উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কান্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। নিচে ৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন দিলাম।
৮ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
১. ব্যাপন প্রক্রিয়ায় অণু কোন দিকে সঞ্চালিত হয়?
ক) বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে
খ) কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে
গ) সমঘনত্বে
ঘ) কোন নির্দিষ্ট দিকে নয়
উত্তর: ক) বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে
২. নিচের কোনটি ব্যাপনের উদাহরণ নয়?
ক) ঘরে সুগন্ধি ছড়ানো
খ) চায়ে চিনি মেশানো
গ) কিশমিশ ফুলে ওঠা
ঘ) বাতাসে অক্সিজেন ছড়ানো
উত্তর: গ) কিশমিশ ফুলে ওঠা
৩. অভিস্রবণের জন্য কোন ধরনের পর্দা প্রয়োজন?
ক) অভেদ্য পর্দা
খ) ভেদ্য পর্দা
গ) অর্ধভেদ্য পর্দা
ঘ) কোন পর্দার প্রয়োজন নেই
উত্তর: গ) অর্ধভেদ্য পর্দা
৪. উদ্ভিদ কোষের কোন অংশ অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে?
ক) কোষপ্রাচীর
খ) প্লাজমা পর্দা
গ) নিউক্লিয়ার পর্দা
ঘ) টনোপ্লাস্ট
উত্তর: খ) প্লাজমা পর্দা
৫. কিশমিশ পানিতে ফুলে ওঠে কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) সক্রিয় পরিবহন
ঘ) শোষণ
উত্তর: খ) অভিস্রবণ
৬. নিচের কোনটি অভেদ্য পর্দার উদাহরণ?
ক) কোষপ্রাচীর
খ) প্লাজমা পর্দা
গ) পলিথিন
ঘ) ডিমের খোসার ভিতরের পর্দা
উত্তর: গ) পলিথিন
৭. ব্যাপন চাপ কখন বন্ধ হয়?
ক) যখন তাপমাত্রা বৃদ্ধি পায়
খ) যখন ঘনত্ব সমান হয়
গ) যখন পর্দা উপস্থিত থাকে
ঘ) যখন পদার্থের পরিমাণ কমে
উত্তর: খ) যখন ঘনত্ব সমান হয়
৮. উদ্ভিদের মূল দ্বারা পানি শোষণে কোন প্রক্রিয়া প্রধান ভূমিকা পালন করে?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) প্রস্বেদন
ঘ) সালোকসংশ্লেষণ
উত্তর: খ) অভিস্রবণ
৯. নিচের কোনটি ব্যাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা?
ক) উদ্ভিদে খাদ্য তৈরি
খ) কোষে অক্সিজেন সরবরাহ
গ) বীজের অঙ্কুরোদগম
ঘ) ফুলের রং পরিবর্তন
উত্তর: খ) কোষে অক্সিজেন সরবরাহ
১০. রসস্ফীতি ঘটে কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) শোষণ
ঘ) পরিবহন
উত্তর: খ) অভিস্রবণ
১১. কোষপ্রাচীর কী ধরনের পর্দা?
ক) অভেদ্য
খ) ভেদ্য
গ) অর্ধভেদ্য
ঘ) নির্বাচনী ভেদ্য
উত্তর: খ) ভেদ্য
১২. নিচের কোনটি অভিস্রবণের শর্ত নয়?
ক) অর্ধভেদ্য পর্দা
খ) ঘনত্বের পার্থক্য
গ) তরল মাধ্যম
ঘ) উচ্চ তাপমাত্রা
উত্তর: ঘ) উচ্চ তাপমাত্রা
১৩. প্রস্বেদন কী?
ক) পানি শোষণ
খ) পানি বাষ্পাকারে ত্যাগ
গ) খনিজ লবণ শোষণ
ঘ) খাদ্য তৈরি
উত্তর: খ) পানি বাষ্পাকারে ত্যাগ
১৪. উদ্ভিদের পাতায় পানি পৌঁছায় কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) কৈশিকতা
ঘ) প্রস্বেদন
উত্তর: গ) কৈশিকতা
১৫. নিচের কোনটি অভিস্রবণের উদাহরণ?
ক) লবণ পানিতে দ্রবীভূত হওয়া
খ) মূল দ্বারা পানি শোষণ
গ) বাতাসে সুগন্ধি ছড়ানো
ঘ) চায়ে চিনি মেশানো
উত্তর: খ) মূল দ্বারা পানি শোষণ
১৬. ব্যাপন ও অভিস্রবণের প্রধান পার্থক্য কী?
ক) ব্যাপনে পর্দা লাগে না
খ) অভিস্রবণে শুধু তরল পদার্থ জড়িত
গ) ব্যাপন দ্রুততর
ঘ) অভিস্রবণে শক্তি ব্যয় হয়
উত্তর: ক) ব্যাপনে পর্দা লাগে না
১৭. উদ্ভিদের কোষ রসস্ফীত হয় কখন?
ক) যখন বহিঃস্থ দ্রবণ হাইপোটনিক
খ) যখন বহিঃস্থ দ্রবণ হাইপারটনিক
গ) যখন ঘনত্ব সমান
ঘ) যখন তাপমাত্রা বেশি
উত্তর: ক) যখন বহিঃস্থ দ্রবণ হাইপোটনিক
১৮. নিচের কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) সক্রিয় পরিবহন
ঘ) প্রস্বেদন
উত্তর: গ) সক্রিয় পরিবহন
১৯. ফুলের পাপড়ি খোলা-বন্ধ হওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ?
ক) ব্যাপন
খ) রসস্ফীতি
গ) প্রস্বেদন
ঘ) কৈশিকতা
উত্তর: খ) রসস্ফীতি
২০. নিচের কোনটি সত্য?
ক) ব্যাপন শুধু গ্যাসে ঘটে
খ) অভিস্রবণ শুধু তরলে ঘটে
গ) ব্যাপনে পর্দা প্রয়োজন
ঘ) অভিস্রবণে ঘনত্ব সমান হতে হবে
উত্তর: খ) অভিস্রবণ শুধু তরলে ঘটে
২১. উদ্ভিদ মূল দ্বারা পানি শোষণ করে প্রধানত কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন
খ) অভিস্রবণ
গ) ইমবাইবিশন
ঘ) সক্রিয় পরিবহন
উত্তর: খ) অভিস্রবণ
২২. নিচের কোনটি উদ্ভিদের পানি শোষণের জন্য দায়ী?
ক) মূলরোম
খ) পত্ররন্ধ্র
গ) জাইলেম
ঘ) ফ্লোয়েম
উত্তর: ক) মূলরোম
২৩. ইমবাইবিশন প্রক্রিয়ায় কোন পদার্থ পানি শোষণ করে?
ক) লিপিড
খ) সেলুলোজ
গ) প্রোটিন
ঘ) শর্করা
উত্তর: খ) সেলুলোজ
২৪. উদ্ভিদের খনিজ লবণ শোষণ হয় কোন অবস্থায়?
ক) অণু হিসেবে
খ) আয়ন হিসেবে
গ) গ্যাস হিসেবে
ঘ) কঠিন হিসেবে
উত্তর: খ) আয়ন হিসেবে
২৫. প্রস্বেদন প্রধানত ঘটে কোন অঙ্গের মাধ্যমে?
ক) মূল
খ) পত্ররন্ধ্র
গ) ফুল
ঘ) ফল
উত্তর: খ) পত্ররন্ধ্র
২৬. প্রস্বেদনের ফলে উদ্ভিদের কী হয়?
ক) পানি শোষণ বাড়ে
খ) দেহ ঠান্ডা হয়
গ) খাদ্য উৎপাদন কমে
ঘ) শ্বসন বন্ধ হয়
উত্তর: খ) দেহ ঠান্ডা হয়
২৭. নিচের কোনটি প্রস্বেদনের প্রকারভেদ নয়?
ক) পত্ররন্দ্রীয়
খ) কিউটিকুলার
গ) লেন্টিকুলার
ঘ) জাইলেমীয়
উত্তর: ঘ) জাইলেমীয়
২৮. উদ্ভিদের জাইলেম টিস্যুর কাজ কী?
ক) খাদ্য পরিবহন
খ) পানি পরিবহন
গ) হরমোন পরিবহন
ঘ) গ্যাসীয় বিনিময়
উত্তর: খ) পানি পরিবহন
২৯. ফ্লোয়েম টিস্যু কী পরিবহন করে?
ক) পানি
খ) খনিজ লবণ
গ) খাদ্য
ঘ) অক্সিজেন
উত্তর: গ) খাদ্য
৩০. নিচের কোন প্রক্রিয়ায় উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত পানি ওঠে?
ক) অভিস্রবণ
খ) কৈশিকতা
গ) মূলচাপ
ঘ) প্রস্বেদন টান
উত্তর: ঘ) প্রস্বেদন টান
৩১. উদ্ভিদের কোষে পানির চাপ কে কী বলে?
ক) টার্গর চাপ
খ) অভিস্রবণ চাপ
গ) ব্যাপন চাপ
ঘ) প্রস্বেদন চাপ
উত্তর: ক) টার্গর চাপ
৩২. নিচের কোনটি উদ্ভিদের জন্য “Necessary evil”?
ক) সালোকসংশ্লেষণ
খ) প্রস্বেদন
গ) শ্বসন
ঘ) পরিবহন
উত্তর: খ) প্রস্বেদন
৩৩. উদ্ভিদের পাতায় পানির টান সৃষ্টি হয় কীভাবে?
ক) মূলচাপ দ্বারা
খ) প্রস্বেদন দ্বারা
গ) অভিস্রবণ দ্বারা
ঘ) ইমবাইবিশন দ্বারা
উত্তর: খ) প্রস্বেদন দ্বারা
৩৪. নিচের কোনটি উদ্ভিদের পানিশোষণে সাহায্য করে না?
ক) মূলরোম
খ) পত্ররন্ধ্র
গ) জাইলেম
ঘ) কোষপ্রাচীর
উত্তর: খ) পত্ররন্ধ্র
৩৫. উদ্ভিদের খনিজ লবণ শোষণে শক্তি ব্যয় হয় কোন প্রক্রিয়ায়?
ক) নিষ্ক্রিয় শোষণ
খ) সক্রিয় শোষণ
গ) অভিস্রবণ
ঘ) ব্যাপন
উত্তর: খ) সক্রিয় শোষণ
৩৬. উদ্ভিদের পাতায় প্রস্বেদনের হার সবচেয়ে বেশি কখন?
ক) ভোরে
খ) দুপুরে
গ) সন্ধ্যায়
ঘ) রাতে
উত্তর: খ) দুপুরে
৩৭. নিচের কোনটি উদ্ভিদের পানিশোষণ বাড়ায়?
ক) উচ্চ তাপমাত্রা
খ) নিম্ন তাপমাত্রা
গ) উচ্চ আর্দ্রতা
ঘ) বায়ুর প্রবাহ
উত্তর: ক) উচ্চ তাপমাত্রা
৩৮. লেন্টিসেল কী?
ক) মূলের শোষণ অঙ্গ
খ) কান্ডের শ্বাসরন্ধ্র
গ) পাতার রন্ধ্র
ঘ) ফুলের অংশ
উত্তর: খ) কান্ডের শ্বাসরন্ধ্র
৩৯. উদ্ভিদের কোষে পানির অভিস্রবণিক চাপ নির্ভর করে কীসের উপর?
ক) কোষরসের ঘনত্ব
খ) কোষের আকার
গ) কোষপ্রাচীরের পুরুত্ব
ঘ) কোষের বয়স
উত্তর: ক) কোষরসের ঘনত্ব
৪০. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন তন্ত্রের অংশ নয়?
ক) জাইলেম
খ) ফ্লোয়েম
গ) ক্যাম্বিয়াম
ঘ) এপিডার্মিস
উত্তর: ঘ) এপিডার্মিস
৪১. উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত পানির স্তম্ভ অবিচ্ছিন্ন থাকে কীভাবে?
ক) কৈশিকতা
খ) সান্দ্রতা
গ) সংসক্তি
ঘ) পৃষ্ঠটান
উত্তর: গ) সংসক্তি
৪২. নিচের কোনটি উদ্ভিদের পানিশোষণ কমায়?
ক) মাটিতে লবণের পরিমাণ বেশি
খ) বাতাসে আর্দ্রতা কম
গ) তাপমাত্রা বেশি
ঘ) মাটিতে পানি বেশি
উত্তর: ক) মাটিতে লবণের পরিমাণ বেশি
৪৩. উদ্ভিদের পাতায় প্রস্বেদনের হার সবচেয়ে কম কখন?
ক) ভোরে
খ) দুপুরে
গ) সন্ধ্যায়
ঘ) রাতে
উত্তর: ঘ) রাতে
৪৪. নিচের কোনটি উদ্ভিদের খনিজ লবণ শোষণের জন্য প্রয়োজনীয় নয়?
ক) অক্সিজেন
খ) শক্তি
গ) কার্বন ডাইঅক্সাইড
ঘ) এনজাইম
উত্তর: গ) কার্বন ডাইঅক্সাইড
৪৫. উদ্ভিদের মূলচাপ সৃষ্টি হয় কীভাবে?
ক) অভিস্রবণ দ্বারা
খ) প্রস্বেদন দ্বারা
গ) শ্বসন দ্বারা
ঘ) সালোকসংশ্লেষণ দ্বারা
উত্তর: ক) অভিস্রবণ দ্বারা
৪৬. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন প্রক্রিয়ায় সাহায্য করে?
ক) কৈশিকতা
খ) পৃষ্ঠটান
গ) সংসক্তি
ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো
৪৭. উদ্ভিদের পাতায় প্রস্বেদনের ফলে কী ঘটে?
ক) পানির টান সৃষ্টি হয়
খ) খাদ্য উৎপাদন বাড়ে
গ) শ্বাসরন্ধ্র বন্ধ হয়
ঘ) কোষ বিভাজন বাড়ে
উত্তর: ক) পানির টান সৃষ্টি হয়
৪৮. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন তন্ত্রের বৈশিষ্ট্য?
ক) জাইলেম – উর্ধ্বমুখী পরিবহন
খ) ফ্লোয়েম – নিম্নমুখী পরিবহন
গ) জাইলেম – খাদ্য পরিবহন
ঘ) ফ্লোয়েম – পানি পরিবহন
উত্তর: ক) জাইলেম – উর্ধ্বমুখী পরিবহন
৪৯. উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায় কোন উদ্ভিদে?
ক) পেপারোমিয়া
খ) আমগাছ
গ) ধানগাছ
ঘ) গোলাপ
উত্তর: ক) পেপারোমিয়া
৫০. নিচের কোনটি উদ্ভিদের পানিশোষণে বাধা সৃষ্টি করে?
ক) মাটিতে পানি কম
খ) মাটিতে লবণ বেশি
গ) বাতাসে আর্দ্রতা বেশি
ঘ) তাপমাত্রা কম
উত্তর: খ) মাটিতে লবণ বেশি
আরও দেখুনঃ ৮ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় MCQ | বহুনির্বাচনি প্রশ্ন