Skip to content

৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

মানুষ প্রাচীনকাল থেকেই সূর্য, চন্দ্র ও তারা নিয়ে আগ্রহী ছিল। তবে সে সময় মহাকাশের এসব জ্যোতিষ্ক পর্যবেক্ষণের যন্ত্রপাতি ছিল না। তাই খালি চোখে যেমনটি বোঝা যেত তেমনটাই তারা বিশ্বাস করতেন। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) দেওয়া হলো।

৭ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় বহুনির্বাচনি

১. সূর্যের কেন্দ্রে প্রাথমিক গ্যাস কোনটি?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ও হিলিয়াম
ঘ) কার্বন ডাইঅক্সাইড
উত্তর: গ) হাইড্রোজেন ও হিলিয়াম

২. পৃথিবী-চাঁদের গড় পরিভ্রমণকাল কত?

ক) ২৪ ঘণ্টা
খ) ২৯ দিন ১২ ঘণ্টা
গ) ২৭ দিন ৮ ঘণ্টা
ঘ) ৩৬৫ দিন
উত্তর: গ) ২৭ দিন ৮ ঘণ্টা

৩. পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরতে কত সময় লাগে?

ক) ৩৬৫ দিন
খ) ২৪ ঘণ্টা
গ) ২৭ দিন
ঘ) ৬ ঘণ্টা
উত্তর: খ) ২৪ ঘণ্টা

৪. পৃথিবীর বার্ষিক গতি কতদিনে একবার সম্পন্ন হয়?

ক) ২৪ ঘণ্টা ৬ মিনিট
খ) ২৭ দিন ৬ ঘণ্টা
গ) ৩০ দিন ৬ ঘণ্টা
ঘ) ৩৬৫ দিন ৬ ঘণ্টা
উত্তর: ঘ) ৩৬৫ দিন ৬ ঘণ্টা

৫. পৃথিবীর কোন গতি দিন-রাত সৃষ্টি করে?

ক) বার্ষিক গতি
খ) আহ্নিক গতি
গ) সূর্য কর্তৃক ঘূর্ণন
ঘ) কোনোটিই না
উত্তর: খ) আহ্নিক গতি

৬. পৃথিবীর কোন গতি ঋতু পরিবর্তন ঘটায়?

ক) আপন অক্ষের গতি
খ) বার্ষিক গতি
গ) চাঁদের গতি
ঘ) কোনোটিই না
উত্তর: খ) বার্ষিক গতি

৭. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার সময় তার অক্ষ কিছুটা—

ক) সরল
খ) কোনও ভাবে না
গ) হেলে
ঘ) বাঁকানো
উত্তর: গ) হেলে

৮. ২১ জুনে বাংলাদেশের দিন ও রাতের পরিমাণ কেমন থাকে?

ক) দিন ছোট, রাত বড়
খ) দিন ও রাত সমান
গ) দিন বড়, রাত ছোট
ঘ) নির্দিষ্ট নয়
উত্তর: গ) দিন বড়, রাত ছোট

৯. ২১ জুনে উত্তর গোলার্ধে কী ঋতু থাকে?

ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) শরৎ
ঘ) শীত
উত্তর: খ) গ্রীষ্ম

১০. ২১ সেপ্টেম্বরের দিন এবং রাত—

ক) দিন বড়
খ) রাত বড়
গ) সমান
ঘ) নির্দিষ্ট নয়
উত্তর: গ) সমান

১১. ২২ ডিসেম্বর বাংলাদেশের দিন ও রাত কেমন?

ক) দিন বড়
খ) রাত বড়
গ) দিন ও রাত সমান
ঘ) নির্দিষ্ট নয়
উত্তর: খ) রাত বড়

১২. ২১ মার্চে কোন ঋতুর সূচনা হয়?

ক) বসন্ত
খ) গ্রীষ্ম
গ) শরৎ
ঘ) শীত
উত্তর: ক) বসন্ত

১৩. পৃথিবী ২১ জুনে সূর্যের দিকে বেশি মুখ করে থাকার কারণে—

ক) দিন-রাত্রি সমান হয়
খ) দিন সবচেয়ে বড় হয়
গ) রাত সবচেয়ে বড় হয়
ঘ) গরম না হয়
উত্তর: খ) দিন সবচেয়ে বড় হয়

১৪. পৃথিবীর দিন-রাত এবং ঋতুর পরিবর্তনের মূল কারণ হলো—

ক) চাঁদের ঘূর্ণন
খ) পৃথিবীর ঘূর্ণন
গ) বার্ষিক গতি
ঘ) গ্রহাণুর গতি
উত্তর: গ) বার্ষিক গতি

১৫. পৃথিবীর অভিকর্ষ বল কাকে কেন্দ্রের দিকে টেনে ধরে?

ক) সূর্যকে
খ) গ্রহকে
গ) নিজকে
ঘ) সবকিছুকে
উত্তর: ঘ) সবকিছুকে

১৬. পৃথিবী গোলাকার তবে কিছুটা—

ক) চপটি
খ) উঁচু
গ) চাপা
ঘ) তীক্ষ্ণ
উত্তর: গ) চাপা

১৭. সৌরজগতের প্রাকৃতিক উপগ্রহ কোনটি?

ক) গ্রহাণু
খ) ধূমকেতু
গ) চাঁদ
ঘ) উল্কাপিণ্ড
উত্তর: গ) চাঁদ

১৮. দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয় কি কারনে?

ক) স্থানান্তর ঘটলে
খ) ঋতু পরিবর্তনের কারণে
গ) চাঁদ দেখে
ঘ) সূর্যের পরিবর্তনে
উত্তর: খ) ঋতু পরিবর্তনের কারণে

১৯. বাংলাদেশে গ্রীষ্ম প্রধান সময় কোন ঋতুতে বেশি বৃষ্টি হয়?

ক) আষাঢ়-শ্রাবণ
খ) অগ্রহায়ণ
গ) বৈশাখ
ঘ) পৌষ
উত্তর: ক) আষাঢ়-শ্রাবণ

২০. দক্ষিণ গোলার্ধে ২২ ডিসেম্বর কোন ঋতু থাকে?

ক) গ্রীষ্ম
খ) শরৎ
গ) বসন্ত
ঘ) শীত
উত্তর: ক) গ্রীষ্ম

২১. পৃথিবী যদি সূর্যের চারপাশে না ঘুরতো, তাহলে কি হত?

ক) এক ঋতুই থাকতো
খ) ঋতু পাল্টে যেত
গ) দিন ও রাত পাল্টাত না
ঘ) চাঁদ দেখা যেত না
উত্তর: ক) এক ঋতুই থাকতো

২২. গ্যালিলিও ও কেপলার কী প্রমাণ করেন?

ক) পৃথিবী স্থির
খ) পৃথিবী ঘুরে
গ) সূর্য ঘোরে
ঘ) পৃথিবী সমতল
উত্তর: খ) পৃথিবী ঘুরে

২৩. টলেমীর মডেলের প্রকার কী ছিল?

ক) সূর্যকেন্দ্রিক
খ) পৃথিবীবর্ষিক
গ) পৃথিবীকেন্দ্রিক
ঘ) চাঁদকেন্দ্রিক
উত্তর: গ) পৃথিবীকেন্দ্রিক

২৪. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন কোনদিকে হয়?

ক) পূর্ব→পশ্চিম
খ) পশ্চিম→পূর্ব
গ) উত্তর→দক্ষিণ
ঘ) দক্ষিণ→উত্তর
উত্তর: খ) পশ্চিম→পূর্ব

২৫. পৃথিবী–সূর্য–চাঁদ সম্পর্ক অনুযায়ী পূর্ণিমা হয় যখন—

ক) চাঁদ পৃথিবীর ছায়ার দিকে
খ) চাঁদ সূর্যের বিপরীত দিকে
গ) চাঁদ সূর্যের পাশে
ঘ) নির্দিষ্ট নয়
উত্তর: খ) চাঁদ সূর্যের বিপরীত দিকে

২৬. চাঁদের পূর্ণিমা ও অমাবস্যার মধ্যবর্তী সময় কত?

ক) ২০ দিন
খ) ৩০ দিন
গ) ২৯ দিন ১২ ঘণ্টা
ঘ) ৪০ দিন
উত্তর: গ) ২৯ দিন ১২ ঘণ্টা

২৭. অমাবস্যা হলে চাঁদের অবস্থা কেমন হয়?

ক) পূর্ণ
খ) ফালি
গ) অদৃশ্য
ঘ) ঝলমল
উত্তর: গ) অদৃশ্য

২৮. পৃথিবীর আহ্নিক গতির উদাহরণ কোনটি?

ক) বছর
খ) লাটিম ঘোরা
গ) দক্ষিণ গোলার্ধে গরম
ঘ) দিন রাত্রি
উত্তর: ঘ) দিন রাত্রি

২৯. পৃথিবীর স্বাভাবিক দিন-রাত সৃষ্টির কারণ—

ক) পৃথিবীর গোলাকারতা
খ) সূর্যের তাপ
গ) পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন
ঘ) অভিকর্ষ বল
উত্তর: গ) পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন

৩০. চাঁদ মধ্যবর্তী পর্যায়ে কেমন থাকে?

ক) নতুন চাঁদ
খ) অমাবস্যা
গ) পূর্ণিমা
ঘ) অর্ধ ফালি
উত্তর: ঘ) অর্ধ ফালি

৩১. প্লুটো বর্তমানে কী হিসেবে বিবেচিত?

ক) গ্রহ
খ) ক্ষুদ্র গ্রহাণু
গ) উপগ্রহ
ঘ) নক্ষত্র
উত্তর: খ) ক্ষুদ্র গ্রহাণু

৩২. নিচের কোনটি সৌরজগতের একটি নক্ষত্র?

ক) পৃথিবী
খ) সূর্য
গ) চাঁদ
ঘ) গ্রহাণু
উত্তর: খ) সূর্য

৩৩. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক) মঙ্গল
খ) বৃহস্পতি
গ) শনি
ঘ) পৃথিবী
উত্তর: খ) বৃহস্পতি

৩৪. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?

ক) শুক্র
খ) বুধ
গ) চাঁদ
ঘ) ধূমকেতু
উত্তর: গ) চাঁদ

৩৫. চাঁদ কতদিনে পৃথিবী প্রদক্ষিণ করে?

ক) ২৪ ঘণ্টা
খ) ২৭ দিন ৮ ঘণ্টা
গ) ২৯ দিন ১২ ঘণ্টা
ঘ) ৩৬৫ দিন
উত্তর: খ) ২৭ দিন ৮ ঘণ্টা

৩৬. হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়?

ক) ৬৬ বছর
খ) ৭৬ বছর
গ) ৮৬ বছর
ঘ) ৯৬ বছর
উত্তর: খ) ৭৬ বছর

৩৭. ধূমকেতু দেখতে কেমন?

ক) উপগ্রহের মতো
খ) ঝাটার মতো লেজ
গ) আগ্নিগোলকের
ঘ) গর্তের মতো
উত্তর: খ) ঝাটার মতো লেজ

৩৮. উল্কা প্রবেশ করলে কেন আলো ফিকে লাগে?

ক) গ্যাসে ঘনত্বে
খ) পুড়ে যাওয়ার কারণে
গ) শব্দে
ঘ) তাপায়
উত্তর: খ) পুড়ে যাওয়ার কারণে

৩৯. পৃথিবীর অভিকর্ষ বল কি করে?

ক) বাইরে ঠেলছে
খ) কেন্দ্র তীর বিচ্যুত হচ্ছে
গ) কেন্দ্রের দিকে টানে
ঘ) ভারসাম্য রক্ষা করছে
উত্তর: গ) কেন্দ্রের দিকে টানে

৪০. পৃথিবীর পৃষ্ঠে স্থির থাকার কারণ—

ক) চাঁদের টান
খ) গ্রহাণুর আঘাত
গ) অভিকর্ষ বল
ঘ) বাতাসের চাপ
উত্তর: গ) অভিকর্ষ বল

৪১. পৃথিবী যদি না ঘুরতো তবে কি হতো?

ক) দিন ও রাত সমান থাকতো
খ) ঋতু পরিবর্তন হতো না
গ) সপ্তাহ থাকবে না
ঘ) গ্রহ খুঁজে পাওয়া যেত না
উত্তর: খ) ঋতু পরিবর্তন হতো না

৪২. পৃথিবীর ঘোরার ফলে ঋতু তৈরি হয়, এটি—

ক) পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন
খ) সূর্যের কিরণ শক্তি
গ) পৃথিবীর বার্ষিক গতি
ঘ) চাঁদের বিকাশ
উত্তর: গ) পৃথিবীর বার্ষিক গতি

৪৩. ২১ জুনে উত্তর অর্ধের দিন লম্বা হওয়ার কারণ—

ক) সূর্য পৃথিবীকে কেন্দ্র করে
খ) লাটিম ঘোরে
গ) পৃথিবীরা হেলে থাকে
ঘ) চাঁদ দূরে থাকে
উত্তর: গ) পৃথিবী হেলে থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *