Skip to content

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন

অবস্থাভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিই ঐ বস্তুর আয়তন। আজকের পোস্টে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হল।

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় MCQ

১। পদার্থ বলতে কী বোঝায়?

ক) যার ঘনত্ব আছে
খ) যা স্থান দখল করে
গ) যা স্থান দখল করে এবং যার ভর আছে
ঘ) যার রং আছে
উত্তর: গ) যা স্থান দখল করে এবং যার ভর আছে

২। কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য হলো—

ক) নির্দিষ্ট আকৃতি নেই
খ) নির্দিষ্ট আয়তন নেই
গ) দৃঢ়তা নেই
ঘ) দৃঢ়তা আছে
উত্তর: ঘ) দৃঢ়তা আছে

৩। তরল পদার্থের নির্দিষ্ট—

ক) আকৃতি
খ) আয়তন
গ) রং
ঘ) ঘনত্ব
উত্তর: খ) আয়তন

৪। গ্যাসীয় পদার্থের—

ক) নির্দিষ্ট আয়তন আছে
খ) নির্দিষ্ট আকৃতি আছে
গ) নির্দিষ্ট আয়তন ও আকৃতি নেই
ঘ) দৃঢ়তা বেশি
উত্তর: গ) নির্দিষ্ট আয়তন ও আকৃতি নেই

৫। নিচের কোনটি কঠিন পদার্থ?

ক) পানি
খ) বাষ্প
গ) বরফ
ঘ) বাতাস
উত্তর: গ) বরফ

৬। পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?

ক) ৫৭
খ) ০
গ) ১০০
ঘ) ৯৮
উত্তর: গ) ১০০

৭। কোনটি ধাতু?

ক) অক্সিজেন
খ) তামা
গ) নাইট্রোজেন
ঘ) সালফার
উত্তর: খ) তামা

৮। ধাতুর বৈশিষ্ট্য নয় এমনটি কোনটি?

ক) তাপ সুপরিবাহী
খ) বিদ্যুৎ পরিবাহী
গ) চকচকে
ঘ) বিদ্যুৎ কুপরিবাহী
উত্তর: ঘ) বিদ্যুৎ কুপরিবাহী

৯। নিচের কোনটি তাপ কুপরিবাহী?

ক) তামা
খ) লোহা
গ) প্লাস্টিক
ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর: গ) প্লাস্টিক

১০। পদার্থের গলনাঙ্ক বলতে বোঝায়—

ক) যে তাপমাত্রায় তা বাষ্পে পরিণত হয়
খ) যে তাপমাত্রায় তা গলে তরলে রূপ নেয়
গ) যে তাপমাত্রায় তা কঠিন হয়
ঘ) যে তাপমাত্রায় তা উবে যায়
উত্তর: খ) যে তাপমাত্রায় তা গলে তরলে রূপ নেয়

১১। মোমের গলনাঙ্ক কত?

ক) ৫৭° সেলসিয়াস
খ) ১০০° সেলসিয়াস
গ) ০° সেলসিয়াস
ঘ) ৪০° সেলসিয়াস
উত্তর: ক) ৫৭° সেলসিয়াস

১২। মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক—

ক) ভিন্ন
খ) অনির্ধারিত
গ) একই
ঘ) পরিবর্তনশীল
উত্তর: গ) একই

১৩। কোনটি হিমাঙ্ক?

ক) যখন কঠিন দ্রবীভূত হয়
খ) যখন তরল কঠিন হয়
গ) যখন গ্যাস তরল হয়
ঘ) যখন বাষ্প সৃষ্টি হয়
উত্তর: খ) যখন তরল কঠিন হয়

১৪। অধাতুর বৈশিষ্ট্য হলো—

ক) চকচকে
খ) তাপ সুপরিবাহী
গ) বিদ্যুৎ কুপরিবাহী
ঘ) দৃঢ়
উত্তর: গ) বিদ্যুৎ কুপরিবাহী

১৫। নিচের কোনটি ধাতব পদার্থ নয়?

ক) তামা
খ) সোনা
গ) নাইট্রোজেন
ঘ) লোহা
উত্তর: গ) নাইট্রোজেন

১৬। কাঠের বৈশিষ্ট্য হলো—

ক) তাপ সুপরিবাহী
খ) বিদ্যুৎ সুপরিবাহী
গ) তাপ কুপরিবাহী
ঘ) চকচকে
উত্তর: গ) তাপ কুপরিবাহী

১৭। ধাতব পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য—

ক) নমনীয়তা নেই
খ) গন্ধযুক্ত
গ) ঝনঝন শব্দ করে
ঘ) দাহ্য
উত্তর: গ) ঝনঝন শব্দ করে

১৮। নিচের কোনটি বস্তুর ঘনত্ব বেশি?

ক) কাঠ
খ) কাগজ
গ) লোহা
ঘ) কর্ক
উত্তর: গ) লোহা

১৯। কোন পদার্থের নির্দিষ্ট আয়তন নেই?

ক) পানি
খ) তেল
গ) বাষ্প
ঘ) দুধ
উত্তর: গ) বাষ্প

২০। ধাতব পদার্থের নমুনা কোনটি?

ক) অক্সিজেন
খ) কার্বন
গ) অ্যালুমিনিয়াম
ঘ) সালফার
উত্তর: গ) অ্যালুমিনিয়াম

২১। কিসের মাধ্যমে পদার্থ শ্রেণিবিন্যাস করা হয় না?

ক) অবস্থার ভিত্তিতে
খ) আকারের ভিত্তিতে
গ) কাঠিন্যের ভিত্তিতে
ঘ) ঘনত্বের ভিত্তিতে
উত্তর: খ) আকারের ভিত্তিতে

২২। পানির গলনাঙ্ক কত?

ক) ৫৭°C
খ) ১০০°C
গ) ০°C
ঘ) ৩৭°C
উত্তর: গ) ০°C

২৩। কোনটি পদার্থ নয়?

ক) আলো
খ) বরফ
গ) পাথর
ঘ) পানি
উত্তর: ক) আলো

২৪। নিচের কোনটি গ্যাসীয় পদার্থ?

ক) পানি
খ) বাষ্প
গ) বরফ
ঘ) লবণ
উত্তর: খ) বাষ্প

২৫। কোন ধাতু দিয়ে তার তৈরি করা হয় বেশি?

ক) সোনা
খ) তামা
গ) রুপা
ঘ) লোহা
উত্তর: খ) তামা

২৬। পদার্থের আয়তন নির্ধারণ করা হয়—

ক) রং দেখে
খ) গন্ধ দেখে
গ) স্থান দখল দেখে
ঘ) তাপ দেখে
উত্তর: গ) স্থান দখল দেখে

২৭। নিচের কোনটি কুপরিবাহী?

ক) রাবার
খ) লোহা
গ) তামা
ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর: ক) রাবার

২৮। ধাতুর নমনীয়তা বেশি হওয়া মানে—

ক) সহজে ভেঙে যায়
খ) পুড়ে যায়
গ) আকৃতি পরিবর্তন করা যায়
ঘ) দাগ পড়ে
উত্তর: গ) আকৃতি পরিবর্তন করা যায়

২৯। কাচের তাপ পরিবাহিতা—

ক) প্লাস্টিকের চেয়ে বেশি
খ) অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি
গ) সোনার চেয়ে বেশি
ঘ) রাবারের চেয়ে কম
উত্তর: ক) প্লাস্টিকের চেয়ে বেশি

৩০। নিচের কোনটি গলনের উদাহরণ?

ক) পানি ফুটছে
খ) বরফ গলে যাচ্ছে
গ) বাষ্প হচ্ছে
ঘ) পানি শুকাচ্ছে
উত্তর: খ) বরফ গলে যাচ্ছে

৩১। কঠিন থেকে তরল পরিবর্তন হয়—

ক) স্ফুটনে
খ) গলনে
গ) হিমাঙ্কে
ঘ) চাপ প্রয়োগে
উত্তর: খ) গলনে

৩২। কোনটি বস্তুর হিমাঙ্ক ও গলনাঙ্ক সমান?

ক) পানি
খ) বরফ
গ) মোম
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো

৩৩। কোন পদার্থকে পাত্র অনুযায়ী রূপান্তরিত করা যায়?

ক) গ্যাস
খ) কঠিন
গ) তরল
ঘ) কেবল গ্যাস ও তরল
উত্তর: ঘ) কেবল গ্যাস ও তরল

৩৪। কোন পদার্থে বিদ্যুৎ পরিবাহিতা বেশি?

ক) রাবার
খ) তামা
গ) কাঠ
ঘ) প্লাস্টিক
উত্তর: খ) তামা

৩৫। ধাতুর তুলনায় অধাতু—

ক) বেশি চকচকে
খ) কম দৃঢ়
গ) বেশি পরিবাহী
ঘ) বেশি নমনীয়
উত্তর: খ) কম দৃঢ়

৩৬। নিচের কোনটি আলো দেয় না?

ক) আগুন
খ) বিদ্যুৎ
গ) মোমবাতি
ঘ) পানি
উত্তর: ঘ) পানি

৩৭। সালফার ও কার্বনের বৈশিষ্ট্য—

ক) ঝনঝন শব্দ করে
খ) ধাতু
গ) সহজে ভাঙে
ঘ) তাপ পরিবাহী
উত্তর: গ) সহজে ভাঙে

৩৮। ঘরের তাপমাত্রায় পানি কী অবস্থায় থাকে?

ক) কঠিন
খ) গ্যাস
গ) তরল
ঘ) অদৃশ্য
উত্তর: গ) তরল

৩৯। নিচের কোন পদার্থ নমনীয়?

ক) কাচ
খ) তামা
গ) কাঠ
ঘ) পাথর
উত্তর: খ) তামা

৪০। কোন পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়?

ক) লবণ
খ) তেল
গ) পানি
ঘ) চিনি
উত্তর: গ) পানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *