Skip to content

বোশেখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বোশেখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বোশেখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

কবি সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন

১। আল মাহমুদ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: আল মাহমুদ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।

২। আল মাহমুদের জন্মস্থান কোথায়?
উত্তর: ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে।

৩। আল মাহমুদের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: মীর আবদুস শুকুর আল মাহমুদ।

৪। আল মাহমুদ দীর্ঘকাল কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: সাংবাদিকতা পেশার সঙ্গে।

৫। আল মাহমুদ পরবর্তীতে কোন প্রতিষ্ঠানে যোগ দেন?
উত্তর: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

৬। শিল্পকলা একাডেমিতে আল মাহমুদ কোন পদ থেকে অবসর নেন?
উত্তর: পরিচালকের পদ থেকে।

৭। স্বাধীনতার পর আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক হন?
উত্তর: ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার।

৮। আল মাহমুদের কবিতায় কোন প্রবণতা স্পষ্টভাবে দেখা যায়?
উত্তর: ঐতিহ্যপ্রীতি।

১০। আল মাহমুদের একটি কথাসাহিত্যিক গ্রন্থের নাম কী?
উত্তর: পানকৌড়ির রক্ত।

১৩। ‘পাখির কাছে ফুলের কাছে’ কী ধরনের বই?
উত্তর: শিশুতোষ কবিতার বই।

১৪। আল মাহমুদ কখন মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি।

কবিতা সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন

১৫। ‘বোশেখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘পাখির কাছে ফুলের কাছে’ কাব্যগ্রন্থ থেকে।

১৬ । কোন বাতাসের কথা বলা হয়েছে কবিতায়?
উত্তর: বোশেখের ঝড়ো হাওয়ার কথা বলা হয়েছে।

১৭। ‘বোশেখ’ কবিতায় এদেশের পরাক্রমশালী মাস কোনটি?
উত্তর: ‘বোশেখ’ কবিতায় বাংলাদেশের পরাক্রমশালী মাস বৈশাখ।

১৮। বৈশাখী বাতাসে কীসের ঝাঁক ভেঙে যায়?
উত্তর: বৈশাখী বাতাসে বুনোহাঁসের ঝাঁক ভেঙে যায়।

১৯। টেলিগ্রাফের খামগুলোকে কে নুইয়ে দেয়?
উত্তর: টেলিগ্রাফের থামগুলোকে বৈশাখের ঝড়ো বাতাস নুইয়ে দেয়।

২০। বাতাসে বেগুন পাতার বাসা ছিঁড়ে যায় কাদের?
উত্তর: বাতাসে বেগুন পাতার বাসা ছিঁড়ে যায় টুনটুনিদের।

২১। বাতাস কার ভাতের হাঁড়ি উলটে ফেলে দেয়?
উত্তর: বাতাস দুঃখিনী মায়ের ভাতের হাঁড়ি উলটে ফেলে দেয়।

২২। কবিতায় বাতাস কার ঘর উড়িয়ে দিয়ে মজা পায়?
উত্তর: কবিতায় বাতাস বাবুই পাখির ঘর উড়িয়ে দিয়ে মজা পায়।

২৩। কবি কোথায় মহাবীর হনুমানের কীর্তিগাথা পড়েছেন?
উত্তর: কবি রামায়ণে মহাবীর হনুমানের কীর্তিগাথা পড়েছেন।

২৪। ‘বোশেখ’ কবিতায় কাকে নিষ্ঠুর বলা হয়েছে?
উত্তর: ‘বোশেখ’ কবিতায় বাতাসকে নিষ্ঠুর বলা হয়েছে।

২৫। বাতাস কার ঘরের খুঁটি উড়িয়ে নিল?
উত্তর: বাতাস গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নিল।

২৬। লোক ঠকিয়ে মানুষ কী গড়ে?
উত্তর: লোক ঠকিয়ে মানুষ প্রাসাদ গড়ে।

২৭। ‘বোশেখ’ কবিতায় কোন রাজার কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘বোশেখ’ কবিতায় রাজা সোলেমানের কথা উল্লেখ করা হয়েছে।

২৮। রাজা সোলেমানের তলোয়ার কার মাথা কাটত?
উত্তর: রাজা সোলেমানের তলোয়ার অত্যাচারীর মাথা কাটত।

২৯। কবিদের এক মহান রাজা কে?
উত্তর: কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ ঠাকুর।

৩০। বোশেখের হাওয়া কিসে আঘাত করে?
উত্তর: জেটের পাখায়।

৩১। ঝড় কিভাবে নদীর পানি তুলে ফেলে?
উত্তর: ঝড় নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয়।

৩২। ঝড় টেলিগ্রাফের কী ক্ষতি করে?
উত্তর: ঝড় টেলিগ্রাফের থামগুলো নুইয়ে দেয়।

৩৩। কবি হাওয়াকে কী মিনতি করেন?
উত্তর: তিনি হাওয়াকে থামার মিনতি করেন।

৩৪। হাওয়া কিসের দড়ি ছিঁড়ে ফেলে?
উত্তর: গরিব মাঝির পালের দড়ি।

৩৫। ঝড় কিসের হাঁড়ি উল্টে দেয়?
উত্তর: দুঃখী মায়ের ভাতের হাঁড়ি।

৩৬। ঝড় কী পাখির বাসা ছিঁড়ে ফেলে?
উত্তর: টুনটুনিদের বাসা।

৩৭। হাওয়াকে কী উপমা দেওয়া হয়েছে?
উত্তর: মহাপ্রতাপশালী দেবতার উপমা।

৩৮। কালিদাসের কোন কাব্যে হাওয়ার কথা আছে?
উত্তর: মেঘদূত কাব্যে।

৩৯। কবি হাওয়াকে নিঠুর কেন বলেছেন?
উত্তর: গরিবের ঘরবাড়ি উড়িয়ে দেয় বলে।

৪০। হাওয়া ধনী লোকদের কী ক্ষতি করতে পারে না?
উত্তর: ধনীদের প্রাসাদের কোনো ইটও খসাতে পারে না।

৪১। কবি কী ধরণের সুবিচারের গল্প শুনেছেন?
উত্তর: অত্যাচারীর মাথা কাটা ও অহংকারীদের ধ্বংসের গল্প।

৪২। কোন রাজা হাওয়াকে বাহন হিসেবে ব্যবহার করতেন?
উত্তর: রাজা সোলায়মান।

৪৩। কোন কবি হাওয়ার কাছে করজোড়ে মিনতি করেছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৪। রবীন্দ্রনাথ হাওয়াকে কী করতে বলেছিলেন?
উত্তর: পুরানো, মরা, অদরকারি জিনিস উড়িয়ে দিতে বলেছিলেন।

৪৫। কবি হাওয়াকে ধ্বংস করতে বলেন কাদের?
উত্তর: বিভেদকারী ও পরগাছাদের।

৪৬। পরগাছা বলতে কবি কাদের বোঝাতে চেয়েছেন?
উত্তর: যারা পরের শ্রমে দালান গড়েছে।

৪৭। কবি কার বাহাদুরি গুঁড়িয়ে দিতে বলেন?
উত্তর: অন্যের শ্রমে গড়া বিত্তের।

৪৮। হাওয়া বাবুই পাখির কী ক্ষতি করে?
উত্তর: বাবুই পাখির ঘর উড়িয়ে দেয়।

৪৯। ঝড় কার পাল ছিঁড়ে ফেলে?
উত্তর: গরিব মাঝির।

৫০। কবি হাওয়াকে কোন দেবতার সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: হনুমানের পিতা।

৫১। কবির মতে হাওয়ার কাজ কী হওয়া উচিত?
উত্তর: অন্যায়-অত্যাচার ধ্বংস করা।

৫২। কবি বোশেখের হাওয়াকে কী নামে সম্বোধন করেছেন?
উত্তর: মহাপ্রতাপশালী।

শব্দার্থ সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন

৫৩। বুনোহাঁস কাকে বলে?
উত্তর: যে হাঁস গৃহপালিত নয়, বনে থাকে তাকে বুনোহাঁস বলে।

৫৪। জেট কী?
উত্তর: জেট একটি দ্রুতগতিসম্পন্ন উড়োজাহাজ।

৫৫। টেলিগ্রাফ কী কাজের জন্য ব্যবহৃত হতো?
উত্তর: টেলিগ্রাফ সংকেতের সাহায্যে দূরে বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত হতো।

৫৬। টেলিগ্রাফ কখন বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়?
উত্তর: ১৮৩৭ সালে।

৫৭। ‘তিষ্ঠ’ শব্দের অর্থ কী?
উত্তর: তিষ্ঠ শব্দের অর্থ ‘স্থির হও’।

৫৮। রামায়ণ কী ধরনের সাহিত্য?
উত্তর: রামায়ণ একটি মহাকাব্য।

৫৯। রামায়ণের রচয়িতা কে?
উত্তর: বাল্মীকি।

৬০। মহাবীর হনুমান কে?
উত্তর: রামায়ণে বীর হনুমানের চরিত্র।

৬১। ‘মেঘদূত’ রচয়িতা কে?
উত্তর: কালিদাস।

৬২। কালিদাস কোন ভাষার কবি?
উত্তর: সংস্কৃত ভাষার।

৬৩। ‘মেঘদূতম্’ কিসের নাম?
উত্তর: একটি কাব্যগ্রন্থের নাম।

৬৪। ‘মেঘদূতম্’ বাংলায় কী নামে পরিচিত?
উত্তর: মেঘদূত নামে।

৬৫। রাজা সোলেমান কে ছিলেন?
উত্তর: ডেভিডের পুত্র ও ইসরাইলের তৃতীয় রাজা।

৬৬। ‘অদরকারি’ শব্দের অর্থ কী?
উত্তর: যার প্রয়োজন নেই।

৬৭। ‘মেঘদূত’ কাব্য কোন ভাষায় রচিত?
উত্তর: সংস্কৃত ভাষায়।

৬৮। কালিদাস কোন ভাষার কবি ছিলেন?
উত্তর: সংস্কৃত ভাষার কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *