সেকেন্ড²

১১. অভিকর্ষজ ত্বরণ কোনের উপর নির্ভর করে না?

ক) বস্তুর ভর
খ) পৃথিবীর ভর
গ) পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব
ঘ) মহাকর্ষ ধ্রুবক G
উত্তর: ক) বস্তুর ভর

১২. অভিকর্ষজ ত্বরণের গড় মান ভূপৃষ্ঠে প্রায় কত?

ক) ৯.৮ মিটার/সেকেন্ড²
খ) ১০.৫ মিটার/সেকেন্ড²
গ) ৮.৯ মিটার/সেকেন্ড²
ঘ) ৭.৯ মিটার/সেকেন্ড²
উত্তর: ক) ৯.৮ মিটার/সেকেন্ড²

১৩. মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান প্রায় কত?

ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড²
খ) ৯.৮৩ মিটার/সেকেন্ড²
গ) ৯.৭০ মিটার/সেকেন্ড²
ঘ) ১০.০ মিটার/সেকেন্ড²
উত্তর: খ) ৯.৮৩ মিটার/সেকেন্ড²।

১৪. বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড²
খ) ৯.৮৩ মিটার/সেকেন্ড²
গ) ৯.৯০ মিটার/সেকেন্ড²
ঘ) ১০.০ মিটার/সেকেন্ড²
উত্তর: ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড²

১৫. বাতাস না থাকলে পাথর ও কাগজ একই সময়ে মাটিতে পড়বে কেন?

ক) বস্তুর ভর একই কারণে
খ) অভিকর্ষজ ত্বরণ একই হওয়ার কারণে
গ) গতি সমান হওয়ার কারণে
ঘ) বাতাস বাধা দেয় না বলে
উত্তর: খ) অভিকর্ষজ ত্বরণ একই হওয়ার কারণে

১৬. দৈনন্দিন জীবনে আমরা ওজন বলতে সাধারণত কী বুঝি?

ক) বস্তুর ভর
খ) বস্তুর আয়তন
গ) বস্তুর গতি
ঘ) বস্তুর আকৃতি
উত্তর: ক) বস্তুর ভর

১৭. ভর কী?

ক) কোনো বস্তুর ওজন
খ) কোনো বস্তুর পদার্থের পরিমাণ
গ) বস্তুর আকৃতি
ঘ) বস্তুর আয়তন
উত্তর: খ) কোনো বস্তুর পদার্থের পরিমাণ

১৮. ভরের আন্তর্জাতিক একক কী?

ক) নিউটন
খ) কিলোগ্রাম
গ) মিটার
ঘ) সেকেন্ড
উত্তর: খ) কিলোগ্রাম

১৯. ওজন কী?

ক) কোনো বস্তুর ভর
খ) পৃথিবীর আকর্ষণ বল যা বস্তুর উপর কাজ করে
গ) বস্তুর আয়তন
ঘ) বস্তুর গতি
উত্তর: খ) পৃথিবীর আকর্ষণ বল যা বস্তুর উপর কাজ করে

২০. ওজনের একক কী?

ক) কিলোগ্রাম
খ) মিটার
গ) নিউটন
ঘ) সেকেন্ড
উত্তর: গ) নিউটন

২১. ১০ কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীতে কত?

ক) ১০ নিউটন
খ) ৯৮ নিউটন
গ) ৯.৮ নিউটন
ঘ) ১০০ নিউটন
উত্তর: খ) ৯৮ নিউটন

২২. মহাকর্ষ সূত্রে ‘d’ কী বোঝায়?

ক) বস্তুর ভর
খ) দুই বস্তুর মধ্যকার দূরত্ব
গ) বলের মান
ঘ) সময়
উত্তর: খ) দুই বস্তুর মধ্যকার দূরত্ব।

২৩. মহাকর্ষ বল কিভাবে কাজ করে?

ক) বস্তুর চারপাশে
খ) সংযোগ সরলরেখার বরাবর
গ) বস্তুর গতি পরিবর্তন করে
ঘ) বস্তুর আয়তন পরিবর্তন করে
উত্তর: খ) সংযোগ সরলরেখার বরাবর

২৪. মহাকর্ষ বলের জন্য নিচের কোনটি সঠিক?

ক) দূরত্ব বাড়লে বল বাড়ে
খ) ভর বাড়লে বল বাড়ে
গ) ভর বাড়লে বল কমে
ঘ) দূরত্ব বাড়লে বল অপরিবর্তিত থাকে
উত্তর: খ) ভর বাড়লে বল বাড়ে

২৫. অভিকর্ষজ ত্বরণের মান স্থান অনুযায়ী কি হয়?

ক) সব জায়গায় সমান
খ) স্থানে স্থানে ভিন্ন ভিন্ন
গ) সময়ের সাথে বাড়ে
ঘ) সময়ের সাথে কমে
উত্তর: খ) স্থানে স্থানে ভিন্ন ভিন্ন

২৬. মহাশূন্যচারীরা ওজনহীনতা অনুভব করে কেন?

ক) তাদের ভর কমে যায়
খ) মহাশূন্যযানের ত্বরণের কারণে
গ) মহাকর্ষ বল নেই
ঘ) তাদের উপর কোন বল কাজ করে না
উত্তর: খ) মহাশূন্যযানের ত্বরণের কারণে

২৭. অভিকর্ষ বলের একক কী?

ক) কিলোগ্রাম
খ) নিউটন
গ) মিটার
ঘ) সেকেন্ড
উত্তর: খ) নিউটন

২৮. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?

ক) সর্বোচ্চ
খ) শূন্য
গ) ৯.৮ মিটার/সেকেন্ড²
ঘ) ১
উত্তর: খ) শূন্য

২৯. অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর মেরুতে বেশি হওয়ার কারণ কী?

ক) মেরুতে দূরত্ব বেশি
খ) মেরুতে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কম
গ) মেরুতে গতি বেশি
ঘ) মেরুতে বাতাস বেশি
উত্তর: খ) মেরুতে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কম

৩০. অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে কোথায়?

ক) মেরুতে
খ) বিষুবীয় অঞ্চলে
গ) পৃথিবীর কেন্দ্র থেকে দূরে
ঘ) উভয় খ ও গ
উত্তর: গ) পৃথিবীর কেন্দ্র থেকে দূরে

৩১. বস্তুর ভর কী?

ক) বস্তুর ওজন
খ) বস্তুর অবস্থান অনুযায়ী পরিবর্তিত পরিমাণ
গ) বস্তুর পদার্থের পরিমাণ
ঘ) বস্তুর গতি
উত্তর: গ) বস্তুর পদার্থের পরিমাণ

৩২. মহাশূন্যচারীর ভর চাঁদে ও পৃথিবীতে কী হয়?

ক) কমে যায়
খ) বৃদ্ধি পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) শূন্য হয়
উত্তর: গ) অপরিবর্তিত থাকে

৩৩. বস্তুর ওজন কী এর উপর নির্ভর করে?

ক) বস্তুর ভর
খ) অভিকর্ষজ ত্বরণ
গ) বস্তুর আকার
ঘ) গতি
উত্তর: খ) অভিকর্ষজ ত্বরণ

৩৪. বস্তুর ওজন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে কী হয়?

ক) বৃদ্ধি পায়
খ) কমে যায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) অনিশ্চিত
উত্তর: খ) কমে যায়

৩৫. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?

ক) ৯.৮ নিউটন
খ) শূন্য
গ) ১ নিউটন
ঘ) ১০ নিউটন
উত্তর: খ) শূন্য

৩৬. চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন প্রায় কত?

ক) ৯.৮ নিউটন
খ) ১.৬৩ নিউটন
গ) ৫ নিউটন
ঘ) ০ নিউটন
উত্তর: খ) ১.৬৩ নিউটন

৩৭. বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়ালে কী হয়?

ক) বৃদ্ধি পায়
খ) কমে যায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) অজানা
উত্তর: খ) কমে যায়

৩৮. পৃথিবীর আকৃতি সুষম গোলক নয়, এর ফলে কী হয়?

ক) অভিকর্ষজ ত্বরণ সমান হয়
খ) অভিকর্ষজ ত্বরণের মান স্থির থাকে
গ) অভিকর্ষজ ত্বরণের মান স্থানে স্থানে ভিন্ন হয়
ঘ) ওজন সব জায়গায় সমান হয়
উত্তর: গ) অভিকর্ষজ ত্বরণের মান স্থানে স্থানে ভিন্ন হয়

৩৯. বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড²
খ) ৯.৮৩ মিটার/সেকেন্ড²
গ) ১০.০ মিটার/সেকেন্ড²
ঘ) ৯.৭৯ মিটার/সেকেন্ড²
উত্তর: ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড²

৪০. মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড²
খ) ৯.৮৩ মিটার/সেকেন্ড²
গ) ৯.৭৯ মিটার/সেকেন্ড²
ঘ) ১০.০ মিটার/সেকেন্ড²
উত্তর: খ) ৯.৮৩ মিটার/সেকেন্ড²

৪১. পৃথিবীর আহ্নিক গতি কীভাবে অভিকর্ষজ ত্বরণকে প্রভাবিত করে?

ক) বৃদ্ধি করে
খ) হ্রাস করে
গ) অপরিবর্তিত রাখে
ঘ) প্রভাব ফেলে না
উত্তর: খ) হ্রাস করে

৪২. কোন কারণে পাহাড়ের শীর্ষে বস্তুর ওজন কম হয়?

ক) ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ায় অভিকর্ষজ ত্বরণ কমে যায়
খ) বস্তুর ভর কমে যায়
গ) বায়ুর চাপ বেশি হওয়ায়
ঘ) ওজন কম হওয়ার কোনো কারণ নেই
উত্তর: ক) ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ায় অভিকর্ষজ ত্বরণ কমে যায়

৪৩. পৃথিবীর অভ্যন্তরে যত নিচে যাওয়া যায় বস্তুর ওজন কী হয়?

ক) বৃদ্ধি পায়
খ) কমে যায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) ০ হয়
উত্তর: খ) কমে যায়

৪৪. মহাশূন্যচারীর ভর কি মহাশূন্যে পরিবর্তিত হয়?

ক) হ্যাঁ, কমে যায়
খ) না, অপরিবর্তিত থাকে
গ) বৃদ্ধি পায়
ঘ) শূন্য হয়
উত্তর: খ) না, অপরিবর্তিত থাকে

৪৫. লিফটের ভিতরে স্থির অবস্থায় আরোহীর অনুভূত ওজন কত হয়?

ক) প্রকৃত ওজনের সমান
খ) প্রকৃত ওজনের বেশি
গ) প্রকৃত ওজনের কম
ঘ) শূন্য
উত্তর: ক) প্রকৃত ওজনের সমান

৪৬. সমবেগে উপরে বা নিচে গমনরত লিফটে আরোহীর অনুভূত ওজন কেমন হয়?

ক) প্রকৃত ওজনের সমান
খ) বেশি
গ) কম
ঘ) শূন্য
উত্তর: ক) প্রকৃত ওজনের সমান

৪৭. উপরের দিকে ত্বরণযুক্ত লিফটে অনুভূত ওজন কেমন হয়?

ক) প্রকৃত ওজনের বেশি
খ) কম
গ) সমান
ঘ) শূন্য
উত্তর: ক) প্রকৃত ওজনের বেশি

৪৮. নিচের দিকে ত্বরণযুক্ত লিফটে অনুভূত ওজন কেমন হয়?

ক) প্রকৃত ওজনের কম
খ) বেশি
গ) সমান
ঘ) শূন্য
উত্তর: ক) প্রকৃত ওজনের কম

৪৯. লিফটের দড়ি ছিঁড়ে মুক্তভাবে পড়ার সময় আরোহীর অনুভূত ওজন কেমন হয়?

ক) বেশি
খ) সমান
গ) শূন্য
ঘ) কম
উত্তর: গ) শূন্য

৫০. মহাশূন্যচারীরা ওজনহীন অনুভব করেন কেন?

ক) তাদের ভর শূন্য হওয়ার কারণে
খ) মহাশূন্যযানের সাথে একই ত্বরণে চলার কারণে
গ) পৃথিবীর আকর্ষণ কম হওয়ার কারণে
ঘ) মহাকর্ষ নেই বলে
উত্তর: খ) মহাশূন্যযানের সাথে একই ত্বরণে চলার কারণে

৫১. মহাশূন্যচারীর প্রকৃত ভর কি মহাশূন্যে পরিবর্তিত হয়?

ক) হ্যাঁ
খ) না
গ) বৃদ্ধি পায়
ঘ) কমে যায়
উত্তর: খ) না

৫২. মহাশূন্যচারীর অভিকর্ষজ ত্বরণের মান মহাশূন্যে কত?

ক) ০
খ) পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সমান
গ) কম
ঘ) বেশি
উত্তর: খ) পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সমান

৫৩. লিফটে নিচের দিকে ত্বরণ থাকলে অনুভূত ওজন কী হয়?

ক) বেশি
খ) কম
গ) সমান
ঘ) শূন্য
উত্তর: খ) কম

৫৪. ওজন ও ভরের মধ্যে সম্পর্ক কী?

ক) ওজন ভরের সমানুপাতিক
খ) ওজন ভরের বিপরীতু
গ) ওজন ও ভর একই রাশি
ঘ) ওজন ও ভর ভিন্নরাশি
উত্তর: ক) ওজন ভরের সমানুপাতিক

৫৫. কোন একটি ইউনিট ভরের জন্য সঠিক?

ক) নিউটন
খ) কিলোগ্রাম
গ) মিটার/সেকেন্ড²
ঘ) জুল
উত্তর: খ) কিলোগ্রাম

৫৬. কোন একটি ইউনিট ওজনের জন্য সঠিক?

ক) কিলোগ্রাম
খ) মিটার
গ) নিউটন
ঘ) সেকেন্ড
উত্তর: গ) নিউটন

৫৭. স্প্রিং নিক্তি সাধারণত কী পরিমাপ করে?

ক) ভর
খ) ওজন
গ) ত্বরণ
ঘ) গতি
উত্তর: খ) ওজন

৫৮. স্প্রিং নিক্তিতে কিলোগ্রাম মাপা হয় কেন?

ক) ওজনের বিকল্প হিসেবে
খ) ভুল বোঝাবুঝির জন্য
গ) ভরের জন্য
ঘ) অক্ষাংশ মাপার জন্য
উত্তর: ক) ওজনের বিকল্প হিসেবে

৫৯. পৃথিবীতে ১ কেজি ভরের বস্তুর ওজন কত?

ক) ১ নিউটন
খ) ৯.৮ নিউটন
গ) ১০ নিউটন
ঘ) ৯.৮ কেজি
উত্তর: খ) ৯.৮ নিউটন

৬০. মহাশূন্যচারীর অনুভূত ওজন কী কারণে শূন্য হয়?

ক) অভিকর্ষজ ত্বরণের অনুপস্থিতিতে
খ) মহাশূন্যযানের একই ত্বরণের কারণে
গ) ভরের হ্রাসের কারণে
ঘ) মহাকর্ষ বলের অনুপস্থিতিতে
উত্তর: খ) মহাশূন্যযানের একই ত্বরণের কারণে

৬১. মহাশূন্যে মহাকাশচারীর ওজনের মান কেমন?

ক) শূন্য
খ) খুব কম
গ) পৃথিবীর মতো
ঘ) বেশি
উত্তর: গ) পৃথিবীর মতো

৬২. মহাশূন্যে মহাকাশচারীর ভর কী হয়?

ক) কমে যায়
খ) অপরিবর্তিত থাকে
গ) বৃদ্ধি পায়
ঘ) শূন্য হয়
উত্তর: খ) অপরিবর্তিত থাকে

৬৩. লিফটে উপরের দিকে ত্বরণ থাকলে অনুভূত ওজন কী হয়?

ক) বেশি
খ) কম
গ) সমান
ঘ) শূন্য
উত্তর: ক) বেশি

৬৪. পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের একক কী?

ক) মিটার
খ) সেকেন্ড
গ) মিটার/সেকেন্ড²
ঘ) নিউটন
উত্তর: গ) মিটার/সেকেন্ড²

৬৫. অভিকর্ষজ ত্বরণ স্থানে স্থানে পরিবর্তিত হয় কেন?

ক) পৃথিবীর আকৃতি এবং ঘূর্ণনের কারণে
খ) বাতাসের চাপের কারণে
গ) গাছের কারণে
ঘ) বায়ুমণ্ডলের কারণে
উত্তর: ক) পৃথিবীর আকৃতি এবং ঘূর্ণনের কারণে

৬৬. বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান অন্য অঞ্চলের তুলনায় কেমন?

ক) সর্বাধিক
খ) সর্বনিম্ন
গ) সমান
ঘ) পরিবর্তিত নয়
উত্তর: খ) সর্বনিম্ন

৬৭. লিফটে উপরের দিকে ত্বরণ থাকলে অনুভূত ওজন কী হয়?

ক) বেশি
খ) কম
গ) সমান
ঘ) শূন্য
উত্তর: ক) বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *