Skip to content

আমার দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমার দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমার দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

কবি সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১। ‘আমার দেশ’ কবিতাটি কোথা থেকে সংকলিত?
উত্তর: সুফিয়া কামাল রচনাসংগ্রহ থেকে।

২। সুফিয়া কামালের জন্ম কত সালে?
উত্তর: ১৯১১ সালের ২০শে জুন।

৩। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়?
উত্তর: বরিশাল জেলার শায়েস্তাবাদে তাঁর মামার বাড়িতে।

৪। মুক্তিযুদ্ধে সুফিয়া কামাল কী ভূমিকা পালন করেন?
উত্তর: তিনি ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন।

৫। সুফিয়া কামালের কবিতা লেখার হাতেখড়ি কখন হয়?
উত্তর: ছোটবেলা থেকেই।

৬। সুফিয়া কামালের কবিতা কোথায় প্রকাশিত হতে থাকে?
উত্তর: সমসাময়িক পত্রপত্রিকায়।

৭। সুফিয়া কামাল কোথায় শিক্ষকতা করেছেন?
উত্তর: কলকাতার একটি বিদ্যালয়ে।

৮। ‘জননী সাহসিকা’ অভিধায় কে অভিষিক্ত হয়েছেন?
উত্তর: সুফিয়া কামাল।

৯। সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: সাঁঝের মায়া।

১০। সুফিয়া কামালের একটি স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী?
উত্তর: একাত্তরের ডাইরী।

১১। সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থের নাম কী?
উত্তর: ইতল বিতল ও নওল কিশোরের দরবারে।

১২। সুফিয়া কামাল কোন পুরস্কারে ভূষিত হয়েছেন?
উত্তর: বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ইত্যাদি।

১৩। সুফিয়া কামাল কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন?
উত্তর: Women’s Federation for World Peace Crest।

১৪। সুফিয়া কামালের মৃত্যু কবে হয়?
উত্তর: ২০শে নভেম্বর ১৯৯৯।

১৫। সুফিয়া কামালের কোন অভিধায় বাংলা জাতির কাছে পরিচিত?
উত্তর: জননী সাহসিকা।

কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

১৬। ‘আমার দেশ’ কবিতার রচয়িতা কে?
উত্তর: সুফিয়া কামাল।

১৭। কবিতাটিতে কোন ঋতুর ফুল ফুটে উঠেছে বলা হয়েছে?
উত্তর: মৌসুমী ফুল।

১৮। কোন ঋতুর আকাশের ছায়া কবিতায় উল্লেখ আছে?
উত্তর: স্নিগ্ধ শরৎ আকাশের।

১৯। কবিতায় ‘নুহের কিতি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: প্লাবনের সময় নূহ (আ.)-এর নৌকা।

২০। ‘শান্তি-কপোত’ দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: শান্তির প্রতীক, শান্তির বার্তাবাহী পাখি।

২১। কবিতায় নতুন কী জেগে উঠেছে বলা হয়েছে?
উত্তর: নতুন চর।

২২। চর জাগলে মানুষ কী করে?
উত্তর: পাশাপাশি ঘর বাঁধে।

২৩। কবির প্রাণ কোথায় মেশানো বলা হয়েছে?
উত্তর: দেশের মাটিতে।

২৪। কবি তাঁর দেশের মাটিকে কেমন বলে বর্ণনা করেছেন?
উত্তর: গৌরবময় জীবনের সম্মান বহনকারী।

২৫। জীবনের স্পন্দন কোথায় অনুভব করেন কবি?
উত্তর: লক্ষ তরুর প্রাণ-স্পন্দনে।

২৬। কবিতায় সূর্য-আলো কোন প্রতীক হিসেবে এসেছে?
উত্তর: নবজীবনের ও আশার প্রতীক।

২৭। ‘আমার দেশের এ মাটি মধুর’ কেন বলা হয়েছে?
উত্তর: কারণ এতে জীবনের আশা, সম্মান ও ভালোবাসা রয়েছে।

২৮। ‘মধুর আমার ভাষা’ দিয়ে কী বোঝানো হয়েছে?
উত্তর: মাতৃভাষার প্রতি কবির গভীর ভালোবাসা।

২৯। দেশের নদী কোথায় গিয়ে মেশে?
উত্তর: সাগরের পানে।

৩০। মানুষে মানুষে কীভাবে মিল ঘটে?
উত্তর: প্রাণে প্রাণে।

৩১। সূর্য-চন্দ্র কী পূর্ণ করে?
উত্তর: মৌসুমী ফুলে ভরা অঞ্জলি।

৩২। ‘জীবনের ডাক’ কী বোঝায়?
উত্তর: এগিয়ে চলার ও নবজীবনের আহ্বান।

৩৩। লক্ষ প্রাণের ধারা কোথা থেকে আসে?
উত্তর: নদী-প্রান্তর পার হয়ে।

৩৪। দেশের মানুষের মন কেমন?
উত্তর: মুক্ত ও উদার।

৩৫। কবিতায় ‘সেবা-সাম্য-প্রীতি’ কাদের মাঝে বিনিময় হয়?
উত্তর: আর্ত-ব্যথিত ও সুধী গুণীজনদের মাঝে।

৩৬। দেশের মাটি কী দিয়ে পরিপূর্ণ হয়?
উত্তর: প্রাণের ঘ্রাণ ও জীবনের সম্মানে।

৩৭। নতুন চর জাগলে দেশের কী পরিবর্তন হয়?
উত্তর: মানুষ ঘর বাঁধে, নতুন জীবন গড়ে।

৩৮। কবিতায় ‘অন্তর অনুরাগে’ কী জাগে?
উত্তর: নব অঙ্কুর।

৩৯। ‘প্রতি দিবসের সূর্য-আলোকে’ কী হয়?
উত্তর: আশা ও জীবনের সঞ্চার হয়।

৪০। কবিতায় কবি কোন শক্তিকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন?
উত্তর: সূর্য-আলো ও জীবনের স্পন্দন।

৪১। ‘মানুষে মানুষে মিলে’ কবি কী বোঝাতে চান?
উত্তর: একতা ও ভালোবাসা।

৪২। কবি কোন দেশের কথা বলছেন?
উত্তর: নিজের প্রিয় মাতৃভূমি, বাংলাদেশ।

৪৩। ‘জীবনের আশ্বাসে’ মন কীভাবে ভরে ওঠে?
উত্তর: নবরূপে।

৪৪। ‘স্নিগ্ধ শরৎ আকাশ’ কেমন?
উত্তর: শান্তি ও প্রশান্তির অনুভূতি।

৪৫। ‘ধান্য শীর্ষ’ কোথায় পড়ে?
উত্তর: দেশের মাঠভরা শস্যের উপর।

৪৬। ‘জীবনপ্রবাহ সঞ্চারি মর্মরে’ কী প্রকাশ পায়?
উত্তর: আগামী দিনের আশা।

৪৭। কবি কিসের গৌরব অনুভব করেন?
উত্তর: দেশের মাটি ও মানুষের জীবনের সম্মানে।

৪৮। কবির ভাষা কীভাবে মধুর হয়েছে?
উত্তর: পল্লির ভাষা ও প্রকৃতির সঙ্গে মিশে।

৪৯। ‘আমার দেশের মানুষেরা সবে’ কেমন মন নিয়ে বাঁচে?
উত্তর: মুক্ত-উদার মন নিয়ে।

শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন

৫০। ‘সূর্য-ঝলকে’ বলতে কী বোঝায়?
উত্তর: সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত বা উদ্ভাসিত পরিবেশকে বোঝায়।

৫১। ‘মৌসুমী ফুল’ বলতে কী বোঝায়?
উত্তর: বিশেষ ঋতু বা সময় অনুযায়ী উৎপন্ন ফুলকে মৌসুমী ফুল বলা হয়।

৫২। ‘স্নিগ্ধ শরৎ’ বলতে কী বোঝায়?
উত্তর: শরৎকালের উজ্জ্বল, শান্ত ও প্রশান্ত পরিবেশ বোঝাতে ব্যবহৃত হয়েছে ‘স্নিগ্ধ শরৎ’।

৫৩। ‘ধান্য শীর্ষ’ কী বোঝায়?
উত্তর: ধানগাছের ওপরের অংশ বা শীষকে বোঝায়, যেখানে ধান থাকে।

৫৪। ‘নুহের কিস্তি’ কী?
উত্তর: সেমিটিক পুরাণ মতে, পৃথিবীতে মহাপ্লাবনের সময় নবী নূহ (আ.)-এর তৈরি বিশাল নৌকা, যা মানুষ ও প্রাণীকে রক্ষা করেছিল।

৫৫। ‘শান্তি কপোত’ বলতে কী বোঝায়?
উত্তর: শান্তির প্রতীকস্বরূপ কবুতরকে বোঝায়, যা শান্তির বার্তাবাহী হিসেবে পরিচিত।

৫৬। ‘বারতা’ শব্দের অর্থ কী?
উত্তর: বার্তা বা সংবাদ বোঝাতে ব্যবহৃত হয়েছে ‘বারতা’ শব্দটি।

৫৭। ‘শান্তি কপোত বারতা লইয়া আসে’ এই বাক্যে কী প্রকাশ পায়?
উত্তর: এতে বোঝানো হয়েছে—শান্তি ও শুভেচ্ছার সংবাদ আসে দেশজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *