প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জীব কোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টাচ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। নিচে ৭ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনী | শ্বসন সম্পর্কে লিখে দিলাম।
৭ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)
১। শ্বসনের প্রধান উদ্দেশ্য কী?
ক) খাদ্য উৎপাদন
খ) শক্তি উৎপাদন
গ) অক্সিজেন সঞ্চয়
ঘ) কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ
উত্তর: খ) শক্তি উৎপাদন
২। শ্বসনের সময় কোন গ্যাস নিঃসৃত হয়?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) নাইট্রোজেন
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড
৩। সবাত শ্বসনের জন্য কী প্রয়োজন?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
উত্তর: ক) অক্সিজেন
৪। অবাত শ্বসন কোথায় ঘটে?
ক) উন্নত উদ্ভিদে
খ) ব্যাকটেরিয়ায়
গ) মানবদেহে
ঘ) সবুজ উদ্ভিদে
উত্তর: খ) ব্যাকটেরিয়ায়
৫। শ্বসনের পরীক্ষায় অঙ্কুরিত ছোলা ব্যবহারের কারণ কী?
ক) এটি তাপ উৎপন্ন করে
খ) এটি অক্সিজেন শোষণ করে
গ) এটি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে
ঘ) এটি শ্বসন বন্ধ করে
উত্তর: ক) এটি তাপ উৎপন্ন করে
৬। উদ্ভিদের শ্বসনে কোন অঙ্গ প্রধান ভূমিকা পালন করে?
ক) মূল
খ) পত্ররন্ধ্র
গ) ফুল
ঘ) ফল
উত্তর: খ) পত্ররন্ধ্র
৭। পানিতে নিমজ্জিত উদ্ভিদ কীভাবে শ্বসন করে?
ক) পত্ররন্ধ্র দিয়ে
খ) সমগ্র দেহতল দিয়ে
গ) ফুল দিয়ে
ঘ) মূল দিয়ে
উত্তর: খ) সমগ্র দেহতল দিয়ে
৮। মাছের শ্বসন অঙ্গ কী?
ক) ফুসফুস
খ) ফুলকা
গ) ত্বক
ঘ) ট্রাকিয়া
উত্তর: খ) ফুলকা
৯। ব্যাঙাচির শ্বসন অঙ্গ কী?
ক) ফুসফুস
খ) ফুলকা
গ) ত্বক
ঘ) ট্রাকিয়া
উত্তর: খ) ফুলকা
১০। মানবদেহের শ্বসনতন্ত্রের প্রথম অংশ কী?
ক) নাসারন্ধ্র
খ) স্বরযন্ত্র
গ) শ্বাসনালি
ঘ) ফুসফুস
উত্তর: ক) নাসারন্ধ্র
১১। নাসাপথে ধূলিকণা আটকে থাকে কীসের মাধ্যমে?
ক) লোম ও ঝিল্লি
খ) পেশি
গ) কাঁটা
ঘ) শ্লেষ্মা
উত্তর: ক) লোম ও ঝিল্লি
১২। স্বরযন্ত্রের প্রধান কাজ কী?
ক) খাদ্য পরিবহন
খ) শব্দ উৎপাদন
গ) অক্সিজেন শোষণ
ঘ) কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ
উত্তর: খ) শব্দ উৎপাদন
১৩। শ্বাসনালি কোথায় শেষ হয়?
ক) ফুসফুসে
খ) হৃৎপিণ্ডে
গ) পাকস্থলিতে
ঘ) মস্তিষ্কে
উত্তর: ক) ফুসফুসে
১৪। ব্রংকাস কী?
ক) শ্বাসনালির শাখা
খ) ফুসফুসের পর্দা
গ) হৃৎপিণ্ডের অংশ
ঘ) পাকস্থলির নালি
উত্তর: ক) শ্বাসনালির শাখা
১৫। ফুসফুসের গঠন কেমন?
ক) শক্ত ও কঠিন
খ) স্পঞ্জের মতো নরম
গ) তরল
ঘ) গ্যাসীয়
উত্তর: খ) স্পঞ্জের মতো নরম
১৬। বায়ুথলির কাজ কী?
ক) খাদ্য সঞ্চয়
খ) গ্যাসীয় বিনিময়
গ) রক্ত সঞ্চালন
ঘ) শব্দ উৎপাদন
উত্তর: খ) গ্যাসীয় বিনিময়
১৭। মধ্যচ্ছদা কী?
ক) একটি হাড়
খ) একটি মাংসপেশি
গ) একটি নালি
ঘ) একটি গ্রন্থি
উত্তর: খ) একটি মাংসপেশি
১৮। মধ্যচ্ছদা সংকুচিত হলে কী ঘটে?
ক) বক্ষগহ্বর সংকুচিত হয়
খ) বক্ষগহ্বর প্রসারিত হয়
গ) ফুসফুস কুঞ্চিত হয়
ঘ) শ্বাসনালি বন্ধ হয়
উত্তর: খ) বক্ষগহ্বর প্রসারিত হয়
১৯। মানবদেহে ডান ফুসফুসের বৈশিষ্ট্য কী?
ক) বাম ফুসফুসের চেয়ে ছোট
খ) বাম ফুসফুসের চেয়ে বড়
গ) হৃৎপিণ্ডের নিচে অবস্থিত
ঘ) শ্বাসনালি নেই
উত্তর: খ) বাম ফুসফুসের চেয়ে বড়
২০। ব্রঙ্কাইয়ের শেষাংশ কী নামে পরিচিত?
ক) ব্রংকিওল
খ) বায়ুথলি
গ) কৈশিক জালিকা
ঘ) মধ্যচ্ছদা
উত্তর: ক) ব্রংকিওল
২১। ফুসফুসকে আবরণ করে রাখে কোনটি?
ক) পুরা
খ) মধ্যচ্ছদা
গ) স্বরযন্ত্র
ঘ) শ্বাসনালি
উত্তর: ক) পুরা
২২। শ্বসনের সময় শক্তি কীভাবে নির্গত হয়?
ক) আলো হিসেবে
খ) তাপ ও গতিশক্তি হিসেবে
গ) শব্দ হিসেবে
ঘ) বিদ্যুৎ হিসেবে
উত্তর: খ) তাপ ও গতিশক্তি হিসেবে
২৩। নাসারন্ধ্রের কাজ কী?
ক) খাদ্য গ্রহণ
খ) বায়ু পরিশোধন
গ) রক্ত সঞ্চালন
ঘ) শব্দ উৎপাদন
উত্তর: খ) বায়ু পরিশোধন
২৪। গলবিল কোথায় অবস্থিত?
ক) নাসাপথ ও শ্বাসনালির সংযোগস্থলে
খ) ফুসফুসে
গ) হৃৎপিণ্ডে
ঘ) পাকস্থলিতে
উত্তর: ক) নাসাপথ ও শ্বাসনালির সংযোগস্থলে
২৫। শ্বাসনালির প্রাচীর কী দিয়ে গঠিত?
ক) হাড়
খ) তরুণাস্থি
গ) পেশি
ঘ) লোহা
উত্তর: খ) তরুণাস্থি
২৬। ফুসফুসে বায়ু প্রবেশের পর বায়ুথলির কী হয়?
ক) ফুলে ওঠে
খ) সংকুচিত হয়
গ) শক্ত হয়
ঘ) অদৃশ্য হয়
উত্তর: ক) ফুলে ওঠে
২৭। শ্বসনের সময় খাদ্যের কোন উপাদান জারিত হয়?
ক) শর্করা
খ) লবণ
গ) পানি
ঘ) ভিটামিন
উত্তর: ক) শর্করা
২৮। মানবদেহে শ্বসনের চূড়ান্ত পর্যায় ঘটে কোথায়?
ক) ফুসফুসে
খ) রক্তে
গ) কোষে
ঘ) হৃৎপিণ্ডে
উত্তর: গ) কোষে
২৯। শ্বসনের সময় উৎপন্ন তাপ কী কাজে ব্যবহৃত হয়?
ক) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
খ) খাদ্য উৎপাদন
গ) রক্ত জমাট বাঁধা
ঘ) হাড় গঠন
উত্তর: ক) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
৩০। শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কোনটি?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) শর্করা
উত্তর: গ) নাইট্রোজেন
৩১। শ্বাসক্রিয়ার প্রধান উদ্দেশ্য কী?
ক) খাদ্য উৎপাদন
খ) গ্যাসীয় বিনিময়
গ) রক্ত সঞ্চালন
ঘ) শব্দ উৎপাদন
উত্তর: খ) গ্যাসীয় বিনিময়
৩২। বহিঃশ্বসন কোথায় ঘটে?
ক) ফুসফুসে
খ) রক্তে
গ) কোষে
ঘ) হৃৎপিণ্ডে
উত্তর: ক) ফুসফুসে
৩৩। প্রশ্বাসের সময় কী ঘটে?
ক) মধ্যচ্ছদা সংকুচিত হয়
খ) মধ্যচ্ছদা প্রসারিত হয়
গ) ফুসফুস কুঞ্চিত হয়
ঘ) বক্ষগহ্বর সংকুচিত হয়
উত্তর: ক) মধ্যচ্ছদা সংকুচিত হয়
৩৪। নিঃশ্বাসের সময় কোন গ্যাস বের হয়?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
উত্তর: খ) কার্বন ডাইঅক্সাইড
৩৫। অন্তঃশ্বসন কোথায় ঘটে?
ক) ফুসফুসে
খ) রক্তে
গ) কোষে
ঘ) শ্বাসনালিতে
উত্তর: গ) কোষে
৩৬। যক্ষ্মা রোগের কারণ কী?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) পরজীবী
উত্তর: খ) ব্যাকটেরিয়া
৩৭। যক্ষ্মা রোগের প্রধান লক্ষণ কী?
ক) ত্বকে ফুসকুড়ি
খ) দীর্ঘস্থায়ী কাশি ও ওজন হ্রাস
গ) পেটব্যথা
ঘ) চোখ লাল হওয়া
উত্তর: খ) দীর্ঘস্থায়ী কাশি ও ওজন হ্রাস
৩৮। যক্ষ্মা প্রতিরোধের টিকার নাম কী?
ক) ডিপিটি
খ) পোলিও
গ) বি.সি.জি.
ঘ) হেপাটাইটিস
উত্তর: গ) বি.সি.জি.
৩৯। নিউমোনিয়া প্রধানত কীসে আক্রান্ত হয়?
ক) ফুসফুস
খ) যকৃত
গ) হৃৎপিণ্ড
ঘ) মস্তিষ্ক
উত্তর: ক) ফুসফুস
৪০। নিউমোনিয়ার সাধারণ লক্ষণ কী?
ক) উচ্চ জ্বর ও শ্বাসকষ্ট
খ) বমি
গ) মাথাব্যথা
ঘ) পেশী ব্যথা
উত্তর: ক) উচ্চ জ্বর ও শ্বাসকষ্ট
৪১। ব্রংকাইটিস কীসের সংক্রমণ?
ক) ফুসফুস
খ) শ্বাসনালি
গ) হৃৎপিণ্ড
ঘ) পাকস্থলি
উত্তর: খ) শ্বাসনালি
৪২। ব্রংকাইটিসের কারণ কী?
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) ধূমপান
ঘ) উপরের সবকটি
উত্তর: ঘ) উপরের সবকটি
৪৩। হাঁপানি রোগের বৈশিষ্ট্য কী?
ক) ছোঁয়াচে
খ) শ্বাসকষ্ট সৃষ্টি করে
গ) উচ্চ জ্বর হয়
ঘ) রক্তক্ষরণ হয়
উত্তর: খ) শ্বাসকষ্ট সৃষ্টি করে
৪৪। হাঁপানির ট্রিগার কী হতে পারে?
ক) ধুলাবালি
খ) ফুলের রেণু
গ) ঠান্ডা বাতাস
ঘ) উপরের সবকটি
উত্তর: ঘ) উপরের সবকটি
৪৫। হাঁপানি রোগীর কী করা উচিত নয়?
ক) ধূমপান ত্যাগ
খ) ধুলাবালি এড়ানো
গ) পশমি কাপড় পরা
ঘ) ডাক্তারের পরামর্শ নেওয়া
উত্তর: গ) পশমি কাপড় পরা
৪৬। পত্ররন্ধ্রের কাজ কী?
ক) খাদ্য উৎপাদন
খ) গ্যাসীয় বিনিময়
গ) পানি শোষণ
ঘ) আলো শোষণ
উত্তর: খ) গ্যাসীয় বিনিময়
৪৭। রক্ষীকোষে কী থাকে?
ক) হিমোগ্লোবিন
খ) ক্লোরোফিল
গ) মেলানিন
ঘ) কেরাটিন
উত্তর: খ) ক্লোরোফিল
৪৮। অন্তঃশ্বসন কোষের কোন অংশে ঘটে?
ক) নিউক্লিয়াস
খ) মাইটোকন্ড্রিয়া
গ) রাইবোজোম
ঘ) গলজি বডি
উত্তর: খ) মাইটোকন্ড্রিয়া
৪৯। লসিকা কী ধরনের পদার্থ?
ক) অম্লীয়
খ) ক্ষারীয়
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত
উত্তর: খ) ক্ষারীয়
৫০। শ্বাসকষ্টের সময় ফুসফুসের কী সমস্যা হয়?
ক) বায়ুথলি ফুলে যায়
খ) বায়ুথলিতে অক্সিজেন প্রবেশে বাধা
গ) রক্তনালি সংকুচিত হয়
ঘ) মধ্যচ্ছদা শক্ত হয়
উত্তর: খ) বায়ুথলিতে অক্সিজেন প্রবেশে বাধা
৫১। নিউমোনিয়া প্রতিরোধে কী করা উচিত?
ক) ঠান্ডা এড়ানো
খ) ধূমপান বন্ধ
গ) টিকা নেওয়া
ঘ) উপরের সবকটি
উত্তর: ঘ) উপরের সবকটি
৫২। ব্রংকাইটিসের চিকিৎসায় কী জরুরি?
ক) অ্যান্টিবায়োটিক
খ) বিশ্রাম
গ) তরল পানীয়
ঘ) উপরের সবকটি
উত্তর: ঘ) উপরের সবকটি
৫৩। হাঁপানির ঔষধ কীভাবে কাজ করে?
ক) শ্বাসনালি প্রসারিত করে
খ) ফুসফুসের সংকোচন বাড়ায়
গ) রক্ত চলাচল বাড়ায়
ঘ) জ্বর কমায়
উত্তর: ক) শ্বাসনালি প্রসারিত করে
৫৪। যক্ষ্মা রোগীর কফ কীভাবে নিষ্ক্রিয় করা যায়?
ক) পুড়িয়ে
খ) মাটিতে পুঁতে
গ) রাসায়নিক দিয়ে
ঘ) ফ্রিজে রাখে
উত্তর: খ) মাটিতে পুঁতে
৫৫। শ্বসনের সময় শক্তি কীভাবে মুক্ত হয়?
ক) ATP আকারে
খ) তাপ আকারে
গ) আলো আকারে
ঘ) শব্দ আকারে
উত্তর: ক) ATP আকারে
৫৬। মানবদেহে গ্যাস বিনিময়ের প্রধান স্থান কোথায়?
ক) বায়ুথলি
খ) ব্রংকাস
গ) ট্রাকিয়া
ঘ) নাসারন্ধ্র
উত্তর: ক) বায়ুথলি
৫৭। ফুসফুসের বায়ুথলির প্রাচীর কেমন?
ক) পুরু
খ) পাতলা
গ) শক্ত
ঘ) লোমযুক্ত
উত্তর: খ) পাতলা
৫৮। রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কীভাবে?
ক) হিমোগ্লোবিনের সাথে
খ) প্লাজমার সাথে
গ) লসিকায়
ঘ) শ্বেতকণিকায়
উত্তর: ক) হিমোগ্লোবিনের সাথে
৫৯। শ্বসনের শেষ উৎপাদ কী?
ক) অক্সিজেন
খ) গ্লুকোজ
গ) কার্বন ডাইঅক্সাইড ও পানি
ঘ) ল্যাকটিক অ্যাসিড
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড ও পানি
আরও দেখুনঃ ৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | বহুনির্বাচনী | উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য