Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ১৪ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

৭ম শ্রেণির বিজ্ঞান ১৪ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল। কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্প সময়ের তাপমাত্রা, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা ইত্যাদি অবস্থাগুলো হলো আবহাওয়া। আর কোনো স্থানের অনেক বছরের সামগ্রিক আবহাওয়া হলো জলবায়ু। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ১৪ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দেওয়া হল।

৭ম শ্রেণির বিজ্ঞান ১৪ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন

১. পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী?

ক) হাইড্রোজেন
খ) নাইট্রোজেন ও অক্সিজেন
গ) কার্বন
ঘ) সালফার
উত্তর: খ) নাইট্রোজেন ও অক্সিজেন

২. বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত?

ক) ১০০০ কিমি
খ) ৫০০০ কিমি
গ) ১০,০০০ কিমি
ঘ) ২০,০০০ কিমি
উত্তর: গ) ১০,০০০ কিমি

৩. নিচের কোন স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর?

ক) তাপমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল
ঘ) ট্রপোমণ্ডল
উত্তর: ঘ) ট্রপোমণ্ডল

৪. ওজোন স্তরটি বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে?

ক) ট্রপোমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উত্তর: খ) স্ট্রাটোমণ্ডল

৫. কোন গ্যাসটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে?

ক) নাইট্রোজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) ওজোন
ঘ) অক্সিজেন
উত্তর: গ) ওজোন

৬. মেসোমণ্ডলে উচ্চতা বাড়ার সাথে সাথে কী পরিবর্তন হয়?

ক) চাপ বাড়ে
খ) বাতাস ঘন হয়
গ) তাপমাত্রা কমে
ঘ) জলীয়বাষ্প বাড়ে
উত্তর: গ) তাপমাত্রা কমে

৭. কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

ক) ট্রপোমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উত্তর: ঘ) তাপমণ্ডল

৮. পানিচক্রে সূর্য কী ভূমিকা রাখে?

ক) বৃষ্টি সৃষ্টি করে
খ) বাষ্পায়নে সহায়তা করে
গ) সেচ দেয়
ঘ) নদী সৃষ্টি করে
উত্তর: খ) বাষ্পায়নে সহায়তা করে

৯. পানিচক্রে ব্যাঘাত ঘটলে কী হতে পারে?

ক) নদী গভীর হয়
খ) গ্রীষ্মকালে শীত পড়ে
গ) বন্যা বা খরা হয়
ঘ) ভূমিকম্প হয়
উত্তর: গ) বন্যা বা খরা হয়

১০. কার্বনচক্রে কার্বন বায়ুমণ্ডলে ফিরে আসে কীভাবে?

ক) সালোকসংশ্লেষণের মাধ্যমে
খ) শ্বসন, পচন ও দহন প্রক্রিয়ায়
গ) বরফ গলে
ঘ) তাপ বিকিরণে
উত্তর: খ) শ্বসন, পচন ও দহন প্রক্রিয়ায়

১১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন দুটি উপাদান থেকে গ্লুকোজ তৈরি হয়?

ক) জলীয়বাষ্প ও নাইট্রোজেন
খ) অক্সিজেন ও কার্বন
গ) কার্বন ডাইঅক্সাইড ও পানি
ঘ) সূর্যরশ্মি ও মাটি
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড ও পানি

১২. কোন প্রক্রিয়ায় প্রাণী দেহে শক্তি উৎপন্ন হয়?

ক) সালোকসংশ্লেষণ
খ) বিকিরণ
গ) শ্বসন
ঘ) দহন
উত্তর: গ) শ্বসন

১৩. নিচের কোনটি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়ায়?

ক) বৃষ্টি
খ) শ্বসন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) হিমবাহ গলা
উত্তর: খ) শ্বসন

১৪. কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে কোন প্রক্রিয়া?

ক) পানিচক্র
খ) জলবায়ু পরিবর্তন
গ) কার্বনচক্র
ঘ) ওজোনচক্র
উত্তর: গ) কার্বনচক্র

১৫. স্বল্প সময়ের আবহাওয়ার অবস্থাকে কী বলে?

ক) জলবায়ু
খ) মৌসুম
গ) ঋতু
ঘ) আবহাওয়া
উত্তর: ঘ) আবহাওয়া

১৬. জলবায়ু পরিবর্তন হয়—

ক) প্রতিদিন
খ) প্রতিঘণ্টায়
গ) বহুদিনে
ঘ) প্রতিসপ্তাহে
উত্তর: গ) বহুদিনে

১৭. বাংলাদেশের জলবায়ু কেমন?

ক) শুষ্ক ও ঠান্ডা
খ) উষ্ণ ও আর্দ্র
গ) তুষারময়
ঘ) উষ্ণ ও শুষ্ক
উত্তর: খ) উষ্ণ ও আর্দ্র

১৮. শীতকালে বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয়?

ক) দক্ষিণ থেকে উত্তর
খ) উত্তর থেকে দক্ষিণ
গ) পূর্ব থেকে পশ্চিম
ঘ) পশ্চিম থেকে পূর্ব
উত্তর: খ) উত্তর থেকে দক্ষিণ

১৯. গ্রীষ্মকালে কোন অঞ্চল থেকে বাতাস আসে?

ক) হিমালয়
খ) বঙ্গোপসাগর
গ) আরব সাগর
ঘ) ভারত মহাসাগর
উত্তর: খ) বঙ্গোপসাগর

২০. কোন গ্যাস সূর্যের তাপ শোষণ করে রাখে এবং পৃথিবী গরম রাখে?

ক) নাইট্রোজেন
খ) ওজোন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) হাইড্রোজেন
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড

২১. গ্রীষ্মকালে আমরা বেশি গরম অনুভব করি কেন?

ক) বাতাস ভারী থাকে
খ) জলীয়বাষ্প কমে
গ) সূর্য খাড়াভাবে পড়ে
ঘ) মেঘ বেশি হয়
উত্তর: গ) সূর্য খাড়াভাবে পড়ে

২২. বায়ুপ্রবাহ সৃষ্টি হয় কিসের কারণে?

ক) অক্সিজেন ও নাইট্রোজেনের ঘনত্বের পার্থক্যে
খ) তাপমাত্রার পার্থক্যে
গ) আলো ও ছায়ার কারণে
ঘ) উচ্চতা কমবেশি হলে
উত্তর: খ) তাপমাত্রার পার্থক্যে

২৩. যে অঞ্চল বেশি গরম হয়, সেখানে বায়ুচাপ কেমন হয়?

ক) বেশি
খ) কম
গ) অপরিবর্তিত
ঘ) খুব বেশি
উত্তর: খ) কম

২৪. উচ্চচাপ থেকে বায়ু কোন দিকে যায়?

ক) উচ্চচাপের দিকেই
খ) নিচের দিকে
গ) নিম্নচাপের দিকে
ঘ) উপর দিকে
উত্তর: গ) নিম্নচাপের দিকে

২৫. শীতকালে বাতাস কেমন থাকে?

ক) আর্দ্র
খ) ভারী
গ) শুষ্ক
ঘ) উষ্ণ
উত্তর: গ) শুষ্ক

২৬. বর্ষাকালে বাতাস কেমন হয়?

ক) আর্দ্র ও ঠান্ডা
খ) শুষ্ক ও উষ্ণ
গ) আর্দ্র ও উষ্ণ
ঘ) ভারী ও শুষ্ক
উত্তর: গ) আর্দ্র ও উষ্ণ

২৭. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী?

ক) গাছ লাগানো
খ) কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাওয়া
গ) সালোকসংশ্লেষণ বৃদ্ধি
ঘ) কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি
উত্তর: ঘ) কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি

২৮. পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে একে বলে—

ক) জলবায়ু পরিবর্তন
খ) বৈশ্বিক উষ্ণায়ন
গ) পরিবেশ বিপর্যয়
ঘ) মৌসুমি পরিবর্তন
উত্তর: খ) বৈশ্বিক উষ্ণায়ন

২৯. গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে কোন গ্যাস?

ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) অক্সিজেন
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড

৩০. গাছপালা কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাহায্য করে?

ক) জল শোষণ করে
খ) মাটির উর্বরতা বাড়ায়
গ) কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
ঘ) বাতাস চলাচল বাড়ায়
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে

৩১. কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

ক) কার্বন ডাইঅক্সাইড
খ) মিথেন
গ) জলীয়বাষ্প
ঘ) নাইট্রোজেন
উত্তর: ঘ) নাইট্রোজেন

৩২. গ্রিনহাউস প্রভাবের কারণে পৃথিবী—

ক) ঠান্ডা হয়
খ) অন্ধকার হয়ে যায়
গ) গরম থাকে
ঘ) ভিজে যায়
উত্তর: গ) গরম থাকে

৩৩. শীতপ্রধান দেশে শাকসবজি চাষের জন্য ব্যবহার করা হয়—

ক) ধানক্ষেত
খ) মাটি ঘর
গ) কাঁচের ঘর
ঘ) টিনের ঘর
উত্তর: গ) কাঁচের ঘর

৩৪. পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বেশি থাকলে—

ক) ঠান্ডা বাড়ে
খ) গরম বাড়ে
গ) বাতাস কমে যায়
ঘ) বরফ জমে যায়
উত্তর: খ) গরম বাড়ে

৩৫. কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে কী করতে হবে?

ক) বেশি করে যানবাহন চালানো
খ) কয়লা বেশি পোড়ানো
গ) নবায়নযোগ্য শক্তি ব্যবহার
ঘ) গাছ কাটা
উত্তর: গ) নবায়নযোগ্য শক্তি ব্যবহার

৩৬. বৈশ্বিক উষ্ণায়ন রোধে সবচেয়ে কার্যকর উপায় কোনটি?

ক) হিমবাহ গলানো
খ) নদী খনন
গ) বন উজাড়
ঘ) গাছ লাগানো
উত্তর: ঘ) গাছ লাগানো

৩৭. মিথেন গ্যাস বেশি উৎপন্ন হয় কোথা থেকে?

ক) কলকারখানা
খ) কৃষিকাজ
গ) যানবাহন
ঘ) বিদ্যুৎ কেন্দ্র
উত্তর: খ) কৃষিকাজ

৩৮. জলবায়ু পরিবর্তনের ফলে কী ঘটতে পারে?

ক) পানি হ্রাস
খ) অতিবৃষ্টি
গ) পাহাড় তৈরি
ঘ) নদী শুকিয়ে যাওয়া
উত্তর: খ) অতিবৃষ্টি

৩৯. বায়ুমণ্ডলের নিচের স্তর কোনটি?

ক) তাপমণ্ডল
খ) মেসোমণ্ডল
গ) ট্রপোমণ্ডল
ঘ) স্ট্রাটোমণ্ডল
উত্তর: গ) ট্রপোমণ্ডল

৪০. ট্রপোমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়?

ক) কার্বন
খ) নাইট্রোজেন
গ) ওজোন
ঘ) হাইড্রোজেন
উত্তর: খ) নাইট্রোজেন

৪১. ট্রপোমণ্ডলে কী ধরনের ঘটনা ঘটে?

ক) ওজোন উৎপাদন
খ) বৃষ্টিপাত ও ঝড়
গ) মহাকাশযান উৎক্ষেপণ
ঘ) বেতার তরঙ্গ প্রতিফলন
উত্তর: খ) বৃষ্টিপাত ও ঝড়

৪২. স্ট্রাটোমণ্ডলে কোন গ্যাস থাকে যা আমাদের রক্ষা করে?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন
ঘ) ওজোন
উত্তর: ঘ) ওজোন

৪৩. ওজোন গ্যাস কী থেকে আমাদের রক্ষা করে?

ক) ঠান্ডা বাতাস
খ) আলো
গ) সূর্যের ক্ষতিকর রশ্মি
ঘ) বরফ
উত্তর: গ) সূর্যের ক্ষতিকর রশ্মি

৪৪. বায়ুমণ্ডলের সবচেয়ে পাতলা স্তর কোনটি?

ক) ট্রপোমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল
গ) মেসোমণ্ডল
ঘ) তাপমণ্ডল
উত্তর: ঘ) তাপমণ্ডল

৪৫. কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে?

ক) মেসোমণ্ডল
খ) তাপমণ্ডল
গ) ট্রপোমণ্ডল
ঘ) স্ট্রাটোমণ্ডল
উত্তর: খ) তাপমণ্ডল

৪৬. পানিচক্র শুরু হয় কোন প্রক্রিয়ায়?

ক) বৃষ্টিপাত
খ) স্রোত
গ) বাষ্পীভবন
ঘ) নদীর সৃষ্টি
উত্তর: গ) বাষ্পীভবন

৪৭. পানিচক্র না থাকলে কী হতো?

ক) অতিবৃষ্টি
খ) বৃষ্টি হতো না
গ) সমুদ্র শুকিয়ে যেত
ঘ) নদী চওড়া হতো
উত্তর: খ) বৃষ্টি হতো না

৪৮. পানিচক্র পরিবেশে কী বজায় রাখে?

ক) অক্সিজেন
খ) বৃষ্টিপাত
গ) পানির ভারসাম্য
ঘ) তাপমাত্রা
উত্তর: গ) পানির ভারসাম্য

৪৯. পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে কী হয়?

ক) ঠান্ডা পড়ে
খ) বৃষ্টি বাড়ে
গ) জলবায়ু পরিবর্তন হয়
ঘ) মেঘ তৈরি হয়
উত্তর: গ) জলবায়ু পরিবর্তন হয়

৫০. পরিবেশে কার্বন ও অক্সিজেনের ভারসাম্য নষ্ট হলে কী ঘটে?

ক) নদী শুকিয়ে যায়
খ) মেঘ কমে যায়
গ) জলবায়ু পরিবর্তন হয়
ঘ) ভূমিকম্প হয়
উত্তর: গ) জলবায়ু পরিবর্তন হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *