ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণির জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। আজকের পোস্টে ৭ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ | বহুনির্বাচনী দেওয়া হল।
৭ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
১. কোন অণুজীব সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না?
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) অ্যামিবা
ঘ) ছত্রাক
উত্তর: খ) ভাইরাস
২. কোন রাজ্যের অণুজীবদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না?
ক) ইউক্যারিওটা
খ) এক্যারিওটা
গ) প্রোক্যারিওটা
ঘ) ফানজাই
উত্তর: গ) প্রোক্যারিওটা
৩. কোন অণুজীব আদিকোষী হিসেবে পরিচিত?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) শৈবাল
ঘ) ছত্রাক
উত্তর: খ) ব্যাকটেরিয়া
৪. “মনেরা, প্রোটিস্টা ও ফানজাই” – এরা কী নির্দেশ করে?
ক) উদ্ভিদ রাজ্য
খ) প্রাণী রাজ্য
গ) অণুজীব রাজ্যের উপবিভাগ
ঘ) ব্যাকটেরিয়ার প্রকার
উত্তর: গ) অণুজীব রাজ্যের উপবিভাগ
৫. নিচের কোনটি ইউক্যারিওটা রাজ্যের অণুজীব?
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) ছত্রাক
ঘ) এক্যারিওটা
উত্তর: গ) ছত্রাক
৬. কোন অণুজীব ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?
ক) ছত্রাক
খ) শৈবাল
গ) ভাইরাস
ঘ) ব্যাকটেরিয়া
উত্তর: গ) ভাইরাস
৭. অণুজীবদের কেন আদিজীব বলা হয়?
ক) এরা চোখে দেখা যায় না
খ) এরা জীবনের সূচনা করেছে
গ) এরা সবসময় ক্ষতিকর
ঘ) এরা শুধু পশুতে রোগ সৃষ্টি করে
উত্তর: খ) এরা জীবনের সূচনা করেছে
৮. অণুজীব জগৎকে বর্তমানে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি
৯. অ্যামিবা কোন ধরনের অণুজীব?
ক) প্রোক্যারিওটা
খ) ইউক্যারিওটা
গ) এক্যারিওটা
ঘ) ব্যাকটেরিয়া
উত্তর: খ) ইউক্যারিওটা
১০. নিচের কোনটি অণুজীবের উপকারী ভূমিকার উদাহরণ নয়?
ক) রোগ সৃষ্টি করা
খ) পচন ঘটানো
গ) পুষ্টি সরবরাহে সহায়তা
ঘ) পরিবেশ রক্ষায় সহায়তা
উত্তর: ক) রোগ সৃষ্টি করা
১১. ভাইরাসকে কোন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?
ক) আলোক অণুবীক্ষণ যন্ত্র
খ) শক্তিশালী কাচ
গ) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
ঘ) সাধারণ কাঁচ
উত্তর: গ) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
১২. ভাইরাসের দেহে নিচের কোনটি অনুপস্থিত?
ক) নিউক্লিয়াস
খ) সাইটোপ্লাজম
গ) কোষপ্রাচীর
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো
১৩. ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন?
ক) এটি বহুকোষী
খ) এতে কোনো কোষীয় গঠন নেই
গ) এটি এককোষী জীব
ঘ) এটি গ্যাস উৎপন্ন করে
উত্তর: খ) এতে কোনো কোষীয় গঠন নেই
১৪. ভাইরাস কবে জীবনের লক্ষণ প্রকাশ করে?
ক) সবসময়
খ) পানিতে ভিজলে
গ) জীবদেহের বাইরে
ঘ) জীবদেহে প্রবেশ করলে
উত্তর: ঘ) জীবদেহে প্রবেশ করলে
১৫. ব্যাকটেরিওফাজ কী ধরনের ভাইরাস?
ক) উদ্ভিদ আক্রান্ত ভাইরাস
খ) ব্যাকটেরিয়া আক্রান্ত ভাইরাস
গ) শৈবাল আক্রান্ত ভাইরাস
ঘ) ছত্রাক আক্রান্ত ভাইরাস
উত্তর: খ) ব্যাকটেরিয়া আক্রান্ত ভাইরাস
১৬. কোন ভাইরাস দ্বারা বসন্ত রোগ হয়?
ক) ব্যাকটেরিয়া
খ) ছত্রাক
গ) ভাইরাস
ঘ) প্রোটোজোয়া
উত্তর: গ) ভাইরাস
১৭. ভাইরাসের উপকারিতা কোনটি?
ক) সর্দি সৃষ্টি
খ) টিকা উৎপাদন
গ) ফল পচানো
ঘ) ক্যান্সার সৃষ্টি
উত্তর: খ) টিকা উৎপাদন
১৮. ভাইরাস জিন প্রকৌশলে কীভাবে ব্যবহৃত হয়?
ক) খাবার সংরক্ষণে
খ) রোগ সৃষ্টিতে
গ) জিন পরিবাহক হিসেবে
ঘ) কোষ ধ্বংসে
উত্তর: গ) জিন পরিবাহক হিসেবে
১৯. কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী কোনটি?
ক) শৈবাল
খ) ছত্রাক
গ) ব্যাকটেরিয়া
ঘ) ভাইরাস
উত্তর: ঘ) ভাইরাস
২০. ব্যাকটেরিয়া কেমন ধরনের জীব?
ক) বহুকোষী
খ) অকোষীয়
গ) এককোষী
ঘ) দ্বিকোষী
উত্তর: গ) এককোষী
২১. সর্বপ্রথম ব্যাকটেরিয়া কে দেখেন?
ক) লুই পাস্তুর
খ) চার্লস ডারউইন
গ) অ্যান্টনি ফন লিউয়েন হুক
ঘ) রবার্ট হুক
উত্তর: গ) অ্যান্টনি ফন লিউয়েন হুক
২২. কক্কাস ব্যাকটেরিয়ার আকৃতি কেমন?
ক) প্যাঁচানো
খ) দণ্ডাকার
গ) গোলাকার
ঘ) কমা আকৃতি
উত্তর: গ) গোলাকার
২৩. কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কেমন আকৃতির?
ক) ব্যাসিলাস
খ) কক্কাস
গ) কমা
ঘ) স্পাইরিলাম
উত্তর: গ) কমা
২৪. ব্যাকটেরিয়ার উপকারিতা কোনটি?
ক) যক্ষ্মা সৃষ্টি
খ) ফলমূল পচানো
গ) নাইট্রোজেন সংবন্ধন
ঘ) টাইফয়েড সৃষ্টি
উত্তর: গ) নাইট্রোজেন সংবন্ধন
২৫. ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে না?
ক) যক্ষ্মা
খ) ইনফ্লুয়েঞ্জা
গ) কলেরা
ঘ) টাইফয়েড
উত্তর: খ) ইনফ্লুয়েঞ্জা
২৬. ছত্রাক কী ধরনের জীব?
ক) সবুজ স্বপোষী
খ) সমাঙ্গদেহী সবুজ
গ) সমাঙ্গদেহী অসবুজ
ঘ) অনুজীব
উত্তর: গ) সমাঙ্গদেহী অসবুজ
২৭. ছত্রাক কী কারণে সালোকসংশ্লেষণ করতে পারে না?
ক) মাটির অভাবে
খ) সূর্যের আলো না পাওয়ায়
গ) জলাশয়ে জন্মায় বলে
ঘ) ক্লোরোফিলের অভাবে
উত্তর: ঘ) ক্লোরোফিলের অভাবে
২৮. পচা খাদ্যদ্রব্যে জন্মায় কোন ধরনের ছত্রাক?
ক) মৃতভোজী
খ) পরভোজী
গ) পরজীবী
ঘ) স্বপোষী
উত্তর: খ) পরভোজী
২৯. মৃত জৈব পদার্থে জন্মানো ছত্রাককে কী বলে?
ক) পরজীবী
খ) পরভোজী
গ) মৃতভোজী
ঘ) অজীবাণু
উত্তর: গ) মৃতভোজী
৩০. ছত্রাক থেকে কোন ঔষধ পাওয়া যায়?
ক) অ্যাসপিরিন
খ) পেনিসিলিন
গ) ভিটামিন সি
ঘ) ম্যালেরিয়ার ঔষধ
উত্তর: খ) পেনিসিলিন
৩১. পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়?
ক) ঈস্ট
খ) মাশরুম
গ) স্পোর
ঘ) স্পাইরোগাইরা
উত্তর: ক) ঈস্ট
৩২. ছত্রাক থেকে প্রাপ্ত মাশরুমের নাম কী?
ক) ঈস্ট
খ) স্পোর
গ) এগারিকাস
ঘ) স্পাইরোগাইরা
উত্তর: গ) এগারিকাস
৩৩. শ্বাসনালির প্রদাহ সৃষ্টি করে কোনটি?
ক) ব্যাক্টেরিয়া
খ) ছত্রাক
গ) শৈবাল
ঘ) অ্যামিবা
উত্তর: খ) ছত্রাক
৩৪. আলুর বিলম্বিত ধসা রোগের কারণ কোনটি?
ক) শৈবাল
খ) ব্যাক্টেরিয়া
গ) ছত্রাক
ঘ) ভাইরাস
উত্তর: গ) ছত্রাক
৩৫. ছত্রাক সংক্রমণ প্রতিরোধে কী করা উচিত?
ক) আক্রান্তের কাপড় পরা
খ) আক্রান্তের টুপি ব্যবহার
গ) আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো
ঘ) আক্রান্ত ব্যক্তির চিরুনি ব্যবহার
উত্তর: গ) আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো
৩৬. শৈবাল কী ধরনের উদ্ভিদ?
ক) পরজীবী
খ) ক্লোরোফিলবিহীন
গ) ক্লোরোফিলযুক্ত ও স্বপোষী
ঘ) মৃতভোজী
উত্তর: গ) ক্লোরোফিলযুক্ত ও স্বপোষী
৩৭. কোনটি শৈবালের রং নয়?
ক) সবুজ
খ) বাদামি
গ) বেগুনি
ঘ) লাল
উত্তর: গ) বেগুনি
৩৮. স্পাইরোগাইরা কী?
ক) ছত্রাক
খ) শৈবাল
গ) ব্যাক্টেরিয়া
ঘ) এককোষী প্রাণী
উত্তর: খ) শৈবাল
৩৯. আইসক্রিম তৈরিতে ব্যবহৃত উপাদানটি কী?
ক) স্পোর
খ) অ্যালজিন
গ) ক্লোরোফিল
ঘ) জেল
উত্তর: খ) অ্যালজিন
৪০. শৈবালের অপকারিতা কী?
ক) ঔষধ তৈরি
খ) পুষ্টিকর খাদ্য
গ) জলজ প্রাণী অক্সিজেনের অভাবে মারা যাওয়া
ঘ) ভিটামিন সরবরাহ
উত্তর: গ) জলজ প্রাণী অক্সিজেনের অভাবে মারা যাওয়া
৪১. অ্যামিবা কোন রাজ্যের সদস্য?
ক) ছত্রাক
খ) শৈবাল
গ) প্রাণী
ঘ) প্রোটিস্টা
উত্তর: ঘ) প্রোটিস্টা
৪২. অ্যামিবার চলাচল ও খাদ্যগ্রহণে সাহায্য করে কী?
ক) পাখা
খ) লেজ
গ) ক্ষণপদ
ঘ) সিলিয়া
উত্তর: গ) ক্ষণপদ
৪২. অ্যামিবার দেহের বাইরের পর্দার নাম কী?
ক) নিউক্লিয়াস
খ) ক্লোরোপ্লাস্ট
গ) প্লাজমালেমা
ঘ) মেমব্রেন
উত্তর: গ) প্লাজমালেমা
৪৩. এন্টামিবার আকার কেমন?
ক) নির্দিষ্ট
খ) শক্ত
গ) গোলাকার
ঘ) পরিবর্তনশীল
উত্তর: ঘ) পরিবর্তনশীল
৪৪. এমিবিক আমাশয়ের জন্য দায়ী জীব কোনটি?
ক) ব্যাসিলাস
খ) এন্টামিবা
গ) মাশরুম
ঘ) শৈবাল
উত্তর: খ) এন্টামিবা