Skip to content

বন্দনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বন্দনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বন্দনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

কবি সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘বন্দনা’ কবিতাংশটি কোন কাব্যের অংশ?
উত্তর: ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্বের অংশ।

২। ‘বন্দনা’ কবিতার রচয়িতা কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর।

৩। শাহ মুহম্মদ সগীর কোন সময়কার কবি ছিলেন?
উত্তর: আনুমানিক ১৪-১৫ শতকের কবি।

৪। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর।

৫। শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের রাজত্বকালে কাব্য রচনা করেন?
উত্তর: গিয়াসউদ্দীন আজম শাহের।

৬। গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকাল কত?
উত্তর: ১৩৯৩ থেকে ১৪০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

৭। ‘ইউসুফ জোলেখা’ কাব্য কখন রচিত হয়েছিল বলে মনে করা হয়?
উত্তর: পঞ্চদশ শতকের প্রথম দশকে।

৮। ‘মহামতি গ্যেছ’ কাকে বোঝানো হয়েছে বলে ধারণা করা হয়?
উত্তর: গিয়াসউদ্দীন আজম শাহকে।

৯। শাহ মুহম্মদ সগীর কোন অঞ্চলের অধিবাসী বলে বিবেচিত?
উত্তর: চট্টগ্রাম অঞ্চলের।

১০। কোন গবেষক শাহ মুহম্মদ সগীরকে চট্টগ্রামের বাসিন্দা বলেন?
উত্তর: মুহাম্মদ এনামুল হক।

১১। শাহ মুহম্মদ সগীর তাঁর কাব্যে কোন ধরনের শব্দ ব্যবহার করেছেন?
উত্তর: চট্টগ্রাম অঞ্চলের কতিপয় দেশি শব্দ।

১২। ‘ইউসুফ জোলেখা’ কাব্যের বিষয়বস্তু কী ছিল?
উত্তর: ধর্মীয় উপাখ্যান।

১৩। ‘ইউসুফ জোলেখা’ কাব্য কোন ভাষায় রচিত?
উত্তর: দেশি ভাষায়।

১৪। ‘ইউসুফ জোলেখা’ কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও সেটি কী হয়ে উঠেছে?
উত্তর: মানবিক প্রেমোপাখ্যান।

১৫। ‘ইউসুফ জোলেখা’ কাব্যের প্রধান দুই চরিত্র কারা?
উত্তর: ইউসুফ ও জোলেখা।

১৬। ‘রাজবন্দনা’ বলতে কী বোঝায়?
উত্তর: শাসক বা সুলতানের প্রশংসা।

১৭। ‘বন্দনা’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
উত্তর: কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রার্থনা।

কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১৮। কবিতায় কবি প্রথমে কাকে প্রণাম করেছেন?
উত্তর: মা ও বাবাকে।

১৯। কোন হস্তে কবির জন্ম হয় বলে উল্লেখ আছে?
উত্তর: দয়া হস্তে।

২০। কবি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বসুধায় (পৃথিবীতে)।

২১। মা কবিকে কোথায় রাখেননি?
উত্তর: পিপঁড়ার ভয়ে মাটিতে।

২২। মা কী দিয়ে কবিকে রাখতেন?
উত্তর: কোল ও বুক দিয়ে।

২৩। কবি নিজেকে শুরুতে কেমন বলছেন?
উত্তর: অশক্ত ও দুর্বল ছাবাল (ছেলে)।

২৪। কবি শক্তিশালী কীভাবে হলেন?
উত্তর: মা-বাবার দয়ার ফলে।

২৫। কবিকে কে পরিয়ে দিয়েছেন?
উত্তর: তাঁর পিতা।

২৬। পিতা কবিকে কী দিয়েছেন ?
উত্তর: জিউ (প্রাণ), জীবন ও যৌবন।

২৭। ‘দ্বিতীয় জন্ম’ কাকে বলা হয়েছে?
উত্তর: ওস্তাদের দেওয়া জ্ঞানকে।

২৮। কবি ওস্তাদকে কীভাবে সম্মান করেন?
উত্তর: পিতার হাত দিয়ে প্রণাম করে।

২৯। কবি কোথায় বসবাস করেন বলে উল্লেখ আছে?
উত্তর: আহ্মা পুরবাসী।

৩০। কবি কোন পৌরের অধিবাসী?
উত্তর: আহ্মা পুরের।

৩১। কবির ইষ্ট ও মিত্র কারা?
উত্তর: সভাসদগণ ও পৌরজন।

৩২। কবি কার পায়ে ভক্তি নিবেদন করেন?
উত্তর: সভাসদের।

৩৩। কবি প্রণাম করেন কার উদ্দেশ্যে?
উত্তর: সভাসদের উদ্দেশ্যে।

৩৪। কবি কার কাছে দোয়া চেয়ে বারবার আবেদন করেন?
উত্তর: সভাসদদের।

৩৫। কবি নিজেকে কীভাবে বর্ণনা করেছেন?
উত্তর: হীন ও পাপভারযুক্ত।

৩৬। ‘সপুটে প্রণাম’ দ্বারা কী বোঝায়?
উত্তর: আন্তরিকভাবে সম্পূর্ণ প্রণাম।

৩৭। কবির মনোরথ কীভাবে গতি পায়?
উত্তর: প্রণামের মাধ্যমে।

৩৮। ‘মনোরথ’ শব্দের অর্থ কী?
উত্তর: মনের কামনা বা আকাঙ্ক্ষা।

৩৯। কবি কীভাবে সভাসদের কাছে নিজের অবস্থান তুলে ধরেছেন?
উত্তর: নিজেকে হীন ও অপরাধী হিসেবে দেখিয়ে।

৪০। কবি সভাসদের কাছে কী চান?
উত্তর: দোয়া ও ক্ষমা।

৪১। কবি প্রাথমিকভাবে কার থেকে দয়া পেয়েছেন?
উত্তর: মা ও পিতা।

শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

৪২। ‘পুরবাসী’ শব্দের অর্থ কী?
উত্তর: নগরবাসী।

৪৩। ‘বন্দনা’ শব্দের অর্থ কী?
উত্তর: স্তুতি বা প্রশংসা।

৪৪। ‘করোঁ’ শব্দের অর্থ কী?
উত্তর: করি।

৪৫। ‘যান’ শব্দের অর্থ কী?
উত্তর: যার।

৪৬। ‘হস্তে’ শব্দের অর্থ কী?
উত্তর: হতে বা থেকে।

৪৭। ‘থুইলা’ শব্দের অর্থ কী?
উত্তর: রাখল।

৪৮। ‘অশক্য’ শব্দের অর্থ কী?
উত্তর: অশক্ত বা দুর্বল।

৪৯। ‘আছিলু’ শব্দের অর্থ কী?
উত্তর: ছিলাম।

৫০। ‘মুই’ শব্দের অর্থ কী?
উত্তর: আমি।

৫১। ‘ছাবাল’ শব্দের অর্থ কী?
উত্তর: ছেলে বা সন্তান।

৫২। ‘তান’ শব্দের অর্থ কী?
উত্তর: তাঁর।

৫৩। ‘গোঙাও’ শব্দের অর্থ কী?
উত্তর: গুজরান করে বা অতিবাহিত করে।

৫৪। ‘পিতাক’ শব্দের অর্থ কী?
উত্তর: পিতাকে।

৫৫। ‘নেহায়’ শব্দের অর্থ কী?
উত্তর: স্নেহে।

৫৬। ‘বিদিত’ শব্দের অর্থ কী?
উত্তর: জানা।

৫৭। ‘মনোরথ’ শব্দের অর্থ কী?
উত্তর: ইচ্ছা বা অভিলাষ।

৫৮। ‘জিউ’ শব্দের অর্থ কী?
উত্তর: আয়ু বা জীবিত থাকা।

৫৯। ‘কনে’ শব্দের অর্থ কী?
উত্তর: কখনও।

৬০। ‘ধারক’ শব্দের অর্থ কী?
উত্তর: ঋণের বা ধার দেয় এমন ব্যক্তি।

৬১। ‘কাহন’ শব্দের অর্থ কী?
উত্তর: ষোলোপণ বা টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *