Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ১৩ অধ্যায় বহুনির্বাচনী (MCQ)

৭ম শ্রেণির বিজ্ঞান ১৩ অধ্যায় বহুনির্বাচনী (MCQ)

সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করছে। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ১৩ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) দেওয়া হল।

৭ম শ্রেণির বিজ্ঞান ১৩ অধ্যায় বহুনির্বাচনী

১. পরিবেশ দূষণ কী?

ক) শুধুমাত্র বাতাস দূষণ
খ) মানুষের কাজেই পৃৃৃথিবী ধ্বংস
গ) পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনা
ঘ) শুধু পানি দূষণ
উত্তর: গ) পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনা

২. দূষক কী?

ক) অকর্ষিত উপাদান
খ) ক্ষতিকারক উপাদান
গ) টেকসই উপাদান
ঘ) পরিবেশ বান্ধব উপাদান
উত্তর: খ) ক্ষতিকারক উপাদান

৩. কারখানা থেকে নির্গত কোনটি দূষক?

ক) পানি
খ) রোদ
গ) রাসায়নিক বর্জ্য
ঘ) পর্যাপ্ত অক্সিজেন
উত্তর: গ) রাসায়নিক বর্জ্য

৪. পরিবেশ দূষণের জন্য দায়ী নয় কোনটি?

ক) পলিথিন
খ) কীটনাশক
গ) জৈব সার
ঘ) শিল্প বর্জ্য
উত্তর: গ) জৈব সার

৫. মাটির গুরুত্বপূর্ণ কী গুণ নষ্ট করে দূষণ?

ক) তাপমাত্রা
খ) উর্বরতা
গ) রঙ
ঘ) গন্ধ
উত্তর: খ) উর্বরতা

৬. প্লাস্টিক বা পলিথিন করে—

ক) বায়ু দূষণ
খ) পানি দূষণ
গ) শব্দ দূষণ
ঘ) মাটি দূষণ
উত্তর: ঘ) মাটি দূষণ

৭. প্লাস্টিক দূষণ না হলে—

ক) জলাবদ্ধতা কমে
খ) পানি দূষণ হয়
গ) গাছ না জন্মায়
ঘ) বাতাস বন্ধ
উত্তর: ক) জলাবদ্ধতা কমে

৮. পরিবেশ দূষণ প্রতিরোধে জনসমাজকে—

ক) বিভক্ত করতে হবে
খ) সচেতন করতে হবে
গ) কৃষি বন্ধ করতে হবে
ঘ) বন উজাড় করতে হবে
উত্তর: খ) সচেতন করতে হবে

৯. কীটনাশক কমাতে কি পরামর্শ দিবে?

ক) রাসায়নিকিক সার বাড়াতে
খ) জৈব সার ও প্রাকৃতিক পদ্ধতি
গ) পানি ঢালনা
ঘ) দূষণ বাড়ানো
উত্তর: খ) জৈব সার ও প্রাকৃতিক পদ্ধতি

১০. পানি দূষণ হলে কোন রোগ হয়?

ক) ম্যালারিয়া
খ) টাইফয়েড
গ) ডায়রিয়া
ঘ) স্নায়ুরোগ
উত্তর: খ) টাইফয়েড

১১. কোনটির কারনে আমাশয় হয়?

ক) বাতাস দূষণ
খ) মাটি দূষণ
গ) পানি দূষণ
ঘ) শব্দ দূষণ
উত্তর: গ) পানি দূষণ

১২. মাছ মরার প্রধান কারণ কোনটি?

ক) বাতাস হঠ করে নিঃসৃত
খ) মাটি পরিষ্কার না হওয়া
গ) পানিতে বিষাক্ততা
ঘ) গাছের অভাব
উত্তর: গ) পানিতে বিষাক্ততা

১৩. বায়ুদূষণের কারণে হতে পারে—

ক) চোখের সমস্যা
খ) ব্যাকটেরিয়া বৃদ্ধি
গ) হ্রদের পানি ঘন হওয়া
ঘ) আর্দ্রতা কমানো
উত্তর: ক) চোখের সমস্যা

১৪. কোনটি বায়ুদূষণের উৎস নয়?

ক) গাড়ির ধোয়া
খ) ইটভাটার ধোঁয়া
গ) গাছ লাগানো
ঘ) সিগারেট ধুয়া
উত্তর: গ) গাছ লাগানো

১৫. কাঠ বা ত্রুটিপূর্ণ গাড়ির কারণে ঘটে—

ক) মাটিদূষণ
খ) পানি দূষণ
গ) বায়ুদূষণ
ঘ) শব্দ দূষণ
উত্তর: গ) বায়ুদূষণ

১৬. এসিড বৃষ্টি কি কারণে হয়?

ক) মাটির ক্ষত
খ) গাড়ির শব্দ
গ) কার্বন মনোক্সাইড
ঘ) বায়ু দূষণ
উত্তর: ঘ) বায়ু দূষণ

১৭. বন জোঙ্গল না থাকলে বায়ুতে—

ক) অক্সিজেন বাড়ে
খ) নাইট্রোজেন বাড়ে
গ) কার্বন ডাইঅক্সাইড বাড়ে
ঘ) আর্দ্রতা কমে
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড বাড়ে

১৮. আগ্নেয়গিরি বিস্ফোরণ থেকে নির্গত হয়—

ক) পানি
খ) বিষাক্ত গ্যাস
গ) প্লাস্টিক
ঘ) জৈব সার
উত্তর: খ) বিষাক্ত গ্যাস

১৯. বায়ুদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়—

ক) মাছ
খ) পাখি
গ) শ্বাসকষ্টে
ঘ) মাটির উর্বরতা
উত্তর: গ) শ্বাসকষ্টে

২০. মাটি দূষণ হলে কী হয়?

ক) নদী ভরাট
খ) অ্যালুমিনিয়ামের ঘনত্ব বাড়ে
গ) প্লাস্টিক কমে
ঘ) সংশ্লেষণ হয়
উত্তর: ক) নদী ভরাট

২১. প্লাস্টিক সরাতে না পারলে—

ক) মাটি উর্বর হয়
খ) জলাবদ্ধতা সৃষ্টি হয়
গ) বায়ু পরিষ্কার হয়
ঘ) গাছ বাড়ে
উত্তর: খ) জলাবদ্ধতা সৃষ্টি হয়

২২. কোনটি স্থূল বর্জ্য?

ক) পলিথিন
খ) জৈব সার
গ) পানি
ঘ) বায়ু
উত্তর: ক) পলিথিন

২৩. কৃষি জমিতে রাসায়নিক সার প্রয়োগে—

ক) মাটির গুণ বৃদ্ধি পায়
খ) ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়
গ) উদ্ভিদের খাদ্যে মিশে যায়
ঘ) পানি বিশুদ্ধ হয়
উত্তর: গ) উদ্ভিদের খাদ্যে মিশে যায়

২৪. পানি দূষণে পানি জীব ও উদ্ভিদের—

ক) অস্তিত্ব বাড়ে
খ) ভারসাম্য নষ্ট হয়
গ) রঙ তীব্র হয়
ঘ) প্রবাহ কমে
উত্তর: খ) ভারসাম্য নষ্ট হয়

২৫. অনবরত বায়ুদূষণ থাকলে—

ক) পৃথিবী শরীরে হেলথি থাকে
খ) তাপমাত্রা বাড়ে
গ) বরফ গলে
ঘ) শব্দ শক্তি বাড়ে
উত্তর: খ) তাপমাত্রা বাড়ে

২৬. পানি দূষণে মানুষের কোন রোগ হয়?

ক) ডায়রিয়া
খ) চোখের সংক্রমণ
গ) হঠাৎ পাথর
ঘ) ওজন বৃদ্ধি
উত্তর: ক) ডায়রিয়া

২৭. পরিবেশ সংরক্ষণে কি করতে হবে?

ক) প্লাস্টিক ব্যবহার
খ) রাসায়নিক সার ব্যবহার
গ) বন উজার
ঘ) গাছ লাগানো
উত্তর: ঘ) গাছ লাগানো

২৮. গার্হস্থ্য আবর্জনা কোথায় ফেলা উচিত?

ক) রাস্তার পাশে
খ) কোনো স্থানে মিশিয়ে
গ) নির্দিষ্ট গর্তে মাটিচাপা
ঘ) নদীতে
উত্তর: গ) নির্দিষ্ট গর্তে মাটিচাপা

২৯. দূষণ প্রতিরোধে জনসচেতনতা—

ক) প্রয়োজনীয়
খ) অপ্রয়োজনীয়
গ) অকার্যকর
ঘ) অপরাধ
উত্তর: ক) প্রয়োজনীয়

৩০. বন সংরক্ষণে গাছ লাগানোর কারণ কি?

ক) অবাদল ছায়া
খ) অবাঞ্ছিত প্রজাপতি
গ) পরিবেশ দূষণ রোধ
ঘ) মাটি দূষণ বাড়ানো
উত্তর: গ) পরিবেশ দূষণ রোধ

৩১. প্লাস্টিকের পরিবর্তে কোন দ্রব্য ব্যবহার করা উচিত?

ক) স্টিল
খ) পাটজাত দ্রব্য
গ) কাঁচ
ঘ) রাবার
উত্তর: খ) পাটজাত দ্রব্য

৩২. কারখানা ধোঁয়া নিয়ন্ত্রণে কি প্রয়োজন?

ক) অধিক চিমনি
খ) আধুনি‌ক প্রবন্ধক
গ) প্লাস্টিক ছনখুল
ঘ) রঙিন বাতাস
উত্তর: খ) আধুনি‌ক প্রবন্ধক

৩৩. কীটনাশক ব্যবহার কিভাবে কমানো যায়?

ক) আর বেশি ব্যবহার
খ) জৈব সার ব্যবহার
গ) রাসায়নিক সার ব্যবহার
ঘ) মাটিখেকো
উত্তর: খ) জৈব সার ব্যবহার

৩৪. ময়লাআবর্জনা কোথায় ফেলতে হবে?

ক) রাস্তা মহাসড়ক
খ) খালে
গ) নির্দিষ্ট জায়গায় গর্তে চাপা
ঘ) খালি জায়গায়
উত্তর: গ) নির্দিষ্ট জায়গায় গর্তে চাপা

৩৫. সিগারেটের ধোঁয়া কোন দূষণ?

ক) মাটি
খ) জল
গ) বায়ু
ঘ) শব্দ
উত্তর: গ) বায়ু

৩৬. নির্বিচারে বন কেটে ফেলার ফলে—

ক) বাতাস পরিষ্কার
খ) ওজোন বেড়ে
গ) কার্বন ডাইঅক্সাইড বাড়ে
ঘ) নাইট্রোজেন বাড়ে
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড বাড়ে

৩৭. প্রাকৃতিক বায়ুদূষণের উদাহরণ কোনটি?

ক) প্লাস্টিক পোড়ানো
খ) ইটভাটার ধোঁয়া
গ) আগ্নেয়গিরি বিস্ফোরণ
ঘ) গাড়ির ধোঁয়া
উত্তর: গ) আগ্নেয়গিরি বিস্ফোরণ

৩৮. পরিবেশে দূষণ প্রতিরোধে প্রথম করণীয় কি?

ক) শিল্প বৃদ্ধি
খ) সচেতনতা সৃষ্টি
গ) রাসায়নিক সার প্রয়োগ
ঘ) বন উজাড়
উত্তর: খ) সচেতনতা সৃষ্টি

৩৯. প্লাস্টিক বা পলিথিন ব্যবহার না করলে —

ক) মাটি দূষণ কমে
খ) পানির সঞ্চালন বন্ধ
গ) বায়ু প্রবাহ বন্ধ
ঘ) বাদাম বাড়ে
উত্তর: ক) মাটি দূষণ কমে

৪০. শিল্প বর্জ্য না ঝেড়ে রাখলে—

ক) মাটি পরিষ্কার হয়
খ) মাটি দূষণ বাড়ে
গ) বাতাস পরিষ্কার হয়
ঘ) পানি পরিষ্কার হয়
উত্তর: খ) মাটি দূষণ বাড়ে

৪১. বড় বড় গাছ না থাকলে পরিবেশে—

ক) আর্দ্রতা বাড়ে
খ) বায়ু দূষণ কমে
গ) বায়ুবিনিময় বন্ধ
ঘ) বাতাস ঢুকবে না
উত্তর: গ) বায়ুবিনিময় বন্ধ

৪২. শিল্প কারখানার বর্জ্যে পানিতে ফেললে কি হয়?

ক) দূষণ বৃদ্ধি
খ) মাছের সংখ্যা বাড়ে
গ) পানি বিশুদ্ধ হয়
ঘ) গাছ বাড়ে
উত্তর: ক) দূষণ বৃদ্ধি

৪৩. নদীতে বন্যা হলে কিভাবে পানি দূষিত হয়?

ক) পোকামাকড় থেকে
খ) মানুষের মলমূত্র মিশে
গ) বাতাসের চাপ থেকে
ঘ) সলট দ্রবণ থেকে
উত্তর: খ) মানুষের মলমূত্র মিশে

৪৪. ইটভাটার ধোঁয়ার কারণে কি হয়?

ক) মাটির উর্বরতা বাড়ে
খ) বাতাস দূষণ হয়
গ) পানি বিশুদ্ধ হয়
ঘ) মাটি ঠান্ডা হয়
উত্তর: খ) বাতাস দূষণ হয়

৪৫. পরিবেশ দূষণ প্রতিরোধে গাছপালা বাড়ানোর উদ্দেশ্য কি?

ক) অক্সিজেন বাড়ানো
খ) চোখ পরিষ্কার করা
গ) মাছের সংখ্যা বাড়ানো
ঘ) যানবাহন আটকাল
উত্তর: ক) অক্সিজেন বাড়ানো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *