Skip to content

আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

কবি সম্পর্কে প্রশ্ন

১। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে।

২। কবি জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বরিশাল শহরে।

৩। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ খ্রিষ্টাব্দে।

৪। জীবনানন্দ দাশ কোথা থেকে এম.এ. পাশ করেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

৫। জীবনানন্দ দাশের এম.এ. পাশের বিষয় কী ছিল?
উত্তর: ইংরেজি সাহিত্য।

৬। কবি জীবনানন্দ দাশ কর্মজীবন শুরু করেন কোন পেশায়?
উত্তর: ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে।

৭। তাঁর কবিতায় কী কী বিষয় প্রধানভাবে উঠে এসেছে?
উত্তর: বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র।

৮। কবিতায় কোন ধরনের গাছ, পশু-পাখি ও লতাপাতা ধরা পড়েছে?
উত্তর: অনেক অজানা ও নতুন পরিচয়ের।

৯। জীবনানন্দ দাশ কী ধরনের কবি ছিলেন?
উত্তর: প্রকৃতিপ্রেমিক কবি।

১০। তিনি তাঁর কবিতার রূপরস সংগ্রহ করেন কোথা থেকে?
উত্তর: প্রকৃতি থেকেই।

১১। জীবনানন্দ দাশ কোন সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৫৪ সালে।

১২। জীবনানন্দ দাশ কোথায় মারা যান?
উত্তর: কলকাতায়।

১৩। জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ কী ছিল?
উত্তর: এক ট্রাম দুর্ঘটনা।

১৪। জীবনানন্দ দাশের জন্মস্থল কোন জেলা?
উত্তর: বরিশাল জেলা।ষ

১৫। জীবনানন্দ দাশ কোন ধরনের সাহিত্য পেশায় কাজ করেছেন?
উত্তর: অধ্যাপক ও সাংবাদিকতা।

কবিতা সম্পর্কে প্রশ্ন

১৬। ‘আবার আসিব ফিরেকবিতাটির রচয়িতা কে?
উত্তর: জীবনানন্দ দাশ।

১৭। কবি কোথায় ফিরে আসতে চান?
উত্তর: ধানসিঁড়ির তীরে এই বাংলায়।

১৮। রাঙা মেঘ সাঁতরায়ে কী নীড়ে ফিরছে?
উত্তর: রাঙা মেঘ সাঁতরায়ে ধবল বক নীড়ে ফিরছে।

১৯। কবি জীবনানন্দ দাশ ভোরের কাক হয়ে বাংলার কোথায় আসতে চান?
উত্তর: কবি জীবনানন্দ দাশ ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসতে চান।

২০। সাদা বকের দল কখন নীড়ে ফিরে আসে?
উত্তর: সাদা বকের দল অন্ধকারে নীড়ে ফিরে আসে।

২১। কবি কী রূপে ফিরে আসতে চান?
উত্তর: মানুষ নয়, শঙ্খচিল, শালিক, কাক, হাঁস ইত্যাদি রূপে।

২২। ‘শঙ্খচিল’ কী ধরনের পাখি?
উত্তর: সাদা চিল।

২৩। কবি কোন ঋতুর সকালে ফিরে আসতে চান?
উত্তর: কার্তিক মাসের ভোরে।

২৪। নবান্ন উৎসব কোন সময় হয়?
উত্তর: কার্তিক মাসে।

২৫। কবি আবার কোথায় ফিরে আসতে চেয়েছেন?
উত্তর: কবি ধানসিঁড়িটির তীরে আবার ফিরে আসতে চেয়েছেন।

২৬। কবি এদেশকে কীসের তীর বলেছেন?
উত্তর: কবি এদেশকে ধানসিঁড়ির তীর বলেছেন।

২৭। কবি কীসের বেশে এদেশে ফিরে আসতে চেয়েছেন?
উত্তর: কবি শঙ্খচিল শালিকের বেশে এদেশে ফিরে আসতে চেয়েছেন।

২৮। ‘কুয়াশার বুকে ভেসে’ কথাটি কী বোঝায়?
উত্তর: কুয়াশাচ্ছন্ন সকালে ফিরে আসার ইচ্ছা।

২৯। ‘কাঁঠাল-ছায়া’ কী বোঝায়?
উত্তর: গ্রামীণ বাংলার শান্ত পরিবেশ ও স্মৃতি।

৩০। কবি ‘হাঁস’ হয়ে কী করবেন?
উত্তর: কলমির গন্ধভরা জলে সারাদিন ভেসে থাকবেন।

৩১। ‘ঘুঙুর’ কোথায় ছিল?
উত্তর: কিশোরীর লাল পায়ে।

৩২। কবি বাংলার কী কী ভালোবাসেন?
উত্তর: নদী, মাঠ, খেত।

৩৩। কবি নবান্নের দেশে কোন বেশে আসবেন?
উত্তর: কবি নবান্নের দেশে ভোরের কাক হয়ে আসবেন।

৩৪। কুয়াশার বুকে ভেসে কবি একদিন কোথায় আসবেন?
উত্তর: কবি একদিন কাঁঠাল-ছায়ায় কুয়াশার বুকে ভেসে আসবেন।

৩৫। কবি বাংলার কী ভালোবেসে ফিরে আসবেন?
উত্তর: কবি বাংলার নদী-মাঠ-খেত ভালোবেসে ফিরে আসবেন।

৩৬। ‘জলাঙ্গী’ কী?
উত্তর: নদী।

৩৭। ‘সবুজ করুণ ডাঙা’ কী বোঝায়?
উত্তর: বাংলার দুঃখজড়ানো সবুজ ভূখণ্ড।

৩৮। ‘সুদর্শন’ কী ধরনের প্রাণী?
উত্তর: শকুন বা একধরনের উড়ন্ত পোকা।

৩৯। কবি কোন সময় ‘সুদর্শন’কে উড়তে দেখেন?
উত্তর: সন্ধ্যার বাতাসে।

৪০। কবি এদেশকে কীসে ভেজা বলেছেন?
উত্তর: কবি এদেশকে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বলেছেন।

৪১। কবি এদেশের সবুজকে কেমন ডাঙা বলেছেন?
উত্তর: কবি এদেশের সবুজকে করুণ ডাঙা বলেছেন।

৪২। শিশু কোথায় খইয়ের ধান ছড়াবে?
উত্তর: শিশু উঠানের ঘাসে খইয়ের ধান ছড়াবে।

৪৩। ‘লক্ষ্মীপেঁচা’ কী?
উত্তর: লক্ষ্মীপেঁচা হলো সুলক্ষণযুক্ত পেঁচা।।

৪৪। লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে?
উত্তর: শিমুল গাছের ডালে।

৪৫। ‘খইয়ের ধান’ কে ছড়াচ্ছে?
উত্তর: শিশু।

৪৬। শিশু কোথায় ধান ছড়াচ্ছে?
উত্তর: উঠানের ঘাসে।

৪৭। কিশোর কোথায় সাদা ছেঁড়া পালের ডিঙা বায়?
উত্তর: কিশোর রূপসার ঘোলা জলে সাদা ছেঁড়া পালের ডিঙা বায়।

৪৮। ধবল বক কীভাবে নীড়ে ফিরে আসে?
উত্তর: ধবল বক অন্ধকারে রাঙা মেঘ সাঁতরে নীড়ে ফিরে আসে।

৪৯। ‘সাদা ছেঁড়া পাল’ কার?
উত্তর: এক কিশোরের।

৫০। কিশোর কোথায় ডিঙা বাইছে?
উত্তর: রূপসার ঘোলা জলে।

৫১। রাঙা মেঘ কোথায় যাচ্ছে?
উত্তর: অন্ধকারে সাঁতরে নীড়ে।

৫২। কবি কোথায় ধবল বক দেখতে চান?
উত্তর: নদীর তীরে বা বাংলার প্রকৃতিতে।

৫৩। ‘ধবল’ শব্দের অর্থ কী?
উত্তর: সাদা।

শব্দার্থ নিয়ে প্রশ্ন

৫৪। ধানসিঁড়ি কী?
উত্তর: ধানসিঁড়ি ঝালকাঠি জেলার একটি নদী, যা এখন মরে গেছে।

৫৫। শঙ্খচিল কী ধরনের পাখি?
উত্তর: শঙ্খচিল এক ধরনের সাদা চিল।

৫৬। নবান্ন উৎসব কবে হয়?
উত্তর: নতুন ধান কাটার পর এই উৎসব হয়।

৫৭। নবান্ন উৎসবে কী খাওয়া হয়?
উত্তর: দুধ, গুড়, নারকেল ও নতুন আতপ চালের ভাত খাওয়া হয়।

৫৮। ‘কার্তিকের নবান্নের দেশ’ বলতে কী বোঝায়?
উত্তর: বাংলাদেশ, যেখানে কার্তিক মাসে নবান্ন উৎসব পালিত হয়।

৫৯। ‘নবান্ন’ শব্দের অর্থ কী?
উত্তর: নতুন ভাত।

৬০। ‘ঘুঙুর’ কী?
উত্তর: ঘুঙুর হলো পায়ের অলংকার, নূপুর।

৬১। ‘জলাঙ্গী’ শব্দের অর্থ কী?
উত্তর: যার অঙ্গে জল আছে; অর্থাৎ নদী।

৬২। কবি কেন বাংলাদেশকে ‘জলাঙ্গী’ বলেছেন?
উত্তর: কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং নদীর ঢেউয়ে ভেজা।

৬৩। ‘ডাঙা’ কী?
উত্তর: জলাশয়ের নিকটবর্তী উঁচু স্থান।

৬৪। ‘সুদর্শন’ কী?
উত্তর: সুদর্শন হলো শকুনি; এক ধরনের পোকা যা উড়তে পারে।

৬৫। ‘লক্ষ্মীপেঁচা’ কী?
উত্তর: লক্ষ্মীপেঁচা এক ধরনের পেঁচা।

৬৬। ‘রূপসা’ কী?
উত্তর: রূপসা একটি নদীর নাম।

৬৭। ‘ডিঙা’ কী?
উত্তর: ডিঙা হলো একটি ছোট নৌকা।

৬৮। ‘নীড়’ কী?
উত্তর: ‘নীড়ে’ বোঝায় পাখির বাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *