তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি। তাপ আমাদের গরমের অনুভূতি জন্মায়। আর কতটুকু গরম অনুভব করছি তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দেওয়া হল।
৭ম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ
১. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?
ক) ব্যারোমিটার
খ) থার্মোমিটার
গ) হাইজোমিটার
ঘ) স্পিডোমিটার
উত্তর: খ) থার্মোমিটার
২. পারদ থার্মোমিটারে কী ব্যবহার করা হয়?
ক) জল
খ) পারদ বা অ্যালকোহল
গ) ডিজেল
ঘ) মোম
উত্তর: খ) পারদ বা অ্যালকোহল
৩. থার্মোমিটারের নিচের অংশকে কী বলা হয়?
ক) দণ্ড
খ) বাল্ব
গ) গাত্র
ঘ) মাপকাঠি
উত্তর: খ) বাল্ব
৪. পরিবহন পদ্ধতিতে তাপ কীভাবে যায়?
ক) কণাগুলো স্থান পরিবর্তন করে
খ) কণাগুলো কাঁপে
গ) তরঙ্গ সৃষ্টি করে
ঘ) বিকিরণ করে
উত্তর: খ) কণাগুলো কাঁপে
৫. তাপের জন্য ধাতু ভালো—
ক) বিকিরক
খ) পরিচলক
গ) পরিবাহক
ঘ) বিকিরণকারক
উত্তর: গ) পরিবাহক
৬. যেসব পদার্থ তাপ বেশি শোষণ করে—
ক) হালকা রঙের
খ) উজ্জ্বল বস্তু
গ) কালো রঙের
ঘ) কাচের
উত্তর: গ) কালো রঙের
৭. হিমাঙ্ক কী?
ক) বরফ গলার তাপমাত্রা
খ) পানি ফুটার তাপমাত্রা
গ) বাষ্প হিম হওয়ার তাপমাত্রা
ঘ) তাপমাত্রার সূচক
উত্তর: ক) বরফ গলার তাপমাত্রা
৮. স্ফুটনাঙ্ক কী?
ক) বরফ গলার তাপমাত্রা
খ) পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা
গ) আর্দ্রতার সূচক
ঘ) তাপমাত্রা স্থিরাঙ্ক
উত্তর: খ) পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা
৯. সেলসিয়াস স্কেলে হিমাঙ্ক কত?
ক) ১০০ ডিগ্রি
খ) ৩২ ডিগ্রি
গ) ০ ডিগ্রি
ঘ) ২১২ ডিগ্রি
উত্তর: গ) ০ ডিগ্রি
১০. সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্ক কত?
ক) ৫০ ডিগ্রি
খ) ১০০ ডিগ্রি
গ) ৯৮.৬ ডিগ্রি
ঘ) ২১২ ডিগ্রি
উত্তর: খ) ১০০ ডিগ্রি
১১. ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক কত ডিগ্রি?
ক) ০ ডিগ্রি
খ) ১০০ ডিগ্রি
গ) ৩২ ডিগ্রি
ঘ) ২১২ ডিগ্রি
উত্তর: গ) ৩২ ডিগ্রি
১২. ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত?
ক) ৩২ ডিগ্রি
খ) ১৮০ ডিগ্রি
গ) ৯৮.৬ ডিগ্রি
ঘ) ২১২ ডিগ্রি
উত্তর: ঘ) ২১২ ডিগ্রি
১৩. সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরের সূত্র কী?
ক) F = C + 32
খ) F = C × 1.8 + 32
গ) F = C – 32
ঘ) F = C × 2 + 32
উত্তর: খ) F = C × 1.8 + 32
১৪. তাপ দিলে গ্লাস গরম হয় কারণ—
ক) গ্লাস হালকা
খ) গ্লাস তাপ শোষণ করে
গ) গ্লাস বাষ্প হয়ে যায়
ঘ) গ্লাস আর্দ্র হয়
উত্তর: খ) গ্লাস তাপ শোষণ করে
১৫. নিচের কোনটি তাপমাত্রার একক নয়?
ক) সেলসিয়াস
খ) কেলভিন
গ) ফারেনহাইট
ঘ) নিউটন
উত্তর: ঘ) নিউটন
১৬. তাপ দিলে কঠিন পদার্থ—
ক) সংকুচিত হয়
খ) গলে যায়
গ) প্রসারিত হয়
ঘ) বাষ্প হয়ে যায়
উত্তর: গ) প্রসারিত হয়
১৭. কাচের বোতলের মুখ গরম করলে খুলে যায় কেন?
ক) মুখ নরম হয়ে যায়
খ) মুখ প্রসারিত হয়
গ) মুখ ভেঙে যায়
ঘ) মুখ শক্ত হয়ে যায়
উত্তর: খ) মুখ প্রসারিত হয়
১৮. রেললাইনে ফাঁক রাখা হয় কেন?
ক) প্রসারণের জন্য
খ) রেলগাড়ি থামানোর জন্য
গ) রেলগাড়িকে ধীর করার জন্য
ঘ) শব্দ কমানোর জন্য
উত্তর: ক) প্রসারণের জন্য
১৯. পারদ কী ধরনের পদার্থ?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাস
ঘ) প্লাজমা
উত্তর: খ) তরল
২০. তাপের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেন বাড়ছে?
ক) তরঙ্গ বেশি
খ) লবণতা বাড়ছে
গ) পানির আয়তন বাড়ছে
ঘ) শীত পড়ছে
উত্তর: গ) পানির আয়তন বাড়ছে
২১. বায়বীয় পদার্থ গরম হলে কী হয়?
ক) সংকুচিত হয়
খ) তরল হয়
গ) প্রসারিত হয়
ঘ) শক্ত হয়
উত্তর: গ) প্রসারিত হয়
২২. বেলুন ঠান্ডা পানিতে রাখলে কী হয়?
ক) ফুলে যায়
খ) শক্ত হয়ে যায়
গ) চুপসে যায়
ঘ) রঙ পরিবর্তন হয়
উত্তর: গ) চুপসে যায়
২৩. গরম রুটির ভিতরে কী জমা হয়?
ক) হাওয়া
খ) জলীয়বাষ্প
গ) পানি
ঘ) তেল
উত্তর: খ) জলীয়বাষ্প
২৪. তাপ প্রয়োগে গ্যাস কী করে?
ক) ছোট হয়
খ) ধীর হয়
গ) বাষ্প হয়
ঘ) প্রসারিত হয়
উত্তর: ঘ) প্রসারিত হয়
২৫. ইঞ্জিনে তাপ ব্যবহার করা হয়—
ক) আলো দেওয়ার জন্য
খ) গ্যাস সংকোচনে
গ) বায়ু প্রসারণে
ঘ) পানি জমাতে
উত্তর: গ) বায়ু প্রসারণে
২৬. কোনটি তাপ পরিবাহক ধাতু নয়?
ক) তামা
খ) অ্যালুমিনিয়াম
গ) লোহা
ঘ) কাঠ
উত্তর: ঘ) কাঠ
২৭. তাপ পরিবহন হয়—
ক) কেবল বায়ুতে
খ) কেবল তরলে
গ) কেবল কঠিনে
ঘ) কঠিন, তরল ও গ্যাসে
উত্তর: ঘ) কঠিন, তরল ও গ্যাসে
২৮. তাপ পরিবহন পদ্ধতি কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর: গ) ৩
২৯. পরিচলনে কোন কণাগুলো স্থান পরিবর্তন করে?
ক) কঠিন
খ) তরল ও বায়বীয়
গ) ধাতু
ঘ) প্লাস্টিক
উত্তর: খ) তরল ও বায়বীয়
৩০. তাপ পরিবাহক ধাতু কোনটি?
ক) কাঠ
খ) কাচ
গ) লোহা
ঘ) রাবার
উত্তর: গ) লোহা
৩১. বিকিরণ কী?
ক) তরঙ্গের মাধ্যমে তাপ সঞ্চালন
খ) চাপের পরিবর্তন
গ) শব্দ সঞ্চালন
ঘ) পানি চলাচল
উত্তর: ক) তরঙ্গের মাধ্যমে তাপ সঞ্চালন
৩২. তাপ বিকিরণে কোন মাধ্যম প্রয়োজন?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাস
ঘ) কোনো মাধ্যম লাগে না
উত্তর: ঘ) কোনো মাধ্যম লাগে না
৩৩. সূর্যের তাপ পৃথিবীতে কীভাবে আসে?
ক) পরিচলন
খ) পরিবহন
গ) বিকিরণ
ঘ) বাষ্পায়ন
উত্তর: গ) বিকিরণ
৩৪. তাপ বিকিরণ কোন তরঙ্গের মাধ্যমে ঘটে?
ক) শব্দ তরঙ্গ
খ) আলোর তরঙ্গ
গ) বিদ্যুৎ তরঙ্গ
ঘ) যান্ত্রিক তরঙ্গ
উত্তর: খ) আলোর তরঙ্গ
৩৫. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণকে কী বলে?
ক) চাপ
খ) আর্দ্রতা
গ) তাপমাত্রা
ঘ) ঘনত্ব
উত্তর: খ) আর্দ্রতা
৩৬. কোন মাসে আর্দ্রতা বেশি থাকে?
ক) মাঘ
খ) চৈত্র
গ) শ্রাবণ
ঘ) অগ্রহায়ণ
উত্তর: গ) শ্রাবণ
৩৭. বায়ুতে জলীয়বাষ্প বেড়ে গেলে কী হয়?
ক) ঠান্ডা পড়ে
খ) বরফ জমে
গ) বৃষ্টি হয়
ঘ) বাতাস হালকা হয়
উত্তর: গ) বৃষ্টি হয়
৩৮. তাপমাত্রা বাড়লে বায়ুচাপ—
ক) কমে
খ) বাড়ে
গ) একই থাকে
ঘ) হঠাৎ বাড়ে
উত্তর: ক) কমে
৩৯. গরম চা চামচে গরম লাগে কারণ—
ক) চা লাল
খ) চা গরম
গ) তাপ পরিবাহিতা
ঘ) বাষ্প তৈরি হয়
উত্তর: গ) তাপ পরিবাহিতা
৪০. ধাতু তাপ পরিবাহিত হয়—
ক) কম
খ) না হয়
গ) বেশি
ঘ) খুব ধীরে
উত্তর: গ) বেশি
৪১. বিকিরক কোনটি?
ক) রাবার
খ) লোহা
গ) উত্তপ্ত বস্তু
ঘ) ঠান্ডা বস্তু
উত্তর: গ) উত্তপ্ত বস্তু
৪২. গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি কারণ—
ক) নাইট্রোজেন
খ) জলীয়বাষ্প
গ) ওজোন
ঘ) অক্সিজেন
উত্তর: খ) জলীয়বাষ্প
৪৩. বিকিরণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে—
ক) আলো
খ) বিদ্যুৎ
গ) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
ঘ) শব্দ
উত্তর: গ) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
৪৪. তাপ শোষক বস্তু কী করে?
ক) শীতল হয়
খ) হালকা হয়
গ) গরম হয়
ঘ) প্রসারিত হয়
উত্তর: গ) গরম হয়
৪৫. দিনের বেলায় পৃথিবীর উত্তপ্ত হওয়ার কারণ—
ক) তাপ বিকিরণ কম হয়
খ) বেশি তাপ শোষণ করে
গ) বৃষ্টিপাত হয়
ঘ) অন্ধকার হয়
উত্তর: খ) বেশি তাপ শোষণ করে
৪৬. থার্মোমিটারের ফাঁপা অংশে কী থাকে?
ক) পানি
খ) পারদ বাষ্প
গ) বায়ু
ঘ) তেল
উত্তর: খ) পারদ বাষ্প
৪৭. থার্মোমিটারে ছিদ্র সরু হওয়ার কারণ—
ক) কাঁচ ব্যয়বহুল
খ) বেশি তাপের দরকার
গ) পারদ উপরে উঠতে পারে
ঘ) তাপমাত্রা কমতে থাকে
উত্তর: গ) পারদ উপরে উঠতে পারে