Skip to content

মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মমতাদি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

লেখক সম্পর্কে প্রশ্ন

১। ‘মমতাদি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘মমতাদি’ গল্পটি ‘সরীসৃপ’ গ্রন্থের অন্তর্ভুক্ত।

২। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর: প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।

৩। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বিহারের সাঁওতাল পরগনায়।

৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সাল কত?
উত্তর: ১৯০৮ সাল।

৫। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?
উত্তর: মুন্সীগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রামে।

৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতৃভিটা কোথায় ছিল?
উত্তর: বিক্রমপুরের গাঁওদিয়া গ্রামে।

৭। মানিক বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন?
উত্তর: মেদিনীপুর জিলা স্কুল থেকে।

৮। তিনি কোন কলেজ থেকে আইএসসি পাস করেন?
উত্তর: বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ থেকে।

৯। তিনি কোন বিষয়ে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন?
উত্তর: গণিতে অনার্স নিয়ে।

১০। তিনি কোন কলেজে বি.এসসি ক্লাসে ভর্তি হন?
উত্তর: কলকাতা প্রেসিডেন্সি কলেজে।

১১। কোন গল্প প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্যিক যাত্রা শুরু হয়?
উত্তর: ‘অতসীমামী’ গল্প প্রকাশের মাধ্যমে।

১২। ‘অতসীমামী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বিচিত্রা পত্রিকায়।

১৩। কোন বয়সে তিনি ‘দিবারাত্রির কাব্য’ লেখেন?
উত্তর: মাত্র একুশ বছর বয়সে।

১৪। তিনি জীবিকার জন্য কোন পেশাকে গ্রহণ করেন?
উত্তর: লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন করেন।

১৫। তাঁর দুটি বিখ্যাত উপন্যাসের নাম কী?
উত্তর: ‘পদ্মা নদীর মাঝি’ ও ‘পুতুল নাচের ইতিকথা’।

১৬। ‘জননী’ ও ‘চিহ্ন’ কোন ধরনের রচনা?
উত্তর: উভয়ই উপন্যাস।

১৭। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর।

গল্প সম্পর্কে প্রশ্ন

১৮। মমতাদি কবে প্রথম আসে?
উত্তর: এক শীতের সকালে, যখন লেখক রোদে বসে পড়ছিলেন।

১৯। গৃহকর্ত্রী তখন কী করছিলেন?
উত্তর: ফুলকপি কুটছিলেন।

২০। মমতাদি কী কাজে আগ্রহ প্রকাশ করে?
উত্তর: রান্নার কাজ ও ছোট কাজ করতে চায়।

২১। মমতাদির বয়স কত হবে অনুমান করা হয়?
উত্তর: আনুমানিক তেইশ বছর।

২২। মমতাদির পরনে কী ছিল?
উত্তর: ময়লা, সেলাই করা শাড়ি যার পাড় বিবর্ণ লাল।

২৩। গৃহকর্ত্রী মমতাদি কী বলে ডাকেন?
উত্তর: বাছা।

২৪। গৃহকর্ত্রী ছোট ছেলেটি (লেখক) মমতাদিকে কী বলে ডাকেন?
উত্তর: প্রথমে ‘বামুনদি’ বলে ডাকেন।

২৫। ‘বামুনদি’ ডাকলে মমতাদি ছেলেটিকে কি বলেন?
উত্তর: চমকে ওঠে এবং নিষেধ করে শুধু ‘দিদি’ ডাকতে।

২৬। মমতাদি কোথায় থাকে?
উত্তর: জীবনময়ের গলির সাতাশ নম্বর বাড়ির একতলায়।

২৭। মমতাদির স্বামীর কী অবস্থা?
উত্তর: চার মাস ধরে বেকার।

২৮। মমতাদি কত মাইনে আশা করেছিল?
উত্তর: বারো টাকা।

২৯। মমতাদির কত মাইনে ঠিক হয়?
উত্তর: পনের টাকা।

৩০। ছেলেটির অনুভূতি কেমন ছিল মমতাদির প্রতি?
উত্তর: ভালো লেগেছিল, ভাব করতে চেয়েছিল।

৩১। মমতাদি ছেলেটি প্রতি কেমন আচরণ করত শুরুতে?
উত্তর: উপেক্ষা করত।

৩২। মমতাদি কীভাবে কাজ করত?
উত্তর: নিখুঁত, নির্ভরযোগ্য ও শব্দহীনভাবে।

৩৩। কখন ছেলেটি ও মমতাদির বন্ধুত্ব গড়ে ওঠে?
উত্তর: একদিন লেখক রসগোল্লা চুরি করতে গিয়ে ধরা পড়ে।

৩৪। মমতাদি ছেলেটি কী বলে লজ্জা দেয়?
উত্তর: “আর খেয়ো না, অসুখ হবে। কেমন?”

৩৫। ছেলেটি কখন বুঝে মমতাদির স্নেহ মায়া?
উত্তর: রান্নাঘরে তার কাছে বসে গল্প করার সময়।

৩৬। মমতাদি ছেলেটিকে কী নামে ডাকে?
উত্তর: খোকা।

৩৭। ছেলেটি তার চুল নিয়ে কী করে?
উত্তর: বেণী পাকাবার চেষ্টা করে।

৩৮। মমতাদির গালে কী দেখা যায়?
উত্তর: তিনটি আঙুলের চড়ের দাগ।

৩৯। মমতাদি চড় মারার কারণ কী বলে?
উত্তর: মশা মারতে নিজেই মেরেছে বলে মিথ্যে বলে।

৪০। মমতাদির স্বামীর চাকরি হয় কবে?
উত্তর: ইংরেজি মাসের পয়লা দিন থেকে।

৪১। চাকরি পাওয়ার পরও সে কাজ ছাড়ে না কেন?
উত্তর: বলে স্বামীর চাকরি সামান্য, সংসার চলবে না।

৪২। গৃহকর্ত্রী কী পরামর্শ দেন?
উত্তর: ইচ্ছা করলে কাজ ছেড়ে দিতে পারে।

৪৩। মমতাদি কেন চোখের জল ফেলে?
উত্তর: সম্মানে মায়া মাখা দয়ার অনুভবে।

৪৪। মমতাদির সংসারের অবস্থা কেমন ছিল?
উত্তর: সংকুচিত, দারিদ্র্যপীড়িত।

৪৫। মমতাদির ঘরে আর কে ছিল?
উত্তর: তার পাঁচ বছরের ছেলে।

৪৬। মমতাদির ঘরে ছেলেটির অবস্থা কেমন?
উত্তর: পেটব্যথায় ক্লান্ত, ঘুমিয়ে ছিল।

৪৭। লেখককে কী খেতে দেয় মমতাদি?
উত্তর: কমলা লেবু।

৪৮। লেখক মমতাদি ঘরে কোন জিনিসগুলো দেখে?
উত্তর: ভাঙা টেবিল, বাসন, বই, ট্রাংক, চরকা, খাট।

৪৯। মমতাদি ঘরে আলো বাতাস কেমন?
উত্তর: আলো কিছু আসে, বাতাস প্রায় আসে না।

৫০। গল্পে লেখকের নাম কী বলা হয়েছে?
উত্তর: সরাসরি নয়, ‘খোকা’ বলে ডাকা হয়।

৫১। ‘জীবনময় লেন’-এর অবস্থা কেমন ছিল?
উত্তর: নোংরা, দুর্গন্ধময় ও সংকীর্ণ।

৫২। লেখক কবে মমতাদির বাড়ি যায়?
উত্তর: একদিন স্কুল থেকে ফেরার সময়।

৫৩। মমতাদি লেখককে কোথায় বসায়?
উত্তর: প্রথমে ঘরের টুলে, পরে রান্নাঘরের রোয়াকে।

৫৪। মমতাদি গল্পে লেখক কতটি লেবু খায়?
উত্তর: দুটি।

৫৫। মমতাদির ঘরে কী খাওয়ার জিনিস ছিল?
উত্তর: শুধু মুড়ি।

শব্দার্থ নিয়ে প্রশ্ন

৫৬। ‘বাছা’ শব্দের অর্থ কী?
উত্তর: বৎস বা অল্পবয়সী সন্তান।

৫৭। ‘পর্দা ঠেলে উপার্জন’ বলতে কী বোঝায়?
উত্তর: নারীদের গৃহবন্দি জীবনের বাইরে এসে আয়-রোজগার করা বোঝানো হয়েছে।

৫৮। ‘অনাড়ম্বর’ শব্দের অর্থ কী?
উত্তর: জাঁকজমকহীন বা সাধারণ।

৫৯। ‘বামুনদি’ কাকে বলা হয়?
উত্তর: রান্না বা গৃহকর্মে নিয়োজিত ব্রাহ্মণকন্যাগণকে কথ্যরীতিতে ‘বামুনদি’ বলা হতো।

৬০। ‘অপ্রতিভ’ শব্দের অর্থ কী?
উত্তর: অপ্রস্তুত বা অস্বস্তিকর অবস্থায় পড়া।

৬১। ‘হরির লুট’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: সংকীর্তনের পর বাতাসা বা মিষ্টি ছড়িয়ে দেওয়ার মতো দানশীলতা বোঝানো হয়েছে।

৬২। ‘পর্দা ঠেলে উপার্জন’ কোন সামাজিক রীতির বিরুদ্ধে ইঙ্গিত করে?
উত্তর: নারীদের গৃহবন্দি রাখার প্রথার বিরুদ্ধে।

৬৩। ‘বামুনদি’ নামকরণে কোন জাতিগত পরিচয় জড়িত?
উত্তর: ব্রাহ্মণ জাতি বা বর্ণের নারীদের পরিচয় জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *