Skip to content

ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ফুলের বিবাহ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

লেখক সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘ফুলের বিবাহ’ কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: কমলাকান্তের দপ্তর।

২। ‘ফুলের বিবাহ’ কোন সংখ্যক রচনা?
উত্তর: নবম সংখ্যক রচনা।

৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ কত?
উত্তর: ২৬শে জুন ১৮৩৮।

৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।

৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাস করেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়।

৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন?
উত্তর: ১৮৫৮ সালে।

৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫৮ সালে কোন পদে নিযুক্ত হন?
উত্তর: ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর।

৮। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী।

৯। ‘দুর্গেশনন্দিনী’ কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬৫ সালে।

১০। ‘কপালকুন্ডলা’ কার লেখা?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

১১। বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস কী?
উত্তর: আনন্দমঠ।

১২। ‘কৃষ্ণচরিত্র’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর: প্রবন্ধগ্রন্থ।

১৩। ‘বিষবৃক্ষ’ উপন্যাসটি কার লেখা?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

১৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৮ই এপ্রিল ১৮৯৪।

১৫। ‘দেবী চৌধুরানী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৬। ‘লোকরহস্য’ গ্রন্থটি কী ধরনের রচনা?
উত্তর: প্রবন্ধ।

১৭। বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: বাংলা উপন্যাসের জনক বা পথিকৃৎ।

গল্প সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১৮। ‘ফুলের বিবাহ’ গল্পের লেখক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৯। ‘ফুলের বিবাহ’ কোথায় হয়েছিল?
উত্তর: নসী বাবুর ফুলবাগানে।

২০। মল্লিকা ফুল কোন অবস্থায় ছিল?
উত্তর: কলিকা অবস্থায়, অর্থাৎ ফুটবার সময় হয়েছিল।

২১। মল্লিকার পিতা কেমন ছিলেন?
উত্তর: ক্ষুদ্র বৃক্ষ এবং কন্যাভারগ্রস্ত।

২২। উদ্যানের রাজা কে ছিলেন?
উত্তর: স্থলপদ্ম।

২৩। স্থলপদ্ম কেন বর হিসেবে অযোগ্য হলো?
উত্তর: তাঁর ঘর উঁচু ছিল, তিনি নিচে নামতে চাননি।

২৪। জবা কেন বিবাহে রাজি হয়নি?
উত্তর: জবা রাগী স্বভাবের ছিল।

২৫। গন্ধরাজ পাত্র হিসেবে কেন অগ্রহণযোগ্য?
উত্তর: তিনি দেমাগি, প্রায়ই বর পাওয়া যায় না।

২৬। ঘটক হিসেবে কে এসেছিলেন?
উত্তর: ভ্রমর (ভ্রমররাজ)।

২৭। ভ্রমর কাকে খুঁজে দেখতে চেয়েছিলেন?
উত্তর: মল্লিকা কন্যাকে।

২৮। পাতার ওপর বসার জায়গাকে কী বলা হয়েছে?
উত্তর: পত্রাসন।

২৯। মল্লিকার স্বভাব কেমন ছিল?
উত্তর: লজ্জাশীলা ও অবগুণ্ঠনবতী।

৩০। কন্যাকে ঘোমটা খোলার জন্য কে বুঝিয়েছিল?
উত্তর: সন্ধ্যাঠাকুরাণী দিদি।

৩১। ভ্রমর কন্যাকে দেখে কী বললেন?
উত্তর: “কন্যা গুণবতী বটে।”

৩২। ‘ঘরে মধু কত’ কথার অর্থ কী?
উত্তর: কন্যার যৌতুক বা অর্থসম্পদ কত।

৩৩। গোলাপ কে ছিল?
উত্তর: মল্লিকার বর।

৩৪। গোলাপ কাকে বলা হয়েছে?
উত্তর: বাঞ্ছামালির স্বহস্তরোপিত সন্তান।

৩৫। গোলাপের বয়স কত ছিল?
উত্তর: “আজই কালি ফুটিবে।”

৩৬। মৌমাছি বরযাত্রায় কেন যেতে পারেনি?
উত্তর: সে রাতকানা ছিল।

৩৭। খদ্যোতেরা কী করছিল?
উত্তর: ঝাড় ধরছিল।

৩৮। বরযাত্রীদের পথপ্রদর্শক কে ছিল?
উত্তর: কোকিল।

৩৯। গন্ধরাজেরা কী করছিল?
উত্তর: গন্ধ বিলিয়ে দেশ মাতাচ্ছিল।

৪০। অশোকের সঙ্গে কে এসেছিল?
উত্তর: এক পাল পিঁপড়া।

৪১। বাতাস কোথায় গিয়েছিল?
উত্তর: বরযাত্রার সময় উধাও হয়ে গিয়েছিল।

৪২। শেষ পর্যন্ত কে বাহকের কাজ করেছিল?
উত্তর: গল্পকার নিজেই।

৪৩। বাসরঘরে কাকে ঘিরে সবাই বসেছিল?
উত্তর: গোলাপ বরকে।

৪৪। পুরোহিত হিসেবে কে উপস্থিত ছিলেন?
উত্তর: নসী বাবুর নবমবর্ষীয়া কন্যা কুসুমলতা।

৪৫। বর-কন্যার গাঁটছড়া কে বাঁধে?
উত্তর: কুসুমলতা।

৪৬। সেঁউতি কী করছিল?
উত্তর: নীতবর সাজছিল।

৪৭। রঙ্গণ ফুলের স্বভাব কেমন?
উত্তর: হাস্যময়।

৪৮। বকুল কী করছিল?
উত্তর: এক কোণে চুপ করে বসে ছিল।

৪৯। ঝুমকা ফুলের আচরণ কেমন ছিল?
উত্তর: বড়ো গৃহিণীর মতো বসেছিল।

৫০। রজনীগন্ধাকে বর কী বলেছিল?
উত্তর: তাড়কা রাক্ষসী।

৫১। বরপক্ষের সমস্যাটি কী ছিল?
উত্তর: বাতাস বাহক উধাও হয়ে যায়।

৫২। পাতায় পাতায় কী ছড়িয়ে গিয়েছিল?
উত্তর: গন্ধ ও রূপের ভার।

৫৩। স্ত্রী আচার কে করেছিল?
উত্তর: যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি।

৫৪। ভ্রমরের লাভ কী ছিল?
উত্তর: কিছু মধু।

৫৫। গোলাপ কোথায় খেলছিল?
উত্তর: বাতাসের সঙ্গে।

৫৬। গোলাপ বর যাত্রার খবর পেয়ে কেমন প্রতিক্রিয়া দেয়?
উত্তর: আনন্দিত হয়।

৫৭। গোলাপের বংশ গৌরব কোথায়?
উত্তর: বাঞ্ছামালির সন্তান ও ‘ফুলে মেল’ হওয়ায়।

৫৮। স্থলপদ্ম কেন বিবাহে উপস্থিত হয়নি?
উত্তর: অসুস্থ ছিল।

৫৯। বর পক্ষের উচ্চিঙ্গড়া কী করছিল?
উত্তর: নহবৎ বাজাচ্ছিল।

৬০। বরযাত্রায় কাদের আসতে দেখা গিয়েছে?
উত্তর: জবাগোষ্ঠী, কুরুবক, কুটজ প্রভৃতি।

৬১। বরকে কে তুলে নিয়েছিল?
উত্তর: গল্পকার (কমলকাকা)।

৬২। বর-কন্যাকে গাঁথা হয়েছিল কিসে?
উত্তর: এক সুতায়।

৬৩। গল্পের শেষের কথা কে বলেছিল?
উত্তর: কুসুম।

৬৪। কুসুম গল্পকারকে কী বলেছিল?
উত্তর: “ওঠ না-কি কচ্চো?”

৬৫। গল্পকার বাস্তবে কী করছিলেন?
উত্তর: ফুলের মালা গাঁথছিলেন।

শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

৬৬। ‘কন্যাভারগ্রস্ত’ বলতে কী বোঝায়?
‘কন্যাভারগ্রস্ত’ বলতে বোঝায় বিবাহযোগ্য কন্যাকে বিয়ে দেওয়ার দায়িত্ব যার ওপর থাকে।

৬৭। ‘সম্বন্ধের’ অর্থ কী?
‘সম্বন্ধের’ শব্দের অর্থ বিয়ের সম্পর্কসংক্রান্ত।

৬৮। ‘কন্যাকর্তা’ বলতে কী বোঝায়?
‘কন্যাকর্তা’ বলতে বোঝায় কন্যার অভিভাবক, যিনি বিয়ের সময় কন্যার দায়িত্ব গ্রহণ করেন।

৬৯। ‘পত্রাসন’ মানে কী?
‘পত্রাসন’ মানে পাতার ওপর বসার আসন।

৭০। ‘অবগুণ্ঠনবতী’ বলতে কী বোঝায়?
‘অবগুণ্ঠনবতী’ মানে ঘোমটা দেওয়া নারী।

৭১। ‘ইয়ারকি’ শব্দের অর্থ কী?
‘ইয়ারকি’ শব্দের অর্থ রসিকতা বা ফাজলামি।

৭২। ‘সন্ধ্যাঠাকুরাণী দিদি’ কাকে বোঝানো হয়েছে?
এখানে ‘সন্ধ্যাঠাকুরাণী দিদি’ বলে সন্ধ্যাকালকে দিদির মতো সম্বোধন করা হয়েছে।

৭৩। ‘পরিমল’ শব্দের অর্থ কী?
‘পরিমল’ মানে সুগন্ধ।

৭৪। ‘গন্ধোপাধ্যায়’ শব্দটি কী বোঝাতে ব্যবহার হয়েছে?
‘গন্ধোপাধ্যায়’ শব্দটি গন্ধের রাজা বোঝাতে ব্যবহার হয়েছে।

৭৫। ‘কুলাচার্য’ কাকে বলা হয়?
‘কুলাচার্য’ মানে হলো কুল বা বংশের প্রধান পুরোহিত।

৭৬। ‘বাঞ্ছামালি’ বলতে কী বোঝানো হয়েছে?
‘বাঞ্ছামালি’ মানে সেই মালি, যে ইচ্ছামতো ফুল ফোটাতে পারে।

৭৭। ‘খদ্যোত’ কী ধরনের পোকা?
‘খদ্যোত’ মানে জোনাকি পোকা।

৭৮। ‘এয়োগণ’ কাদের বোঝানো হয়েছে?
‘এয়োগণ’ বলতে বোঝানো হয়েছে সধবা নারীদের।

৭৯। ‘কমলকাকা’ কার প্রতি সম্বোধন?
‘কমলকাকা’ বলতে কমলাকান্তকে কাকা সম্বোধনে ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *