আমরা চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। চোখ কীভাবে গঠিত? মাথার সামনে দুটো অক্ষি কোটরের মধ্যে এক জোড়া চোখ থাকে। ছয়টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষি কোটরে আটকানো থাকে। আজকের পোস্টে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন | সংবেদি অঙ্গ দেওয়া হল।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)
১। কোনটি আমাদের দেহের চালক কোন অঙ্গ?
ক) হৃৎপিণ্ড
খ) মস্তিষ্ক
গ) ফুসফুস
ঘ) পাকস্থলী
উত্তরঃ খ) মস্তিষ্ক
২। নিচের কোনটি সংবেদি অঙ্গ নয়?
ক) চোখ
খ) কান
গ) হৃদপিণ্ড
ঘ) জিহ্বা
উত্তরঃ গ) হৃদপিণ্ড
৩। মস্তিষ্ক কোথায় থাকে?
ক) বক্ষপিঞ্জরে
খ) পেটের মধ্যে
গ) মাথার খুলির মধ্যে
ঘ) মেরুদণ্ডে
উত্তরঃ গ) মাথার খুলির মধ্যে
৪। মস্তিষ্ক কোন অঙ্গের সাহায্যে বাইরের খবর পায়?
ক) শিরা
খ) সংবেদি অঙ্গ
গ) হাড়
ঘ) রক্ত
উত্তরঃ খ) সংবেদি অঙ্গ
৫। চোখ দিয়ে আমরা কী করি?
ক) শুনি
খ) অনুভব করি
গ) দেখি
ঘ) ঘ্রাণ নিই
উত্তরঃ গ) দেখি
৬। চোখের কোন অংশটি চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে?
ক) কর্নিয়া
খ) কনজাংকটিভা
গ) অশ্রুগ্রন্থি
ঘ) চোখের পাতা
উত্তরঃ ঘ) চোখের পাতা
৭। চোখের কোন অংশটি স্বচ্ছ?
ক) স্ক্লেরা
খ) কর্নিয়া
গ) কোরয়েড
ঘ) রেটিনা
উত্তরঃ খ) কর্নিয়া
৮। চোখে জল আসে কোথা থেকে?
ক) কর্নিয়া
খ) চোখের পাতা
গ) অশ্রুগ্রন্থি
ঘ) আইরিশ
উত্তরঃ গ) অশ্রুগ্রন্থি
৯। চোখের রঙিন অংশ কোনটি?
ক) স্ক্লেরা
খ) কর্নিয়া
গ) আইরিশ
ঘ) পিউপিল
উত্তরঃ গ) আইরিশ
১০। পিউপিল ছোট বড় হওয়ার জন্য দায়ী কোনটি?
ক) লেন্স
খ) রেটিনা
গ) আইরিশের পেশি
ঘ) স্ক্লেরা
উত্তরঃ গ) আইরিশের পেশি
১১। আলো কোথায় প্রতিফলিত হয়ে চিত্র তৈরি করে?
ক) কর্নিয়া
খ) রেটিনা
গ) আইরিশ
ঘ) স্ক্লেরা
উত্তরঃ খ) রেটিনা
১২। চোখের কোন অংশে রড ও কোন কোষ থাকে?
ক) কর্নিয়া
খ) স্ক্লেরা
গ) রেটিনা
ঘ) পিউপিল
উত্তরঃ গ) রেটিনা
১৩। চোখের যত্নের জন্য কী খেতে হয়?
ক) আমিষ
খ) শর্করা
গ) ভিটামিন এ
ঘ) লবণ
উত্তরঃ গ) ভিটামিন এ
১৪। কান কয়টি অংশে বিভক্ত?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) একটিই
উত্তরঃ খ) তিনটি
১৫। পিনা কী?
ক) কর্ণকুহর
খ) অন্তঃকর্ণের অংশ
গ) কানের বাইরের অংশ
ঘ) ইউস্টেশিয়ান টিউব
উত্তরঃ গ) কানের বাইরের অংশ
১৬। কর্ণপটহ কী কাজ করে?
ক) শব্দ প্রতিফলন
খ) শব্দ তরঙ্গ বন্ধ করে
গ) শব্দের কম্পন গ্রহণ
ঘ) রক্ত সঞ্চালন
উত্তরঃ গ) শব্দের কম্পন গ্রহণ
১৭। কোনটি শব্দের ভারসাম্য রক্ষায় সাহায্য করে?
ক) ককলিয়া
খ) কর্ণকুহর
গ) ইউট্রিকুলাস
ঘ) স্ক্লেরা
উত্তরঃ গ) ইউট্রিকুলাস
১৮। ককলিয়া কোথায় থাকে?
ক) বহিঃকর্ণে
খ) মধ্যকর্ণে
গ) অন্তঃকর্ণে
ঘ) কর্ণকুহরে
উত্তরঃ গ) অন্তঃকর্ণে
১৯। শ্রবণ সংবেদি কোষ কোথায় থাকে?
ক) পিনা
খ) ককলিয়া
গ) ইউস্টেশিয়ান টিউব
ঘ) কর্ণপটহ
উত্তরঃ খ) ককলিয়া
২০। ইউস্টেশিয়ান টিউবের কাজ কী?
ক) পিনার আকৃতি বজায় রাখা
খ) রক্ত চলাচল
গ) কানের চাপ সমান রাখা
ঘ) শব্দ তরঙ্গ উৎপন্ন
উত্তরঃ গ) কানের চাপ সমান রাখা
২১। নিচের কোনটি কানের যত্ন নয়?
ক) উচ্চ শব্দে গান শোনা
খ) কানে পানি ঢুকা ঠেকানো
গ) পরিষ্কার রাখা
ঘ) বাইরের বস্তু না ঢোকানো
উত্তরঃ ক) উচ্চ শব্দে গান শোনা
২২। নাকের কয়টি প্রধান অংশ?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তরঃ খ) ২টি
২৩। ঘ্রাণঝিল্লি কোথায় থাকে?
ক) জিহ্বায়
খ) কর্ণে
গ) নাসাপথে
ঘ) গলবিলে
উত্তরঃ গ) নাসাপথে
২৪। ঘ্রাণগ্রহণে সাহায্য করে—
ক) কর্ণপটহ
খ) স্বাদ কোরক
গ) ঘ্রাণঝিল্লি
ঘ) অশ্রুগ্রন্থি
উত্তরঃ গ) ঘ্রাণঝিল্লি
২৫। জিহ্বা কোথায় অবস্থিত?
ক) চোখে
খ) কর্ণে
গ) মুখ গহ্বরে
ঘ) নাসারন্ধ্রে
উত্তরঃ গ) মুখ গহ্বরে
২৬। জিহ্বার কাজ নয় কোনটি?
ক) স্বাদগ্রহণ
খ) কথা বলা
গ) ঘ্রাণ নেওয়া
ঘ) খাবার গিলতে সাহায্য
উত্তরঃ গ) ঘ্রাণ নেওয়া
২৭। স্বাদ কোরক কোথায় থাকে?
ক) দাঁতে
খ) জিহ্বায়
গ) চোখে
ঘ) নাকে
উত্তরঃ খ) জিহ্বায়
২৮। জিহ্বা কোন ধরণের অঙ্গ?
ক) বায়বীয়
খ) হাড়যুক্ত
গ) পেশিবহুল
ঘ) তরল
উত্তরঃ গ) পেশিবহুল
২৯। নিচের কোনটি জিহ্বার যত্ন?
ক) দুধ না খাওয়া
খ) দাঁত ব্রাশ না করা
গ) জিহ্বা পরিষ্কার করা
ঘ) ঠান্ডা পানি খাওয়া
উত্তরঃ গ) জিহ্বা পরিষ্কার করা
৩০। নিচের কোনটি ছত্রাকের সংক্রমণ নয়?
ক) দাদ
খ) খুশকি
গ) চোখ উঠা
ঘ) জিহ্বার দাগ
উত্তরঃ গ) চোখ উঠা
৩১। ত্বকের কয়টি স্তর?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তরঃ খ) ২টি
৩২। নিচের কোনটি উপচর্মের অংশ?
ক) রক্তনালি
খ) লোমকূপ
গ) ঘর্মগ্রন্থি
ঘ) স্নায়ু
উত্তরঃ খ) লোমকূপ
৩৩। ঘর্মগ্রন্থি কোথায় বেশি থাকে?
ক) কপালে
খ) করতলে ও পদতলে
গ) গলায়
ঘ) ঘাড়ে
উত্তরঃ খ) করতলে ও পদতলে
৩৪। ত্বকের নিচের স্তরের নাম কী?
ক) উপচর্ম
খ) অন্তঃচর্ম
গ) চুলের মূল
ঘ) তেলগ্রন্থি
উত্তরঃ খ) অন্তঃচর্ম
৩৫। ত্বকের কাজ নয় কোনটি?
ক) আঘাত থেকে রক্ষা
খ) আলো উৎপাদন
গ) ঘাম নিঃসরণ
ঘ) রোগ প্রতিরোধ
উত্তরঃ খ) আলো উৎপাদন
৩৬। ত্বকের যত্নে কী করণীয় নয়?
ক) নিয়মিত গোসল
খ) অন্যের তোয়ালে ব্যবহার
গ) ডাক্তারের পরামর্শ
ঘ) পরিষ্কার কাপড় ব্যবহার
উত্তরঃ খ) অন্যের তোয়ালে ব্যবহার
৩৭। স্ক্লেরা কী ধরনের স্তর?
ক) স্বচ্ছ
খ) শক্ত ও সাদা
গ) রক্তপূর্ণ
ঘ) রঞ্জিত
উত্তরঃ খ) শক্ত ও সাদা
৩৮। কর্নিয়া কোন স্তরের অংশ?
ক) কোরয়েড
খ) রেটিনা
গ) স্ক্লেরা
ঘ) আইরিশ
উত্তরঃ গ) স্ক্লেরা
৩৯। কনজাংটিভাইটিস কী রোগ?
ক) ত্বকের
খ) কানের
গ) জিহ্বার
ঘ) চোখের
উত্তরঃ ঘ) চোখের
৪০। চোখের ক্যামেরার মতো গঠন সম্ভব হয়—
ক) কর্নিয়ার স্বচ্ছতার কারণে
খ) স্ক্লেরার কারণে
গ) রেটিনার কারণে
ঘ) পিউপিলের কারণে
উত্তরঃ ক) কর্নিয়ার স্বচ্ছতার কারণে
৪১। অশ্রু চোখকে কী করে?
ক) শুষ্ক রাখে
খ) ধুলাবালি পরিষ্কার করে
গ) বন্ধ রাখে
ঘ) আলো প্রবেশে বাধা দেয়
উত্তরঃ খ) ধুলাবালি পরিষ্কার করে
৪২। চোখে আলো ঢোকে—
ক) স্ক্লেরার ভিতর দিয়ে
খ) কর্নিয়ার ভিতর দিয়ে
গ) রেটিনার ভিতর দিয়ে
ঘ) কোরয়েড দিয়ে
উত্তরঃ খ) কর্নিয়ার ভিতর দিয়ে
৪৩। চোখে দ্বি-উত্তল লেন্স থাকে—
ক) পিউপিলের সামনে
খ) কর্নিয়ার মধ্যে
গ) পিউপিলের পেছনে
ঘ) স্ক্লেরার পাশে
উত্তরঃ গ) পিউপিলের পেছনে
৪৪। চোখের পেছনের অংশে কী থাকে?
ক) কর্নিয়া
খ) স্ক্লেরা
গ) রেটিনা
ঘ) পিউপিল
উত্তরঃ গ) রেটিনা
৪৫। কর্ণপটহ কোন কানের অংশে?
ক) বহিঃকর্ণ
খ) মধ্যকর্ণ
গ) অন্তঃকর্ণ
ঘ) ইউস্টেশিয়ান
উত্তরঃ ক) বহিঃকর্ণ
৪৬। কানের ভারসাম্য রক্ষায় সাহায্য করে—
ক) পিনা
খ) ইউট্রিকুলাস
গ) ইনকাস
ঘ) ককলিয়া
উত্তরঃ খ) ইউট্রিকুলাস
৪৭। ঘ্রাণ কিভাবে অনুভব করি?
ক) কানের সাহায্যে
খ) ঘ্রাণঝিল্লির সাহায্যে
গ) কর্ণপটহের মাধ্যমে
ঘ) পিনার মাধ্যমে
উত্তরঃ খ) ঘ্রাণঝিল্লির সাহায্যে
৪৮। স্বাদ কোরক কোন অঙ্গে থাকে?
ক) চোখে
খ) কান
গ) জিহ্বা
ঘ) নাকে
উত্তরঃ গ) জিহ্বা
৪৯। ত্বকের কোন অংশ রোগ প্রতিরোধে সাহায্য করে?
ক) উপচর্ম
খ) ঘর্মগ্রন্থি
গ) অন্তঃত্বক
ঘ) তেলগ্রন্থি
উত্তরঃ ক) উপচর্ম
৫০। ত্বকের মাধ্যমে আমরা কী বুঝতে পারি?
ক) শব্দ
খ) আলো
গ) স্বাদ
ঘ) তাপ, চাপ
উত্তরঃ ঘ) তাপ, চাপ