Skip to content

মুজতবা আলীর প্রবাস বন্ধু গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

প্রবাস বন্ধু গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

প্রবাস বন্ধু গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর

মূল বইয়ের সৃজনশীল প্রশ্ন উত্তর

১। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম-পাহাড়
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মেশে।
এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে’।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে-যে আমার জন্মভূমি।
ক. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?
খ. ‘প্রবাস বন্ধু’ প্রবন্ধে আবদুর রহমানকে ‘নরদানব’ বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের চেতনার যে দিকটিকে ধরা পড়েছে, তা ব্যাখ্যা কর।
ঘ. “বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ ভ্রমণ কাহিনির মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য” তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর

ক) অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন।

খ) ‘প্রবাস বন্ধু’ প্রবন্ধে আবদুর রহমানের বিশাল শারীরিক গড়ন দেখে লেখক তাকে ‘নরদানব’ বলে অভিহিত করেছেন।

‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির লেখক সৈয়দ মুজতবা আলীর সহকারী ছিলেন আবদুর রহমান। সে ছিল খুব বড় দেহের মানুষ—তার উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। শুধু লম্বা নয়, সে ছিল খুব চওড়াও। তার হাত-পায়ের আঙুলও ছিল খুব লম্বা আর কাঁধ ছিল অনেক প্রশস্ত। আবদুর রহমানের এই অস্বাভাবিক বিশাল শরীর দেখে লেখক মজা করে তাকে ‘নরদানব’ বলে ডাকতেন।

গ) উদ্দীপকে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের দেশপ্রেমের দিকটি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।

প্রতিটি মানুষই নিজের দেশকে খুব ভালোবাসে এবং ভাবে তার দেশই পৃথিবীর সেরা। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে আবদুর রহমানও এমনটাই মনে করে। সে তার দেশের প্রকৃতি, জলবায়ু এবং পরিবেশকে পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে সুন্দর বলে বিশ্বাস করে। তার মতে, এমন ঠাণ্ডা ও মনোমুগ্ধকর আবহাওয়া আর কোথাও পাওয়া যাবে না।

উদ্দীপকে একটি কবিতার অংশ আছে, যেখানে বাংলার প্রকৃতি ও সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে। কবির মনে হয়েছে, এমন সুন্দর দেশ আর কোথাও নেই। এই কবিতার মতোই আবদুর রহমানও নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছে। সে তার দেশের প্রশংসা করে লেখককে বলেছে, কত ভালো জলবায়ু, কত সুন্দর পরিবেশ! এসব কথায় তার গভীর দেশপ্রেম স্পষ্ট হয়ে ওঠে।

এইভাবে আবদুর রহমান তার দেশকে ভালোবেসে যে কথা ও অনুভূতি প্রকাশ করেছে, তা তাকে একজন সত্যিকারের দেশপ্রেমিক করে তুলেছে।

ঘ) উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ রচনায় দেশের প্রকৃতি নিয়ে ভালোবাসা প্রকাশ পেলেও, এই দুটি লেখার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

‘প্রবাস বন্ধু’ একটি ভ্রমণকাহিনি, যেখানে লেখক সৈয়দ মুজতবা আলী আফগানিস্তানে থাকার সময়কার নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি হাস্যরসের মাধ্যমে আফগানিস্তানের প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবনযাপন, আতিথেয়তা এবং বিশেষ করে আবদুর রহমান নামের এক গৃহকর্মীর দেশপ্রেম ও সরলতা তুলে ধরেছেন। আবদুর রহমান মনে করত, তার দেশ আফগানিস্তানের মতো সুন্দর দেশ আর নেই।

অন্যদিকে, উদ্দীপকে একটি কবিতার অংশ আছে, যেখানে কবি নিজের দেশের প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন। তিনি মনে করেন, এমন মায়াময় ও শান্ত প্রকৃতি পৃথিবীর আর কোথাও নেই। তাই তিনি তাঁর জন্মভূমিকে সব দেশের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন।

তবে পার্থক্য হলো—‘প্রবাস বন্ধু’ শুধু আবদুর রহমানের দেশপ্রেম নয়, বরং পুরো আফগানিস্তানের প্রকৃতি, মানুষ, সমাজ ও লেখকের অভিজ্ঞতা নিয়ে লেখা একটি ভ্রমণকাহিনি। আর উদ্দীপকে শুধু আবদুর রহমানের মুখে বলা নিজের দেশের সৌন্দর্য আর ভালোবাসার কথাই তুলে ধরা হয়েছে।

তাই বলা যায়, যদিও দুই লেখায়ই দেশপ্রেমের প্রকাশ আছে, তবে বিষয় ও লেখার ধরনে অনেক পার্থক্য রয়েছে। ‘প্রবাস বন্ধু’ একটি ভ্রমণভিত্তিক বিস্তারিত লেখা, আর উদ্দীপক শুধুমাত্র দেশপ্রেমের একটি দিক তুলে ধরেছে।

অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন

২। জামাল সাহেব একজন ভোজনরসিক মানুষ। তিনি নিজে খেতে যেমন পছন্দ করেন তেমনি অন্যকে খাওয়াতেও তার আনন্দ। নতুন কোনো রান্নার প্রণালি জানতে পারলেই তিনি তা রান্না করতেন। এমনকি তা খাওয়াতে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে প্রায়ই দাওয়াত করতেন।
ক. লেখক কোন গ্রামে বাসা খুঁজে পেয়েছিলেন?
খ. ‘আপনার সব কাজ করে দেবে- জুতা বুরুশ থেকে খুনখারাবি’- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের জামাল সাহেবের সাথে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কোন চরিত্রের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ. “প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির অনেক দিকই উদ্দীপকে অনুপস্থিত।”- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।


৩। বিশ্ববিদ্যালয় হলে সিট না পেয়ে মৌমিতা নাজমা বেগমের বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে বসবাস শুরু করে। তিনি মৌমিতাকে খুব আদরযত্ন করেন। সবসময় খোঁজখবর নেন, প্রতিদিন নতুন নতুন খাবার রান্না করে খাওয়ান। এত যত্নে মৌমিতা বিরক্ত হয়। একদিন কথা প্রসঙ্গে মৌমিতাকে জানান, নাজমা বেগমের একমাত্র মেয়ে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে থাকেন। মৌমিতাকে দেখে তিনি তার মেয়ের কথা ভেবেই তাকে স্নেহ করেন।
ক. পানশির কোথায় অবস্থিত?
খ. অধ্যক্ষ জিরার লেখককে ধমক দিয়েছিলেন কেন?
গ. উদ্দীপকের মৌমিতার সাথে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ . “উদ্দীপকের নাজমা বেগম এবং ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির আবদুর রহমান অভিন্ন চরিত্র নয়।” মন্তব্যটির সাথে কি তুমি একমত? যুক্তি দাও।


৪। কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসেছেন দুইজন ফরাসি পর্যটক। তারা সমুদ্রের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন সেলফি তুলছিলেন, ঠিক সেই সময় পিছন থেকে ছিনতাইকারী তাদের সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পর্যটকরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও তারা ছিনতাইকারীদের ধরতে কোনো উদ্যোগ নেননি। এতে করে বিদেশি পর্যটকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ক. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনি অনুসারে আবদুর রহমানের উচ্চতা কত ছিল?
খ. আবদুর রহমানের এককালে মেসের চার্জে থাকার ব্যাপারে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির লেখকের সন্দেহ রইল না কেন?
গ. উদ্দীপকের ছিনতাইকারীদের সাথে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির আবদুর রহমানের চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধরো।
ভ্রমণকাহিনির আলোকে মন্তব্যটির যথার্থতা ঘ. ‘পর্যটকদের নিরাপত্তা দেশের, কল্যাণেই নিশ্চিত করতে হবে।’- উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকা বিচার করো।


৫। স্বচ্ছ জলধারা। অনাবিল আনন্দে জলপাথরের বিছানায় শুয়ে বসে গোসল আর হই-হুল্লোড়ে সময়ের হিসাব হারিয়ে ফেলার অবস্থা আমাদের। শুধু পা ভিজিয়ে ক্ষান্ত থাকেন না এখানে আসা মানুষগুলো। শরীর এলিয়ে দিয়ে যখন চোখ বুজে আসে তখন একে পাথরে ভরা বাথটাব বলেই মনে হবে। নীল আকাশ আর থরে থরে বিছানো পাথর। দূরে দিগন্তবিস্তৃত পাহাড়ের হাতছানি। এসব কিছুর মেলবন্ধনেই অপরূপ বিছনাকান্দি। হ্যাঁ, সিলেটের স্বর্গ বিছনাকান্দি। স্রোতোধারায় দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন অন্য এক রাজ্য। সীমান্তের ওপার থেকে বয়ে আসা স্বচ্ছ জলধারা আর পাথরের মায়াজালে যেখানে হারিয়ে যাবেন নিমিষেই। যেখানে মেঘ,, পাহাড় আর জলধারার মিতালি আপনাকে আপন করবে গভীর মমতায়।
ক. তামাম আফগানিস্তানে মশহুর কী?
খ. ‘এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে’- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের বর্ণনা ‘প্রবাস, বন্ধু’ ভ্রমণকাহিনির মূল উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয় কীভাবে? ব্যাখ্যা করো.।
ঘ. “উদ্দীপকটি ‘প্রবাসবন্ধু’ ভ্রমণকাহিনির আংশিক চিত্র তুলে ধরেছে মাত্র।”- বিশ্লেষণ করো।


৬। অর্ক ঠাকুর তখন ছোটো। সেই সময়ে তাঁর বাড়িতে পরিচারকদের সর্দার ছিল রামেশ্বর। ছোটোদের দেখভালের দায়িত্ব ছিল তার উপর। অর্কদের পাতে খাবার সাজিয়ে রাখা ছিল তার দায়িত্ব কিন্তু খাওয়ার সময় নাকের সামনে লুচি দুলিয়ে সে বলত, ‘আর দেবো কি?’ অর্ক বুঝত কোন উত্তর শুনলে সে খুশি হবে। তাই সে আর খাবার নিতে অনীহা দেখাত। পেটুক রামেশ্বর তখন আর অর্ককে খাওয়াতে পীড়াপীড়ি করত না।
ক. কাবুলে বরফ আসে কোথা থেকে?
খ. ‘আপনার সব কাজ করে দেবে- জুতা বুরুশ থেকে খুনখারাবি’-বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের রামেশ্বর এবং ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির আবদুর রহমানের মাঝে আচরণগত যে বৈসাদৃশ্য ফুটে উঠেছে তা ‘ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির মূলভাবকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।


৭। হাফিজ ভ্রমণের উদ্দেশ্যে নেপালে যায়। কিন্তু সেখানে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। তার এক নেপালি বন্ধু তাকে সার্বক্ষণিক সেবা-যত্ন করার জন্য উত্তমকে নিয়োজিত করে। অত্যন্ত মমতার সাথে সে হাফিজের সেবা-যত্ন করে তাকে সুস্থ করে তোলে। উত্তমের উপর খুশি হয়ে হাফিজ দেশে ফেরার সময় তাকে সঙ্গে নিতে চায়। কিন্তু উত্তম রাজি হয় না। সে বলে, ‘খাই বা না খাই, বাপ-দাদার ভিটা ছেড়ে, দেশের মাটি ছেড়ে আমি কোথাও যেতে চাই না।’
ক. ‘তাগদ’ শব্দের অর্থ কী?
খ. আবদুর রহমানকে ‘নরদানব’ বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকের হাফিজের সেবা-যত্ন পাওয়ার বিষয়টি ‘প্রবাস বন্ধু’ রচনার কোন দিককে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের উত্তম এবং ‘প্রবাস বন্ধু’ রচনার আবদুর রহমান দুইজনই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।


৮। প্রকৃতিকন্যা সিলেটের রয়েছে নৈসর্গিক সৌন্দর্য। হাওড়-নদী আর পাহাড়ঘেরা সিলেট সত্যিই নয়নাভিরাম। সবুজ চা-বাগানও চোখ জুড়িয়ে দেয়। এগুলোর পাশাপাশি আরও এমন অনেক জায়গা রয়েছে যেগুলো হৃদয়হরণকারী। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট যেন দুইটি পাতা একটি কুঁড়ির দেশ। যা কখনো চোখে না দেখলে বোঝানো সম্ভব নয়’। সিলেটে জন্ম নেওয়া মামুন এভাবেই সিলেটের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছিল তার দক্ষিণবঙ্গের বন্ধু রোহানকে।
ক. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?
খ. খাবার টেবিলে গিয়ে লেখক কীরকম দৃশ্য দেখলেন? বর্ণনা করো।
গ. উদ্দীপকের সাথে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে ‘প্রবাস’ বন্ধু’ ভ্রমণকাহিনির খন্ডাংশ প্রকাশ পেয়েছে মাত্র।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

আরও দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *