Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ | বহুনির্বাচনী

৭ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ | বহুনির্বাচনী

আমাদের চার পাশে সবসময়ই কোনো না কোনো পদার্থ দেখতে পাই। যেমন বই-খাতা, চেয়ার, টেবিল, পানি, বাতাস, ইত্যাদি। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ | বহুনির্বাচনী দেওয়া হলো।

৭ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ

১। পদার্থের ভিন্নতার প্রধান কারণ কী?

ক) ওজন
খ) রং
গ) উপাদান
ঘ) আকার
উত্তরঃ গ) উপাদান

২। নিচের কোনটি মৌলিক পদার্থ?

ক) লবণ
খ) পানি
গ) লোহা
ঘ) চিনি
উত্তরঃ গ) লোহা

৩। চিনি গঠিত হয়েছে কোন মৌলিক পদার্থগুলো দিয়ে?

ক) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন
খ) লোহা, তামা
গ) হাইড্রোজেন, নাইট্রোজেন
ঘ) সোডিয়াম, ক্লোরিন
উত্তরঃ ক) কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন

৪। মৌলিক পদার্থ কাকে বলে?

ক) যা গ্যাসীয় পদার্থ
খ) যা পানি দিয়ে গঠিত
গ) যা একটি মাত্র উপাদান দিয়ে তৈরি
ঘ) যা দুইটি উপাদান দিয়ে গঠিত
উত্তরঃ গ) যা একটি মাত্র উপাদান দিয়ে তৈরি

৫। নিচের কোনটি যৌগিক পদার্থ?

ক) হাইড্রোজেন
খ) তামা
গ) অক্সিজেন
ঘ) লবণ
উত্তরঃ ঘ) লবণ

৬। নিচের কোনটি মিশ্র পদার্থ?

ক) লোহা
খ) চিনি
গ) বায়ু
ঘ) হাইড্রোজেন
উত্তরঃ গ) বায়ু

৭। লোহার মরিচা গঠিত হয় কোন যৌগ দ্বারা?

ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) লৌহ সালফেট
গ) আয়রন অক্সাইড
ঘ) নাইট্রিক অক্সাইড
উত্তরঃ গ) আয়রন অক্সাইড

৮। মিশ্র পদার্থে কয়টি উপাদান থাকে?

ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) একাধিক
উত্তরঃ ঘ) একাধিক

৯। নিচের কোনটি গ্যাসীয় মৌল?

ক) লোহার রড
খ) অক্সিজেন
গ) ব্রোমিন
ঘ) পানি
উত্তরঃ খ) অক্সিজেন

১০। অক্সিজেনের সংকেত কী?

ক) O
খ) O₂
গ) Ox
ঘ) Oz
উত্তরঃ খ) O₂

১১। পরমাণুর ধারণা প্রথম দেন কে?

ক) অ্যারিস্টটল
খ) ডেমক্রিটাস
গ) প্লেটো
ঘ) ডাল্টন
উত্তরঃ খ) ডেমক্রিটাস

১২। ডেমক্রিটাস কোন শব্দ থেকে “পরমাণু” শব্দটি নেন?

ক) Atomos
খ) Atmos
গ) Atomic
ঘ) Autemos
উত্তরঃ ক) Atomos

১৩। ডাল্টন কোন সালে পরমাণুবাদ দেন?

ক) 1600
খ) 1700
গ) 1803
ঘ) 1900
উত্তরঃ গ) 1803

১৪। পরমাণু সাধারণত কিভাবে অবস্থান করে?

ক) একা
খ) বিক্রিয়াশীলভাবে
গ) জলে
ঘ) অণু গঠনের মাধ্যমে
উত্তরঃ ঘ) অণু গঠনের মাধ্যমে

১৫। পানির সংকেত কী?

ক) H₂O₂
খ) OH₂
গ) H₂O
ঘ) H₂
উত্তরঃ গ) H₂O

১৬। অক্সিজেনের একটি অণু গঠিত হয় কটি পরমাণু দিয়ে?

ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তরঃ খ) ২

১৭। কতটি মৌলিক পদার্থ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে?

ক) ১০৮
খ) ১১২
গ) ১১৮
ঘ) ১২৮
উত্তরঃ গ) ১১৮

১৮। মৌলের প্রতীক লেখার সময় প্রথম অক্ষর কেমন হয়?

ক) ছোট হাতের
খ) বড় হাতের
গ) যেকোনো অক্ষর
ঘ) গ্রীক অক্ষর
উত্তরঃ খ) বড় হাতের

১৯। নিচের কোনটি কৃত্রিম মৌলিক পদার্থ?

ক) হাইড্রোজেন
খ) তামা
গ) আয়রন
ঘ) ২০টি মৌল
উত্তরঃ ঘ) ২০টি মৌল

২০। মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয়?

ক) অণু
খ) পরমাণু
গ) সংকেত
ঘ) গ্যাস
উত্তরঃ খ) পরমাণু

২১। নিচের কোনটি মৌলিক গ্যাস?

ক) পানি
খ) অক্সিজেন
গ) লবণ
ঘ) চিনি
উত্তরঃ খ) অক্সিজেন

২২। পানি গঠিত হয় কয়টি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে?

ক) ১ হাইড্রোজেন, ১ অক্সিজেন
খ) ২ হাইড্রোজেন, ১ অক্সিজেন
গ) ২ হাইড্রোজেন, ২ অক্সিজেন
ঘ) ১ হাইড্রোজেন, ২ অক্সিজেন
উত্তরঃ খ) ২ হাইড্রোজেন, ১ অক্সিজেন

২৩। নিচের কোনটি মৌলের প্রতীক “Fe”?

ক) তামা
খ) লোহা
গ) দস্তা
ঘ) হাইড্রোজেন
উত্তরঃ খ) লোহা

২৪। নাইট্রোজেনের সংকেত কী?

ক) N
খ) N₂
গ) NO₂
ঘ) Ni
উত্তরঃ খ) N₂

২৫। অক্সিজেন গঠিত হয় কয়টি পরমাণু দিয়ে?

ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তরঃ খ) ২

২৬। ব্রোমিন কোন ধরনের পদার্থ?

ক) মৌলিক তরল
খ) যৌগিক গ্যাস
গ) মৌলিক গ্যাস
ঘ) যৌগিক কঠিন
উত্তরঃ ক) মৌলিক তরল

২৭। অণুর সংকেত লেখার সময় সংখ্যা কোথায় বসে?

ক) প্রতীকের আগে
খ) প্রতীকের নিচে
গ) প্রতীকের পাশে
ঘ) প্রতীকের উপরে
উত্তরঃ খ) প্রতীকের নিচে

২৮। নিচের কোনটি গ্যাসীয় মৌল নয়?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) আয়োডিন
ঘ) হাইড্রোজেন
উত্তরঃ গ) আয়োডিন

২৯। ক্লোরিনের অণুর সংকেত কী?

ক) Cl
খ) Cl₂
গ) C₂
ঘ) C₁
উত্তরঃ খ) Cl₂

৩০। নিচের কোনটি পরমাণু না?

ক) H
খ) O
গ) H₂O
ঘ) N
উত্তরঃ গ) H₂O

৩১। নিচের কোন মৌলের প্রতীক Li?

ক) লিথিয়াম
খ) লোহা
গ) লিড
ঘ) ল্যান্থানাম
উত্তরঃ ক) লিথিয়াম

৩২। কার্বনের প্রতীক কী?

ক) Ca
খ) Cn
গ) Cr
ঘ) C
উত্তরঃ ঘ) C

৩৩। পরমাণু কী অবস্থায় থাকতে পারে না?

ক) তরল
খ) কঠিন
গ) গ্যাস
ঘ) স্বাধীন
উত্তরঃ ঘ) স্বাধীন

৩৪। দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে কী গঠন করে?

ক) নাইট্রোজেন
খ) পানি
গ) গ্লুকোজ
ঘ) বাষ্প
উত্তরঃ খ) পানি

৩৫। একটি অণুর সবচেয়ে ছোট অংশ কোনটি?

ক) পরমাণু
খ) আয়ন
গ) গ্যাস
ঘ) যৌগ
উত্তরঃ ক) পরমাণু

৩৬। মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থে সবচেয়ে ক্ষুদ্র অংশের পার্থক্য কী?

ক) গঠন ও প্রতীক
খ) গঠন ও ধর্ম
গ) ধর্ম ও ব্যবহার
ঘ) প্রতীক ও সংকেত
উত্তরঃ খ) গঠন ও ধর্ম

৩৭। নিচের কোনটি দুটি মৌলিক উপাদানে গঠিত?

ক) অক্সিজেন
খ) পানি
গ) তামা
ঘ) লোহা
উত্তরঃ খ) পানি

৩৮। ফ্লোরিনের অণুর সংকেত কী?

ক) F
খ) F₂
গ) Fl
ঘ) F₁
উত্তরঃ খ) F₂

৩৯। কোন মৌলটির ল্যাটিন নাম Ferrum?

ক) হাইড্রোজেন
খ) তামা
গ) লোহা
ঘ) নাইট্রোজেন
উত্তরঃ গ) লোহা

৪০। মিশ্র পদার্থে মৌল ও যৌগ থাকে —

ক) একে অপরের সাথে সংযুক্ত হয়ে
খ) পৃথকভাবে
গ) বিক্রিয়াশীল অবস্থায়
ঘ) অনুপাতে মিশে
উত্তরঃ খ) পৃথকভাবে

৪১। ডাল্টনের মতে পরমাণু কেমন?

ক) পরিবর্তনযোগ্য
খ) ধ্বংসযোগ্য
গ) অবিভাজ্য
ঘ) আকারহীন
উত্তরঃ গ) অবিভাজ্য

৪২। অক্সিজেন ও হাইড্রোজেনের পরমাণুর অনুপাত কী?

ক) 1:1
খ) 1:2
গ) 2:1
ঘ) 2:2
উত্তরঃ গ) 2:1

৪৩। অণুর সংকেত থেকে আমরা কী জানতে পারি?

ক) অণুর গঠন ও মৌলিক উপাদান
খ) অণুর রং
গ) অণুর ব্যবহার
ঘ) অণুর নাম
উত্তরঃ ক) অণুর গঠন ও মৌলিক উপাদান

৪৪। নিচের কোন মৌলটি দুই অক্ষরে লেখা হয়?

ক) লিথিয়াম
খ) কার্বন
গ) বোরন
ঘ) নাইট্রোজেন
উত্তরঃ ক) লিথিয়াম (Li)

৪৫। H₂O সংকেতে ২টি পরমাণু কোন মৌলের?

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) ক্লোরিন
ঘ) নাইট্রোজেন
উত্তরঃ খ) হাইড্রোজেন

৪৬। কোন মৌলটির প্রতীক Be?

ক) বেরিলিয়াম
খ) বোরন
গ) ব্রোমিন
ঘ) বিইটা
উত্তরঃ ক) বেরিলিয়াম

৪৭। অ্যারিস্টটলের মতে পদার্থ কেমন?

ক) ভাঙার সীমা নেই
খ) অবিভাজ্য
গ) কঠিন
ঘ) হালকা
উত্তরঃ ক) ভাঙার সীমা নেই

৪৮। পরমাণু থেকে অণু তৈরি হয় কিভাবে?

ক) ছিদ্র করে
খ) গলিয়ে
গ) একাধিক পরমাণু যুক্ত হয়ে
ঘ) বাষ্পে রূপান্তর করে
উত্তরঃ গ) একাধিক পরমাণু যুক্ত হয়ে

৪৯। NaCl এর সঠিক নাম কী?

ক) সোডিয়াম সালফেট
খ) সোডিয়াম ক্লোরাইড
গ) সোডিয়াম নাইট্রেট
ঘ) সোডিয়াম ফসফেট
উত্তরঃ খ) সোডিয়াম ক্লোরাইড

৫০। CaO যৌগটি কোন মৌলগুলো দিয়ে গঠিত?

ক) ক্যালসিয়াম ও অক্সিজেন
খ) কার্বন ও অক্সিজেন
গ) ক্যালসিয়াম ও ক্লোরিন
ঘ) ক্যালসিয়াম ও ফসফেট
উত্তরঃ ক) ক্যালসিয়াম ও অক্সিজেন

৫১। KI এর নাম কী?

ক) পটাশিয়াম আয়োডাইড
খ) পটাশিয়াম ক্লোরাইড
গ) পটাশিয়াম অক্সাইড
ঘ) পটাশিয়াম নাইট্রেট
উত্তরঃ ক) পটাশিয়াম আয়োডাইড

৫২। SO₂ এর নাম কী?

ক) সালফার ট্রাইঅক্সাইড
খ) সালফার মনোঅক্সাইড
গ) সালফার ডাইঅক্সাইড
ঘ) সালফার ক্লোরাইড
উত্তরঃ গ) সালফার ডাইঅক্সাইড

৫৩। CO₂ যৌগটি গঠিত হয় কোন মৌল দিয়ে?

ক) কার্বন ও ক্লোরিন
খ) হাইড্রোজেন ও অক্সিজেন
গ) কার্বন ও অক্সিজেন
ঘ) সালফার ও অক্সিজেন
উত্তরঃ গ) কার্বন ও অক্সিজেন

৫৪। CaSO₄ এর নাম কী?

ক) ক্যালসিয়াম সালফেট
খ) ক্যালসিয়াম সালফাইট
গ) ক্যালসিয়াম অক্সাইড
ঘ) ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ক) ক্যালসিয়াম সালফেট

৫৫। CaSO₃ যৌগের নাম কী?

ক) ক্যালসিয়াম সালফেট
খ) ক্যালসিয়াম সালফাইট
গ) ক্যালসিয়াম নাইট্রেট
ঘ) ক্যালসিয়াম ফসফেট
উত্তরঃ খ) ক্যালসিয়াম সালফাইট

৫৬। KNO₂ এর নাম কী?

ক) পটাশিয়াম সালফেট
খ) পটাশিয়াম নাইট্রেট
গ) পটাশিয়াম নাইট্রাইট
ঘ) পটাশিয়াম কার্বনেট
উত্তরঃ গ) পটাশিয়াম নাইট্রাইট

৫৭। KNO₃ যৌগটির নাম কী?

ক) পটাশিয়াম সালফেট
খ) পটাশিয়াম নাইট্রেট
গ) পটাশিয়াম নাইট্রাইট
ঘ) পটাশিয়াম ক্লোরাইড
উত্তরঃ খ) পটাশিয়াম নাইট্রেট

৫৮। Na₂CO₃ যৌগটি কোন মৌল ও পরমাণুগুচ্ছ দিয়ে গঠিত?

ক) সোডিয়াম ও অক্সিজেন
খ) সোডিয়াম ও কার্বনেট
গ) কার্বন ও ফসফেট
ঘ) সোডিয়াম ও ফসফেট
উত্তরঃ খ) সোডিয়াম ও কার্বনেট

৫৯। AlPO₄ এর নাম কী?

ক) অ্যালুমিনিয়াম সালফেট
খ) অ্যালুমিনিয়াম নাইট্রেট
গ) অ্যালুমিনিয়াম ফসফেট
ঘ) অ্যালুমিনিয়াম কার্বনেট
উত্তরঃ গ) অ্যালুমিনিয়াম ফসফেট

৬০। কোন যৌগটির নামের শেষে “আইড” থাকে?

ক) NaCl
খ) CaSO₄
গ) H₂O
ঘ) CO₂
উত্তরঃ ক) NaCl

৬১। কোন যৌগের নামের শেষে সাধারণত “আইট” থাকে?

ক) CaSO₄
খ) KNO₃
গ) CaSO₃
ঘ) CO₂
উত্তরঃ গ) CaSO₃

৬২। কোন যৌগটি ধাতু ও পরমাণুগুচ্ছ ফসফেট দিয়ে গঠিত?

ক) AlPO₄
খ) NaCl
গ) CO₂
ঘ) CaO
উত্তরঃ ক) AlPO₄

৬৩। Na₂CO₃ এর নাম কী?

ক) সোডিয়াম সালফেট
খ) সোডিয়াম ফসফেট
গ) সোডিয়াম কার্বনেট
ঘ) সোডিয়াম অক্সাইড
উত্তরঃ গ) সোডিয়াম কার্বনেট

৬৩। পরমাণু দেখতে কেমন?

ক) খুব বড়
খ) মাঝারি আকারের
গ) খালি চোখে দেখা যায়
ঘ) খুব ছোট
উত্তরঃ ঘ) খুব ছোট

৬৪। কোন যন্ত্রের সাহায্যে পরমাণু দেখা যায়?

ক) সাধারণ মাইক্রোস্কোপ
খ) টেলিস্কোপ
গ) ইলেকট্রন মাইক্রোস্কোপ
ঘ) চোখের লেন্স
উত্তরঃ গ) ইলেকট্রন মাইক্রোস্কোপ

৬৫। পরমাণুকে ভাঙলে সাধারণত কয়টি কণা পাওয়া যায়?

ক) ২টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ১টি
উত্তরঃ গ) ৩টি

৬৬। নিচের কোনটি পরমাণুর একটি কণা নয়?

ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ফটন
ঘ) ইলেকট্রন
উত্তরঃ গ) ফটন

৬৭। হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কোনটি থাকে না?

ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) পরমাণু
উত্তরঃ খ) নিউট্রন

৬৮। অক্সিজেন পরমাণুতে কয়টি প্রোটন থাকে?

ক) ৬টি
খ) ৮টি
গ) ২টি
ঘ) ৪টি
উত্তরঃ খ) ৮টি

৬৯। হিলিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে—

ক) ২টি প্রোটন ও ২টি নিউট্রন
খ) ১টি প্রোটন ও ১টি নিউট্রন
গ) ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন
ঘ) কেবল ২টি ইলেকট্রন
উত্তরঃ ক) ২টি প্রোটন ও ২টি নিউট্রন

৭০। পরমাণুর চারপাশে কক্ষপথে কোন কণাটি ঘোরে?

ক) নিউট্রন
খ) প্রোটন
গ) ইলেকট্রন
ঘ) নিউক্লিয়াস
উত্তরঃ গ) ইলেকট্রন

৭১। নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে?

ক) শুধু ইলেকট্রন
খ) শুধু নিউট্রন
গ) প্রোটন ও নিউট্রন
ঘ) কেবল প্রোটন
উত্তরঃ গ) প্রোটন ও নিউট্রন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *