৭ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় বহুনির্বাচনী
১। শব্দ কিসের মাধ্যমে আমরা শুনতে পাই?
ক) চোখ
খ) কান
গ) নাক
ঘ) ত্বক
উত্তরঃ খ) কান
২। গাড়ির হর্নের শব্দ কেমন ধরনের শব্দ?
ক) শ্রুতিমধুর
খ) সুরযুক্ত
গ) সুরহীন ও বিরক্তিকর
ঘ) মধুর
উত্তরঃ গ) সুরহীন ও বিরক্তিকর
৩। বাঁশির সুর কেমন ধরনের শব্দ?
ক) গোলমেলে শব্দ
খ) সুরযুক্ত শব্দ
গ) বিরক্তিকর শব্দ
ঘ) সুরহীন শব্দ
উত্তরঃ খ) সুরযুক্ত শব্দ
৪। শব্দ কিসে উৎপন্ন হয়?
ক) আলো
খ) বায়ু
গ) কম্পন
ঘ) গতি
উত্তরঃ গ) কম্পন
৫। কোনো বস্তুর কম্পনের ফলে কী সৃষ্টি হয়?
ক) আলো
খ) শব্দ
গ) তাপ
ঘ) শক্তি
উত্তরঃ খ) শব্দ
৬। যে কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে তাকে কী বলা হয়?
ক) উৎস
খ) কেন্দ্র
গ) ধ্বনি
ঘ) প্রতিধ্বনি
উত্তরঃ ক) উৎস
৭। ঘণ্টা বাজালে কী অনুভূত হয়?
ক) আলো বের হয়
খ) তাপ বের হয়
গ) ঘণ্টা কাঁপে
ঘ) কোনো পরিবর্তন হয় না
উত্তরঃ গ) ঘণ্টা কাঁপে
৮। শব্দের সঞ্চালন কীভাবে ঘটে?
ক) আলো দ্বারা
খ) ঢেউয়ের মাধ্যমে
গ) তাপ দ্বারা
ঘ) চাপ দ্বারা
উত্তরঃ খ) ঢেউয়ের মাধ্যমে
৯। শব্দ কোনটির মাধ্যমে সঞ্চালিত হয় না?
ক) বায়ু
খ) জল
গ) কঠিন পদার্থ
ঘ) শূন্যস্থান
উত্তরঃ ঘ) শূন্যস্থান
১০। শব্দ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়—
ক) বায়ুতে
খ) জলে
গ) কঠিনে
ঘ) শূন্যস্থানে
উত্তরঃ গ) কঠিনে
১১। বাদ্যযন্ত্রের তার কম্পিত হলে চারপাশের কোন কণাগুলো কম্পিত হয়?
ক) জলের কণা
খ) বায়ুর কণা
গ) আলো
ঘ) ধুলো
উত্তরঃ খ) বায়ুর কণা
১২। কোনো মাধ্যমে কণার কম্পনের ফলে যে আন্দোলন চলে তাকে কী বলে?
ক) শক্তি
খ) ঢেউ
গ) তাপ
ঘ) গতি
উত্তরঃ খ) ঢেউ
১৩। স্প্রিং-এ সংকোচন ও প্রসারণ হলে কী ঘটে?
ক) আলো বের হয়
খ) শব্দ সঞ্চালিত হয়
গ) তাপ উৎপন্ন হয়
ঘ) বিদ্যুৎ উৎপন্ন হয়
উত্তরঃ খ) শব্দ সঞ্চালিত হয়
১৪। শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কী বলে?
ক) শব্দ কম্পন
খ) শব্দ সঞ্চালন
গ) শব্দ প্রতিফলন
ঘ) শব্দ শক্তি
উত্তরঃ খ) শব্দ সঞ্চালন
১৫। শব্দের সঞ্চালনের জন্য কী প্রয়োজন?
ক) আলো
খ) গতি
গ) মাধ্যম
ঘ) তাপ
উত্তরঃ গ) মাধ্যম
১৬। শব্দের বেগ সর্বনিম্ন হয়—
ক) বায়ুতে
খ) জলে
গ) কঠিনে
ঘ) ধাতুতে
উত্তরঃ ক) বায়ুতে
১৭। কঠিনে শব্দের সঞ্চালন কেমন?
ক) দুর্বল
খ) দ্রুত ও ভালোভাবে
গ) ধীর
ঘ) অনিয়মিত
উত্তরঃ খ) দ্রুত ও ভালোভাবে
১৮। বায়ুর চেয়ে শব্দ দ্রুত চলে কোথায়?
ক) আলোতে
খ) জলে
গ) শূন্যস্থানে
ঘ) গ্যাসে
উত্তরঃ খ) জলে
১৯। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ কেমন?
ক) সর্বত্র সমান
খ) শূন্যস্থানে সর্বাধিক
গ) বিভিন্ন রকম
ঘ) কেবল তরল মাধ্যমে সমান
উত্তরঃ গ) বিভিন্ন রকম
২০। শব্দ এক প্রকার—
ক) আলো
খ) শক্তি
গ) তাপ
ঘ) গতি
উত্তরঃ খ) শক্তি
২১। কানের বাইরের অংশের আকৃতি কিসের মতো?
ক) গোলাকার
খ) ত্রিভুজ
গ) চুঙ্গি বা ফানেল
ঘ) বৃত্তাকার
উত্তরঃ গ) চুঙ্গি বা ফানেল
২২। কানের পর্দার কাজ কী?
ক) আলো প্রতিফলন করা
খ) শব্দের কম্পন কানের ভেতরে পৌঁছানো
গ) গন্ধ ছড়ানো
ঘ) মস্তিষ্কে আলো পাঠানো
উত্তরঃ খ) শব্দের কম্পন কানের ভেতরে পৌঁছানো
২৩। আমরা কীভাবে শব্দ শুনতে পাই?
ক) চোখ দিয়ে
খ) কান দিয়ে
গ) ত্বক দিয়ে
ঘ) নাক দিয়ে
উত্তরঃ খ) কান দিয়ে
২৪। মানুষের জন্য শ্রাব্যতার সীমা কত?
ক) ১০ হার্জ – ১০০০ হার্জ
খ) ১ হার্জ – ১০ হার্জ
গ) ২০ হার্জ – ২০,০০০ হার্জ
ঘ) ২০০০ হার্জ – ২০,০০০ হার্জ
উত্তরঃ গ) ২০ হার্জ – ২০,০০০ হার্জ
২৫। প্রতি সেকেন্ডে ২০টির কম কম্পনের শব্দকে কী বলা হয়?
ক) শ্রুতি-উত্তর শব্দ
খ) শ্রুতিপূর্ব শব্দ
গ) শ্রাব্য শব্দ
ঘ) সুরেলা শব্দ
উত্তরঃ খ) শ্রুতিপূর্ব শব্দ
২৬। প্রতি সেকেন্ডে ২০,০০০ কম্পনের বেশি শব্দকে কী বলা হয়?
ক) শ্রুতিপূর্ব শব্দ
খ) শ্রুতি-উত্তর শব্দ
গ) নয়েজ
ঘ) সুশ্রাব্য শব্দ
উত্তরঃ খ) শ্রুতি-উত্তর শব্দ
২৭। কম্পাঙ্ক প্রকাশের একক কী?
ক) ওয়াট
খ) হার্জ (Hertz)
গ) জুল
ঘ) নিউটন
উত্তরঃ খ) হার্জ (Hertz)
২৮। কোনো বস্তু সেকেন্ডে ২০ বার কাঁপলে তার কম্পাঙ্ক কত হবে?
ক) ২০০ হার্জ
খ) ২ হার্জ
গ) ২০ হার্জ
ঘ) ২০০০ হার্জ
উত্তরঃ গ) ২০ হার্জ
২৯। কুকুর সর্বোচ্চ কত ধরনের শব্দ শুনতে পায়?
ক) ২০ হার্জের নিচে
খ) ২০ হার্জ পর্যন্ত
গ) ২০,০০০ হার্জের বেশি
ঘ) ২০০ হার্জ
উত্তরঃ গ) ২০,০০০ হার্জের বেশি
৩০। আলট্রাসনোগ্রাম যন্ত্র কী ব্যবহার করে কাজ করে?
ক) ২০ হার্জের কম শব্দ
খ) ২০,০০০ হার্জের বেশি শব্দ
গ) দৃশ্যমান আলো
ঘ) গরম বাতাস
উত্তরঃ খ) ২০,০০০ হার্জের বেশি শব্দ
৩১। যে শব্দ শুনতে ভালো লাগে তাকে কী বলা হয়?
ক) নয়েজ
খ) শ্রুতিপূর্ব শব্দ
গ) সুশ্রাব্য বা সুরেলা শব্দ
ঘ) শ্রুতি-উত্তর শব্দ
উত্তরঃ গ) সুশ্রাব্য বা সুরেলা শব্দ
৩২। যে শব্দ বিরক্তিকর তাকে কী বলা হয়?
ক) নয়েজ
খ) সুরেলা শব্দ
গ) শ্রাব্য শব্দ
ঘ) কম্পাঙ্ক
উত্তরঃ ক) নয়েজ
৩৩। সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয় কিসের ফলে?
ক) অনিয়মিত কম্পন
খ) সুষম বা নিয়মিত কম্পন
গ) তীব্র আলো
ঘ) বাতাসের প্রবাহ
উত্তরঃ খ) সুষম বা নিয়মিত কম্পন
৩৪। নয়েজ উৎপন্ন হয় কিসের ফলে?
ক) সুষম কম্পন
খ) আলো প্রতিফলন
গ) অনিয়মিত বা বিশৃঙ্খল কম্পন
ঘ) তাপ সৃষ্টি
উত্তরঃ গ) অনিয়মিত বা বিশৃঙ্খল কম্পন
৩৫। নিম্নের কোনটি শব্দ দূষণের কারণ নয়?
ক) গাড়ির হর্ন
খ) মাইকের শব্দ
গ) বই পড়ার শব্দ
ঘ) নির্মাণ কাজের শব্দ
উত্তরঃ গ) বই পড়ার শব্দ
৩৬। শব্দ দূষণের প্রধান কারণ কোনটি?
ক) পানির শব্দ
খ) গাড়ির শব্দ ও মাইকের শব্দ
গ) মানুষের কথা বলা
ঘ) মৃদু সঙ্গীত
উত্তরঃ খ) গাড়ির শব্দ ও মাইকের শব্দ
৩৭। অতিরিক্ত শব্দের ফলে কোন সমস্যা হতে পারে?
ক) ক্ষুধা বৃদ্ধি
খ) অনিদ্রা ও মাথাব্যথা
গ) দৃষ্টি ক্ষতি
ঘ) শক্তি হ্রাস
উত্তরঃ খ) অনিদ্রা ও মাথাব্যথা
৩৮। দীর্ঘদিন অতিরিক্ত শব্দ শুনলে কী হতে পারে?
ক) শ্রবণশক্তি কমে যাওয়া
খ) দৃষ্টি শক্তি বৃদ্ধি
গ) ওজন কমে যাওয়া
ঘ) দাঁত নষ্ট হওয়া
উত্তরঃ ক) শ্রবণশক্তি কমে যাওয়া
৩৯। পানিতে অবাঞ্ছিত বস্তু থাকলে তাকে কী বলা হয়?
ক) পানিদূষণ
খ) বায়ুদূষণ
গ) শব্দদূষণ
ঘ) জলাভূমি
উত্তরঃ ক) পানিদূষণ
৪০। পরিবেশে অতিরিক্ত শব্দ থাকলে তাকে কী বলা হয়?
ক) পানিদূষণ
খ) বায়ুদূষণ
গ) শব্দদূষণ
ঘ) সুরেলা শব্দ
উত্তরঃ গ) শব্দদূষণ
৪১। শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রধান উপায় কী?
ক) শব্দের তীব্রতা বাড়ানো
খ) শব্দের উৎস নিয়ন্ত্রণ করা
গ) শব্দের গতি বাড়ানো
ঘ) যন্ত্রপাতি নষ্ট করা
উত্তরঃ খ) শব্দের উৎস নিয়ন্ত্রণ করা
৪২। আবাসিক এলাকায় কোনটি রাখা যাবে না?
ক) স্কুল
খ) বাজার
গ) কলকারখানা
ঘ) পার্ক
উত্তরঃ গ) কলকারখানা
৪৩। যানবাহনে শব্দদূষণ কমাতে কী করতে হবে?
ক) বেশি হর্ন বাজাতে হবে
খ) সাইলেনসার ব্যবহার করতে হবে
গ) দ্রুত চালাতে হবে
ঘ) লাইট ব্যবহার করতে হবে
উত্তরঃ খ) সাইলেনসার ব্যবহার করতে হবে
৪৪। রেডিও, টেলিভিশন ও বাদ্যযন্ত্র কেমনভাবে বাজাতে হবে?
ক) উচ্চ শব্দে
খ) আস্তে
গ) যত খুশি
ঘ) বাইরে গিয়ে
উত্তরঃ খ) আস্তে
৪৫। ঘরবাড়ির চারদিকে গাছ লাগালে কী উপকার হয়?
ক) বিদ্যুৎ সাশ্রয় হয়
খ) শব্দ কম পৌঁছায়
গ) ঘর শীতল হয়
ঘ) বায়ু চলাচল বাড়ে
উত্তরঃ খ) শব্দ কম পৌঁছায়
৪৬। সাইলেনসারের কাজ কী?
ক) শব্দকে বাড়ানো
খ) শব্দকে বাইরে যেতে না দেওয়া
গ) যন্ত্রকে ঠান্ডা রাখা
ঘ) বাতাসকে শুদ্ধ করা
উত্তরঃ খ) শব্দকে বাইরে যেতে না দেওয়া
৪৭। বাঁশির ভেতর কোন কারণে সুর সৃষ্টি হয়?
ক) তারের কম্পন
খ) বায়ুর কম্পন
গ) ধাতুর আঘাত
ঘ) হাতের নাড়া
উত্তরঃ খ) বায়ুর কম্পন
৪৮। একতারা ও দোতারায় সুর সৃষ্টি হয় কীভাবে?
ক) বায়ুর কম্পনে
খ) তারের কম্পনে
গ) ধাতব বাটির আঘাতে
ঘ) হাতুড়ির আঘাতে
উত্তরঃ খ) তারের কম্পনে
৪৯। সাইকেলের বেল কীভাবে শব্দ তৈরি করে?
ক) বায়ুর কম্পনে
খ) তারের কম্পনে
গ) ধাতব বাটির কম্পনে
ঘ) হাতুড়ির কম্পনে
উত্তরঃ গ) ধাতব বাটির কম্পনে
৫০। নিচের কোনটি বেসুরো যন্ত্র?
ক) বাঁশি
খ) সেতার
গ) গাড়ির হর্ন
ঘ) হারমোনিয়াম
উত্তরঃ গ) গাড়ির হর্ন