Skip to content

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

উন্নত উদ্ভিদ দুই ধরনের যথা নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলি কী কী তা আমরা এ অধ্যায়ে জানব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে তা জানবো। নিচে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন দিলাম।

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ

১। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন?
ক) এরা সবচেয়ে সরল উদ্ভিদ
খ) এরা সর্বোন্নত উদ্ভিদ
গ) এদের কোনো মূল নেই
ঘ) এরা শুধু পানিতে জন্মে
উত্তরঃ খ) এরা সর্বোন্নত উদ্ভিদ

২। নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদের অংশ নয়?
ক) মূল
খ) কাণ্ড
গ) ফুল
ঘ) শিকড়
উত্তরঃ ঘ) শিকড়

৩। বিটপ বলতে কী বোঝায়?
ক) শুধু কাণ্ড
খ) শুধু পাতা
গ) মাটির উপরের সব অংশ
ঘ) শুধু ফুল
উত্তরঃ গ) মাটির উপরের সব অংশ

৪। মূলের কোন অংশ আঘাত থেকে রক্ষা করে?
ক) মূলরোম
খ) মূলটুপি
গ) বর্ধিষ্ণু অঞ্চল
ঘ) স্থায়ী অঞ্চল
উত্তরঃ খ) মূলটুপি

৫। মূলের কোন অংশ দিয়ে পানি শোষণ করা হয়?
ক) মূলটুপি
খ) মূলরোম
গ) বর্ধিষ্ণু অঞ্চল
ঘ) স্থায়ী অঞ্চল
উত্তরঃ খ) মূলরোম

৬। মূলের বৃদ্ধি ঘটে কোন অংশে?
ক) মূলটুপি
খ) মূলরোম
গ) বর্ধিষ্ণু অঞ্চল
ঘ) স্থায়ী অঞ্চল
উত্তরঃ গ) বর্ধিষ্ণু অঞ্চল

৭। স্থানিক মূলের উদাহরণ কোনটি?
ক) ধান
খ) আম
গ) বাঁশ
ঘ) ভুট্টা
উত্তরঃ খ) আম

৮। গুচ্ছ মূল দেখা যায় কোন উদ্ভিদে?
ক) আম
খ) জাম
গ) ধান
ঘ) কাঁঠাল
উত্তরঃ গ) ধান

৯। বটের ঝুরিমূল কী ধরনের মূল?
ক) স্থানিক মূল
খ) গুচ্ছ মূল
গ) অগুচ্ছ মূল
ঘ) ঠেস মূল
উত্তরঃ গ) অগুচ্ছ মূল

১০। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে কী বলে?
ক) পর্বমধ্য
খ) পর্ব
গ) মুকুল
ঘ) পত্রকক্ষ
উত্তরঃ খ) পর্ব

১১। শীর্ষ মুকুল কোথায় থাকে?
ক) পত্রকক্ষে
খ) কাণ্ডের অগ্রভাগে
গ) মূলের শেষে
ঘ) পাতার ফলকে
উত্তরঃ খ) কাণ্ডের অগ্রভাগে

১২। পান গাছের কাণ্ড কোন ধরনের?
ক) লতানো
খ) শয়ান
গ) আরোহী
ঘ) খাড়া
উত্তরঃ গ) আরোহী

১৩। কাণ্ডের প্রধান কাজ কী?
ক) খাদ্য তৈরি
খ) পানি শোষণ
গ) ভারবহন
ঘ) বীজ উৎপাদন
উত্তরঃ গ) ভারবহন

১৪। সবুজ কাণ্ড কী করতে পারে?
ক) শুধু পানি শোষণ
খ) কিছু খাদ্য তৈরি
গ) শুধু খাদ্য সংরক্ষণ
ঘ) শুধু শ্বাসকার্য
উত্তরঃ খ) কিছু খাদ্য তৈরি

১৫। পাতার কোন অংশ কাণ্ডের সাথে যুক্ত?
ক) পত্রফলক
খ) বৃন্ত
গ) পত্রমূল
ঘ) মধ্যশিরা
উত্তরঃ গ) পত্রমূল

১৬। পত্রফলকের মোটা শিরাকে কী বলে?
ক) উপশিরা
খ) মধ্যশিরা
গ) পত্রকিনারা
ঘ) পত্রবৃন্ত
উত্তরঃ খ) মধ্যশিরা

১৭। আমপাতা কী ধরনের?
ক) সরলপত্র
খ) যৌগিকপত্র
গ) পক্ষল যৌগিকপত্র
ঘ) করতলাকার যৌগিকপত্র
উত্তরঃ ক) সরলপত্র

১৮। তেঁতুলপাতা কী ধরনের?
ক) সরলপত্র
খ) যৌগিকপত্র
গ) পক্ষল যৌগিকপত্র
ঘ) করতলাকার যৌগিকপত্র
উত্তরঃ খ) যৌগিকপত্র

১৯। নিচের কোনটি মূলের ব্যবহার?
ক) কাঠ
খ) মুলা
গ) কাপড়
ঘ) ঔষধ
উত্তরঃ খ) মুলা

২০। আদা কী ধরনের কাণ্ড?
ক) লতানো
খ) সংরক্ষণকারী
গ) আরোহী
ঘ) শয়ান
উত্তরঃ খ) সংরক্ষণকারী

২১। উদ্ভিদ সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কী?
ক) শোভাবর্ধন
খ) জলবায়ু সংরক্ষণ
গ) মাটির ক্ষয় রোধ
ঘ) প্রাণীদের আবাসস্থল
উত্তরঃ খ) জলবায়ু সংরক্ষণ

২২। গাছ কাটা উচিত কখন?
ক) যখন ইচ্ছা
খ) কখনই না
গ) শুধু প্রয়োজনে
ঘ) শুধু বড় গাছ
উত্তরঃ গ) শুধু প্রয়োজনে

২৩। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
ক) আম
খ) ধান
গ) মরিচ
ঘ) সরিষা
উত্তরঃ খ) ধান

২৪। দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কোনটি?
ক) গম
খ) ভুট্টা
গ) কাঁঠাল
ঘ) নারিকেল
উত্তরঃ গ) কাঁঠাল

২৫। মূলের প্রধান কাজ কী?
ক) খাদ্য তৈরি
খ) উদ্ভিদকে আটকানো
গ) ফুল উৎপাদন
ঘ) বীজ ছড়ানো
উত্তরঃ খ) উদ্ভিদকে আটকানো

২৬। পাতার প্রধান কাজ কী?
ক) পানি শোষণ
খ) খাদ্য তৈরি
গ) উদ্ভিদকে আটকানো
ঘ) বীজ উৎপাদন
উত্তরঃ খ) খাদ্য তৈরি

২৭। কাণ্ডের মাধ্যমে কী পরিবাহিত হয়?
ক) শুধু পানি
খ) শুধু খাদ্য
গ) পানি ও খাদ্য
ঘ) শুধু বায়ু
উত্তরঃ গ) পানি ও খাদ্য

২৮। নিচের কোনটি ঠেস মূলের উদাহরণ?
ক) বট
খ) কেয়া
গ) ধান
ঘ) আম
উত্তরঃ খ) কেয়া

২৯। পত্রফলকের প্রান্তকে কী বলে?
ক) মধ্যশিরা
খ) পত্রকিনারা
গ) উপশিরা
ঘ) পত্রবৃন্ত
উত্তরঃ খ) পত্রকিনারা

৩০। সালোকসংশ্লেষণ হয় কোথায়?
ক) মূল
খ) কাণ্ড
গ) পাতা
ঘ) ফুল
উত্তরঃ গ) পাতা

৩১। নিচের কোনটি যৌগিকপত্র?
ক) আম
খ) কাঁঠাল
গ) তেঁতুল
ঘ) বট
উত্তরঃ গ) তেঁতুল

৩২। উদ্ভিদের বর্ধনশীল অংশ কোনটি?
ক) মূলটুপি
খ) বর্ধিষ্ণু অঞ্চল
গ) স্থায়ী অঞ্চل
ঘ) মূলরোম
উত্তরঃ খ) বর্ধিষ্ণু অঞ্চল

৩৩। নিচের কোনটি সবুজ কাণ্ডের উদাহরণ?
ক) আম
খ) কচু
গ) বট
ঘ) পাইন
উত্তরঃ খ) কচু

৩৪। পাতায় গ্যাসীয় বিনিময় হয় কী মাধ্যমে?
ক) পত্ররন্ধ্র
খ) মূলরোম
গ) কাণ্ড
ঘ) ফুল
উত্তরঃ ক) পত্ররন্ধ্র

৩৫। নিচের কোনটি পানির বাষ্পীভবন ঘটায়?
ক) প্রস্বেদন
খ) সালোকসংশ্লেষণ
গ) শ্বসন
ঘ) পরাগায়ন
উত্তরঃ ক) প্রস্বেদন

৩৬। কোনটি পাতার খাদ্য তৈরির প্রক্রিয়া?
ক) শ্বসন
খ) প্রস্বেদন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) পরাগায়ন
উত্তরঃ গ) সালোকসংশ্লেষণ

৩৭। নিচের কোনটি অস্থানিক মূল?
ক) আম
খ) ধান
গ) কাঁঠাল
ঘ) লিচু
উত্তরঃ খ) ধান

৩৮। কাণ্ডের মাধ্যমে পরিবাহিত খাদ্য কী নামে পরিচিত?
ক) জাইলেম
খ) ফ্লোয়েম
গ) ক্যাম্বিয়াম
ঘ) এপিডার্মিস
উত্তরঃ খ) ফ্লোয়েম

৩৯। নিচের কোনটি পাতার অংশ নয়?
ক) পত্রফলক
খ) পত্রবৃন্ত
গ) পত্রমূল
ঘ) পত্রকক্ষ
উত্তরঃ ঘ) পত্রকক্ষ

৪০। কোনটি উদ্ভিদের সংরক্ষণকারী কাণ্ড?
ক) গোল আলু
খ) আম
গ) ধান
ঘ) গম
উত্তরঃ ক) গোল আলু

৪১। পাতার শিরা-উপশিরার কাজ কী?
ক) খাদ্য পরিবহন
খ) পানি পরিবহন
গ) কাঠামো দান
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো

৪২। নিচের কোনটি উদ্ভিদের অঙ্গ নয়?
ক) মূল
খ) কাণ্ড
গ) পাতা
ঘ) শিকড়
উত্তরঃ ঘ) শিকড়

৪৩। কোনটি পাতার মাধ্যমে বের হয়?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
উত্তরঃ ক) অক্সিজেন

৪৪। নিচের কোনটি পাতার কাজ নয়?
ক) খাদ্য তৈরি
খ) গ্যাসীয় বিনিময়
গ) পানি শোষণ
ঘ) প্রস্বেদন
উত্তরঃ গ) পানি শোষণ

৪৫। কোনটি উদ্ভিদের মূল্যবান অংশ?
ক) শুধু মূল
খ) শুধু কাণ্ড
গ) শুধু পাতা
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো

৪৬। উদ্ভিদের বৃদ্ধি ঘটে কীভাবে?
ক) কোষ বিভাজন
খ) কোষ প্রসারণ
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ) উভয়ই

৪৭। নিচের কোনটি পাতার বৈশিষ্ট্য?
ক) সবুজ
খ) চ্যাপ্টা
গ) সালোকসংশ্লেষণ
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো

৪৮। উদ্ভিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
ক) আলো
খ) পানি
গ) বাতাস
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো

৪৯। উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদান কী?
ক) নাইট্রোজেন
খ) ফসফরাস
গ) পটাশিয়াম
ঘ) সবগুলো
উত্তরঃ ঘ) সবগুলো

৫০। গাছ লাগানোর উপযুক্ত সময় কোনটি?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শরৎ
ঘ) শীত
উত্তরঃ খ) বর্ষা

আরও দেখুনঃ ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় MCQ | বহুনির্বাচনী প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *