Skip to content

জসীমউদ্দীনের রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জসীমউদ্দীনের রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

কবি সম্পর্কে প্রশ্ন

১। ‘রূপাই’ কবিতা কোন কাব্য থেকে সংকলিত?
উত্তর: ‘নক্সী কাঁথার মাঠ’ কাহিনিকাব্য থেকে।

২। জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।

৩। জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৩ খ্রিষ্টাব্দে।

৪। জসীমউদ্দীন কোথা থেকে এম.এ. পাশ করেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

৫। জসীমউদ্দীন কোন বিষয়ে এম.এ. পাশ করেন?
উত্তর: বাংলা ভাষা ও সাহিত্যে।

৬। জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে কোথায় কাজ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

৭। জসীমউদ্দীন কত বছর অধ্যাপনা করেন?
উত্তর: পাঁচ বছর।

৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর তিনি কোথায় যোগ দেন?
উত্তর: সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চপদে।

৯। তিনি কখন কবিতা লেখা শুরু করেন?
উত্তর: ছাত্রজীবনেই।

১০। তাঁর কোন কবিতাটি ছাত্রজীবনে বিশেষভাবে প্রশংসিত হয়?
উত্তর: ‘কবর’ কবিতা।

১১। জসীমউদ্দীনের কবিতায় কী ধরনের রূপ ফুটে ওঠে?
উত্তর: পল্লির মানুষ ও প্রকৃতির সহজ-সুন্দর রূপ।

১২। তাঁর কবিহৃদয় কাদের সঙ্গে এক হয়ে গেছে বলে মনে হয়?
উত্তর: পল্লির মাটি ও মানুষের সঙ্গে।

১৩। জসীমউদ্দীনের দুটি কাহিনিকাব্যের নাম লেখো।
উত্তর: ‘নক্সী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’।

১৪। তাঁর দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: ‘রাখালী’, ‘বালুচর’।

১৫। জসীমউদ্দীন কোন কোন সম্মাননা পেয়েছেন?
উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি এবং একুশে পদক।

কবিতা সম্পর্কে প্রশ্ন

১৬। রুপাই কার ছেলে ছিল?
উত্তর: রুপাই ছিল এক গাঁয়ের চাষার ছেলে।

১৭। রুপাইয়ের মুখ কেমন ছিল?
উত্তর: তার মুখ ছিল কালো।

১৮। তার মাথার চুল কেমন ছিল?
উত্তর: মাথার চুল ছিল লম্বা।

১৯। কবি রুপাইয়ের কালো মুখের সঙ্গে কী তুলনা করেছেন?
উত্তর: রঙিন ফুলে কালো ভ্রমরের সঙ্গে।

২০। রুপাইয়ের মুখের মায়া কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া।

২১। রুপাইয়ের বাহু দেখতে কেমন?
উত্তর: জালি লাউয়ের ডগার মতো সরু বাহু।

২২। রুপাইয়ের গা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: শাওন মাসের তমাল তরুর সঙ্গে।

২৩। বাদল-ধোয়া মেঘে কী করা হয়েছে?
উত্তর: তেল মাখানো হয়েছে।

২৪। বিজলি মেয়ে কি করে?
উত্তর: বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে পড়ে আলোর খেল।

২৫। রুপাইয়ের হাসির তুলনা কী দিয়ে করা হয়েছে?
উত্তর: কচি ধানের তুলতে চারা লাগানোর সময় মুখে জড়ানো হাসি দিয়ে।

২৬। কবি কোন চোখ দিয়ে ধরা দেখেন?
উত্তর: কালো চোখের তারা দিয়ে।

২৭। কালো দতের কালি দিয়ে কী লেখা হয়?
উত্তর: কেতাব ও কোরান লেখা হয়।

২৮। কবি কোন রঙকে জয়যুক্ত মনে করেন?
উত্তর: কালো রঙকে।

২৯। রুপাই কী জয় করেছে?
উত্তর: সব কিছু, পুরো ভুবন জয় করেছে।

৩০। কালোয় আলো বানাতে পারা মানুষ কী করে?
উত্তর: সে সবার মন ভুলায়।

৩১। রুপাইয়ের পায়ে কে লুটায়?
উত্তর: বৃন্দাবন।

৩২। রুপাই কেমন করে বুক জুড়ায়?
উত্তর: তার কালো রঙেই বুক জুড়ায়।

৩৩। রুপাইয়ের গ্রামের ধান ও গ্রাম কেমন রঙের?
উত্তর: সেগুলো কালো রঙের।

৩৪। কবি কোথায় ‘সিনান’ করেন?
উত্তর: সেই কালোতে (রুপাইয়ের রঙে) সিনান করেন।

৩৫। ‘উজল তাহার গাও’ – এখানে কী বোঝানো হয়েছে?
উত্তর: রুপাইয়ের গায়ে দীপ্তি ও উজ্জ্বলতা আছে।

৩৬। আখড়াতে রুপাই কী নিয়ে অংশ নেয়?
উত্তর: বাঁশের লাঠি।

৩৭। রুপাইয়ের খেলায় কী ভুমিকা পালন করে?
উত্তর: তাকে নিয়েই সবাই টানাটানি করে।

৩৮। জারির গানে রুপাই কেমন?
উত্তর: তার গলা সবার আগে উঠে।

৩৯। রুপাইকে ‘শাল-সুন্দি-বেত’ বলা হয়েছে কেন?
উত্তর: কারণ সে সকল কাজে লাগে, উপকারী।

৪০। বুড়োরা রুপাই সম্পর্কে কী বলে?
উত্তর: তারা বলে, রুপাই ছেলে নয়, যেন পাগাল লোহা।

৪১। রুপাইয়ের বাবাকে কেমন বলা হয়েছে?
উত্তর: রুপাই তার বাপের মতো, অর্থাৎ যোগ্য সন্তানের পরিচয়।

৪২। রুপাই কিসের চেয়েও দামি?
উত্তর: না, সে রুপা নয়, বরং রুপার চেয়েও দামি।

৪৩। ভবিষ্যতে গাঁ কার নামে হবে?
উত্তর: একদিন রুপাইয়ের নামেই গাঁর নাম হবে।

শব্দার্থ নিয়ে প্রশ্ন

৪৪। ভ্রমর কী?
উত্তর: ভ্রমর হলো ভোমরা বা ভিমরুল জাতীয় পতঙ্গ।

৪৫। ‘নবীন তৃণ’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘নবীন তৃণ’ বলতে বোঝায় কচি ঘাস।

৪৬। ‘জালি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জালি’ অর্থ কচি বা সদ্য অঙ্কুরিত।

৪৭। ‘শাওন’ কোন মাসের নাম?
উত্তর: শাওন হলো বঙ্গাব্দের চতুর্থ মাস, শ্রাবণ।

৪৮। ‘কালো দত’ কী?
উত্তর: কালো দত হলো লেখার কালি রাখার পাত্র, অর্থাৎ দোয়াত।

৪৯। ‘গরব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘গরব’ অর্থ গর্ব বা অহংকার।

৫০। ‘রামধনুকের হার’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: রংধনুকে অর্ধবৃত্তাকার গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে।

৫১। ‘পদ-রজ’ মানে কী?
উত্তর: পদ-রজ মানে পায়ের ধুলা বা চরণধূলি।

৫২। বৃন্দাবন কোথায় অবস্থিত?
উত্তর: বৃন্দাবন মথুরার নিকটবর্তী একটি হিন্দু তীর্থস্থান।

৫৩। ‘সিনান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সিনান’ শব্দের অর্থ স্নান বা গোসল।

৫৪। ‘উজল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘উজল’ অর্থ উজ্জ্বল বা দীপ্তিমান।

৫৫। ‘আখড়াতে’ কী কাজ হয়?
উত্তর: আখড়াতে নৃত্যগীত শিক্ষা ও মল্লবিদ্যার অভ্যাস করা হয়।

৫৬। ‘শাল-সুন্দি-বেত’ বলতে কী বোঝায়?
উত্তর: শালগাছ, সুন্দি ও বেত একত্রে বিভিন্ন কাজে ব্যবহৃত উপকরণ; কবিতায় রুপাইকে এদের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে।

৫৭। ‘জারি গান’ কী?
উত্তর: কারবালার শোকাবহ ঘটনামূলক শোকগীতি বা গাথাকে ‘জারি গান’ বলে।

৫৮। ‘পাগাল লোহা’ কী বোঝায়?
উত্তর: ‘পাগাল লোহা’ বলতে বোঝানো হয়েছে ইস্পাতসম কঠিন লোহা।

৫৯। ‘ভিমরুল’ কী?
উত্তর: ভিমরুল এক ধরনের হিংস্র ও ডাঙায় বাস করা উড়ন্ত পতঙ্গ।

৬০। ‘সদ্য অঙ্কুরিত’ বলতে কী বোঝায়?
উত্তর: সদ্য অঙ্কুরিত বলতে বোঝায় নতুন গজানো কচি গাছপালা বা অঙ্কুর।

৬১। ‘দোয়াত’ কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: দোয়াত ব্যবহৃত হয় কালি রাখার জন্য, যা লেখার কাজে লাগে।

৬২। ‘ইস্পাত’ কী ধরনের ধাতু?
উত্তর: ইস্পাত হলো এক প্রকার শক্তিশালী ও টেকসই ধাতু, যা বিভিন্ন যন্ত্র ও নির্মাণকাজে ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *