৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

আমরা যে খাদ্য গ্রহণ করি তাদের অধিকাংশই জটিল খাদ্য। এই জটিল খাদ্যদ্রব্যকে আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ | বহুনির্বাচনী | পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র দেওয়া হল।

৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১. পরিপাকের প্রধান উদ্দেশ্য কী?

ক) খাদ্যকে জটিল করা
খ) খাদ্যকে শোষণযোগ্য করা
গ) খাদ্যের স্বাদ বৃদ্ধি
ঘ) খাদ্য সংরক্ষণ
উত্তর: খ) খাদ্যকে শোষণযোগ্য করা

২. লালার প্রধান কাজ কী?

ক) খাদ্য পিচ্ছিল করা
খ) খাদ্য ঠান্ডা করা
গ) খাদ্য সংরক্ষণ
ঘ) খাদ্যের রং পরিবর্তন
উত্তর: ক) খাদ্য পিচ্ছিল করা

৩. লালায় কোন এনজাইম থাকে?

ক) পেপসিন
খ) টায়ালিন
গ) ট্রিপসিন
ঘ) লাইপেজ
উত্তর: খ) টায়ালিন

৪. টায়ালিন এনজাইম কোন খাদ্য উপাদান ভাঙে?

ক) আমিষ
খ) শ্বেতসার
গ) স্নেহ পদার্থ
ঘ) ভিটামিন
উত্তর: খ) শ্বেতসার

৫. মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কত?

ক) ২০টি
খ) ২৮টি
গ) ৩২টি
ঘ) ৩৬টি
উত্তর: গ) ৩২টি

৬. পাকস্থলিতে কোন অ্যাসিড নিঃসৃত হয়?

ক) সাইট্রিক অ্যাসিড
খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
গ) সালফিউরিক অ্যাসিড
ঘ) নাইট্রিক অ্যাসিড
উত্তর: খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড

৭. ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশের নাম কী?

ক) জেজুনাম
খ) ইলিয়াম
গ) ডিওডেনাম
ঘ) সিকাম
উত্তর: গ) ডিওডেনাম

৮. খাদ্য শোষণের প্রধান স্থান কোথায়?

ক) পাকস্থলি
খ) ক্ষুদ্রান্ত্র
গ) বৃহদন্ত্র
ঘ) অন্ননালি
উত্তর: খ) ক্ষুদ্রান্ত্র

৯. ভিলাই (Villi) কোথায় থাকে?

ক) পাকস্থলিতে
খ) ক্ষুদ্রান্ত্রে
গ) বৃহদন্ত্রে
ঘ) অন্ননালিতে
উত্তর: খ) ক্ষুদ্রান্ত্রে

১০. বৃহদন্ত্রের প্রধান কাজ কী?

ক) খাদ্য পরিপাক
খ) পানি শোষণ
গ) এনজাইম উৎপাদন
ঘ) অ্যাসিড নিঃসরণ
উত্তর: খ) পানি শোষণ

১১. দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

ক) অগ্ন্যাশয়
খ) যকৃৎ
গ) লালাগ্রন্থি
ঘ) পিত্তথলি
উত্তর: খ) যকৃৎ

১২. পিত্তরস কোথায় জমা থাকে?

ক) যকৃৎ
খ) পিত্তথলি
গ) অগ্ন্যাশয়
ঘ) পাকস্থলি
উত্তর: খ) পিত্তথলি

১৩. পিত্তরসের প্রধান কাজ কী?

ক) শর্করা ভাঙা
খ) স্নেহ পদার্থ ভাঙা
গ) আমিষ ভাঙা
ঘ) ভিটামিন শোষণ
উত্তর: খ) স্নেহ পদার্থ ভাঙা

১৪. অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় কোন রস?

ক) লালা
খ) পিত্তরস
গ) অগ্ন্যাশয় রস
ঘ) গ্যাস্ট্রিক রস
উত্তর: গ) অগ্ন্যাশয় রস

১৫. ট্রিপসিন এনজাইম কোন খাদ্য উপাদান ভাঙে?

ক) শ্বেতসার
খ) আমিষ
গ) স্নেহ পদার্থ
ঘ) শর্করা
উত্তর: খ) আমিষ

১৬. অম্লতার কারণ কী?

ক) অত্যধিক পানি পান
খ) পাকস্থলিতে অ্যাসিড বৃদ্ধি
গ) ভিটামিনের অভাব
ঘ) ব্যায়ামের অভাব
উত্তর: খ) পাকস্থলিতে অ্যাসিড বৃদ্ধি

১৭. ডায়রিয়ার প্রধান লক্ষণ কী?

ক) কোষ্ঠকাঠিন্য
খ) ঘন ঘন পাতলা পায়খানা
গ) বমি
ঘ) জ্বর
উত্তর: খ) ঘন ঘন পাতলা পায়খানা

১৮. কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের উপায় কী?

ক) আঁশযুক্ত খাবার খাওয়া
খ) কম পানি পান
গ) বেশি তেল খাওয়া
ঘ) বেশি মাংস খাওয়া
উত্তর: ক) আঁশযুক্ত খাবার খাওয়া

১৯. দাঁতের যত্নে কী করা উচিত?

ক) মিষ্টি কম খাওয়া
খ) নিয়মিত ব্রাশ করা
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) উভয়ই

২০. সুষম খাদ্যের বৈশিষ্ট্য কী?

ক) শুধু মাংস
খ) সব ধরনের পুষ্টি উপাদান
গ) শুধু শাকসবজি
ঘ) শুধু ফল
উত্তর: খ) সব ধরনের পুষ্টি উপাদান

২১. কর্তন দাঁতের কাজ কী?

ক) খাদ্য কাটা
খ) খাদ্য পেষণ
গ) খাদ্য চিবানো
ঘ) খাদ্য ছিঁড়া
উত্তর: ক) খাদ্য কাটা

২২. পাকস্থলির প্রাচীরে কী থাকে?

ক) ভিলাই
খ) গ্যাস্ট্রিক গ্রন্থি
গ) পিত্তথলি
ঘ) লালাগ্রন্থি
উত্তর: খ) গ্যাস্ট্রিক গ্রন্থি

২৩. কোনটি পরিপাকগ্রন্থি নয়?

ক) যকৃৎ
খ) অগ্ন্যাশয়
গ) হৃৎপিণ্ড
ঘ) লালাগ্রন্থি
উত্তর: গ) হৃৎপিণ্ড

২৪. পরিপাকের শেষ প্রান্ত কী?

ক) পাকস্থলি
খ) ক্ষুদ্রান্ত্র
গ) বৃহদন্ত্র
ঘ) মলদ্বার
উত্তর: ঘ) মলদ্বার

২৫. খাদ্য ভালোভাবে চিবিয়ে খাওয়ার উপকারিতা কী?

ক) পরিপাকে সহায়তা
খ) স্বাদ বৃদ্ধি
গ) খাদ্য সংরক্ষণ
ঘ) সময় বাঁচা
উত্তর: ক) পরিপাকে সহায়তা

২৬. রক্তের তরল অংশকে কী বলে?

ক) রক্তরস
খ) লোহিত রক্তকণিকা
গ) শ্বেত রক্তকণিকা
ঘ) অণুচক্রিকা
উত্তর: ক) রক্তরস

২৭. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

ক) হিমোগ্লোবিন
খ) ফাইব্রিনোজেন
গ) অ্যালবুমিন
ঘ) গ্লোবিউলিন
উত্তর: খ) ফাইব্রিনোজেন

২৮. লোহিত রক্তকণিকায় কোন পদার্থ থাকে?

ক) ক্লোরোফিল
খ) হিমোগ্লোবিন
গ) মেলানিন
ঘ) কেরাটিন
উত্তর: খ) হিমোগ্লোবিন

২৯. শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কী?

ক) অক্সিজেন বহন
খ) রোগজীবাণু ধ্বংস
গ) রক্ত জমাট বাঁধানো
ঘ) খাদ্য পরিবহন
উত্তর: খ) রোগজীবাণু ধ্বংস

৩০. অণুচক্রিকার অপর নাম কী?

ক) প্লেটলেট
খ) লিউকোসাইট
গ) ইরিথ্রোসাইট
ঘ) হিমোগ্লোবিন
উত্তর: ক) প্লেটলেট

৩১. অক্সিজেনসমৃদ্ধ রক্ত বহন করে কোনটি?

ক) শিরা
খ) ধমনি
গ) কৈশিকনালি
ঘ) লসিকানালি
উত্তর: খ) ধমনি

৩২. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কী বলে?

ক) রক্তচাপ
খ) হৃদস্পন্দন
গ) নাড়িস্পন্দন
ঘ) শ্বাসক্রিয়া
উত্তর: খ) হৃদস্পন্দন

৩৩. হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু?

ক) ডান অলিন্দ
খ) বাম অলিন্দ
গ) ডান নিলয়
ঘ) বাম নিলয়
উত্তর: ঘ) বাম নিলয়

৩৪. কৈশিকনালির প্রাচীর কেমন?

ক) পুরু ও শক্ত
খ) পাতলা ও একস্তরবিশিষ্ট
গ) লোমযুক্ত
ঘ) কপাটিকাযুক্ত
উত্তর: খ) পাতলা ও একস্তরবিশিষ্ট

৩৫. হৃৎপিণ্ড কতটি প্রকোষ্ঠবিশিষ্ট?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি

৩৬. হৃদরোগের একটি প্রধান কারণ কী?

ক) ব্যায়াম করা
খ) ধূমপান
গ) শাকসবজি খাওয়া
ঘ) পর্যাপ্ত ঘুম
উত্তর: খ) ধূমপান

৩৭. হৃদরোগ প্রতিরোধের উপায় কী?

ক) তেলযুক্ত খাবার খাওয়া
খ) ধূমপান করা
গ) নিয়মিত ব্যায়াম
ঘ) মানসিক চাপ বাড়ানো
উত্তর: গ) নিয়মিত ব্যায়াম

৩৮. হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কী বলে?

ক) মায়োকার্ডিয়াম
খ) এন্ডোকার্ডিয়াম
গ) এপিকার্ডিয়াম
ঘ) পেরিকার্ডিয়াম
উত্তর: গ) এপিকার্ডিয়াম

৩৯. রক্তে অক্সিজেন বহন করে কোনটি?

ক) শ্বেত রক্তকণিকা
খ) লোহিত রক্তকণিকা
গ) অণুচক্রিকা
ঘ) রক্তরস
উত্তর: খ) লোহিত রক্তকণিকা

৪০. ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কী?

ক) ধমনিতে কপাটিকা থাকে
খ) শিরার প্রাচীর পুরু
গ) ধমনি কার্বন ডাইঅক্সাইড বহন করে
ঘ) শিরা হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে
উত্তর: ক) ধমনিতে কপাটিকা থাকে

৪১. রক্তের pH কেমন?

ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নিরপেক্ষ
ঘ) পরিবর্তনশীল
উত্তর: খ) ক্ষারীয়

৪২. হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণের হার কত?

ক) প্রতি মিনিটে ৭২ বার
খ) প্রতি ঘণ্টায় ৭২ বার
গ) প্রতি সেকেন্ডে ৭২ বার
ঘ) প্রতি দিনে ৭২ বার
উত্তর: ক) প্রতি মিনিটে ৭২ বার

৪৩. লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়?

ক) যকৃৎ ও অস্থিমজ্জা
খ) প্লীহা
গ) ফুসফুস
ঘ) হৃৎপিণ্ড
উত্তর: ক) যকৃৎ ও অস্থিমজ্জা

৪৪. শিরায় সাধারণত কী থাকে?

ক) অক্সিজেনসমৃদ্ধ রক্ত
খ) কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত
গ) শুধু প্লাজমা
ঘ) শুধু শ্বেত কণিকা
উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত

৪৫. হৃৎপিণ্ডের মাঝের স্তরকে কী বলে?

ক) এপিকার্ডিয়াম
খ) মায়োকার্ডিয়াম
গ) এন্ডোকার্ডিয়াম
ঘ) পেরিকার্ডিয়াম
উত্তর: খ) মায়োকার্ডিয়াম

৪৬. রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে কী হয়?

ক) রক্ত জমাট বাঁধে
খ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে
গ) অক্সিজেন বহন বন্ধ হয়
ঘ) রক্তচাপ বেড়ে যায়
উত্তর: খ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে

৪৭. হৃদরোগের ঝুঁকি বাড়ায় না কোনটি?

ক) ধূমপান
খ) ব্যায়াম
গ) উচ্চ রক্তচাপ
ঘ) স্থূলতা
উত্তর: খ) ব্যায়াম

৪৮. ফুসফুসীয় ধমনি কী বহন করে?

ক) অক্সিজেনসমৃদ্ধ রক্ত
খ) কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত
গ) শুধু প্লাজমা
ঘ) শুধু প্লেটলেট
উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত

৪৯. রক্তের কোন উপাদান হরমোন পরিবহন করে?

ক) লোহিত কণিকা
খ) শ্বেত কণিকা
গ) রক্তরস
ঘ) অণুচক্রিকা
উত্তর: গ) রক্তরস

৫০. হৃৎপিণ্ডের ভাল্বের কাজ কী?

ক) রক্তের গতি নিয়ন্ত্রণ
খ) রক্ত উৎপাদন
গ) রোগজীবাণু ধ্বংস
ঘ) তাপ নিয়ন্ত্রণ
উত্তর: ক) রক্তের গতি নিয়ন্ত্রণ

৫১. কোনটি হৃদরোগের লক্ষণ?

ক) বুকে ব্যথা
খ) মাথাব্যথা
গ) পেটব্যথা
ঘ) হাতেব্যথা
উত্তর: ক) বুকে ব্যথা

৫২. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?

ক) থার্মোমিটার
খ) স্ফিগমোম্যানোমিটার
গ) স্টেথোস্কোপ
ঘ) মাইক্রোস্কোপ
উত্তর: খ) স্ফিগমোম্যানোমিটার

৫৩. হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে রক্ত যায় কোথায়?

ক) ফুসফুসে
খ) মহাধমনিতে
গ) যকৃতে
ঘ) মস্তিষ্কে
উত্তর: খ) মহাধমনিতে

৫৪. রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে কী হয়?

ক) রক্তশূন্যতা
খ) লিউকেমিয়া
গ) হিমোফিলিয়া
ঘ) জন্ডিস
উত্তর: খ) লিউকেমিয়া

৫৫. হৃদরোগ প্রতিরোধে কোন খাবার উপকারী?

ক) তাজা শাকসবজি
খ) ফাস্ট ফুড
গ) তেলযুক্ত খাবার
ঘ) মিষ্টি
উত্তর: ক) তাজা শাকসবজি

Leave a Comment