Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

৭ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন সকল শব্দেরই একটি উৎস আছে। শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয়। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) লিখে দেওয়া হল।

৭ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনী

১. শব্দ কী?

ক) আলো
খ) গতি
গ) শক্তি
ঘ) তাপ
উত্তরঃ গ) শক্তি

২. শব্দ কিভাবে সৃষ্টি হয়?

ক) আলো পড়লে
খ) তাপ উৎপন্ন হলে
গ) বস্তুর কম্পনের ফলে
ঘ) তরল পদার্থ প্রবাহিত হলে
উত্তরঃ গ) বস্তুর কম্পনের ফলে

৩. শব্দ শোনার অঙ্গ কোনটি?

ক) চোখ
খ) নাক
গ) কান
ঘ) জিহ্বা
উত্তরঃ গ) কান

৪. কোনটি সুরেলা শব্দ?

ক) কুকুরের ঘেউঘেউ
খ) বাঁশির সুর
গ) নির্মাণ কাজের শব্দ
ঘ) গাড়ির হর্ন
উত্তরঃ খ) বাঁশির সুর

৫. শব্দ সঞ্চালনের জন্য কী প্রয়োজন?

ক) আলো
খ) তাপ
গ) মাধ্যম
ঘ) চুম্বক
উত্তরঃ গ) মাধ্যম

৬. শব্দ সবচেয়ে দ্রুত চলে—

ক) বায়ুতে
খ) তরলে
গ) কঠিনে
ঘ) শূন্যে
উত্তরঃ গ) কঠিনে

৭. শব্দ সৃষ্টি করে কোন বস্তু?

ক) কম্পনশীল বস্তু
খ) স্থির বস্তু
গ) গরম বস্তু
ঘ) তরল বস্তু
উত্তরঃ ক) কম্পনশীল বস্তু

৮. শব্দ কানে পৌঁছায় কীভাবে?

ক) আলো রশ্মির মাধ্যমে
খ) ঢেউয়ের মাধ্যমে
গ) তাপের মাধ্যমে
ঘ) বিদ্যুৎ প্রবাহে
উত্তরঃ খ) ঢেউয়ের মাধ্যমে

৯. শ্রাব্যতার একক কী?

ক) সেকেন্ড
খ) হার্জ
গ) ওয়াট
ঘ) নিউটন
উত্তরঃ খ) হার্জ

১০. প্রতি সেকেন্ডে ২০ কম কম্পনের শব্দকে কী বলা হয়?

ক) শ্রুতিপূর্ব শব্দ
খ) শ্রাব্য শব্দ
গ) অপ্রীতিকর শব্দ
ঘ) অতিশব্দ
উত্তরঃ ক) শ্রুতিপূর্ব শব্দ

১১. মানুষের শ্রাব্যতার সীমা কী?

ক) ৫ হার্জ – ১৫,০০০ হার্জ
খ) ২০ হার্জ – ২০,০০০ হার্জ
গ) ১০ হার্জ – ২৫,০০০ হার্জ
ঘ) ২০ হার্জ – ৩০,০০০ হার্জ
উত্তরঃ খ) ২০ হার্জ – ২০,০০০ হার্জ

১২. শব্দের কম্পাঙ্ক প্রকাশের একক—

ক) সেকেন্ড
খ) হার্জ
গ) ডেসিবেল
ঘ) নিউটন
উত্তরঃ খ) হার্জ

১৩. শব্দ সঞ্চালন সবচেয়ে ধীরে হয়—

ক) বায়ুতে
খ) কঠিনে
গ) তরলে
ঘ) ধাতুতে
উত্তরঃ ক) বায়ুতে

১৪. কোনটি শ্রাব্য শব্দ?

ক) ১০০০ হার্জের শব্দ
খ) ২৫,০০০ হার্জের শব্দ
গ) ১০ হার্জের শব্দ
ঘ) ৩০,০০০ হার্জের শব্দ
উত্তরঃ ক) ১০০০ হার্জের শব্দ

১৫. কুকুর কোন শব্দ শুনতে পারে?

ক) শ্রাব্য শব্দ
খ) অতিশব্দ
গ) শ্রুতিপূর্ব শব্দ
ঘ) উপশব্দ
উত্তরঃ খ) অতিশব্দ

১৬. শব্দদূষণ কাকে বলে?

ক) সুরেলা শব্দ
খ) অবাঞ্ছিত শব্দ
গ) শ্রাব্য শব্দ
ঘ) মৃদু শব্দ
উত্তরঃ খ) অবাঞ্ছিত শব্দ

১৭. শব্দ দূষণের প্রধান কারণ—

ক) বৃষ্টির শব্দ
খ) গাড়ির হর্ন
গ) নদীর শব্দ
ঘ) পাখির কাকলি
উত্তরঃ খ) গাড়ির হর্ন

১৮. শব্দ দূষণের একটি ক্ষতি—

ক) অনিদ্রা
খ) ক্ষুধা বৃদ্ধি
গ) জ্বর
ঘ) হালকা ঘুম
উত্তরঃ ক) অনিদ্রা

১৯. শব্দ শোনার পর তা মস্তিষ্কে পৌঁছায়—

ক) কানের পর্দা কাঁপিয়ে
খ) চক্ষু দ্বারা
গ) নাকের মাধ্যমে
ঘ) গলার মাধ্যমে
উত্তরঃ ক) কানের পর্দা কাঁপিয়ে

২০. শব্দ সঞ্চালিত হয় না—

ক) কঠিনে
খ) তরলে
গ) শূন্যে
ঘ) বায়ুতে
উত্তরঃ গ) শূন্যে

২১. শব্দ সৃষ্টি করতে হলে কী দরকার?

ক) আলো
খ) গরম বস্তু
গ) কম্পন
ঘ) ধাতব বস্তু
উত্তরঃ গ) কম্পন

২২. শব্দ সঞ্চালনের জন্য নিচের কোনটি প্রয়োজন?

ক) মাধ্যম
খ) আলো
গ) বিদ্যুৎ
ঘ) ছায়া
উত্তরঃ ক) মাধ্যম

২৩. শ্রাব্য কম্পাঙ্কের নিচে কোন শব্দ পড়ে?

ক) সুরেলা শব্দ
খ) শ্রুতিপূর্ব শব্দ
গ) নয়েজ
ঘ) শ্রুতি-উত্তর শব্দ
উত্তরঃ খ) শ্রুতিপূর্ব শব্দ

২৪. শব্দের ঢেউ সঞ্চালিত হয়—

ক) জলের মতো
খ) স্প্রিংয়ের মতো
গ) বিদ্যুতের মতো
ঘ) আলো রশ্মির মতো
উত্তরঃ খ) স্প্রিংয়ের মতো

২৫. শ্রাব্য শব্দ শোনার জন্য আমাদের কানের কোন অংশ গুরুত্বপূর্ণ?

ক) অস্থি
খ) কানের পর্দা
গ) শ্রবণ স্নায়ু
ঘ) মস্তিষ্ক
উত্তরঃ খ) কানের পর্দা

২৬. শব্দদূষণ কিসের মাধ্যমে রোধ করা যায়?

ক) আলো
খ) সাইলেনসার
গ) ফ্যান
ঘ) রেডিয়ো
উত্তরঃ খ) সাইলেনসার

২৭. শব্দদূষণের ফলে কিসে সমস্যা হতে পারে?

ক) উচ্চ রক্তচাপ
খ) দাঁতের ব্যথা
গ) হজম সমস্যা
ঘ) চোখের সমস্যা
উত্তরঃ ক) উচ্চ রক্তচাপ

২৮. অতিরিক্ত শব্দ কী সৃষ্টি করে?

ক) শব্দদূষণ
খ) সুরেলা পরিবেশ
গ) প্রশান্তি
ঘ) স্বাস্থ্য ভালো রাখে
উত্তরঃ ক) শব্দদূষণ

২৯. আলট্রাসনোগ্রাম যন্ত্রে ব্যবহৃত শব্দ হলো—

ক) শ্রাব্য শব্দ
খ) অতিশব্দ
গ) নয়েজ
ঘ) কম কম্পাঙ্কের শব্দ
উত্তরঃ খ) অতিশব্দ

৩০. নিচের কোন যন্ত্রটি সুরেলা?

ক) গাড়ির হর্ন
খ) একতারা
গ) পেরেক ঠোকার যন্ত্র
ঘ) কুকুরের ঘেউঘেউ
উত্তরঃ খ) একতারা

৩১. সুরেলা শব্দের একটি বৈশিষ্ট্য—

ক) সুরহীন
খ) শুনতে ভাল লাগে
গ) বিরক্তিকর
ঘ) কষ্টদায়ক
উত্তরঃ খ) শুনতে ভাল লাগে

৩২. নয়েজ কেমন শব্দ?

ক) মধুর
খ) সুরেলা
গ) বিরক্তিকর
ঘ) প্রশান্তিকর
উত্তরঃ গ) বিরক্তিকর

৩৩. শব্দদূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে—

ক) বড় বড় দালান
খ) গাছপালা
গ) বালির বস্তা
ঘ) পানির পাত্র
উত্তরঃ খ) গাছপালা

৩৪. শব্দ কমানোর যন্ত্র কী?

ক) অ্যাম্পলিফায়ার
খ) সাইলেনসার
গ) স্পিকার
ঘ) রেডিয়ো
উত্তরঃ খ) সাইলেনসার

৩৫. নিচের কোনটি সুরেলা বাদ্যযন্ত্র?

ক) হারমোনিয়াম
খ) রিকশার বেল
গ) কুকুরের ঘেউঘেউ
ঘ) মেশিনের শব্দ
উত্তরঃ ক) হারমোনিয়াম

৩৬. শব্দের উৎস কী?

ক) আলো
খ) জলীয়বাষ্প
গ) কম্পনশীল বস্তু
ঘ) বিদ্যুৎ
উত্তরঃ গ) কম্পনশীল বস্তু

৩৭. কুকুর কোন শব্দ শুনতে পারে?

ক) ১০ হার্জ
খ) ২৫,০০০ হার্জ
গ) ৫ হার্জ
ঘ) ৩০ হার্জ
উত্তরঃ খ) ২৫,০০০ হার্জ

৩৮. শব্দ শুনে কাকে চেনা যায়?

ক) চোখ
খ) কণ্ঠস্বর
গ) গতি
ঘ) চুল
উত্তরঃ খ) কণ্ঠস্বর

৩৯. কানে শব্দ প্রবেশের পর প্রথমে কোথায় যায়?

ক) মস্তিষ্ক
খ) কানের পর্দা
গ) হৃদপিণ্ড
ঘ) চোখ
উত্তরঃ খ) কানের পর্দা

৪০. বাঁশির সুর কিসের মাধ্যমে তৈরি হয়?

ক) বাতাসের কম্পন
খ) জলের কম্পন
গ) তারের কম্পন
ঘ) রশ্মির কম্পন
উত্তরঃ ক) বাতাসের কম্পন

৪১. কানে শব্দ প্রবেশের পথ—

ক) ছিদ্রপথ
খ) নাকের পথ
গ) মুখ
ঘ) গলার নিচ
উত্তরঃ ক) ছিদ্রপথ

৪২. শব্দ তৈরি হয়—

ক) তরল বস্তু থেকে
খ) কম্পনশীল বস্তু থেকে
গ) আলোর প্রতিফলনে
ঘ) স্রোতের কারণে
উত্তরঃ খ) কম্পনশীল বস্তু থেকে

৪৩. শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে?

ক) কঠিন
খ) বায়ু
গ) তরল
ঘ) আলো
উত্তরঃ ক) কঠিন

৪৪. শব্দের উদাহরণ নয়—

ক) আলো
খ) গাড়ির হর্ন
গ) পাখির ডাক
ঘ) হারমোনিয়ামের সুর
উত্তরঃ ক) আলো

৪৫. শব্দ সঞ্চালনের একটি মাধ্যম—

ক) বায়ু
খ) আলো
গ) ছায়া
ঘ) গ্যাস
উত্তরঃ ক) বায়ু

৪৬. শব্দ শুনতে না পারার একটি কারণ—

ক) কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়া
খ) চোখের ব্যথা
গ) মাথা ব্যথা
ঘ) দাঁতের সমস্যা
উত্তরঃ ক) কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়া

৪৭. শব্দ দূষণের নিয়ন্ত্রণ কোথায় জরুরি?

ক) বাজারে
খ) আবাসিক এলাকায়
গ) নদীর তীরে
ঘ) খেলার মাঠে
উত্তরঃ খ) আবাসিক এলাকায়

৪৮. শব্দে যে আন্দোলন হয়—

ক) ঢেউ
খ) জোয়ার
গ) তড়িৎ প্রবাহ
ঘ) তরল স্রোত
উত্তরঃ ক) ঢেউ

৪৯. শব্দ কম্পাঙ্ক নির্ধারণ করে—

ক) প্রতি সেকেন্ডে কম্পনের সংখ্যা
খ) বাতাসের চাপ
গ) আলোর তীব্রতা
ঘ) তাপমাত্রা
উত্তরঃ ক) প্রতি সেকেন্ডে কম্পনের সংখ্যা

৫০. শব্দ আমাদের কানে পৌঁছায়—

ক) মাধ্যম দিয়ে
খ) আলো দিয়ে
গ) তাপ দিয়ে
ঘ) বিদ্যুৎ দিয়ে
উত্তরঃ ক) মাধ্যম দিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *