Table of Contents
একুশের গল্প জ্ঞানমূলক প্রশ্ন
লেখক সম্পর্কে প্রশ্ন
১। ‘একুশের গল্প’ কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: জহির রায়হানের গল্প সমগ্র (১৯৭৯) থেকে।
২। ‘একুশের গল্প’ গল্পটির পটভূমি কী?
উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
৩। জহির রায়হানের জন্ম তারিখ কী?
উত্তর: ১৯৩৫ সালের ১৯ আগস্ট।
৪। জহির রায়হানের জন্মস্থান কোথায়?
উত্তর: ফেনী জেলার মজুপুর গ্রামে।
৫। জহির রায়হানের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: মোহাম্মদ জহিরুল্লাহ।
৬। জহির রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন?
উত্তর: বাংলা বিষয়ে।
৭। জহির রায়হান স্নাতক ডিগ্রি কবে অর্জন করেন?
উত্তর: ১৯৫৮ সালে।
৮। জহির রায়হান মূলত কী হিসেবে খ্যাতি অর্জন করেন?
উত্তর: ছোটগল্পকার ও ঔপন্যাসিক হিসেবে।
৯। জহির রায়হান কোন শ্রেণির জীবনচিত্র তুলে ধরেছেন?
উত্তর: মধ্যবিত্ত জীবনের।
১০। জহির রায়হান কী ধরনের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন?
উত্তর: সমাজের বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে।
১১। জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ কী ধরনের রচনা?
উত্তর: একটি উপন্যাস।
১২। ‘বরফ গলা নদী’ কার লেখা উপন্যাস?
উত্তর: জহির রায়হানের।
১৩। ‘শেষ বিকেলের মেয়ে’ কার লেখা উপন্যাস?
উত্তর: জহির রায়হানের।
১৪। ‘আরেক ফাল্গুন’ কোন ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।
১৫। জহির রায়হান চলচ্চিত্র জগতে কী পরিচয়ে পরিচিত?
উত্তর: খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবে।
১৬। জহির রায়হান নিখোঁজ হন কবে?
উত্তর: ১৯৭২ সালের ৩০ জানুয়ারি।
গল্প সম্পর্কে প্রশ্ন
১৭। ‘একুশের গল্প’ লেখাটির লেখক কে?
উত্তর: জহির রায়হান।
১৮। তপুকে সবাই শেষবার কোথায় দেখেছিল?
উত্তর: হাইকোর্টের মোড়ে।
১৯। তপু কতো বছর পর ফিরে আসে?
উত্তর: চার বছর পর।
২০। তপুকে দেখে সবার মধ্যে কেমন অনুভূতি জাগে?
উত্তর: বিস্ময়, উদ্বেগ ও ভয়।
২১। তপুর মা এর কী হয়েছিল?
উত্তর: মারা গেছেন।
২২। রেণু কী করেছে তপুর মৃত্যুর পর?
উত্তর: আরেকজনকে বিয়ে করেছে।
২৩। তপুর রুমমেট কারা ছিলো?
উত্তর: আমি (বর্ণনাকারী) ও রাহাত।
২৪। তপু কখন রেণুকে বিয়ে করে?
উত্তর: কলেজে ভর্তি হবার বছরখানেক পরে।
২৫। তপুর দেহের কোন অঙ্গটি ছোট ছিল?
উত্তর: বাঁ পা।
২৬। তপুর কিভাবে হাঁঁটত?
উত্তর: খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁঁটত।
২৭। তপু কিসে পড়তো?
উত্তর: মেডিকেল কলেজে।
২৮। তপু কী হতে চেয়েছিল একসময়?
উত্তর: মিলিটারিতে যেতে চেয়েছিল।
২৯। তপু কেন মিলিটারিতে যেতে পারেনি?
উত্তর: জন্ম থেকে খোঁড়া ছিল বলে।
৩০। রেণুর গঠন কেমন ছিল?
উত্তর: দোহারা গড়ন, ছিপছিপে কটি।
৩১। রাহাতকে কী কাজে পাঠানো হয়েছিল?
উত্তর: তপুর মা ও রেণুকে খবর দিতে।
৩২। তপুর মৃত্যু কোথায় হয়?
উত্তর: হাইকোর্ট মোড়ে, ভাষা আন্দোলনের মিছিলে।
৩৩। তপুর কপালে কী হয়েছিল?
উত্তর: একটি গুলি লেগে গর্ত হয়ে গিয়েছিল।
৩৪। রেণু মিছিল থেকে তপুকে ফেরাতে চেয়েছিল কেন?
উত্তর: ভয় এবং মায়ার কারণে।
৩৫। তপুর মৃত্যুর পর তার মৃতদেহ কে নিয়ে যায়?
উত্তর: মিলিটারি।
৩৬। তপু মারা যাওয়ার পর তার মালপত্র কে নিয়ে যায়?
উত্তর: রেণু।
৩৭। তপুর কী কী মালপত্র ছিল?
উত্তর: দুটো স্যুটকেস, এক ট্রাঙ্ক, এক বেডিং।
৩৮। রেণু কী খুঁজছিল?
উত্তর: গরম কোট।
৩৯। সেই কোট কোথায় ছিল?
উত্তর: রাহাতের স্যুটকেসে।
৪০। তপুর সিটে পরে কে আসে?
উত্তর: নতুন ছাত্র আসে।
৪১। স্কাল কী?
উত্তর: মাথার খুলি।
৪২। একজন ছাত্র কী দেখতে পায় স্কালে?
উত্তর: কপালের মাঝখানে একটি গর্ত।
৪৩। কপালের মাঝখানে গর্ত দেখে কার কথা মনে পড়ে?
উত্তর: তপুর।
৪৪। বাঁ পায়ের হাড় ছোট ছিল কাদের?
উত্তর: তপুর।
৪৫। তপু কেমন ঘর করার স্বপ্ন দেখতো?
উত্তর: সাধারণ ও নির্জন ঘর।
৪৬। তপু কোথায় থাকতে চাইতো ভবিষ্যতে?
উত্তর: গাঁয়ে।
৪৭। তপু কার গুলিতে গুলিবিদ্ধ হয়?
উত্তর: পুলিশের গুলিতে।
৪৮। ভাষা আন্দোলনে তপু কী বহন করছিল?
উত্তর: একটি প্লাকার্ড।
৪৯। প্লাকার্ডে কী লেখা ছিল?
উত্তর: “রাষ্ট্রভাষা বাংলা চাই”।
৫০। তপু কখন মারা যায়?
উত্তর: ভাষা আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে।
৫১। রেণু কেন কাঁদছিল?
উত্তর: তপুর মৃত্যুশোকে।
৫২। রেণু কেন তপুকে ডাকছিল?
উত্তর: তাকে মিছিল থেকে ফিরিয়ে আনতে।
৫৩। তপুর কপালে গর্ত দেখে রাহাত কী বোঝে?
উত্তর: এটা তপুর খুলি।
৫৪। তপুর কঙ্কাল কোথায় পাওয়া যায়?
উত্তর: নতুন ছাত্রের স্কেলিটনে।
৫৫। তপুর মৃত্যুর মুহূর্তে কী হয়?
উত্তর: সে প্লাকার্ড হাতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়।
শব্দার্থ নিয়ে প্রশ্ন
৫৬। উদ্বিগ্ন শব্দের অর্থ কী?
উত্তর: দুশ্চিন্তাগ্রস্ত; উৎকণ্ঠিত; ব্যাকুল।
৫৭। তন্দ্রা বলতে কী বোঝায়?
উত্তর: বিস্মর নিদ্রার আবেশ বা খোর; ঘুমের ঝোঁক; ঘুমঘুম ভাব।
৫৮। বিস্ময় শব্দের অর্থ কী?
উত্তর: আশ্চর্য বা চমৎকৃত ভাব।
৫৯। ওস্তাদ শব্দের অর্থ কী?
উত্তর: গুরু; শিষ্যের শিক্ষক।
৬০। এনাটমি কী?
উত্তর: জীববিজ্ঞানের একটি শাখা যা জীবদেহের গঠন শনাক্তকরণ ও বর্ণনার সাথে সম্পর্কিত।
৬১। স্কেলিটন শব্দটি কোনটির সমার্থক?
উত্তর: কঙ্কাল।
৬২। স্কাল বলতে কী বোঝায়?
উত্তর: মাথার খুলি।
৬৩। বার্নার্ডশ কে ছিলেন?
উত্তর: জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাট্যকার ও সমালোচক ছিলেন।