Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। কিন্তু মূলকখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হল।

৭ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)

১. মুলা, গাজর ও শালগম কী ধরনের মূল?

ক) অস্থানিক মূল
খ) রূপান্তরিত প্রধান মূল
গ) শ্বাসমূল
ঘ) স্তম্ভমূল
উত্তর: খ) রূপান্তরিত প্রধান মূল

২. মুলার মূলের আকৃতি কেমন?

ক) উপরে মোটা, নিচে সরু
খ) মাঝে মোটা, দুই প্রান্ত সরু
গ) গোলাকার
ঘ) অনিয়মিত
উত্তর: খ) মাঝে মোটা, দুই প্রান্ত সরু

৩. গাজরের মূলের বৈশিষ্ট্য কী?

ক) নিচে মোটা, উপরে সরু
খ) উপরে মোটা, নিচে সরু
গ) সমান পুরুত্ব
ঘ) শাখান্বিত
উত্তর: খ) উপরে মোটা, নিচে সরু

৪. শালগমের মূলের আকৃতি কেমন?

ক) উপরের অংশ গোলাকার, নিচের অংশ সরু
খ) লম্বা ও সরু
গ) কন্দাকার
ঘ) মালাকার
উত্তর: ক) উপরের অংশ গোলাকার, নিচের অংশ সরু

৫. সন্ধ্যামালতির মূল কী ধরনের?

ক) মূলাকৃতি
খ) কন্দাকৃতি
গ) গাজরাকৃতি
ঘ) শালগমাকৃতি
উত্তর: খ) কন্দাকৃতি

৬. মিষ্টি আলুর মূল কী ধরনের?

ক) গুচ্ছিত কন্দমূল
খ) কন্দাল মূল
গ) নডুলুজ মূল
ঘ) মালাকৃতির মূল
উত্তর: খ) কন্দাল মূল

৭. শতমূলী ও ডালিয়ার মূলের ধরন কী?

ক) স্তম্ভমূল
খ) গুচ্ছিত কন্দমূল
গ) ঠেসমূল
ঘ) শ্বাসমূল
উত্তর: খ) গুচ্ছিত কন্দমূল

৮. আমআদার মূলের অগ্রভাগ স্ফীত হলে তাকে কী বলে?

ক) কন্দাল মূল
খ) নডুলুজ মূল
গ) মালাকৃতির মূল
ঘ) গুচ্ছিত মূল
উত্তর: খ) নডুলুজ মূল

৯. করলার মূলের বৈশিষ্ট্য কী?

ক) পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত
খ) গুচ্ছিত
গ) শ্বাসকার্যে সাহায্য করে
ঘ) পরজীবী
উত্তর: ক) পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত

১০. বটগাছের মূল কী ধরনের?

ক) ঠেসমূল
খ) স্তম্ভমূল
গ) আরোহী মূল
ঘ) শ্বাসমূল
উত্তর: খ) স্তম্ভমূল

১১. কেয়া গাছের মূল কীসের উদাহরণ?

ক) স্তম্ভমূল
খ) ঠেসমূল
গ) আরোহী মূল
ঘ) ভাসমান মূল
উত্তর: খ) ঠেসমূল

১২. পান গাছের মূলের কাজ কী?

ক) খাদ্য সঞ্চয়
খ) আরোহণে সাহায্য
গ) শ্বাসকার্য
ঘ) পরজীবী
উত্তর: খ) আরোহণে সাহায্য

১৩. রাস্নার মূল কী ধরনের?

ক) পরাশ্রয়ী বায়বীয় মূল
খ) চোষক মূল
গ) শ্বাসমূল
ঘ) জনন মূল
উত্তর: ক) পরাশ্রয়ী বায়বীয় মূল

১৪. স্বর্ণলতার মূল কী করে?

ক) বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ
খ) আশ্রয়দাতা উদ্ভিদ থেকে রস শোষণ
গ) শ্বাসকার্যে সাহায্য
ঘ) প্রজননে অংশগ্রহণ
উত্তর: খ) আশ্রয়দাতা উদ্ভিদ থেকে রস শোষণ

১৫. সুন্দরী গাছের শ্বাসমূলের বৈশিষ্ট্য কী?

ক) মাটির নিচে থাকে
খ) মাটির উপরে খাড়াভাবে উঠে
গ) কান্ডে আঁকড়ে ধরে
ঘ) গুচ্ছিত হয়
উত্তর: খ) মাটির উপরে খাড়াভাবে উঠে

১৬. নিউমাটোফোর কী?

ক) খাদ্য সঞ্চয়কারী মূল
খ) শ্বাসকারী মূল
গ) পরজীবী মূল
ঘ) জনন মূল
উত্তর: খ) শ্বাসকারী মূল

১৭. মিষ্টি আলুর মূল কীসের উদাহরণ?

ক) জনন মূল
খ) ঠেসমূল
গ) কন্দাল মূল
ঘ) গুচ্ছিত মূল
উত্তর: ক) জনন মূল

১৮. কোন মূল খাদ্য সঞ্চয় করে না?

ক) গাজর
খ) শালগম
গ) সুন্দরীর শ্বাসমূল
ঘ) মিষ্টি আলু
উত্তর: গ) সুন্দরীর শ্বাসমূল

১৯. ডালিয়ার মূলের ধরন কী?

ক) কন্দাল
খ) গুচ্ছিত কন্দমূল
গ) নডুলুজ
ঘ) মালাকার
উত্তর: খ) গুচ্ছিত কন্দমূল

২০. করলার মূলের স্ফীত অংশ কী সঞ্চয় করে?

ক) পানি
খ) খাদ্য
গ) বাতাস
ঘ) লবণ
উত্তর: খ) খাদ্য

২১. গোল আলু কী ধরনের রূপান্তরিত কাণ্ড?

ক) রাইজোম
খ) স্ফীত কন্দ
গ) কন্দ
ঘ) গুঁড়িকন্দ
উত্তর: খ) স্ফীত কন্দ

২২. গোল আলুর “চোখ” কী নির্দেশ করে?

ক) মূল
খ) কাক্ষিক মুকুল
গ) শ্বাসরন্ধ্র
ঘ) পত্রকক্ষ
উত্তর: খ) কাক্ষিক মুকুল

২৩. আদা ও হলুদের কাণ্ড কী ধরনের?

ক) স্ফীত কন্দ
খ) রাইজোম
গ) কন্দ
ঘ) গুঁড়িকন্দ
উত্তর: খ) রাইজোম

২৪. পিয়াজ ও রসুনের কাণ্ডের ধরন কী?

ক) কন্দ
খ) গুঁড়িকন্দ
গ) স্ফীত কন্দ
ঘ) রাইজোম
উত্তর: ক) কন্দ

২৫. ওলকচুর কাণ্ড কী ধরনের?

ক) গুঁড়িকন্দ
খ) কন্দ
গ) রাইজোম
ঘ) স্ফীত কন্দ
উত্তর: ক) গুঁড়িকন্দ

২৬. থানকুনি ও দুর্বাঘাসে কী ধরনের কাণ্ড দেখা যায়?

ক) ধাবক
খ) বক্র ধাবক
গ) অফসেট
ঘ) উর্ধ্ব ধাবক
উত্তর: ক) ধাবক

২৭. কচু উদ্ভিদে কোন ধরনের রূপান্তরিত কাণ্ড দেখা যায়?

ক) ধাবক
খ) বক্র ধাবক
গ) অফসেট
ঘ) উর্ধ্ব ধাবক
উত্তর: খ) বক্র ধাবক

২৮. টোপাপানা ও কচুরিপানায় কোন ধরনের কাণ্ড থাকে?

ক) ধাবক
খ) বক্র ধাবক
গ) অফসেট
ঘ) উর্ধ্ব ধাবক
উত্তর: গ) অফসেট

২৯. চন্দ্রমল্লিকা ও বাঁশে কোন ধরনের কাণ্ড দেখা যায়?

ক) ধাবক
খ) বক্র ধাবক
গ) অফসেট
ঘ) উর্ধ্ব ধাবক
উত্তর: ঘ) উর্ধ্ব ধাবক

৩০. ফনীমনসার কাণ্ড কী ধরনের?

ক) পর্ণ কান্ড
খ) শাখা কণ্টক
গ) শাখা আকর্ষী
ঘ) বুলবিল
উত্তর: ক) পর্ণ কান্ড

৩১. বেল ও ময়নাকাঁটা গাছে কোন ধরনের রূপান্তরিত কাণ্ড দেখা যায়?

ক) পর্ণ কান্ড
খ) শাখা কণ্টক
গ) শাখা আকর্ষী
ঘ) বুলবিল
উত্তর: খ) শাখা কণ্টক

৩২. ঝুমকোলতা ও হাড়জোড়ায় কোন ধরনের কাণ্ড দেখা যায়?

ক) পর্ণ কান্ড
খ) শাখা কণ্টক
গ) শাখা আকর্ষী
ঘ) বুলবিল
উত্তর: গ) শাখা আকর্ষী

৩৩. গাছ আলু কী ধরনের রূপান্তরিত কাণ্ড?

ক) পর্ণ কান্ড
খ) শাখা কণ্টক
গ) শাখা আকর্ষী
ঘ) বুলবিল
উত্তর: ঘ) বুলবিল

৩৪. জংলি মটর গাছে পাতার কোন রূপান্তর দেখা যায়?

ক) আকর্ষী
খ) খাদ্য সঞ্চয়কারী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: ক) আকর্ষী

৩৫. পেঁয়াজ ও রসুনের পাতার প্রধান রূপান্তর কী?

ক) আকর্ষী
খ) খাদ্য সঞ্চয়কারী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: খ) খাদ্য সঞ্চয়কারী

৩৬. কলসি উদ্ভিদের পাতার রূপান্তর কী?

ক) আকর্ষী
খ) খাদ্য সঞ্চয়কারী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: গ) পতঙ্গ ফাঁদ

৩৭. পাথরকুঁচি গাছে পাতার কোন রূপান্তর দেখা যায়?

ক) প্রজনন
খ) খাদ্য সঞ্চয়কারী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: ক) প্রজনন

৩৮. লেবু গাছে পাতার কোন রূপান্তর দেখা যায়?

ক) আকর্ষী
খ) খাদ্য সঞ্চয়কারী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: ঘ) কণ্টক

৩৯. আলু, আদা ও হলুদের পাতার রূপান্তর কী?

ক) শঙ্কপত্র
খ) খাদ্য সঞ্চয়কারী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: ক) শঙ্কপত্র

৪০. পিয়াজের রসালো অংশ কী?

ক) শঙ্কপত্র
খ) মূল
গ) কাণ্ড
ঘ) মুকুল
উত্তর: ক) শঙ্কপত্র

৪১. কোনটি ভূ-নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড নয়?

ক) গোল আলু
খ) আদা
গ) থানকুনি
ঘ) পিয়াজ
উত্তর: গ) থানকুনি

৪২. রাইজোমের বৈশিষ্ট্য কী?

ক) মাটির নিচে সমান্তরালভাবে বৃদ্ধি
খ) মাটির উপরে উল্লম্বভাবে বৃদ্ধি
গ) পানিতে ভাসমান
ঘ) কাঁটাযুক্ত
উত্তর: ক) মাটির নিচে সমান্তরালভাবে বৃদ্ধি

৪৩. কোন উদ্ভিদে বুলবিল দেখা যায়?

ক) গোল আলু
খ) গাছ আলু
গ) আদা
ঘ) পিয়াজ
উত্তর: খ) গাছ আলু

৪৪. শাখা আকর্ষীর কাজ কী?

ক) খাদ্য সঞ্চয়
খ) আরোহণে সাহায্য
গ) শ্বাসকার্য
ঘ) প্রজনন
উত্তর: খ) আরোহণে সাহায্য

৪৫. পাতার কণ্টকে রূপান্তরের উদাহরণ কোনটি?

ক) লেবু
খ) পেঁয়াজ
গ) কলসি উদ্ভিদ
ঘ) পাথরকুঁচি
উত্তর: ক) লেবু

৪৬. কোনটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ নয়?

ক) থানকুনি
খ) কচু
গ) গোল আলু
ঘ) চন্দ্রমল্লিকা
উত্তর: গ) গোল আলু

৪৭. ফাইলোক্যাডের বৈশিষ্ট্য কী?

ক) কাঁটায় রূপান্তরিত
খ) পাতার মতো চ্যাপ্টা ও সবুজ
গ) পতঙ্গ শিকার করে
ঘ) মাটির নিচে বৃদ্ধি পায়
উত্তর: খ) পাতার মতো চ্যাপ্টা ও সবুজ

৪৮. কোনটি বায়বীয় রূপান্তরিত কাণ্ড?

ক) রাইজোম
খ) স্ফীত কন্দ
গ) শাখা কণ্টক
ঘ) কন্দ
উত্তর: গ) শাখা কণ্টক

৪৯. ঘৃতকুমারী গাছের পাতার রূপান্তর কী?

ক) খাদ্য সঞ্চয়কারী
খ) আকর্ষী
গ) পতঙ্গ ফাঁদ
ঘ) কণ্টক
উত্তর: ক) খাদ্য সঞ্চয়কারী

৫০. আলুর চোখ থেকে কী জন্মায়?

ক) মূল
খ) নতুন কাণ্ড
গ) ফুল
ঘ) ফল
উত্তর: খ) নতুন কাণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *