Skip to content

মুহম্মদ শহীদুল্লাহর পল্লিসাহিত্য প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মুহম্মদ শহীদুল্লাহর পল্লিসাহিত্য প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

মুহম্মদ শহীদুল্লাহর পল্লিসাহিত্য প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

লেখক সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১। মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধটি কিসের পুনর্লিখিত রূপ?
উত্তর: ১৯৩৮ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জে ‘পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনী’-তে সভাপতির অভিভাষণের পুনর্লিখিত রূপ।

২। ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে সভাপতির আসনে কে ছিলেন?
উত্তর: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্।

৩। মুহম্মদ শহীদুল্লাহ্ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১০ই জুলাই ১৮৮৫ সালে।

৪। মুহম্মদ শহীদুল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে।

৫। মুহম্মদ শহীদুল্লাহ্ কোন কলেজ থেকে বি.এ. অনার্স পাস করেন?
উত্তর: কলকাতা সিটি কলেজ থেকে।

৬। মুহম্মদ শহীদুল্লাহ্ কোন বিষয়ে এম.এ. করেন?
উত্তর: তুলনামূলক ভাষাতত্ত্বে।

৭। মুহম্মদ শহীদুল্লাহ্ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি অর্জন করেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

৮। মুহম্মদ শহীদুল্লাহ্ কোন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ও ডি.লিট. ডিগ্রি লাভ করেন?
উত্তর: প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে।

৯। মুহম্মদ শহীদুল্লাহ্ কী বিষয়ে সুপণ্ডিত ছিলেন?
উত্তর: ভাষাবিজ্ঞান ও সাহিত্য বিষয়ে।

১০। মুহম্মদ শহীদুল্লাহ্ প্রাচীন ভাষা ও সাহিত্যের সমস্যা কীভাবে ব্যাখ্যা করেছেন?
উত্তর: যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে।

১১। মুহম্মদ শহীদুল্লাহ্ কোন পত্রিকাটি সম্পাদনা করেন?
উত্তর: শিশু পত্রিকা ‘আঙুর’।

১২। বাংলা ভাষার উপর মুহম্মদ শহীদুল্লাহর কোন বিখ্যাত গ্রন্থ রয়েছে?
উত্তর: বাংলা ভাষার ইতিবৃত্ত।

১৩। বাংলা সাহিত্যের ওপর মুহম্মদ শহীদুল্লাহর কোন বিখ্যাত গ্রন্থ রয়েছে?
উত্তর: বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)।

১৪। মুহম্মদ শহীদুল্লাহ্ ব্যাকরণ বিষয়ে কোন গ্রন্থ রচনা করেছেন?
উত্তর: বাংলা ভাষার ব্যাকরণ।

১৫। মুহম্মদ শহীদুল্লাহ্ আঞ্চলিক ভাষার উপর কী গ্রন্থ সম্পাদনা করেন?
উত্তর: বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।

১৬। মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩ই জুলাই ১৯৬৯ সালে।

১৭। মুহম্মদ শহীদুল্লাহ্ কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: ঢাকায়।

গল্প সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১৮। পল্লির কোন জায়গায় সাহিত্য ছড়িয়ে আছে?
উত্তর: পল্লির ঘাটেমাঠে, আলোবাতাসে ও প্রত্যেক স্তরে।

১৯। ডক্টর দীনেশচন্দ্র সেন পল্লির সাহিত্য সম্পর্কে কী দেখিয়েছেন?
উত্তর: মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন পল্লিজননীর বুকের কোণে লুকানো অমূল্য সাহিত্য আছে।

২০। রোমাঁ রোলাঁ কী কারণে মুগ্ধ হয়েছেন?
উত্তর: মৈমনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে।

২১। বাংলাদেশের পল্লি থেকে অজানা কবিদের গাথা সংগ্রহ করার প্রয়োজন কেন?
উত্তর: বাংলার মুসলমান সাহিত্য সম্পদকে প্রকাশ করতে।

২২। পল্লির বুড়োবুড়ির মুখে শুনা কথা কেমন?
উত্তর: ঝিল্লিমুখর, মনোহর ও চমকপ্রদ।

২৩। আরব্য উপন্যাসের কোন গল্পগুলি পল্লির উপকথার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও চল্লিশ দস্যু।

২৪। আধুনিক শিক্ষার প্রভাবে পল্লির উপকথাগুলো কী হচ্ছে?
উত্তর: বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে।

২৫। এখনকার শিক্ষিত জননী সন্তানদের কাছে পল্লির গল্প শুনানোর পরিবর্তে কী শোনা হয়?
উত্তর: আরব্য উপন্যাসের গল্প এবং শেক্সপিয়ারের গল্পের অনুবাদ।

২৬। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বিখ্যাত বইয়ের নাম কী?
উত্তর: ‘ঠাকুরমার ঝুলি’ এবং ‘ঠাকুরদার থলে’।

২৭। Shakespeare-এর কোন ডায়ালগ পল্লির সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: ‘Fi, Fie, foh, fun! smell the blood of a British man’ – পল্লির হাঁউ, মাউ, খাঁউ।

২৮। ‘কলার রুয়ে না কেটো পাত’ প্রবাদ বাক্যের অর্থ কী?
উত্তর: কলা রোপণ না করলে পাত কেটে দেওয়ার পরও ফল পাওয়া যাবে না।

২৯। ‘পিড়েয় বসে পেঁড়োর খবর’ প্রবাদ বাক্যের ইতিহাস কী?
উত্তর: প্রাচীন সময়ে পাওয়া বঙ্গের রাজধানী কালীন কথা স্মরণ করিয়ে দেয়।

৩০। ছড়ার মাধ্যমে শিশুদের কী দেওয়া হয়?
উত্তর: সরস প্রাণের জীবন্ত উৎস এবং শৈশবের আনন্দ।

৩১। ছড়ার মধ্যে আজ কী সমস্যা হচ্ছে?
উত্তর: ক্রমে ছড়া ভুলে যাওয়া এবং হারিয়ে যাওয়া।

৩২। কপাটি খেলা কী?
উত্তর: এক ধরনের প্রাচীন ছেলেদের খেলা।

৩৩। কপাটি খেলায় কী ছিল?
উত্তর: বাঁধা বুলি, যেগুলো ছেলেরা ব্যবহার করত।

৩৪। ‘এবার ফিরাও মোরে’ কবিতার বিষয় কী?
উত্তর: পুরানো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ততা।

৩৫। ধানগাছে তক্তা কী?
উত্তর: ধানের গাছের উপর পাতার মুকুট বা খোল।

৩৬। পল্লির জীবন শহরের জন্য কেমন?
উত্তর: এক অজানা রাজ্য।

৩৭। পল্লিসাহিত্যের অবস্থা বর্তমানে কেমন?
উত্তর: অনেকটাই অনাদৃত ও ধ্বংসের পথে।

৩৮। পল্লিসাহিত্যের উন্নয়নে কী প্রয়োজন?
উত্তর: পল্লিজননীর সন্তানেরা মনোযোগ দেয়া।

৩৯। শহুরে সাহিত্যের পাশাপাশি কী ধরনের সাহিত্য দরকার?
উত্তর: গেঁয়ো বা পল্লিসাহিত্য।

৪০। ইউরোপ ও আমেরিকায় Proletariat সাহিত্য কেমন গ্রহণ পাচ্ছে?
উত্তর: আদরের আসন পাচ্ছে।

৪১। পল্লির কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিকদের কাজ কী?
উত্তর: পল্লির ছবি শহরের চোখে তুলে ধরা।

৪২। পল্লিসাহিত্যের কোন অংশ আজ সেকেলে লোক ছাড়া আদর পায় না?
উত্তর: প্রাচীন পল্লিসাহিত্যের কঙ্কালবিশেষ।

৪৩। পল্লিসাহিত্যের অনুষ্ঠানের সফলতা কী নির্ভর করে?
উত্তর: পল্লিজননীর সন্তানের মনোযোগের ওপর।

৪৪। পল্লিগ্রামের চারপাশে কোন পাখির কোলাহল পাওয়া যায়?
উত্তর: কোকিল, দোয়েল, পাপিয়া।

৪৫। পল্লির নদীর শব্দকে কী বলা হয়েছে?
উত্তর: কুলকুল ধ্বনি।

৪৬। শহরের অভাব পল্লি কী দিয়ে পূরণ করে?
উত্তর: প্রকৃতির শব্দ ও গান দিয়ে।

৪৭। পল্লির সাহিত্য ও সাহিত্যের উপকরণ কোথায় লুকিয়ে আছে?
উত্তর: পল্লিজননীর বুকের কোণে।

৪৮। পল্লি সাহিত্যে আজ কী অভাব দেখা যায়?
উত্তর: সংগৃহীত সাহিত্য ও প্রকাশনার অভাব।

৪৯। আলাউদ্দিনের গল্পটি কোন সাহিত্যের অংশ?
উত্তর: আরব্য উপন্যাস।

৫০। পল্লিসাহিত্যের গল্প শোনানোর ক্ষেত্রে আজ কী পরিবর্তন এসেছে?
উত্তর: আরবি ও ইংরেজি গল্পের অনুবাদ বেশি শোনা হয়।

৫১। পল্লিসাহিত্যের সংরক্ষণ কেন জরুরি?
উত্তর: জাতির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়।

শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

৫২। কলগান শব্দের অর্থ কী?
উত্তর: শ্রুতিমধুর ধ্বনি।

৫৩। ‘পরতে পরতে’ শব্দের অর্থ কী?
উত্তর: স্তরে স্তরে।

৫৪। ডক্টর দীনেশচন্দ্র সেন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মানিকগঞ্জ জেলার বগজুরী গ্রামে।

৫৫। ডক্টর দীনেশচন্দ্র সেন কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬৬ খ্রিষ্টাব্দে।

৫৬। ডক্টর দীনেশচন্দ্র সেন কী বিষয়ে গবেষক ছিলেন?
উত্তর: বাংলা ভাষা ও সাহিত্য।

৫৭। ডক্টর দীনেশচন্দ্র সেন কোন গ্রন্থে বাংলাদেশের লোকসাহিত্যের মর্যাদা তুলে ধরেন?
উত্তর: ‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থে।

৫৮। ‘মৈমনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ কে সংগৃহীত করেছিলেন?
উত্তর: চন্দ্রকুমার দে।

৫৯। ‘মৈমনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ কোথায় প্রকাশিত হয়?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

৬০। ডক্টর দীনেশচন্দ্র সেনের উল্লেখযোগ্য মৌলিক গ্রন্থের নাম কী কী?
উত্তর: রামায়ণী কথা, বৃহৎবঙ্গ, বেহুলা, ফুল্লরা, জড়ভরত।

৬১। ডক্টর দীনেশচন্দ্র সেন কখন মারা যান?
উত্তর: ১৯৩৯ খ্রিষ্টাব্দে।

৬২। রোমাঁ রোলাঁর জন্মতারিখ কী?
উত্তর: ২৯শে জানুয়ারি ১৮৬৬ খ্রিষ্টাব্দে।

৬৩। রোমাঁ রোলাঁর উল্লেখযোগ্য কীর্তি কোনটি?
উত্তর: ‘জাঁ ক্রিস্তফ’ উপন্যাস।

৬৪। রোমাঁ রোলাঁ কখন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯১৫ খ্রিষ্টাব্দে।

৬৫। রোমাঁ রোলাঁর মৃত্যুর সময় কোন তারিখ?
উত্তর: ৩০শে ডিসেম্বর ১৯৩৯ সালে।

৬৬। মদিনা বিবি কে?
উত্তর: মৈমনসিংহ গীতিকায় ‘দেওয়ানা-মদিনা’ লোকগাথার নায়িকা।

৬৭। মনসুর বয়াতি কে ছিলেন?
উত্তর: ‘দেওয়ানা-মদিনা’ লোকগাথার প্রখ্যাত কবি।

৬৮। ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ’ গল্পটির প্রধান চরিত্র কে?
উত্তর: আলাউদ্দিন।

৬৯। আলাউদ্দিনের কী পাওয়ায় সে ধনসম্পদের অধিকারী হয়?
উত্তর: এক চতুর জাদুকরের বিস্ময়কর প্রদীপ লাভে।

৭০। প্রদীপে ঘষলে কী হয়?
উত্তর: এক মহাশক্তিধর দৈত্য এসে হাজির হয়।

৭১। ‘আলিবাবা ও চল্লিশ দস্যু’ গল্পটি কোন দেশের উপন্যাস?
উত্তর: আরবের।

৭২। আলিবাবা কী পায়?
উত্তর: পাহাড়ের গুহায় দস্যুদলের গুপ্ত ধনভাণ্ডার।

৭৩। আলিবাবার সহায়তা কে করে?
উত্তর: বুদ্ধিমতী বাঁদি মর্জিনা।

৭৪। Lamb’s Tales from Shakespeare কী?
উত্তর: উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো চার্লস ল্যাম্ব সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করেছেন।

৭৫। প্রত্নতাত্ত্বিকের কাজ কী?
উত্তর: প্রাচীন লিপি, মুদ্রা বা ভগ্নাবশেষ থেকে প্রাচীন তথ্য নির্ণয় করা।

৭৬। Folklore Society কী কাজ করে?
উত্তর: লোকশিল্প, গান, উৎসব-অনুষ্ঠান, খেলাধুলার উপাদান সংগ্রহ ও প্রচার।

৭৭। Folklore Society কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৪৮ সালে লন্ডনে।

৭৮। নৃতত্ত্ব (Anthropology) কী?
উত্তর: মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান।

৭৯। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কে ছিলেন?
উত্তর: প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলা লোকগাথা ও রূপকথার রূপকার।

৮০। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম ও মৃত্যু কখন?
উত্তর: জন্ম ১২৮৪ বঙ্গাব্দে, মৃত্যু ১৩৬৩ সালে।

৮১। ‘ঠাকুরমার ঝুলি’ কী?
উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রচিত শিশুদের প্রিয় রূপকথার বই।

৮২। প্রবাদবাক্য কী?
উত্তর: দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি।

৮৩। খনা কে ছিলেন?
উত্তর: প্রাচীন ভারতের প্রখ্যাত নারীজ্যোতিষী।

৮৪। খনার ছড়াগুলো কী বিষয়ে লেখা?
উত্তর: বাংলাদেশের জলবায়ু-নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক।

৮৫। খনার নিবাস কোথায় ছিল বলে ধারণা করা হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার দেউলি গ্রামে।

৮৬। বালাম শব্দের অর্থ কী?
উত্তর: বইয়ের খণ্ড, ইংরেজিতে Volume।

৮৭। ভূয়োদর্শন কী?
উত্তর: প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা।

৮৮। বালাখানা কী?
উত্তর: প্রাসাদ।

৮৯। Proletariat সাহিত্য কী?
উত্তর: অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *