Table of Contents
প্রাণ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
কবি সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘প্রাণ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে।
২। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ (৭ই মে ১৮৬১ খ্রিষ্টাব্দ)।
৩। রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৫। রবীন্দ্রনাথের পিতামহের নাম কী?
উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
৬। রবীন্দ্রনাথের কবিপ্রতিভার উন্মেষ কখন ঘটে?
উত্তর: বাল্যকালেই।
৭। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: বনফুল।
৮। কত বছর বয়সে রবীন্দ্রনাথের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?
উত্তর: মাত্র পনেরো বছর বয়সে।
৯। রবীন্দ্রনাথ কোন ইংরেজি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
উত্তর: Gitanjali: Song Offerings।
১০। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯১৩ সালে।
১১। সাহিত্যে নোবেল পাওয়া প্রথম এশীয় কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১২। রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যু বরণ করেন?
উত্তর: ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ (৭ই আগস্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ)।
১৩। রবীন্দ্রনাথ কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায়।
কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
১৪। ‘প্রাণ’ কবিতার রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫। কবি কোথায় মরিতে চান না?
উত্তর: সুন্দর ভুবনে।
১৬। কবি কিসের মাঝে বাঁচিতে চান?
উত্তর: মানুষের মাঝে।
১৭। কবি কোন প্রাকৃতিক উপাদানের উল্লেখ করেছেন বেঁচে থাকার প্রসঙ্গে?
উত্তর: সূর্যকর ও পুষ্পিত কানন।
১৮। কবি কোথায় স্থান পেতে চান?
উত্তর: জীবন্ত হৃদয়ের মাঝে।
১৯। ‘প্রাণ’ কবিতায় কবি কোন ফুল ফেলে দিতে বলেছেন?
উত্তর: ‘প্রাণ’ কবিতায় কবি শুকনো ফুল ফেলে দিতে বলেছেন।
২০। ‘চিরতরঙ্গিত’ শব্দের অর্থ কী?
উত্তর: চিরকাল প্রাণোচ্ছল ও আন্দোলিত।
২১। কোন দুই অনুভূতির কথা কবি উল্লেখ করেছেন?
উত্তর: বিরহ ও মিলন।
২২। কোন দুটি আবেগে গান গাঁথা হয়েছে বলে কবি উল্লেখ করেন?
উত্তর: সুখ ও দুঃখ।
২৩। কবি কী রচনার আকাঙ্ক্ষা পোষণ করেন?
উত্তর: অমর আলয় (অমর কীর্তি)।
২৪। যদি কবি অমর কীর্তি রচনা না পারেন, তবে কী চান?
উত্তর: মানুষের মাঝে স্থান লাভ করতে।
২৫। কবি কোন সময় সংগীত সৃষ্টি করার কথা বলেন?
উত্তর: সকাল বিকাল।
২৬। ‘নব নব সংগীতের কুসুম’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: নতুন নতুন গানের সৃষ্টিকে।
২৭। কবি কীভাবে সেই সংগীত গ্রহণ করার কথা বলেন?
উত্তর: হাসিমুখে ফুলের মতো নিয়ে।
২৮। কবি ফুল ফেলে দিতে বলেন কখন?
উত্তর: যখন ফুল শুকিয়ে যাবে।
২৯। কবি ‘ফুল’ শব্দটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: তাঁর সৃষ্টি বা কবিতা।
৩০। ‘প্রাণ’ কবিতায় কবি কোথায় বেঁচে থাকতে চান?
উত্তর: ‘প্রাণ’ কবিতায় কবি মানবের মাঝে বেঁচে থাকতে চান।
৩১। কবি কাদের ‘তোমরা’ বলে সম্বোধন করেছেন?
উত্তর: ভবিষ্যতের পাঠক, শ্রোতা বা মানবসমাজকে।
৩২। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত কী ফুটিয়ে তুলেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত সৃষ্টির কুসুম ফুটিয়ে তুলেছেন।
৩৩। ‘প্রাণ’ কবিতায় কবি কীসের সংগীত রচনা করতে চান?
উত্তর: ‘প্রাণ’ কবিতায় কবি মানবের সুখ-দুঃখের সংগীত রচনা করতে চান।
৩৪। ‘প্রাণ’ কবিতায় কবি কীসের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন?
উত্তর: ‘প্রাণ’ কবিতায় কবি মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
৩৫। মানুষের জীবন কী নয়?
উত্তর: মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয়।
৩৬।কী নিয়ে মানুষের জীবন?
উত্তর: হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়ে মানুষের জীবন।
৩৭। ‘অমর আলয়’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘অমর আলয়’ কথাটি অমর সৃষ্টি অর্থে ব্যবহূত হয়েছে।
শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন
৩৮। ‘সূর্য করে’ বলতে কী বোঝায়?
উত্তর: সূর্যের কিরণকে বোঝায়।
৩৯। ‘চিরতরঙ্গিত’ শব্দের অর্থ কী?
উত্তর: সর্বদা কল্লোলিত বা বহমান।
৪০। ‘লভি’ শব্দের অর্থ কী?
উত্তর: লাভ করি।
৪১। ‘জীবন্ত হৃদয় মাঝে’ থাকতে কবির কী আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে?
উত্তর: মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
৪২। ‘বিরহ মিলন কত হাসি অশ্রুময়’ পঙক্তিটি কী বোঝায়?
উত্তর: মানুষের জীবন হাসি-কান্না, আনন্দ-বেদনায় পূর্ণ।
৪৩। কবি মানব জীবনের বৈচিত্র্যকে কোথায় স্থান দিতে চান?
উত্তর: তাঁর সৃষ্টির মধ্যে।
৪৪। ‘অমর আলয়’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: অমর সৃষ্টি বা চিরস্থায়ী কীর্তি।
৪৫। ‘নব নব সংগীতের কুসুম ফুটাই’ পঙক্তিটি কী প্রকাশ করে?
উত্তর: কবির সৃষ্টিশীলতা ও জীবনের বিচিত্র রূপ তুলে ধরার প্রয়াস।
৪৬। কবির সৃষ্টি মানুষের মধ্যে কী অনুভব করাতে চায়?
উত্তর: রূপ, রস ও গন্ধের অনুভূতি।
৪৭। রবীন্দ্রনাথ কেন ‘সৃষ্টির কুসুম’ ফুটাতে চান?
উত্তর: যাতে মানুষ তাঁর সৃষ্টির মধ্যে জীবনের সৌন্দর্য ও গভীরতা অনুভব করতে পারে।